05/08/2024
সকলকে দ্বিতীয় স্বাধীনতার অভিনন্দন। প্রথম স্বাধীনতায় আমরা সার্বভৌমত্ব পেলেও যথাযথ গনতন্ত্র পাইনি। কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে আমরা আশা করি আধুনিক গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ৩৬ দিনের যাত্রায় যারা শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন তারা হলেন জাতীয় বীর। দেশবাসী কখনো তাদেরকে ভুলবে না। তাই গনতন্ত্র পরিপন্থী কাজ করে তাদের ত্যাগকে যাতে আমরা অসম্মান না জানাই। বাংলাদেশ বাঙ্গালীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নিয়ে গঠিত যারা অনেকে মুসলমান, অনেকে হিন্দু এবং বাকিরা বিভিন্ন ধর্মের অনুসারী। তাই একে অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হই এবং বিভিন্ন প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকি। কাল থেকে দেশের আইন-শৃঙ্খলা মেনে চলি এবং দেশকে পুনর্গঠনে সবাই এগিয়ে আসি। আমাদের মনে রাখতে হবে,"স্বাধীনতা অর্জনের চেয়ে, রক্ষা করা কঠিন!"