31/01/2025
রাসেল, সেই শহুরে ছেলে যার জীবন ছিলো এক রুটিনে বাঁধা। যে জীবন কখনোও মনের গভীরে একটা প্রশ্ন রেখে যেতে পারেনি, ছিলো শুধুই অবচেতন স্বপ্ন, ক্ষণিকের সুখ, সাময়িক তৃপ্তি। বন্ধুবান্ধব, গানের সুর, প্রেমের মিথ, সিনেমার রঙিন দুনিয়া এসব ছিলো তার জীবনের একমাত্র অর্থ। নামাজ, কুরআন, দ্বীন—এসব তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ অংশ ছিলো না। শুক্রবার মাঝেমধ্যে নামাজ পড়ত, তাও লোকলজ্জার কারণে। ধর্ম তার কাছে ছিল শুধুই পরিবারের শেখানো কিছু আদর্শ, যা কখনো মন ছুঁয়ে যায়নি।
তার জীবন ছিল অন্য অনেকের মতোই—বন্ধুবান্ধব, আড্ডা, গান, সিনেমা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করে রাত পার করা। রাত ১২-১টা বাজলেও ঘুম আসত না, তাই ফোনের স্ক্রিনের আলোই ছিল তার একমাত্র সঙ্গী।
কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। একটি আয়াত, এক বিপ্লব!
ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিও সামনে এলো—একজন ক্বারী কুরআনের আয়াত তেলাওয়াত করছেন,
"يَا أَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ"
"হে মানুষ! কীসে তোমাকে তোমার পরম দয়ালু রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে?" (সূরা আল-ইনফিতার: ৬)
রাসেল জানে না কেন, এই আয়াতটা তার মনে কেমন যেন একটা প্রচণ্ড আঘাত হানলো! সে থমকে গেল। স্ক্রলিং বন্ধ করল। আবার শুনল।
আরও একবার শুনল।
আবার… আবার…
একবার নয়, দুইবার নয়, সে প্রায় ১০০ বার শুনল! প্রতিটি শুনবার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে যেন একটা অদৃশ্য ছুরি ঢুকে যাচ্ছে!
"আমি কেন আমার রবকে ভুলে গেছি?"
"আমি কেন নামাজ পড়ি না?"
"আমি কি সত্যিই এভাবে জীবন কাটিয়ে দেব?"
প্রশ্নগুলো তাকে কামড়ে ধরল! অতঃপর অঝোর কান্নার রাত..
রাসেল কিছু বুঝে ওঠার আগেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। প্রথমে ধীরে, তারপর যেন ঝড়ের মতো! কান্নার শব্দ এত বেড়ে গেল যে পাশের ঘরে থাকা মা ছুটে এলো, আতঙ্কিত কণ্ঠে বলল,
— "রাসেল! কী হয়েছে বাবা? কাঁদছ কেন?"
রাসেল কিছু বলার চেষ্টা করল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, যেন সে ছোটবেলায় কোনো দুঃস্বপ্ন দেখে মায়ের কাছে আশ্রয় নিয়েছে!
মা বারবার জিজ্ঞেস করছিল, "কী হয়েছে?"
কিন্তু রাসেল জানে না কীভাবে বলবে!
সে শুধু কেঁদেই গেল, কেঁদেই গেল…
অতঃপর, ফজরের আজান ও নতুন রাসেল..
রাত কাটল কান্নায়, অনুশোচনায়, আর অনবরত চিন্তায়!
ফজরের আজান শোনা মাত্রই রাসেল এমন কিছু অনুভব করল, যা আগে কখনো হয়নি—তার মন আনন্দে নেচে উঠল! আজান তাকে যেন ডাকছে!
সে তড়িঘড়ি করে উঠে ওজু করল, আর জীবনে প্রথমবার এমন তাড়াহুড়ো করে মসজিদে দৌড় দিল!
নামাজে দাঁড়ালো…
"আল্লাহু আকবার!"
হঠাৎ যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো!
কান্না?
হ্যাঁ, সে আবার কাঁদছে! কিন্তু এবার এই কান্নার সঙ্গে আছে এক অদ্ভুত আনন্দ, এক শুদ্ধ অনুভূতি, যেন সে কোনো হারিয়ে যাওয়া ঠিকানায় ফিরে এসেছে!
"আহ, আমার রব! আমি এতদিন কোথায় ছিলাম!"
অতঃপর, নতুন জীবন, নতুন রাসেল...
সেই রাতের পর রাসেল আর আগের মতো নেই!
যে ছেলে দুনিয়ার মায়ায় ডুবে ছিল, সে এখন আল্লাহর কথা ভাবতে ভাবতে ঘুমায়! যে ছেলে নামাজ এড়িয়ে চলত, সে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদেও ওঠে! যে ছেলে ইউটিউবে গান শুনত, সে এখন কুরআনের তেলাওয়াত শুনে কাঁদে!
আজ কেউ রাসেলকে দেখে চিনতে পারে না!
কেউ জিজ্ঞেস করলে সে হাসে আর বলে—
"আমি তো মৃত ছিলাম, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন!"
-রায়হান ইমতিয়াজ রাসেল
মুক্তাগাছা, ময়মনসিংহ।
Tasdid - the path of Hidaya
[আপনার হিদায়েতের গল্প আমাদের কে লিখে পাঠান]