
16/01/2025
প্রিয় মা
আজ তুমি আমাকে অনেক বড় বানিয়ে দিলে, তোমার একটা কথার কারনে আজকে সেই ছোট্ট নুসরাত অনেক বড় হয়ে গেল,
আজ আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে আসছি।
তুমাদের কি দায়িত্ব ছিল না কোথায় আছি কেমন আছি কিভাবে আছি কার কাছে আছি,কিন্তু তুমি কোন গুরুত্ব দাওনি।
আজ আমার স্বামী তোমাদের সবাইকে ফোন করে বুঝিয়েছিল আমাদের এখান থেকে কোন একজন আসার জন্য। কিন্তু তোমরা সেটার প্রতিও গুরুত্ব দাওনি
ভেবেছিলাম তোমাদের কথাটা হয়তোবা শুনবো আমি, তুমাদেকে একটু বিশ্বাস করতে চেয়েছিলাম
কিন্তু তা আর হলো না।
আজকে তুমি আমার শ্বশুরবাড়ি মানুষকে বলেছ, তোমার মেয়ের চিন্তা না তোমার স্বামীর চিন্তা।
তাহলে মা আমি একটা কথা বলি আমিও আমার স্বামীর চিন্তাটাই করে এসেছি।
আমি কখনো আমার স্বামীর কথারবাইরে যাই নাই,আমি আমার স্বামীকে যথেষ্ট পরিমাণে সম্মান করি এবং ভালোবাসি।
তুমি আমার শ্বশুর বাড়ির কাছে আমার স্বামীকে অপমান করেছো ছোট করেছো।
তাহলে মা আমি আজকে তোমাদেরকে বলে দেই,
যেখানে আমার স্বামীকে তোমরা সম্মান করতে পারো না সেখানে আর তোমারদের পরিবারের সাথেও আমার কোন সম্পর্ক হতে পারে না।
আমাকে ক্ষমা করে দিও
আমি আমার স্বামীর জন্য পুরো দুনিয়া প্রত্যাখ্যান করব তাও
আমি আমার স্বামীকে ছাড়বো না
নুসরাত জাহান মারিয়া 😥
NusRat Jahan