Believer's Paradise

Believer's Paradise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Believer's Paradise, Digital creator, Dhaka.

وَمَا كَانَ اللَّـهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ
অর্থ: এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনও তাদের উপর আযাব দেবেন না। (সূরা আল-আনফাল, আয়াত: ৩৩)

08/12/2024

🌟✨ "And Allah is fully aware of what they do." 🌟✨

In every moment of our lives, it's comforting to remember that Allah sees and knows everything. This awareness encourages us to act with integrity and kindness, knowing that our deeds do not go unnoticed. Let's strive to fill our hearts with compassion and our actions with goodness, always mindful of the ever-watchful gaze of our Creator. 💖🙏

04/12/2024

নিরাশ কেনো হচ্ছো?

তোমার মনের গভীর থেকে গভীরতম সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছেন।🤍

ধৈর্য ধরতে হবে। আল্লাহ যা করেন,সেই সব কাজের ভিতর কোন না কোনও কারণ থাকে। আল্লাহর উপর ভরসা রাখো....আল্লাহ কষ্টের পর সুখ অবশ্যই দিবেন।🖤

ইনশাআল্লাহ"🌸

28/11/2024

বৃহস্পতিবার রাত দুরুদ পাঠ করার রাত।

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ 🥀🌺

26/11/2024

এই দ্বীন আমার, জমিন আমার,
লা-ইলাহা ইল্লাল্লাহ।

23/11/2024

তাওয়াক্কুলকারীগণ কখনো আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট হয় না -

যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে-
সে কখনো ও আল্লাহ্ তায়ালার ফয়সালায় অসন্তুষ্ট হয় না -
যদিও তার চাওয়া - পাওয়ার মাঝে কিছু অপূর্ণতা থেকে যায় -

আশ্চর্য এই যে ........
তারা অপূর্ণতার মাঝে থাকা সত্ত্বেও বলে," আলহামদুলিল্লাহ "
অথচ অধিকাংশ মানুষ অপূর্ণতায় হতাশায় আত্মহত্যা করে বসে -
অথচ তাওয়াক্কুলকারীগণ ধৈর্য্যের সাথে বেঁচে থাকে -
আল্লাহ তায়ালার নিকট উত্তম কিছু পাওয়ার আশায় -
©

20/11/2024

আপনারা কি দাবি করেন আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন!?
এটা ইসলামিক স্টেইট নয়, এটা একটা চরম সেক্যুলার স্টেইট।
যেখানে নামাজ, রোজা, হজ্জ, যাকাত, তাসবীহ, তাহলীলের দিকে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে।
অন্যদিকে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেয়া হয়েছে।

এটাই এ জাতীর সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় দুর্দশা।

🎙️Abu Taw Haa Muhammad Adnan

19/11/2024

দুনিয়ার ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে কী লাভ যদি আপনি আখেরাতে জান্নাতে স্থায়ীভাবে জায়গা করে নিতে না পারেন?
দুনিয়ায় কোনো জনপদের রাস্তা আপনার নামে হয়ে কী লাভ যদি আপনি আখেরাতের জান্নাতের রাস্তা পার হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেন?
দুনিয়ার কোনো জায়গায় আপনার মূর্তি স্থাপন করে কী লাভ যদি আখেরাতে সেটা আপনার জান্নাতে যাওয়ার পথে বাঁধা হয়ে পড়ে?
দুনিয়ার আপনার প্রাসাদসম বাড়ী থেকে কী লাভ যদি মৃত্যুর পরে আপনি সাড়ে তিন হাত বাড়ীতে শান্তিতে থাকতে না পারেন?
দুনিয়াতে প্রসিদ্ধি পেয়ে কী লাভ যদি চিরস্থায়ী জীবনে আপনি জান্নাতে প্রবেশ না করতে পারার অপমানে জর্জরিত হয়ে যান?
দুনিয়াতে গর্ব অহংকারের জীবন যাপন করে কী লাভ যদি আখেরাতে আপনি তার শাস্তিস্বরূপ হাশরের মাঠে পদতলে পিষ্ট হতে থাকবেন?
দুনিয়াতে এত সুন্দর নাদুস নুদুস চেহারা দিয়ে কী লাভ করবেন যদি আখেরাতে সে চেহারা জাহান্নামের আগুনে দগ্ধ করাতে বাধ্য হন?

🖋️প্রফেসর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ

19/11/2024

🌟✨ In a world full of uncertainties, remember that only Allah can solve everything. His wisdom and planning are beyond our understanding. Trust in His plans and let go of your worries. He knows what’s best for us, even when we can’t see it. 🕊️💖

15/11/2024

-আপনাকে অপ্রস্তুত দেখে মালাকুল ম‌উত কিন্তু ফিরে যাবে না

হঠাৎ করে যখন রুহটা বের হয়ে যাবে তখন সালাত পড়ার জন্য ,.......
দাঁড়ি রাখার জন্য, .........
পর্দা করার জন্য.......
মালাকুল ম‌উত এতটুকু সময় দিবে না
কিচ্ছু করার থাকবে না তখন ...
তাই ফিরে আসুন ........
ফিরে আসুন মহান রবের কাছে...
বেলা ফুরাবার আগে...

14/11/2024

এর চাইতে দুর্ভাগ্যের আর কি আছে যে, আমি বুঝতে পারছি— আমার পাপ বাড়ছে, ঈমান কমছে, হিদায়াত হারিয়ে ফেলছি কিন্তু আমি কিছুই করতে পারছি না!

কথা : সংগৃহীত

Big shout out to my newest top fans! 💎 Rheedu Rheedu, Sabikun NaharDrop a comment to welcome them to our community,
13/11/2024

Big shout out to my newest top fans! 💎 Rheedu Rheedu, Sabikun Nahar

Drop a comment to welcome them to our community,

08/11/2024

নবী করিম (সা.) যে দোয়া বেশি বেশি করতেন
উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম।

তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম।

তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘জুয়ারিয়া! আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি।

যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারি হবে। আর তা হলো-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।

-সহিহ মুসলিম শরিফ : ৭০৮৮

অর্থ : আমি আল্লাহতায়ালার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ।

06/11/2024

I gained 110 followers, created 73 posts and received 1,391 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

05/11/2024

“আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা। আমি ব্যবসা করি, আমার স্বামীও ব্যবসা করে। আমার কাছে লাইসেন্স আছে। আমি যে এগুলো খাই সেটা আমার বাবা, স্বামী সবাই জানে। আমি দেশের ক্ষতি করছি না, আমি নিজের টাকা খরচ করি, নিজের টাকায় মজা করি, আমার দুই সন্তান আছে। আমি টাকা দিয়ে সন্তানদেরকে মানুষও করি।”

মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে ধ-রা খাওয়া এক স্বাধীন নারীর বক্তব্য কোট করেছি উপরে। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় গাড়িতে তার পুরুষ ফ্রেন্ড ছিল। উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে গুলশান দুইয়ে গিয়ে নেমেছিল। গাড়িতে অনেকগুলো বো-ত-ল পাওয়া গেছিল বিধায় তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

এই বক্তব্যটা শুধু এই মহিলার না। মডার্ন সোসাইটির অধিকাংশ নর-নারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই বক্তব্যে এজন্যই এটা আলাদা করে লিখে রাখলাম।

কথিত শিক্ষিতদের মোরাল কোনো গ্রাউন্ড নেই, আছে হা-র্ম প্রিন্সিপালে বিশ্বাস। যতক্ষণ আমি অন্য কারো ক্ষতি করছি ততক্ষণ ইটস ওকে। এদের কাছে বিয়েটা হচ্ছে ফরমালিটি। একসপ্তাহ ধরে ধুমধাম করে বিয়ে করবে, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য লাখ লাখ টাকা খরচ করবে। এরপর ওপেন রিলেশন-শিপে থাকবে। স্বামী নিজের মতো পর-কীয়া করবে, স্ত্রী জাস্ট ফ্রেন্ড নিয়ে ঘুরবে। দুইজনের আবার আলাদা আলাদা ক্যারিয়ার থাকবে।

এসবের ঝামেলা এড়াতে অনেকে আবার লি-ভ টুগেদার করে। সমাজের কাছে দায়বদ্ধতা যাদের নেই, সমাজ থেকে যারা বি-চ্ছি-ন্ন তাদের জন্য এই পথটাই তুলনামূলক সহজ। এই ইন্ডিপেন্ডেন্ট মহিলারা নাকি বাচ্চাও “মানুষ” করে। এই কথা চিন্তা করলে তাদের এব-র্শ-নের অধি-কার নিয়ে রাস্তায় নামাটা যৌক্তিক মনে হয়।

এরকম মা থাকা মানেই আজীবন ট্র-মায় থাকা, পুরো চাইল্ড-হুড কার্সড হওয়া।

সুশিক্ষা এবং কু-শিক্ষার মধ্যে যারা পার্থক্য করতে পারেন না তাদের উচিত শিক্ষিতের হার এবং অপ-রাধের হারের সম্পর্কের তুলনামূলক বিশ্লেষণ করা।

~ মেরাজ হোসাইন।

04/11/2024

ফজরের সময় ফে'রে'শ'তা'দে র পালাবদল হয়। আর এ সময় বান্দা যা কিছু করে ফে'রে'শ'তা'রা আল্লাহর কাছে তা পেশ করেন।
এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন, ‘ফে'রে'শ'তা'রা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন; একদল দিনে, একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মাঝে রাতযাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত।
জবাবে তাঁরা বলেন, ‘আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনো তারা নামাজরত ছিলেন।’
(বুখারি, হাদিস: ৫৫৫)

03/11/2024

✨ "আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ। 🙏✨

আমার সব ভুল ও অপরাধের জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত। আপনার দয়ায় ও করুণায় আমি সর্বদা আশ্রয় চাই। জানি না কতবার আমি ভুল করেছি, কিন্তু আমি প্রতিবারই আপনার কাছে ফিরে আসতে চাই। আমাকে হেদায়েত দিন, যেন আমি আরও ভালো মানুষ হতে পারি।

#ক্ষমা #আল্লাহ #অনুগ্রহ"

02/11/2024

"(ঈমানের) এই স্তরই নির্ধারণ করবে তোমার মৃত্যু কিভাবে হবে।
এই স্তর বলে দিবে কোন অবস্থানে তোমাকে পুনরুত্থিত করা হবে।
এই স্তর বলে দিবে মাওক্বিফে দাড়িয়ে তুমি কতোটা ঘর্মাক্ত হবে।
এই স্তর বলে দিবে তোমার আমল সমূহ কেমন হবে আর মীযানে তাদের ওজন কতখানি হবে।

কখনো ঝরে যেও না
তারিক মেহান্না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Believer's Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share