Ahle Hadith

Ahle Hadith ৭২ ফিরকা বেঁধেছে জোট সকল সালাফী এক হোক।
(68)

বাংলাদেশের ইরানি সন্তান গুলোকে দেখতে চাই
08/12/2024

বাংলাদেশের ইরানি সন্তান গুলোকে দেখতে চাই

নাদান দের জন্য সুখবর!

08/12/2024
08/12/2024
চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ...
05/12/2024

চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বিকাল ৪ টার পর রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ বৈঠক শুরু হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন শায়খ ড মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে....

04/12/2024

04/12/2024
02/12/2024

কিয়ামতের আলামত, গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে-

আখেরী যামানার লোকেরা গান-বাজনা হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। বর্তমানে ব্যাপক আকারে এই আলামতটি দেখা দিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে টিভি, ডিস এন্টিনা, ইন্টারনেটসহ নানা ধরণের প্রযুক্তি ঢুকে পড়েছে। ২৪ঘন্টা এগুলোতে গান-বাজনা, উলঙ্গ, অর্ধালঙ্গ নারী পুরুষের ফাহেশা ছবি এবং ফিল্ম প্রদর্শিত হচ্ছে। এগুলো মুসলমানের সন্তানদের ঈমান আকীদা ও চরিত্র ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। যারা একাজে মত্ত হবে তাদেরকে তিন ধরণের শাস্তি দেয়া হবে। নবী সাললাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আখেরী যামানায় কোন কোন জাতিকে মাটির নিচে দাবিয়ে দেয়া হবে, কোন জাতিকে উপরে উঠিয়ে নিক্ষেপ করে ধ্বংস করা হবে। আবার কারো চেহারা পরিবর্তন করে শুকর ও বানরে পরিণত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো কখন এরূপ করা হবে? তিনি বললেনঃ ‘‘যখন গান-বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে’’।[1]

এই পাপে লিপ্ত হওয়ার কারণে অতীতের কোন কোন জাতিকে এভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমানেও আমরা প্রায়ই ভূমি ধসে ব্যাপক ধ্বংসের খবর প্রচার মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে চেহারা পরিবর্তনের ঘটনা সম্ভবত এখনও ঘটেনি। আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। দ্বীন-ধর্ম ছেড়ে দিয়ে যে সমস্ত মুসলমান গান-বাজনা ও গায়ক-গায়িকা নিয়ে ব্যস্ত থাকবে তাদের উপরে চেহারা বিকৃত করার শাস্তি অবশ্যই আসবে।

[1] - ইবনে মাজাহ। ইমাম আলবানী সহীহ বলেছেন, সহীহুল জামে আস্ সাগীর হাদীছ নং- ২১৬

01/12/2024

বাগদাদের বায়তুল হিকমা ও স্পেনের কর্ডোভার স্মৃতিকে বুকে ধারণ করে জ্ঞান-বিজ্ঞান ও সাধারণ শিক্ষার জগতে পা রাখল নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। এটি দেশের প্রথম ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল, যা আমেরিকান, ব্রিটিশ এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সমন্বিত করতে যাচ্ছে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত—এই সকল ক্ষেত্রে ভবিষ্যতের নেতা তৈরি করতে এবং জাবির ইবনু হাইয়্যান ও আল-খাওয়ারিজমির মতো গর্বিত মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বড় বিজ্ঞানী, বড় চিকিৎসক, এবং বড় প্রকৌশলী হতে সেক্যুলার হতে হবে—এই প্রচলিত ধারা ভেঙে আমরা প্রমাণ করতে চাই যে মুসলিমরাই হতে পারে এসব ক্ষেত্রে শীর্ষস্থানীয়।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মুসলিমদের মধ্যে বড় বিজ্ঞানী, বড় চিকিৎসক এবং বড় প্রকৌশলী তৈরির মাধ্যমে এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়া।

বিশেষ দ্রষ্টব্য: আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। সর্বমোট আসন: ১২০টি মাত্র!

01/12/2024

❝মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?❞
-[সূরা ক্বিয়ামাহ : ৩৬]

11/11/2024

তোমরা নিশ্চয়ই নেতা হওয়ার জন্য লোভ করো; অথচ কিয়ামতের দিন তা লজ্জার কারন হয়ে দাঁড়াবে‼️
[সহীহ বুখারী: ৭১৪৮]

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahle Hadith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahle Hadith:

Share