আমজনতা যখন আওয়ামীলীগকে নিষিদ্ধের কথা বলে, তখন তার বিপক্ষে বিএনপির যে অবস্থান তার জন্য বিএনপিকে ধন্যবাদ।
-হাসান মাহমুদ
আওয়ামীগের বিএনপি শাখার প্রতিনিধি এবং নিষিদ্ধ স্বৈরাচার খু*নি সরকারের পররাষ্ট্র মন্ত্রী।
কাজী নজরুলের মতো একজন প্রতিভাবান কবি থাকতে, কিভাবে একজন ভারতীয় নাগরিকের গানকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো যা পুরো বিশ্বে নজিরবিহীন!
-মেজর ডালিম
আজহারী -- একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি। অলরেডি শুরু করে দিছে।
রিজভী - আজহারী হুজুর হয়ে রাজনীতি করছে। আমাদেরকে খোঁটা দিচ্ছে।
আজহারী -- আমি আপনাদের বলি নাই, জামাতকে বলছি।
রিজভী-- আমাদের বোকা পাইছো? কে খাই খাই করছে আমরা জানি না ভাবছো?
রিয়াজ জেল থেকে বের হলো কিভাবে? দায়িত্বরত উপদেষ্টার কাছে জবাব চাই!
জুলাই অভ্যুত্থানে তেজগাঁও এলাকা এবং ঢাকা উত্তরের গুণ্ডা বাহিনীর লিডার রিয়াজ মাহমুদ। গত আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সৈকত এবং রিয়াজকে একত্রে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার করে। কিন্তু রিয়াজ এখন জেলের বাহিরে! ভিডিও বার্তার মাধ্যমে হুশিয়ারি দেয়। কার ইন্ধনে রিয়াজ বের হলো?
আজকে যশোরে হযরত মনে হয় টেম্পুস্ট্যান্ড এর চাদাঁবাজদের উদ্দেশ্যেই বলেছেন🤭
বাংলাদেশ ডিবেটিং ক্লাবের সভাপতি জনাব রেজভী সাহেব...অসাধারণ যুক্তি দিয়েছেন। হয়তো নজরুল, রবিন্দ্রনাথ বেচেঁ থাকলে কবিতা লেখাই ছেড়ে দিতেন!
তেমন কিছু না! নেতাগুলো সন্ত্রা*সী, চাঁদাবাজ আওয়ামীগের ভারপ্রাপ্ত দায়িত্ব আছে!
শহীদের রক্ত;আমাদের ঋণ;
নয়া বাংলাদেশে চাই ফ্যাসিবাদের বিলীন।
ঐতিহাসিক ৩১ডিসেম্বর
কেন্দ্রীয় শহীদ মিনার 📌
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা... 💔
[Video collected]
শহীদের রক্ত;আমাদের ঋণ
নয়া বাংলাদেশে চাই ফ্যাসিবাদের বিলীন।
৩১ তারিখ ইতিহাসের সাক্ষী হতে আপনাকে ডাকছে শহীদ মিনার!
হে গণহ*ত্যাকারীর সহচর খনিকের ছেলেরা...
ছবি মোছা যায়, ঘৃণা মোছা যায় না!