Boby Alam Tiny Diary

Boby Alam Tiny Diary I'm try to always share with my friends my good or bad experience from others,So always stay with me

02/01/2025

দুই একজন মানুষের জন্য কেউ কখনোই কাউকে টাকা দিয়ে সাহায্য করা উচিৎ না মনে করবে🙏

আমি বদদোয়া দিবো না,যদি মনে করেন আপনি আমার সাথে "ঠিক"করেছেন,তাহলে এমন অনেক "ঠিক" যেনো আপনার সাথেও হয়।
21/12/2024

আমি বদদোয়া দিবো না,
যদি মনে করেন আপনি আমার সাথে "ঠিক"
করেছেন,
তাহলে এমন অনেক "ঠিক" যেনো আপনার সাথেও হয়।

15/12/2024

মাঝে মাঝে অনেক কষ্ট লাগে,ভিতরটা অনেকটা হাহাকার লাগে।কাউকে কিছু না বলে, এমন কন কনে শীতের রাতে নির্ঘুম রাত কাটাইসি,আর আকাশের দিক ফ্যালফ্যাল করে একরাশ অভিমান নিয়ে তাকায় থাকতাম।আর ভাবতাম কারো জন্যেতো খারাপ চিন্তা করি নাই,খারাপ চাই নাই,তাহলে আমার সাথেই বা কেনো এমন হয়?
এই সমীকরণ টা কখনোই মিলতো না,এখনও মিলে না।
সব সময় প্রশ্নমতে মান ধরার পরও সমীকরণ মিলে না,কেনো?
আল্লাহ সবাইকে হেদায়েত দান করএন,আমিন।

14/12/2024

সব সময় যারা আপনার সাথে হাসিমুখে কথা বলে,তাদের জীবনে কোন কষ্ট নেই এটা ভাবাটা ভুল,আসলে তারা তাদের কথাটা বা কষ্টটা কেনো বাকীদের মতন শেয়ার করে না জানেন?
কারন,তাদের মূল্যায়ন টা তাদের কাছের মানুষ ই বোঝে না।
তারা শুধু বোঝে,যে ও তো ভালোই আছে,সব কিছু মুখ বুঝে সহ্য করছে তাহলে আর ওর কিসের কষ্ট?
কিসের দুঃখ?

14/12/2024

আমার মানসিক শান্তির খুব প্রয়োজন
🙏

14/12/2024

To shine like a sun,
You need to burn like one
🌞

13/12/2024

এই পৃথিবীতে সবাই অভিনয় করে আপন হবার,
সত্যিকার অর্থে কেউ আপন না🙏

13/12/2024

আমি একটা জিনিস লক্ষ্য করেছি,
যখনই আমার ভালো কিছু আমি চিন্তা করি,তখনই সব খারাপ আশেপাশের থেকে আমার সাথেই ঘটে🥹
আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষকে বানাইলেও,
সবচাইতে খারাপ এ মানুুষের মনকেও বানইসে ভালোর জন্য,
কিন্তু কলুসিতো মন,পরের ভালো কম চায়,
নিজের ভালো না নিজে করতে পায়🥹🥹
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন,আমিন🙏

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
11/12/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

11/12/2024

ব্যার্থ বাবা মায়ের সন্তানরা কখনোই, আর যাই করুক সফলতার মুখ দেখতে পারে না🙏

11/12/2024

Don't share your happiness with wrong people in wrong time
🙏

10/12/2024

আচ্ছা বাবা মায়েরা ই কি শুধু সন্তান দ্বারা কষ্ট পায়?
সন্তানরাও কি বাবা মা থেকে কষ্ট পায় না?
যে ছেলে মেয়ে আর্থিক ভাবে দুর্বল থাকে বা প্রতিষ্ঠিত থাকেন,
সেসব ছেলে মেয়েরা কখনোই বাবা মায়ের পছন্দের তালিকায় থাকে না।
একই বাবা মায়ের ঘরে জন্মানোর পরও বাবা মায়ের বৈষম্যের শিকার হতে হয় অনেক সন্তানদের।
তখন তাদেরকে একটা প্রশ্ন জিগাস করার থাকে,যে কেনো এই বৈষম্য তোমাদের?
জি বাংলা সিরিয়ালের ভাষা বুঝো,সন্তানের মুখের ভাষা বুঝোনা।

আমি একান্তই আমারমতামত বলে গেলাম🥺

09/12/2024

পরের ছেলেমেয়ের গুনগান যেভাবে করেন,
নিজের ছেলেমেয়ের গুনগান না গান, কিন্তু ছেলেমেয়েকে সবার কাছে ছোট করবেন না।

মিথ্যা দিয়ে কখনো সম্পর্ক টিকেনা।তাই কখনো সম্পর্কে মিথ্যাকে জায়গা দিবেন না🙄
08/12/2024

মিথ্যা দিয়ে কখনো সম্পর্ক টিকেনা।
তাই কখনো সম্পর্কে মিথ্যাকে জায়গা দিবেন না🙄

অফিস থেকে বাসায় আসার সময় পান্থপথ সিগনালে বসে ছিলাম রিকশায়।তখন এভাইটার দিকে চোখ গেলো, তাই সুন্দর করে ছবি তুলে ফেললাম।আমি ...
07/12/2024

অফিস থেকে বাসায় আসার সময় পান্থপথ সিগনালে বসে ছিলাম রিকশায়।তখন এভাইটার দিকে চোখ গেলো, তাই সুন্দর করে ছবি তুলে ফেললাম।
আমি ঠিক কি জন্যে ছবিটা তুলেছি বলুন তো?

❤️❤️শুভ রাত্রি❤️❤️

❤️❤️❤️শুভ জন্মদিন❤️❤️❤️আমার পরীটার জন সবাই দোয়া করবেন।
07/12/2024

❤️❤️❤️শুভ জন্মদিন❤️❤️❤️
আমার পরীটার জন সবাই দোয়া করবেন।

06/12/2024

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Boby Alam Tiny Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share