BanglaZoon - বাংলাজোন

BanglaZoon - বাংলাজোন বাংলার আনাচে কোনাচে ঘুরাঘুরি ও মাঝে মধ্যে টেক রিলেটিভ বিষয়ে নাকগলানো !

09/01/2025

তারা জিজ্ঞাসা করত, "তোমার আল্লাহ কোথায়?"
তোমাকে বাঁচানোর জন্য তাকে ডাকো।
আর আমাদের প্রভু উত্তর দিলেন...।

এই লস এঞ্জেলসেই পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিজ এবং এই শহর সকল অশ্লীলতা ছড়ানোর মাস্টারমাইন্ড। প্রায় সকল প্রতিষ্ঠিত বড়ো বড়ো পর্ন ফিল্ম ইণ্ডাস্ট্রির অবস্থান। দুনিয়ার জমিনের উপরে অনেকে ভূলে গেলেও আরশের অধিপতি নিশ্চয়ই সেটা ভূলে যাননি!

হলিউড খ্যাত আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেল শহরের হলিউড স্টুডিও এর খুব কাছের পাহাড়ি অংশে আগুন লেগেছে দাবানল এর কারণে। ইতিমধ্যে কয়েক হাজার বাড়-ঘড় পুরে ছাই হয়ে গেছে। আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেছে। আকাশ থেকে তোলা আগুন ও ধ্বংসের ছবি দেখলে ভয়ে শরীরে লোম খাড়া হয়ে যাওয়ার অবস্থা।

লস এঞ্জেল শহরের রাস্তায় যানজটে পড়া গাড়ির দীর্ঘ সারি। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বাধ্যতামূলক নির্দেশ জারি করেছেন ঘড়-বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। মানুষজন প্রাণ বাঁচাতে এক কাপড়ে বেড়িয়ে পরেছেন নিরাপদ আশ্রয়ের জন্য।

04/01/2025

তাহসান আর মুস্তাকের তফাৎ জানেন?
তাহসান দেখতে সুন্দর, মুস্তাক না।

দু'আ করবেন মুজিব সেনা হবার শপথ নিয়ে কাজের হাতে-খড়ি নিলাম ক্যাম্পাসের বড় ভাই থেকে।
02/01/2025

দু'আ করবেন মুজিব সেনা হবার শপথ নিয়ে কাজের হাতে-খড়ি নিলাম ক্যাম্পাসের বড় ভাই থেকে।

মহান বলবো না। তবে,  বিজয়ের শুভেচ্ছা।
16/12/2024

মহান বলবো না।
তবে,
বিজয়ের শুভেচ্ছা।

অনেক দিন পরে ১৫ কিলোমিটার স্কেটিং করলাম টাঙ্গাইলের থানা পাড়াতে। দেখা হলো অনেক পুরোনো যুগের বন্ধু দের সাথে।
16/12/2024

অনেক দিন পরে ১৫ কিলোমিটার স্কেটিং করলাম
টাঙ্গাইলের থানা পাড়াতে।
দেখা হলো অনেক পুরোনো যুগের বন্ধু দের সাথে।

25/11/2024

ডিজেল দিয়ে পিসি চলাই।
কারেন্টর প্রয়োজন নেই।
ডিজেল চালিত পিসি 😂🤣

রাত যতো গভীর হয়সবকিছু ছেড়ে ছুড়ে গ্রামে গিয়ে খামার দেয়ার ইচ্ছাততো প্রবল হয়!
16/11/2024

রাত যতো গভীর হয়
সবকিছু ছেড়ে ছুড়ে গ্রামে গিয়ে খামার দেয়ার ইচ্ছা
ততো প্রবল হয়!

06/11/2024

গলদ থাকার পরেও যদি “গলদ” ধরিয়ে দেয়, সে বুঝেও যদি রুজু না করে উল্টো ফেতনা সৃষ্টি করে। আর সে ফেতনা থেকে বিরত রাখার জন্য যদি তার “গলদ” গুলো আওয়ামের সামনে তুলে ধরা হয়! সেটাকি তার উপরে মুখ পিছে গীবত বা চোগলখোরি হবে??

কথাই বা ভিডিও তে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।। ভুল হলে সুধরে দিবেন। আমি ভুলের উর্ধে না।
ধন্যবাদ।

29/10/2024

তেমন কিছু না সদর ঘাটের গোড়ার গাড়ি ভাড়া ১০ টা বেশি চায়ছিলো।
পরে রাগ করে জন প্রতি ৬০ টাকা করে মাওয়া ঘাটে চলে এলাম। রাতের খাবারো হয়ে গেলো মাছ কাঁকড়া ভাতে।

28/10/2024

মজার একটা ঘটনা।
ব্যবসা করুন বাচাই করুন। হালাল ভাবে করুন।
ইনশাআল্লাহ হালালেই সুখ সফলতা দুওটাই পাবেন।

03/10/2024

কাজে focus এর জন্য try করতে পারেন। #বাংলাজোন #ফেসবুক #ফকাস #পোস্ট

01/10/2024

আপনে আমাদের সাথে ট্যুরে গেলে যা যা উপভোগ করতে পারবেন 🤣🤣😎😎

ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড

27/9/2024

ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড,27/9/2024BanglaZoon - বাংলাজোন
01/10/2024

ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড,
27/9/2024
BanglaZoon - বাংলাজোন

Address

Rampura
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when BanglaZoon - বাংলাজোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share