Kawsar Oni Traveller

Kawsar Oni Traveller Hello Good people, This is Kawsar Oni a travelholic. Welcome to my Channel
"Kawsar Oni traveller" I want my blog to be reach to as many viewers as possible.

So my humble request if you like my video please appreciate me like, Share, follow & Subscribe my Channel.

19/04/2024

28/04/2023

স্বপ্ন নিয়ে এইভাবে ছুটে মানুষ 🕸️

Send a message to learn more

আল্লাহু আকবার, আল্লাহু আকবার ।আল্লাহ তুমি হেফাজত করো ।
04/04/2023

আল্লাহু আকবার, আল্লাহু আকবার ।
আল্লাহ তুমি হেফাজত করো ।

22/12/2022

☕ চায়ের কাপে এই শহরে কত গল্পের শুরু হয়, আবার কত গল্পের অবসান ঘটে 💔

Send a message to learn more

06/12/2022

শিশির ভেজা কুয়াশা মাখা সকালের ঝাপসা আলোর মত আমার এই মেট্রো জীবন 🍁 🍂

সকালের সোনালী রোদের পরশ 🌤️📌 দেবতাখুম, বান্দরবান
24/11/2022

সকালের সোনালী রোদের পরশ 🌤️
📌 দেবতাখুম, বান্দরবান

02/11/2022

আমার গ্রামের ঐতিহ্যবাহী এই ফুলছোঁয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা নিয়ে জীবন আলোকিত করে ছোট এবং বড় হাজারও কোরআনের হাফেজ।

📌 ফুলছোঁয়া মাদ্রাসা, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর।

Send a message to learn more

সেন্টমার্টিন আইল্যান্ড 🌊
02/11/2022

সেন্টমার্টিন আইল্যান্ড 🌊

01/11/2022

সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে,
তোমার আমার নাল-নীল সংসার 🫴

30/10/2022

Thanks to allah Another day to alive me on this earth.
Alhamdulillah 🤍🫴

28/10/2022

তোমার সাথে আমার হলোনা দেখা সমুদ্র 💔

#সেইন্টমার্টিন

26/10/2022

ঝড় বৃষ্টি জীবনে আসবেই, তাই বলে জীবন থেমে থাকার নয় 🫴

📌 টাঙ্গুয়ার হাওর

26/10/2022

★ 𝔻𝕠𝕦𝕓𝕝𝕖 𝔽𝕒𝕝𝕝𝕤 বা ত্লাবং ঝর্ণা ★

ডাবল ফলস (Double Falls) বা জেলার অন্যতম আকর্ষনীয় জলপ্রপাত যা দ্বৈত ঝর্ণা কিংবা জোড়া ঝর্ণা বা ক্লিবুং খাম নামেও পরিচিত। এটি রিমাক্রি খালের আদ্যস্থল। দুটি প্রবাহ প্রানশা বা প্রাংশা (বামে) ও পাঙ্খিয়াং বা পাংখিয়াং (ডানে) ঝিরি মিলে দুটি আকর্ষনীয় জলপ্রপাত তৈরী হয়েছে। ২টা ঝর্ণা একসাথে থাকার কারণের একে ডাবল ফলস বলা হয়। এটি বম গ্রাম হতে মাত্র ২.৫ কিমি দক্ষিণ-পূর্ব এবং কেওক্রাডং থেকে ১-২ ঘন্টা দূরত্বে অবস্থিত। সঠিক করে বলতে গেলে ত্লাবং ঝর্ণা (Tlabong Waterfall) সুংসাং পাড়ার নিচেই অবস্থিত। সুংসাং পাড়া আর থাইক্ষাং পাড়ার মাঝের জঙ্গলের অত্যন্ত গভীরে অবস্থিত এই ঝর্নাটি।

সুংসাং পাড়ার বমদের থেকে জানা যায় যে , প্রায় ৩০-৪০ বছর আগে পাহাড়ি সন্ত্রাসীরা মানুষ মেরে এই ঝর্নার উপর থেকে নিচে ফেলে দিত। সুংসাং পাড়া আর্মি ক্যাম্প এর স্থানে ১৯৯০ এর দিকে মিজোরাম সন্ত্রাসীদের ঘাটি ছিল। ওইসময় এই রকম ঘটনা অনেক ঘটেছে বলে জানান তারা।

📍 karnaphuli river
26/10/2022

📍 karnaphuli river

★ সঠিক সত্যতা ★১. এটা মোটেও রহস্যময় কোনো ইভেন্ট না। ইভেন এটা জাহাজ না। এটাকে বলে বার্জ। নরমালি এটার উপরে খোলা, সাইডে রেল...
26/10/2022

★ সঠিক সত্যতা ★
১. এটা মোটেও রহস্যময় কোনো ইভেন্ট না। ইভেন এটা জাহাজ না। এটাকে বলে বার্জ। নরমালি এটার উপরে খোলা, সাইডে রেলিং দেয়া। ভেতরে ছোটখাটো স্টেডিয়ামের মতো মনে হবে দেখতে। বিভিন্নরকম কার্গো এটাতে লোড করা যায়৷

২. এটা জনশূন্য কারণ এটাতে কোনো মানুষ থাকে না। এটাতে মানুষ থাকার কোনো কেবিন নেই।

৩. এটাকে সামনে থেকে মোটা রশি দিয়ে টেনে নিয়ে যায় একটা ছোট জাহাজ। সেটাকে বলে টাগ। পুরো ব্যাপারটাকে বলে টোয়িং। ছোট জাহাজটাও কাইন্ড অফ সাপোর্টিং জাহাজ৷ সাইজে ছোট হলেও সেটার ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি৷ এত বড় বার্জটাকে ইজিলি টেনে নিয়ে যেতে পারে। তবে ঝড়ের সাথে সেটা হয়তো টিকে থাকতে পারেনি এটা সহ৷ রশি ছিঁড়ে কন্ট্রোলের বাইরে চলে এসেছে। অন্য কোনো ইস্যুও হতে পারে৷ ইভেন ছোট জাহাজটার কোনো এক্সিডেন্টও হতে পারে।

৪. বাংলাদেশের অসংখ্য নদীতে আপনি এই বার্জটার ছোট সাইজের অনেক বার্জ দেখবেন৷ ইভেন আমি আশুলিয়াতেও দেখেছি৷ পণ্য পরিবহনের চেয়ে আমাদের দেশে রিভার কন্সট্রাকশনে এটার ব্যবহার বেশি।

৫. যে পরিমাণ মালামাল এটাতে বোঝাই করা যায় সে পরিমাণ মালামাল বোঝাই করা যাবে এমন একটা জাহাজের চেয়ে এটার দাম অনেক অনেক কম। শর্ট ডিসটেন্সে পণ্য পরিবহনে এটা বেশ ফ্ল্যাক্সিবল। ফর এক্সাম্পল, ইন্দোনেশিয়া- মালায়েশিয়া- সিংগাপুর কাছাকাছি দেশ হওয়ায় সেখানে এটার ব্যবহার অনেক বেশি৷

৬. এটা কোন দেশি বা কার বার্জ সেটার খোঁজ বের হয়ে যাবে দ্রুত আই হোপ৷ যার মাল সে-ই খুঁজে বের করবে। যদি না করে তাহলেও সেটা ভূতুড়ে কিছু না। না খুঁজে বের করলেই বরং ওউনারের লাভ বেশি। জাহাজ ব্যবসা মাফিয়া ব্যবসা ভাই। অনেক টাকার খেলা৷ অনেক ব্যাপার স্যাপার আছে৷ ইন্সুরেন্সের ইস্যু আছে।

৭. এটাকে ঘিরে কল্পকাহিনী বানানো, রোমাঞ্চিত হওয়া সম্ভবত উচিত না৷ এভাবে খবর বানিয়ে প্যানিক সৃষ্টি করাও ঠিক না। খুব স্বাভাবিক সাধারণ একটা ঘটনা।

জাহাজে চাকরি করে খাই বলে টুকটাক কিছুটা জানি তাই লিখলাম। জাহাজে চাকরি না করলে হয়তো বা কিছুই জানতাম না। লিখতেও পারতাম না। তবে মেইনস্ট্রিম পত্রিকাগুলোর উচিত আরেকটু রয়ে সয়ে লেখা৷ এভাবে লিখে সিভিল লাইফে ভয় ধরানোর মতো ফিল দেয়াটা মোটেও সুন্দর না...

24/10/2022

বর্ষায় হাওর বিলাস ⚓ 🛶

#টাঙ্গুয়ার_হাওর

বর্ষা এলে হাওরের দেহে ভরা যৌবন আসেশীতকালে তার শীর্ণ কায়ার খাল-বিল হাসেExploring Here - https://youtu.be/EhumeDWrwCo #টাং...
24/10/2022

বর্ষা এলে হাওরের দেহে ভরা যৌবন আসে
শীতকালে তার শীর্ণ কায়ার খাল-বিল হাসে
Exploring Here - https://youtu.be/EhumeDWrwCo
#টাংগুয়ার_হাওর

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kawsar Oni Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category