ঝড় বৃষ্টি জীবনে আসবেই, তাই বলে জীবন থেমে থাকার নয় 🫴
📌 টাঙ্গুয়ার হাওর
মেঘের উপর আমাদের একটি রাস্তা আছে 🌻🤍
ডিম পাহাড়, আলিকদম
🚷 পার্বত্য বান্দরবানে কেন ভ্রমন নিষেধাজ্ঞা আসলো হঠাৎ করে,কারা এই বিদ্রোহী সংগঠন কুকি চিন আর্মি (KNF) 🚷 ভ্রমনের আগে দেখে নিন, সো গহীন বান্দরবান এ যাওয়ার প্ল্যান এখন করবেন না, তারা বাংলাদেশ আর্মি কে দুর্বল করার জন্য পর্যটকদের ঘুম এবং বন্দী করার মত পরিকল্পনা করতে পারে। সো be careful ভ্রমন হোক নিরাপদ Safe Travelling.
© InFormative Bangla
টাঙ্গুয়ার হাওর
টাঙ্গুয়ার হাওরের ভরা যৌবন এখন এবং হাওর ভ্রমনের এখনই উপযুক্ত সময়। তাই বর্ষায় হাওর বিলাসের জন্য এই মাসেই প্ল্যান করুন।
ভ্রমনের সম্পূর্ণ ভ্লগ - https://youtu.be/ZMTZ2Jay05Q
#টাঙ্গুয়ার #বারিক্কাটিলা #নীলাদ্রিলেক
আমিয়াখুম, থানচি, বান্দরবান
আমিয়াখুম জলপ্রপাত
বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি অসাধারণ জলপ্রপাতের নাম আমিয়াখুম (Amiakum Waterfall)। এটি বাংলাদেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম। সবুজে মোড়া পাহাড় আর পাথরের বাধা পেরিয়ে দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তুমুল বেগে নিচে নেমে আসছে শীতল পানির ধারা। লোকালয় থেকে অনেক দূরে বিশুদ্ধ প্রকৃর মাঝে জলের পতন আর প্রবাহের শব্দতরঙ্গের সুরের মূর্ছনা পর্যটকদের মোহাবিষ্ট করে তোলে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষা আমিয়াখুম জলপ্রপাত অনেকের কাছে পেয়েছে বাংলার ভূস্বর্গ নামের সুখ্যাতি। ঝর্ণার রূপে মুগ্ধ হয়ে কেউ কেউ আবার একে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত হিসাবে আখ্যায়িত করেছেন।
কখন যাবেন
বান্দরবানের প্রাকৃতিক ঐশ্বর্য আমিয়াখুমের সৌন্দর্য দেখতে প্রায় সারাবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসে ভিড় করেন। বর্ষায় আমিয়
Dji Mini 2
My first Drone view ❤️