30/01/2025
সাম্রতিক কিছু গবেষণায় বলা হয়েছে এডিএইচডি মূলত কোন disabality / disease নয়। এটি আচরণগত সমস্যার একটি ধরণ যা কিছু মেডিকেশন এবং থেরাপি এর মাধ্যমে পুরোপুরি কিউরেবল। যদিও আনুষ্ঠানিকভাবে কোন ডিক্লায়ারেশন আসেনি তবু আশাবাদী হওয়াই যায়।
মানুষ তখনই তার বেস্ট এফোর্ড দিতে পারে যখন সে আশাবাদী থাকে। বিন্দুমাত্র সংশয় আপনার চেষ্টাকে অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম। তাই আশাবাদী হয়ে লেগে থাকুন, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।
Source: Copied from parents comment.
What you focus, expands. এজন্য পজিটিভ দিকেই আমাদেরকে ফোকাস করতে হবে। কোন প্রমাণ বা সাইন আমরা দেখতে পাই বা না পাই। কেন?
আমাদের সবকিছুই আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত। আর আমাদের সৃষ্টিকর্তার ক্ষমতার সীমাবদ্ধতা নাই। তাই তার কাছে আমরা যে কোন কিছুই চাইতে পারি যা আমাদের দরকার।
আরেকটা কথা- আল্লাহতায়ালা নিজেই বলেছেন, সকল সৃষ্টি জোড়ায় জোড়ায় এসেছে। তাই প্রবলেম যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে তার অপর জোড়া হলে সমাধান। তাহলে এটাকেও দিয়ে পাঠিয়েছেন।
এখানে একটা বিষয় বুঝতে হবে, সলিউশন সবসময় প্রবলেম এর উলটা হয় না। ভিন্ন দিকে কিন্তু বেনিফিসিয়াল কিছু। আর এটাই আমাদের জন্য ভাল।