02/01/2025
বিদায় নিচ্ছি সবার কাছ থেকে...
আমি ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমি, নাহিদ, কখনোই সমন্বয়ক এবং উপদেষ্টাদের ভালো-মন্দ নিয়ে কোনো কথা বলবো না। এমনকি দেশের কোনো ইস্যুতে নিজেকে জড়িয়ে দিবো না।*
আমার মনে পড়ে সেই দিনগুলো, যখন ইন্টারনেট বন্ধ ছিল না, আর দিন-রাত কাজ করেছি সোশ্যাল মিডিয়ায় সাইবার কমিউনিটির মাধ্যমে সবাইকে ঐক্যের দিকে নিয়ে আসার চেষ্টা করেছি। দেশের গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেলসহ সরকারি-বেসরকারি ওয়েবসাইট হ্যাক করা থেকে শুরু করে সেগুলোকে অকেজো করে রেখেছি।
আমার মনে পড়ে, যখন আমাকে ফোনে হুমকি দিয়ে বলা হয়েছিলো যে আমার মা-বাবা, ভাইকে হত্যা করা হবে যদি আমি কোনো প্রচার প্রচারণা চালাই।
আমার মনে পড়ে সেই সময় যখন পলক আমাদেরকে টাকার অফার করেছিল তাদের হয়ে কাজ করার জন্য, কিন্তু আমি নিজেকে বিক্রি করে দেইনি।
ভিডিও তৈরি করে, লিখে আমি কাজ করেছি, লাখ লাখ মানুষের কাছে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছি।
আজকে ছাত্র সমাজ প্রকাশ করেছে সাইবার যোদ্ধাদের কথা, তাও অনেকটা আমার কারণেই।
যখন সবাই থেমে গিয়েছিল, তখন উপদেষ্টা সংস্কারের দাবিতে আমি একের পর এক সাইবার হামলার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে সেখানে প্রচার করেছি ফারুকীকে অপসারণের জন্য।
কিন্তু আজ যখন বৈষম্য ছাত্র আন্দোলন পেজ থেকে পোস্ট করা হয়েছে, তখন আমি সেখানে একটি কমেন্ট করি এবং লিখি, "ক্রেডিট দিলেই আমরা চুপ হবো না, আমরা সংস্কার চাই। যতক্ষণ না পর্যন্ত সংস্থার সংস্কার না হবে, ততক্ষণ লড়াই করবো।"
কিছু সময়ের মধ্যে আমার কমেন্টের পক্ষে একটি রিপ্লাই আসে সেই পেজ থেকে, কিন্তু তার পরেই আমার কমেন্টটি ডিলিট করে দেয় এবং আমাকে তাদের পেজ থেকে ব্যান করে রেখে দেয়।
বাহ, কী দারুণ, তাই না?
অনেক সমন্বয়কের ব্যক্তিগত আইডি এবং পেজ আমার কাছে যেগুলো আমি দেখাশোনা করি, আর সেই আমাকে ছাত্র আন্দোলনের পেজে কমেন্ট করার কারণে ব্যান করা হলো।
এই ছিলো আমার কাজের প্রতিদান? এই ছিলো সাইবার কমিউনিটির অক্লান্ত পরিশ্রমের ফল? এটাই ছিলো?
আমার দোষ কী ছিলো কমেন্টে?
আমি লিখেছিলাম, "ফারুকীকে অপসারণ করতে হবে," এটাই?
যেই সাইবার কমিউনিটি পরিবারের উপর বিপদ জানার পরও, হুমকি-ধামকি পাবার পরও, জুলাইয়ের শুরু থেকে কাজ করে গেছে, সেই কমিউনিটিকে এই সম্মান দিলেন আপনারা?
নিজের টাকা খরচ করে আপনাদের সমন্বয়ক, ছাত্রনেতাদের সহযোগিতা করেছি, খুঁজে দেখবেন।
জানতে পারবেন আমার ইতিহাস।
আপাতত বিদায়। এই দেশ আমার না, এই দেশের মানুষ নিজের স্বার্থে সব কিছু করতে পারে।