ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে এতোদিন মাইক ছিলো না। ছাত্রলীগ নেতাদের ঘুমের ডিস্টার্ব হয়, তাই মাইক খুলে রেখেছিল ওরা। আজ বহুদিন পরে হল মসজিদে মাইক লাগানো হয়েছে। প্রকাশ্যে আজান দেয়া হচ্ছে, আল্লাহু আকবর!
ভাবা যায় এতোদিন দেশটা কাদের হাতে ছিলো? মুসলিম প্রধান দেশে প্রকাশ্যে আজান দেয়াটাও বন্ধ করে দিয়েছিল ওরা!
গণভবন থেকে পালানোর দৃশ্য | অনেকদিন পরে ভিডিওটা পেলাম।
স্মৃতিময় ৩ আগস্ট, ২০২৪, কেন্দ্রীয় শহীদ মিনার
৫ আগস্ট ২০২৪, স্বাধীনতা বিজয় উল্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়।
আল্লাহ তায়ালা উনার মনের আশা খুব তারাতাড়ি কবুল করেছেন।
শনির আখরা, যাত্রাবাড়ী ৫ আগষ্ট ২০২৪। সকাল ১১ টায়।৭ টি লাশ ভ্যানে তোলা হয়।যার মধ্যে ১ টি মেয়ে আছে।
এই আন্দোলনের সব চেয়ে প্রানহানী হয় যাত্রাবাড়ী-কাজলা-শনিরআখরা 🙁
ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার পর ঘর বাড়ির কি অবস্থা দেখুন..!!
৬৫০ কোটির ডেমু ট্রেন পড়ে আছে জঙ্গলে।
আসুন আপনাদেরকে শোনাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন শিক্ষার্থীর গল্প
নাদিম যার চোখ দুটি ছিল তার স্বপ্নের মতো উজ্জ্বল। সে পড়াশোনায় মেতে থাকতো কিন্তু ১৯ তারিখের বিকাল ৪টায়, সেই স্বপ্নের সূর্যে একটা কালো মেঘ ভেসে এলো। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অপরাধে গুলিবিদ্ধ হয়ে সে রক্তাক্ত হয়ে পড়ে রইল। নাদিমের বাবা অসুস্থ, শরীরটা ভেঙে পড়েছে। ছোট ভাই চায়ের দোকান করে সংসার চালায়। নাদিমের চিকিৎসার খরচ তাদের পক্ষে জোগাড় করা খুবই কঠিন।
আপনাদের কাছে অনুরোধ থাকবে নাদিমের চিকিৎসা সহয়তায় এগিয়ে আসার জন্য। এছাড়াও আমাদের কাছে ২০০ এর অধিক আহত শিক্ষার্থীর ডাটা বেস রয়েছে। আপনারা চাইলে তাঁদের সরাসরি সহায়তা প্রদান করতে পারবেন।
✳️মোঃ নাদিম (রোগী-১৯৬)
✅মোঃ মাহতাব উদ্দিন (বাবা)- 01966071706(B), 01718940174(N)
✅বিস্তারিত জানতে যোগাযোগ 01321146625
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/a
যারা এতোদিন চুপ থেকে হঠাৎ গর্ত থেকে বের হয়ে বিজয়োল্লাস করছে তাদের একটি লিক ফুটেজ হাতে এসেছে।🙂
আমাদের একটু হিলিং দরকার। জোরে গলা ছেড়ে কান্না দরকার। সারা দেশ একত্রে কাদবে। এমন কান্না যেন আল্লার আরস পর্যন্ত পোছায়…
আশুলিয়া থানায় আহত গুলিবিদ্ধদের একটা গাড়ীতে আটকিয়ে রেখে পুরো গাড়ীতে আগুণ দেয়া! বাইপাল মসজিদের কাছে, ভানে বস্তায় মাল উঠানর মত করে শহীদ ভাইদের দেহ উঠানো দেখে আমি আবার কাঁদলাম আজ , অনেকক্ষণ! বার বার গাইছি, অর্ক'র এই গান! এর চেয়ে ভাল দরদ দিয়ে এই দ্রোহের কবিতা আর কেউ গাইতে পারেনি!
Collected
শত্রু রাষ্ট্র আমার পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিচ্ছে ; আর বন্ধু রাষ্ট্র রাতের আঁধারে দেশ'কে ডুবিয়ে দিচ্ছে! কি বুঝলেন?
লীগ এসব বিশ্বাস করে না। ওদের ব্রেইন ওয়াশ হয়েগেছে। অত্যাচারী হাসিনাকে এখনো অনেক ভালো বাসে। আয়না ঘর লোটপাট কিছুই চোখে পরে না।
উত্তরার একটি বাসা থেকে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ গ্রেফতার।
নাটক কম করো পিও একটানা ১৬ বছর ক্ষমতায় ছিলো যে সরকার তার সময় কেনো হক দাবি গুলো তুলো নাই,এখন অভাব ও দায়গ্রস্থ দেশে তোমরা কিছু দিন সময় দাও,একটু গুছিয়ে নিক।তারপর ন্যায্যতা পাবে,তবে তার আগে তোমাদের চাইতে বেশি সমস্যা বেকারত্ব দূর করা।
ধন্যবাদ।
হাউন আংকেল কট ।
উওরাতে একটি বাড়িতে ডিবি হারুন এর উপস্থিতি টের পেয়ে ছাএ জনতা বাড়িটি গিরে রেখেছে।
আমার দেশ আগে আমার দেশের মানুষ আগে আমার দেশের পণ্য আগে আমার দেশের বাণিজ্য আমার দেশকে যারা নিচু করে দেখে বা কথা বলে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।