খোলা জানালা

খোলা জানালা হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: সম্মান না অপমান?বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। কিন্ত...
02/02/2025

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: সম্মান না অপমান?

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। কিন্তু এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানের চিত্র দেখে আমরা মর্মাহত। পুরস্কারপ্রাপ্ত সম্মানিত সাহিত্যিকদের পেছনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে, যা তাদের প্রতি চরম অসম্মানজনক। সম্মান প্রদর্শনের পরিবর্তে এ যেন এক প্রকার অবমাননা!

যদি সত্যিই বাংলা একাডেমি গুণীজনদের সম্মান দিতে না জানে, তাহলে তাদের কেন আমন্ত্রণ জানানো হলো? কেন এমন অবমাননাকর ব্যবস্থা নেওয়া হলো? সাহিত্যিকদের যথাযথ সম্মান না দিয়ে, তাদের মর্যাদাহানিকর অবস্থায় দাঁড় করানো কি কোনোভাবেই গ্রহণযোগ্য?

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে—ছাত্রদের সামনে বসিয়ে সম্মানিত সাহিত্যিকদের পেছনে দাঁড় করানো হলো কেন? এভাবে কি আমরা আমাদের গুণীজনদের সম্মান জানাই? বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমাদের দায়িত্ব হলো সমাজে সম্মান ও ন্যায়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা। দাসত্ব ও অপমানের শৃঙ্খল ভাঙতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই, ভবিষ্যতে বাংলা একাডেমি এমন ভুলের পুনরাবৃত্তি না করে, প্রকৃতপক্ষে সাহিত্যিকদের যোগ্য সম্মান প্রদান করুক।

01/02/2025
01/02/2025

সেন্ট মার্টিন প্রেগন্যান্ট। তাই ৯মাসের জন্য ছুটি নিয়েছে। ৯মাস পর তার কোল জুড়ে ফুটফুটে বাচ্চা জন্মাবে। নাম দিবে "সেন্ট মার্কিন"।

31/01/2025
যারা বারবার সৌদির দলিল দেয়,তারা দেখে নিক, সৌদিতেও এখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তথ্য যাচাইয়ের ব্যবস্থা শুরু হয়েছে। পর্দান...
30/01/2025

যারা বারবার সৌদির দলিল দেয়,
তারা দেখে নিক, সৌদিতেও এখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তথ্য যাচাইয়ের ব্যবস্থা শুরু হয়েছে। পর্দানশীন মহিলাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তথ্য যাচাইয়ের কার্যক্রম শুরু করেছে সৌদি সরকার।

নিউজ লিংকঃ https://www.al-jazirah.com/2020/20201222/ln32.htm

তাহলে আমাদের দেশেও পর্দানশীন মহিলাদের ছবি ছাড়া কেবল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্র করার অধিকার আছে বলে আমি মনে করি। বরং এটি আরো নির্ভুল ও বিজ্ঞানসম্মত।

তাই রাষ্টের উচিৎ পর্দানশীন মহিলাদের জন্য ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডি কার্ড করার ব্যবস্থা করা।

30/01/2025

গাইবান্ধায় ভোটার হালনাগাদে নিয়োগ পরীক্ষায় মোবাইল দেখে লেখার ভিডিও!

30/01/2025

পর্দানশীন নারীদের ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার সময় অবশ্যই নারী কর্মী রাখতে হবে, এবং NID কার্ডে ছবি বাদ দিতে হবে।

পরিমণি নারী, ইবতেদায়ী শিক্ষিকারা নারী না...নারী অধিকার নিয়ে যারা কথা বলেন, তারা চুপ। কারণ এই নারীরা মাদ্রাসা শিক্ষিকা।
28/01/2025

পরিমণি নারী, ইবতেদায়ী শিক্ষিকারা নারী না...

নারী অধিকার নিয়ে যারা কথা বলেন, তারা চুপ। কারণ এই নারীরা মাদ্রাসা শিক্ষিকা।

28/01/2025
27/01/2025

ভোটার তা‌লিকায় অন্তর্ভুক্তি এবং জাতীয় প‌রিচয়পত্র তৈ‌রি‌তে মুখের ছ‌বি তু‌লে নয়, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন.....

27/01/2025

মি'রাজুন নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হো

26/01/2025

অত্যন্ত যৌক্তিক একটি দাবি।

26/01/2025

ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ঝামেলা লাগিয়ে তৃতীয় পক্ষ ফায়দা হাসিলের চেষ্টা করছে, সকলকে শান্ত থাকার আহ্বান।

26/01/2025

এক জালিম বিদায় হলে আরো বড় জালিম আসে।
গণতন্ত্র দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবেনা❗

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when খোলা জানালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share