রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশন

রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশন বইয়ের জগতে নতুনত্ব এনে আপনার বইপড়া কে আনন্দময় করে তোলাই আমাদের লক্ষ্য।
(1)

সম্প্রীতি ও সৌহার্দের পরশে ঈদের আনন্দ হোক সবার।এবিসিএল পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল-ফিতরের প্রাণঢালা অভিনন্দন।
10/04/2024

সম্প্রীতি ও সৌহার্দের পরশে ঈদের আনন্দ হোক সবার।এবিসিএল পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল-ফিতরের প্রাণঢালা অভিনন্দন।

10/04/2024

" রোগ নিরাময় ও ইসলাম "

যাপিত জীবনের স্বাভাবিকতায় আমরা নানাবিধ অসুখ বিসুখে ভুগি। এরই মধ্যে কিছু জীবনঘাতি রোগ হঠাত এসে আমাদের সাজানো জীবনকে এলোমেলো করে দেয়।

রোগ-ভোগ ও নিরাময় নিয়ে ইসলাম কি বলে তাই নিয়ে সাজানো এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

10/04/2024

" ইসলামে ভাই বোন ও আমাদের সমাজ"

ছেলেবেলায় একই পরিবারে মমতা ও ভালবাসায় বেড়ে উঠলেও বড় হয়ে ওঠার পর নানা সমীকরণে কেমন যেন বদলে যায় ভাই বোনের সম্পর্ক। বাস্তবতার ঘাত প্রতিঘাতে পারস্পরিক সম্পর্কের চাইতে বড় হয়ে ওঠে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা।

সামাজিক প্রেক্ষাপটে ভাইবোনের সমীকরণ যখন এমন, ইসলাম কি হুকুম দিচ্ছে পারস্পরিক হক আদায়ের?
বিস্তারিত জানতে ও আমল করতে চলুন শুনে নিই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

10/04/2024

" ইসলামে আত্মীয়স্বজন ও আমরা"

সময়ের স্রোতে আত্মকেন্দ্রিক জীবন যাপনে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠেছি আমরা। কিন্তু ইসলাম পরিষ্কার ভাবে ঘোষণা করেছে নিজের আত্মীয়স্বজনদের প্রতি কর্তব্য পালনের কথা।

আমাদের যারা আত্মীয়-পরিজন তাদের প্রতি কর্তব্য পালনে ইসলামের হুকুম আহকাম গুলো জানতে ও আমল করতে শুনে নিই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

09/04/2024

" মালিক শ্রমিক সম্পর্কঃ ইসলাম ও বাস্তবতা"

একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হাজারো মানুষের রিজিকের ব্যবস্থা করেন, আবার তাঁর উদ্যোগ টিকে সফল করে তোলেন তাতে কর্মরত শ্রমিক বা পেশাজীবিরা।

এই দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখা ইসলামের দৃষ্টিতে কেমন হওয়া উচিত?

এই জীবন ঘনিষ্ঠ প্রশ্নটির উত্তর আমরা খুঁজবো এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্বটিতে

09/04/2024

" ক্ষমা করলে ক্ষমা পাবো"

নিজ নিজ ভুলের জন্য মোনাজাতে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে থাকি। কিন্তু আমাদেরই মতন কোনো আল্লাহর বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হন, আমরা কি মন থেকে তাকে ক্ষমা করি?

ক্ষমা নামক এই সর্বোত্তম গুণটি কি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছি?

প্রাত্যহিক জীবনে ক্ষমার অনুশীলন কতটা গুরুত্বপূর্ণ তা জানতে চলুন শুনে নেই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

09/04/2024

" ছাত্র- শিক্ষক সম্পর্কের সেকাল একাল"

একটা সময় শিক্ষাগুরুর মর্যাদা ও শিক্ষকতা পেশার মহিমা স্বীকার করতেন সবাই। কিন্তু কালের পরিক্রমায় শিক্ষক ও শিক্ষকতা পেশার গুরুত্ব কি একই রকম আছে ?

এই প্রশ্নটিরই একটি পরিষ্কার চিত্র পেতে চলুন শুনে নিই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

09/04/2024

" আসুন খুজি নিজের ত্রুটি"

আত্মশুদ্ধির মাস রামাদানকে সফল ভাবে কাজে লাগানোর সর্বপ্রথম ধাপ হলো আত্ম- সমালোচনা। শুনতে যতোটা সহজ মনে হয় বাস্তবিক পক্ষে নিজের ত্রুটি খুঁজে বের করা ততটাই কঠিন।

গঠনমূলক আত্ম- সমালোচনা করতে পারিপার্শ্বিক বা মানসিক প্রস্তুতি কেমন হওয়া উচিত সেসব নিয়েই সাজানো এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি।

চলুন খোলা মনে আলোচনা টি শুনি ও সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি

08/04/2024

" সুস্থ্য দেহ সুস্থ্য মন ইবাদতে প্রয়োজন"

অসুস্থ্যতা আমাদের গ্রাস করে না নিলে আমরা অনেক সময় অনুভব করি না সুস্থ্যতা আল্লাহর কত বড় নিয়ামত। প্রাত্যহিক জীবন যাপনে যেমন সুস্থ্যতা ভীষণ জরুরী তেমনই নিবেদিত মনে ইবাদাত করতে একটি সুস্থ্য মন আবশ্যক।

দেহ-মনের সুস্থ্যতা বজায় রাখতে করণীয় বিষয়গুলো নিয়ে জানতে চলুন শুনে নেই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

08/04/2024

" অহংকারে লয় আর বিনয়ে বিজয়"

অহংকার শয়তানকে ঠেলে দিয়েছে অধঃ পতনের সর্বনিম্ন স্তরে, আর বিনয় যুগে যুগে আল্লাহর খলিফা নবী-রাসূলদের করেছে সম্মানিত। এই সহজ কথাটি কি আমরা দৈনন্দিন জীবনে নানা আচরণে মনে রাখছি?

আমাদের জীবনাচরণে বিনয় কতটা গুরুত্বপুর্ণ তাই নিয়ে সাজানো এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

08/04/2024

"ভালোথাকা ও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন"

সমগ্র জীবনব্যপি আমরা রবের এত পরিমাণ অনুকম্পায় ডুবে থাকি যে তার শুকরিয়া আদায় করতে গেলে শেষ হবার নয়। কিন্তু এই বিপুল অনুগ্রহের বিনিময়ে ন্যূনতম শুকরিয়া আদায়ের চেষ্টা কি আমরা করি?

এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টিতে আলোচিত হয়েছে রবের বিপুল নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন বিষয়টি।

08/04/2024

"মুসলিম শিশুর লালনপালনঃ ইসলাম ও চিকিৎসা বিজ্ঞান কি বলে"

মানব জীবনে সবচেয়ে বড় দায়িত্ব সুস্থতার সাথে ও ইসলামের নির্দেশনা অনুযায়ী সন্তান লালন। এই যাত্রায় পদে পদে নানাবিধ সমস্যাবলি প্রত্যেক বাবা-মায়ের সামনে এসে দাঁড়ায়।

সন্তান লালনপালনের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত জানতে রয়েছে এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

07/04/2024

" ইসলামে প্রবীণ এবং আমাদের সমাজ"

যৌবনে যাঁরা তাদের শ্রম-মেধা ও সময় ব্যয় করে পৃথিবীকে আমাদের জন্য আরও সুন্দর করে তুলেছেন-তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? বয়োঃজ্যেষ্ঠদের প্রতি আমাদের কর্তব্যগুলো সম্পর্কে আমরা কি যথেষ্ট সচেতন?

ইসলামের দৃষ্টিতে এই সায়াহ্ন-সারথি দের আমাদের করণীয় সম্পর্কে জানতে ও সেই অনুসারে আমল করতে চলুন শুনে নিই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্বটি। পাওয়ার্ড বাই ইনো হেলথ।
সঞ্চালনা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, গবেষক ও লেখক Dr. Md. Ebrahim Khalil, আলোচক তরুণ ইসলামিক স্কলার জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. Rezaul Hossain ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিকল্পনা ও আইসিটি ডিরেক্টর জনাব আবদুল্লাহ আল মাসুদ।

07/04/2024

ইসলামী জীবন, পরিকল্পিত জীবন

মানব জীবন প্রতিটি মুসলিমের কাছে মহান রাব্বুল আলামীন এর আমানত। সেই সাথে আমাদের জীবন-আচরণের সাথে জড়িয়ে রয়েছে পরিবার, সমাজ, ও রাষ্ট্রের কল্যাণ। তাই সুপরিকল্পিত বরকতময় জীবন যাপনই আমাদের প্রত্যেকের কর্তব্য।

এমনই একটি কল্যাণকর জীবনযাপন পদ্ধতি সম্পর্কে জানবো এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লি. নিবেদিত "রামাদান প্রতিদিন"-এর আজকের পর্বটিতে। পাওয়ার্ড বাই ইনো হেলথ।
সঞ্চালনা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, গবেষক ও লেখক Dr. Md. Ebrahim Khalil
আলোচক: ড. Rezaul Hossain ও ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা ও আইসিটি ডিরেক্টর জনাব আব্দুল্লাহ আল-মাসুদ।
#

07/04/2024

"ভোক্তা অধিকার ও ইসলাম"

ভোক্তা অধিকার রক্ষায় নানাবিধ আইন থাকলেও বছরব্যপি এবং রামাদানের মত বিশেষ সময় গুলোতে নাজেহাল হতে হয় সাধারণ জনগণকে।

নিজেরা বিভিন্ন পর্যায়ে ভোক্তা হয়েও এবং সাথে আইনের বিধিনিষেধ ব্যবসায়ীদের ভেতর বিবেক এবং বোধ জাগাতে ব্যর্থ হচ্ছে।

ভোক্তা অধিকার নিয়ে ইসলাম কি বলে তাই নিয়ে জানতে ও সেই অনুসারে আমল করতে শুনবো এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত "রামাদান প্রতিদিন"- পাওয়ার্ড বাই ইনো হেলথ এর আজকের পর্বটি

07/04/2024

" হালাল রিজিকঃ ইবাদাত কবুলের পূর্বশর্ত"

আমাদের সমগ্র ইবাদাত, দান-সাদকা, পরিবার ও সমাজকল্যানমূলক যেকোনো কাজ আল্লাহ তালার কাছে কবুল হবার পূর্বশর্ত হালাল উপায়ে উপার্জন।

কিন্তু প্রাত্যহিক দিনলিপিতে আমরা কি হারামকে বর্জনের জন্য যথেষ্ট সতর্ক থাকছি?

হালাল ও হারাম নিয়ে আরও বেশী সচেতন হতে শুনে নেই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্ব টি

06/04/2024

"মাতৃগর্ভে মানবশিশু : করনীয়- বর্জনীয়"

প্রতিটি মানবশিশুর প্রাণের সঞ্চার, পুষ্টি, বৃদ্ধি ও বিকাশের সূচনা ঘটে মাতৃগর্ভে। অত্যন্ত সংবেদনশীল এই সময়ে মা ও শিশুর সুস্থ্যতা বিশেষ করে শিশুর বিকাশে ইসলাম ও বিজ্ঞান কি পরামর্শ দেয়?
বিস্তারিত জানতে এবং মা ও শিশুকে নিরাপদ রাখতে শুনে নেই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লিঃ নিবেদিত "রামাদান প্রতিদিন" এর আজকের পর্বটি। পাওয়ার্ড বাই ইনো হেলথ। সঞ্চালনায় Dr. Md. Ebrahim Khalil. আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. Rezaul Hossain ও ডা. Rashid Haque

06/04/2024

"যে একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করলো"
চিকিৎসা সেবা যে কোনো সমাজে অন্যতম একটি মহৎ পেশা হিসেবে বিবেচিত। সুস্থ হয়ে উঠতে চোখ বন্ধ করে আমরা চিকিৎসকদের ওপর নির্ভর করি। অথচ আমাদের দেশে জরুরী চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানির দলিলও নিতান্ত কম নয়।

এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লি. নিবেদিত "রামাদান প্রতিদিন"-এর আজকের পর্বটিতে আলোচ্য বিষয় "চিকিৎসা ও নৈতিকতা।" পাওয়ার্ড বাই ইনো হেলথ। সঞ্চালনায় Dr. Md. Ebrahim Khalil, অতিথি হিসেবে রয়েছেন তরুণ ইসলামি চিন্তাবিদ, শিক্ষক ও গবেষক ড. Rezaul Hossain এবং ডা. Rashid Haque.

06/04/2024

মা বাবা কেনো বৃদ্ধাশ্রমে?

ছোট থেকে হাঁটি- হাঁটি পা করে যেই মা-বাবা আমাদের পৃথিবীর পথ চিনতে শেখান, বৃদ্ধ বয়সে তাদেরই আমাদের জীবনে ঠাঁই হয় না। এই সামাজিক সমস্যার সমাধান কোথায়?

কিভাবে পারিবারিক মূল্যবোধ কে আবারো সুন্দর ও ইসলাম-নির্দেশিত পথে ফিরিয়ে আনা যায়?

সেই প্রশ্নেরই উত্তর খুঁজবো এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লি. নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্বে। পাওয়ার্ড বাই ইনো হেলথ লি.
সঞ্চালনায় Dr. Md. Ebrahim Khalil. অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্বাটি আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মুর্শিদ আলম সালেহী ও জুরাইন শাহী মসজিদের খতিব মুফতি মাসুদ রিজভী।

06/04/2024

আত্ম-সংশোধনের পাশাপশি শারীরিক সুস্থতা ও আমাদের একান্ত কাম্য।বর্তমানে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ক্যান্সার যেন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এই মরণব্যাধী থেকে দূরে থাকার বা সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ইসলাম কোন পথ নির্দেশ করে কি?
এই প্রশ্নের উত্তর খুঁজতে শুনে নেই এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লি. নিবেদিত " রামাদান প্রতিদিন" এর আজকের পর্বটি। পাওয়ার্ড বাই ইনো হেলথ।

আজকের আলোচ্য বিষয় "ক্যান্সার প্রতিকার ও প্রতিরোধে ইসলাম"। সঞ্চালনায় Dr. Md. Ebrahim Khalil, অতিথি তরুণ আলেমে দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. Rezaul Hossain ও ডা. Rashid Haque.

05/04/2024

সন্তানকে সুআদর্শে ও সু- শিক্ষায় গড়ে তোলা এই সময়ে প্রতিটি অভিভাবকদের জন্য বিশাল চ্যালেঞ্জ। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে শিশুদের বিপথগামী হবার হাতছানিই যেন সবচেয়ে বেশি। এমতাবস্থায় বাবা-মায়ের করণীয় কি?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, গবেষক ও লেখক Dr. Md. Ebrahim Khalil-এর সঞ্চালায় এটিএন বাংলায় প্রচারিত "রামাদান প্রতিদিন" অনুষ্ঠানের আজকের পর্বে চলুন শুনে নিই
" বিপথে সন্তান : দায়ভার কার?" সম্পর্কিত বিদগ্ধ আলোচনাটি। পাওয়ার্ড বাই ইনো হেলথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বাটি আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মুর্শিদ আলম সালেহী ও জুরাইন শাহী মসজিদের খতিব মুফতি মাসুদ রিজভী।

05/04/2024

বয়ঃসন্ধিকালে শৈশব থেকে কৈশোরে পা রাখার যাত্রাটি প্রতিটি শিশুর জন্যই বেশ কঠিন।
এ সময় প্রতিটি বাবা মা সন্তানের মনো-দৈহিক ও চারিত্রিক বিকাশ নিয়ে চিন্তিত থাকেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, গবেষক ও লেখক Dr. Md. Ebrahim Khalil সঞ্চালনায় এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লি. নিবেদিত "রামাদান প্রতিদিন" অনুষ্ঠানের আজকের পর্বে জেনে নিন, 'বয়ঃসন্ধির করণীয় ও বর্জনীয় : ইসলামের নির্দেশনা' সম্পর্কে। পাওয়ার্ড বাই ইনো হেলথ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ইসলামি চিন্তাবিদ ও গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. Rezaul Hossain এবং লব্ধপ্রতিষ্ঠ তরুণ চিকিৎসক ডা. Rashid Haque.

29/03/2024

একটি মুসলিম পরিবারে শিশু শিক্ষার আয়োজন কেমন হওয়া উচিত?
শিশুমনে উত্তম আখলাক ও আদর্শ ব্যক্তিত্ব নিয়ে সঠিক ধারণা দিতে যোগ্য শিশুসাহিত্য কি রয়েছে ? নবী রাসূলের আখলাক সম্পর্কে তাদের সুকোমল মনে ধারণা দিতে কোনো বই রয়েছে কি?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, গবেষক ও লেখক Dr. Md. Ebrahim Khalil-এর সঞ্চালনায় এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস লি. নিবেদিত "রামাদান প্রতিদিন" অনুষ্ঠানের আজকের পর্বে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে শিশু ও শিশু সাহিত্য বিষয়ক নানাবিধ দিক নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. Amir Hossain ও তরুণ উদ্যোক্তা, দক্ষ সংগঠক এবিসিএল আইটি এবং রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশনের ব্যবস্থাপরিচালক জনাব আদনান Al Amin.
প্রতিটি পরিবারে আদর্শ আখলাকে শিশুকে গড়ে তুলতে করণীয়গুলো জানতে দেখে নিন আজকের পর্বটি।

27/03/2024

সর্বশ্রেষ্ঠ মাস মাহে রামাদান আল্লাহ তা'আলার পক্ষ থেকে এক বিশেষ সুযোগ নিজেকে আরও বেশি করে রবের পথে নিবেদিত করার।

আর এই মাসে সকল মুমিন বান্দার সবচেয়ে আকাঙ্ক্ষিত অর্জন হলো আত্মশুদ্ধি ও আত্মোন্নয়ন।

চারপাশের পরিবেশের প্রভাব কাটিয়ে দ্বীনের পথে চলতে এই দুটি বিষয়ের কোনো বিকল্প নেই। কিন্তু কিভাবে আত্মোন্নয়নের মাধ্যমে আমরা রমজানের সর্বোচ্চ ফজিলাত অর্জন করতে পারবো?

নিজ নিজ নফসের তাড়না থেকে মুক্ত হয়ে আল্লাহ-মুখী হতে রামাদান মাসকে কিভাবে আমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস হিসেবে কাজে লাগাতে পারি?

এটিএন বাংলায় প্রচারিত মেরিল্যান্ড হোমস নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানের প্রথম পর্বে রমাদানে আত্মোন্নয়ন, আত্মশুদ্ধির গুরুত্ব ও আত্মশুদ্ধি লাভে করনীয়সহ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন-

ডঃ মোহাম্মদ রেজাউল হোসাইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ।
এবং
জনাব বেলায়েত হোসেন সাগর
সিইও, রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশন
স্বপ্ন সিঁড়ি বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক।

চলুন এই রামাদান কে সফল করতে এই বিদগ্ধ আলোচনা টি শুনে নেই ও সেই অনুযায়ী আমল করি।

Address

L. R Bhaban, 1/2 Outer Circular Road, Malibagh
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশন:

Videos

Share

Category

Nearby media companies