বঙ্গ ভিটার গল্প

বঙ্গ ভিটার গল্প History of Bangla

16/01/2025

শত বছরে আগে পূর্ববঙ্গে নির্মিত এসব হিন্দু বাড়ির কর্তারা আজ হয়তো বেঁচে নেই। হতে পারে ভারতে উদ্বাস্তু জীবন কাটিয়ে দুই কামড়ার ছোট্ট ফ্লাটে জীবন কাটিয়েছে তাদের পরবর্তী প্রজন্ম।

দেশভাগ ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়  তৎকালীন পূর্ববঙ্গের প্রাচীন মন্দিরগুলোর আদি বিগ্রহ বা শিবলিঙ্গ হারিয়ে য...
16/01/2025

দেশভাগ ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ববঙ্গের প্রাচীন মন্দিরগুলোর আদি বিগ্রহ বা শিবলিঙ্গ হারিয়ে যায় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ির প্রাচীন শিবলিঙ্গটি আজো অক্ষত আছে।

প্রচলিত আছে, স্বামী ব্রজানন্দ সরস্বতী তীর্থ ভ্রমণে এখানে আসেন মতান্তরে স্বপ্নে আদিষ্ট হয়ে এখানে আসেন এবং বটবৃক্ষের নিচে একটি শিব লিঙ্গ খুঁজে পান।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তৎকালীন পূর্ববঙ্গের এসব জমিদার বাড়ির বংশধরেরা কি জানে তাদের পূর্বপুরুষের অর্থ বিত্ত ও জৌলুস...
15/01/2025

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তৎকালীন পূর্ববঙ্গের এসব জমিদার বাড়ির বংশধরেরা কি জানে তাদের পূর্বপুরুষের অর্থ বিত্ত ও জৌলুস কতোটা ছিল?ভারতে চলে যাওয়ার পর এসব জমিদার পরিবারের বংশধররা আর কোনদিন এখানে আসেনি।

লোকেশন মানিকগঞ্জ বাংলাদেশ।

একদম শূন্য হাতে সাজানো গোছানো এসব বাড়িঘর ফেলে তৎকালীন পূর্ববঙ্গের বৃহত্তর বরিশালের পটুয়াখালী শহর থেকে কলকাতায় চলে আসতে ব...
15/01/2025

একদম শূন্য হাতে সাজানো গোছানো এসব বাড়িঘর ফেলে তৎকালীন পূর্ববঙ্গের বৃহত্তর বরিশালের পটুয়াখালী শহর থেকে কলকাতায় চলে আসতে বাধ্য হয় এসব সম্ভ্রান্ত হিন্দু পরিবার।

এই পরিবারের ছিলেন চার ভাই রাজেশ্বর রায় চৌধুরী, রত্নেশ্বর রায় চৌধুরী,সিদ্ধেশ্বর রায় চৌধুরী,অমরেশ্বর রায় চৌধুরী ও ব্রজকান্ত রায় চৌধুরী।

দেশভাগের পর এই পরিবারের সদস্যদের কেউ আর দেখেনি।

ঐতিহাসিক তথ্য ও দেশভাগের সময়ের গল্পগুলো শুনতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য,চ্যানেল লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

সালটা ১৯৯৭তিনভাই বোন মিলে বাংলাদেশের নারায়ণগঞ্জের এই গ্রামে শেকড় টানে ভিটেমাটিতে যখন পৌঁছে গেলেন তখন জ্যোতি বসু এবং তার ...
14/01/2025

সালটা ১৯৯৭

তিনভাই বোন মিলে বাংলাদেশের নারায়ণগঞ্জের এই গ্রামে শেকড় টানে ভিটেমাটিতে যখন পৌঁছে গেলেন তখন জ্যোতি বসু এবং তার বড় ভাই ডা. সুরেন্দ্র কিরণ বসু ও বোন সুধা বসু প্রটোকল ভেঙে বাড়ির সামনের এই ইঁদারার মাটিতে বসে পড়ে শৈশবের স্মৃতি রোমন্থন করেন।এখন যেখানে পাঠাগার আর পার্ক হয়েছে সেটা ছিল জ্যোতি বসুদের বাড়ির উঠান আর ইদাঁরাটা ছিল উঠানের একদম মাঝখানে।বিরাট আঙিনায় ছিল নানান ফলফলাদির গাছ আরও কত কিছু....

13/01/2025

দেশভাগের পূর্বে নির্মিত এসব হিন্দু জমিদার বাড়ির দেয়াল এর ইটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম।এতবছর পরেও টিকে আছে চুন সুরকীর শত বছরের স্থাপত্য। দেশভাগের সময় নারায়ণগঞ্জ থেকে এসব পরিবারের ভারতে চলে যায়।

কতোটা বিত্ত বৈভব থাকলে এরকম একটা ভবন নির্মাণ করা যায়?বাংলাদেশের পাবনা শহরে দেশভাগের পূর্বে নির্মিত জমিদার বনমালী রায়ের এ...
13/01/2025

কতোটা বিত্ত বৈভব থাকলে এরকম একটা ভবন নির্মাণ করা যায়?

বাংলাদেশের পাবনা শহরে দেশভাগের পূর্বে নির্মিত জমিদার বনমালী রায়ের এই বাড়িটিতে মোট ৮০টি দরজা ও ৫৩টি জানালা আছে।এই পরিবারটির দুঃখ ছিল তাদের কোন পুত্র সন্তান ছিলো না তাই দত্তক হিসেবে নেয় বনওয়ারী লালকে।১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারটি রিফিউজি হিসেবে চলে যায় কলকাতা শহরে।

ঐতিহাসিক তথ্য ও দেশভাগের সময়ের গল্পগুলো শুনতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য,চ্যানেল লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

সংগীতশিল্পী কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বহু রত্নের জন্ম হয়েছিল বাংলাদেশের বিক্রমপুরের ...
12/01/2025

সংগীতশিল্পী কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বহু রত্নের জন্ম হয়েছিল বাংলাদেশের বিক্রমপুরের এই গ্রামে।এখনো রয়েছে হিন্দুদের বহু দৃষ্টি নন্দন মঠ ও পুরনো মন্দির তবে সেগুলো সংরক্ষণ করা না গেলে বহু ঐতিহাসিক স্থাপনা বিলিন হয়ে যাবে।

রক্ষণাবেক্ষণ এর অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশভাগের পূর্বে নির্মিত ফরিদপুরের এসব হিন্দু বাড়ি।দেশভাগের সময় ও বাংলাদেশের ...
11/01/2025

রক্ষণাবেক্ষণ এর অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশভাগের পূর্বে নির্মিত ফরিদপুরের এসব হিন্দু বাড়ি।

দেশভাগের সময় ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর থেকে অসংখ্য হিন্দু পরিবার ভারতের পশ্চিম বঙ্গে চলে যায়।অতীত ইতিহাসের সাক্ষী হিসেবে থেকে যায় অনিন্দ্য সুন্দর এসব বাড়িঘর।

ছবিঃ হাসিব সরদার
ফরিদপুর থেকে।

ঐতিহাসিক তথ্য ও দেশভাগের সময়ের গল্পগুলো শুনতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য,চ্যানেল লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

বাংলাদেশের শিখ ধর্মের প্রধান উপসানালয় হচ্ছে এই গুরুদুয়ারা নানক শাহী।মোঘল সম্রাট জাহাঙ্গীরের সময় নির্মিত এই গুরুদুয়ারার প...
11/01/2025

বাংলাদেশের শিখ ধর্মের প্রধান উপসানালয় হচ্ছে এই গুরুদুয়ারা নানক শাহী।মোঘল সম্রাট জাহাঙ্গীরের সময় নির্মিত এই গুরুদুয়ারার পুরোহিত ছিলেন হরগোবিন্দ সিং তবে দেশভাগের সময় থেকে প্রায় দশ বছর এই গুরুদুয়ারা বন্ধ থাকার পর ষাটের দশকে আবার চালু হয়।এই গুরুদুয়ারা সম্বন্ধে কিছু অজানা তথ্য।

10/01/2025

আজ ২৬ পৌষ

দীর্ঘদেহী, আজানুলম্বিত বাহু, ভূতলস্পর্শী বিশাল জটা ও শ্বেত-শুভ্র শ্মশ্রু সমন্বিত এক মহাপুরুষ রূপে লোকনাথ ব্রহ্মচারী যখন ...
09/01/2025

দীর্ঘদেহী, আজানুলম্বিত বাহু, ভূতলস্পর্শী বিশাল জটা ও শ্বেত-শুভ্র শ্মশ্রু সমন্বিত এক মহাপুরুষ রূপে লোকনাথ ব্রহ্মচারী যখন নারায়ণগঞ্জের বারদীতে আগমন করলেন তখন তৎকালীন রক্ষণশীল সমাজ তাকে মেনে নিতে পারেনি।

সালটা আনুমানিক বাংলা ১২৭০ সনে বাবা লোকনাথ বারদী গ্রামে পদার্পণ করেছিলেন। ওইসময় তার বয়স ছিল আনুমানিক ১৩৩ বছর।

শুরুর দিকে বারদীর লোকেরা ওনাকে খুব বিরক্ত করতেন।গ্রামের রাস্তায় দেখতে পেলে তার প্রতি সকলে কটুক্তি করতে এবং ছোটো ছেলেমেয়েরা তাকে পাগল মনে করে ঢিল ছুঁড়তো। বাবা কেবল তাদের প্রতি নীরবে করুণা দৃষ্টি নিক্ষেপ করতেন।যখন গ্রামের ছেলেরা তাকে পাগল বলে তাড়া করতে তিনি স্মিত হাস্যে তাদের প্রতি করুণাদৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে থাকতেন।

এদিকে মহাযোগেশ্বর লোকনাথ ব্রহ্মচারী বারদী গ্রামে আগমনের পর গ্রামের প্রভুত উন্নতি হতে থাকে।তার আগমনের পূর্বে এই গ্রামে বসন্ত, কলেরা মহামারীতে প্রতি বছর অনেক লোক মারা যেত। কিন্তু এই মহাপুরুষের আগমনে সেই মড়ক বন্ধ হয়ে যায়। চাষীরা ক্ষেতে ভালো ফসল পেতে আরম্ভ করে। অনাবৃষ্টি বন্ধ হয়ে যায়।

এইসময় ইংরেজ নীলকর ওয়াইজ সাহেবের সঙ্গে নীলের কুঠি নিয়ে বারদীর জমিদার নাগবাবুদের সঙ্গে জোর দাঙ্গা বাঁধে।ইংরেজদের অস্ত্রবলে জমিদার ভীত হয়ে পড়েন। তখন তার কানে তারই গ্রামের বসবাসকারী এক মহাযোগীর কথা যায়। তিনি জানতে পারেন, এই যোগী লোকনাথ ব্রহ্মচারী একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন মহাপুরুষ। জমিদার নাগবাবু তখন সেই মহাপুরুষের শরণাপন্ন হলেন। মহাযোগেশ্বর তাকে অভয় দেন।লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদে জমিদারের জয় হয় এবং ওয়াইজ সাহেবের নীলকুঠি উঠে যায়। এই ঘটনার পর বারদীর জমিদার নাগবাবুদের বাবা লোকনাথের উপর ভক্তিশ্রদ্ধা বৃদ্ধি পায়। তারা নিয়মিত বাবার কাছে যাতায়াত শুরু করেন এবং এই আশ্রমের জায়গাটি নির্ধারণ করে দেন।

লোকনাথ ব্রহ্মচারী এমন একজন সাধক পুরুষ যিনি জ্ঞান অন্বেষণে হিমালয় থেকে শুরু করে পবিত্র মক্কা মদীনায় ইউরোপ এমনকি চীন দেশ ভ্রমণ শেষে এই বারদীতে জীবনের শেষ সময় পার করে এখানেই দেহত্যাগ করেন।

09/01/2025

পশ্চিম বঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সাংসদ রূপা গাঙ্গুলী,প্রয়াত অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গের বহু বিখ্যাত মানুষের জন্ম হয়েছিল বাংলাদেশের এই নারায়ণগঞ্জে।আপনি নারায়ণগঞ্জের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যদি বেড়াতে যান তাহলে দেখতে পারবেন এরকম বহু গুণী মানুষের জন্মভিটা।

পান্ডবরা আশ্রয় নিয়েছিল মহারাজ বিরাটের এই রাজ্যে পান্ডবদের জলের তেষ্টা মেটাতে মহারাজ বিরাট এর সময় খনন করা এই দিঘি।আবার কে...
08/01/2025

পান্ডবরা আশ্রয় নিয়েছিল মহারাজ বিরাটের এই রাজ্যে পান্ডবদের জলের তেষ্টা মেটাতে মহারাজ বিরাট এর সময় খনন করা এই দিঘি।

আবার কেউ বলে রাজকন্যা বিন্নাবতীর জন্য খনন করা দিঘিতে রয়েছে বহু পৌরাণিক ইতিহাস।

চৈত্র মাসে স্থানীয় হিন্দু সম্প্রদায় পুণ্যস্নান করতে জড়ো হয়।

কি আছে বাংলাদেশের বৃহত্তর রংপুরের নীলফামারীর এই নীলসাগরে?

সতীশ বাবু আজ নেই কিন্তু তার বাড়িটি এখনো কুষ্টিয়ায় আছে দেশভাগের সময়  সতীশ বাবুর পরিবারে কলকাতা শহরে চলে যায়।সতীশ বাবুর বা...
08/01/2025

সতীশ বাবু আজ নেই কিন্তু তার বাড়িটি এখনো কুষ্টিয়ায় আছে দেশভাগের সময় সতীশ বাবুর পরিবারে কলকাতা শহরে চলে যায়।

সতীশ বাবুর বাড়িটি এখন কুষ্টিয়া পৌরসভা।বিপ্লবী বাঘা যতীন থেকে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়,হারাধন ব্যানার্জীর পৈতৃক ভূমি এই কুষ্টিয়ায়।

দেশভাগের পূর্বে নির্মিত হিন্দুদের এসব বাড়িঘরের কারুকার্য ও নকশা আপনাকে মুগ্ধ করবে।

ঐতিহাসিক তথ্য ও দেশভাগের সময়কার গল্পগুলো শুনতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য,চ্যানেল লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

ছবি রাফিউ আহমেদ।

ছবিটি বাংলাদেশের বেহুলা লক্ষীন্দরের জনপদ নামে খ্যাত বগুড়া শহরের এক বিল্ডিং বাড়ির ছবি,বিল্ডিং এর মালিক ডা: তাপস কুমার তা...
08/01/2025

ছবিটি বাংলাদেশের বেহুলা লক্ষীন্দরের জনপদ নামে খ্যাত বগুড়া শহরের এক বিল্ডিং বাড়ির ছবি,

বিল্ডিং এর মালিক ডা: তাপস কুমার তালুকদার।

তাপস বাবুর বাবা স্বর্গীয় রবীন্দ্রনাথ তালুকদার বাবার স্মৃতি রক্ষার্থে সাইকেলটি এইভাবে বাড়ির সামনে টাঙিয়ে রেখেছেন।

এক সময় তার বাবা এই বাই সাইকেলটি চালিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাতী হাইস্কুলে পড়াতে যেতেন।একজন আদর্শ স্কুল শিক্ষক হিসেবে রবীন্দ্রনাথ তালুকদারের যথেষ্ট সুনাম ছিল।

ঐতিহাসিক তথ্য ও দেশভাগের সময়কার গল্পগুলো শুনতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য,চ্যানেল লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

সকল ধর্মের মানুষ ভক্তি ও শ্রদ্ধার সাথে বারদীর এই আশ্রমে আসেন।বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের অন্যতম তীর্থভূমি এই বারদী যেখ...
07/01/2025

সকল ধর্মের মানুষ ভক্তি ও শ্রদ্ধার সাথে বারদীর এই আশ্রমে আসেন।বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের অন্যতম তীর্থভূমি এই বারদী যেখানকার প্রসাদ নেয়ার এলাহী কান্ড আপনাকে বিস্মিত করবে।

অক্টোবর মাসের ১০ তারিখ ১৯৪৬ সাল কোজাগরী লক্ষ্মীপূজার বেইন্না বেলা ইয়ানে দাঙ্গা লাগলে বেগ ফালাই বাবুরা খালি হাতে  ফ্যামিল...
07/01/2025

অক্টোবর মাসের ১০ তারিখ ১৯৪৬ সাল কোজাগরী লক্ষ্মীপূজার বেইন্না বেলা ইয়ানে দাঙ্গা লাগলে বেগ ফালাই বাবুরা খালি হাতে ফ্যামিলির বেগগুন হেই যে কলিকাতা যায় আর আইয়্যো নাই এলাকাত

কথাগুলো বলছিলেন বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুরের বাসিন্দা আশীতিপর বৃদ্ধ বিজন দাশ।

ছবিতে বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুরের দালাল বাজার পরিত্যক্ত একটি জমিদার বাড়ি।

ঐতিহাসিক তথ্য ও দেশভাগের সময়কার গল্পগুলো শুনতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য,চ্যানেল লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গ ভিটার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share