Boby Alam Tiny Diary

Boby Alam Tiny Diary I'm try to always share with my friends my good or bad experience from others,So always stay with me

29/01/2025

মানুষের আর্থিক অবস্থার পরিবর্তনে,
সবর্প্রথম তার আচরনে তা প্রকাশ পায়
🙏

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ):কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়...
21/01/2025

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ):

কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না।আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।"

সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।

আল্লহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাহ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।
©

18/01/2025

জীবনে আর যাই করেন না কেনো,অযোগ্য কারো জন কখনোই কিছুই sacrifice করবেন না🙏

18/01/2025

যারে যখন এই ভুবনে আপন মনে হয়,
সে দিয়ে যায় সময়মত অন্য পরিচয়
🙏

17/01/2025

ঘরেই কত আপনমানুষ শত্রু সেজে রয়,
কেউ কি আমায় বলতে পারো আপন কারে কয়?

14/01/2025

চামড়ার মুখে সবসময় লাগাম দিয়ে কথা বলা ভালো
🥹

10/01/2025
I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
10/01/2025

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

আমি আকা আকি করতে ভালোবাসি🥰🥰
09/01/2025

আমি আকা আকি করতে ভালোবাসি🥰🥰

02/01/2025

দুই একজন মানুষের জন্য কেউ কখনোই কাউকে টাকা দিয়ে সাহায্য করা উচিৎ না মনে করবে🙏

আমি বদদোয়া দিবো না,যদি মনে করেন আপনি আমার সাথে "ঠিক"করেছেন,তাহলে এমন অনেক "ঠিক" যেনো আপনার সাথেও হয়।
21/12/2024

আমি বদদোয়া দিবো না,
যদি মনে করেন আপনি আমার সাথে "ঠিক"
করেছেন,
তাহলে এমন অনেক "ঠিক" যেনো আপনার সাথেও হয়।

15/12/2024

মাঝে মাঝে অনেক কষ্ট লাগে,ভিতরটা অনেকটা হাহাকার লাগে।কাউকে কিছু না বলে, এমন কন কনে শীতের রাতে নির্ঘুম রাত কাটাইসি,আর আকাশের দিক ফ্যালফ্যাল করে একরাশ অভিমান নিয়ে তাকায় থাকতাম।আর ভাবতাম কারো জন্যেতো খারাপ চিন্তা করি নাই,খারাপ চাই নাই,তাহলে আমার সাথেই বা কেনো এমন হয়?
এই সমীকরণ টা কখনোই মিলতো না,এখনও মিলে না।
সব সময় প্রশ্নমতে মান ধরার পরও সমীকরণ মিলে না,কেনো?
আল্লাহ সবাইকে হেদায়েত দান করএন,আমিন।

14/12/2024

সব সময় যারা আপনার সাথে হাসিমুখে কথা বলে,তাদের জীবনে কোন কষ্ট নেই এটা ভাবাটা ভুল,আসলে তারা তাদের কথাটা বা কষ্টটা কেনো বাকীদের মতন শেয়ার করে না জানেন?
কারন,তাদের মূল্যায়ন টা তাদের কাছের মানুষ ই বোঝে না।
তারা শুধু বোঝে,যে ও তো ভালোই আছে,সব কিছু মুখ বুঝে সহ্য করছে তাহলে আর ওর কিসের কষ্ট?
কিসের দুঃখ?

14/12/2024

আমার মানসিক শান্তির খুব প্রয়োজন
🙏

14/12/2024

To shine like a sun,
You need to burn like one
🌞

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Boby Alam Tiny Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share