মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সর্ববৃহৎ ব্যানার করেন মোঃ মনির হোসেন সরকার। নীরবে নিভৃর্তে আওয়ামী লীগকে ভালোবেসে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন আনন্দ উৎসবসহ শোক দিবস, বিজয় দিবস ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিনগুলোতে ব্যানার ফেস্টুন ও মিলাদ মাহফিলের আয়োজন করেন এবং দলের দুঃস্থ কর্মীদেরকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশাল ব্যানার দেখা যায় গুলিস্তানের হানিফ ফ্লাইওভার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে। এই প্রচারে বিমুখ ব্যক্তিটি হলেন সাদামনের মানুষ মোঃ মনির হোসেন সরকার। সাবেক বাংলাদেশ কৃষি ব্যাংকের আওয়ামী লীগের সিবিএ নেতা ও ফুলবাড়িয়া মার্কেটের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সাক্ষাৎকার গ্রহণ করেন চৌধুরী আসিফ ইকবাল। ক্যামেরায় ছিলেন
মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল ২৮ সেপ্টেম্বর বিকালে হোটেল বৈশাখী, ২য় তলা, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় পার্টি- জেপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, সুপ্রীম কোর্ট বার সমিতির সাবেক সম্পাদক এবিএম বায়েজিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভ
banglatv71:প্রীতি সারমান,সমসাময়িক ভাবনা
banglatv71:প্রীতি সারমান,সমসাময়িক ভাবনা
banglatv71:তকীউদ্দিন মুহাম্মদ আকরামের পরিকল্পনা,বাদল আহমেদের পরিচালনা,সালাম মাহমুদের উপস্থাপনায়-সমসাময়িক ভাবনা।অতিথি-প্রীতি সারমান,জাতিসংঘ মানবাধিকার পরিষদ কতৃক স্বীকৃত বিশ্ব মানবাধিকার নেতা,আমেরিকা থেকে ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস শান্তি পুরস্কারে ভূষিত ও বিশ্ব নাগরিক সংস্থার বাংলাদেশ পরিচালক ও বিশ্ব নাগরিক।https://www.facebook.com/saarcbanglatv71Ltd
banglatv71:মোঃ আজিজুল হক আজিজ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী
banglatv71:মোঃ আজিজুল হক আজিজ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী
banglatv71:ফারহানা ইসলাম উর্মীর পরিকল্পনা, কবি হাসনাইন সাজ্জাদীর পরিচালনা,সালাম মাহমুদের উপস্থাপনায়-উন্নয়নে বাংলাদেশ।অতিথি-মোঃ আজিজুল হক আজিজ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী,রাজনৈতিক বিশ্লেষক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও ক্লিন ইমেজ ধারি সম্পন্ন মানুষ,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,মাননীয় প্রধান উন্নয়নকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,কিশোরগঞ্জ জেলা সমিতির যুগ্ম মহাসচিব,সাদা মনের অধিকারী।https://www.facebook.com/saarcbanglatv71Ltd
banglatv71:সমসাময়িক ভাবনা।
banglatv71:সমসাময়িক ভাবনা।
banglatv71:ফারহানা ইসলাম উর্মীর পরিকল্পনা, কবি হাসনাইন সাজ্জাদীর পরিচালনা,সালাম মাহমুদের উপস্থাপনায়-সমসাময়িক ভাবনা।অতিথি-প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু ,বরেণ্য বুদ্ধিজীবী,অধ্যাপক,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ,এডভোকেট এস এম নজরুল ইসলাম,ডেপুটি এটর্নি জেনারেল,বাংলাদেশ সুপ্রীম কোর্ট, বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী ,সদস্য,শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি,বাংলাদেশ আওয়ামী লীগ,মহাসচিব,বাংলাদে ভারত সম্প্রীতি পরিষদ,এ জিহাদুর রহমান জিহাদ,সাংগঠনিক সম্পাদক,ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে),কবি আইরিন খান,বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক,কামরুল হাছান সাউদ-সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন।https://www.facebook.com/saarcbanglatv71Ltd
বাংলাটিভি৭১ : প্রগতিশীল জাতীয়তাবাদী পিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে কথা বলছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। সাক্ষাৎকার গ্রহণ করেন মোঃ জামাল উদ্দিন কালাচাঁন। ক্যামেরায় ছিলেন নীলা। প্রযোজনা উপদেষ্টা: সালাম মাহমুদ। আপনার এলাকার যে কোন তথ্য দেয়ার জন্য যোগাযোগ করুন- ০১৯২০৯২৩৬৩৭।
১৫ সেপ্টেম্বর ২০২২। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড বিয়াইন্না বাজারের নদীতে এমভি রাতুল মোল্লা আনলোড ড্রেজার স্থানীয় সন্ত্রাসী বাহিনী উৎপাত করে ভাংচুর করে। ভুক্তভোগীরা জানান চাঁদা না দেয়ার কারণে বেলা সাড়ে ১২টার দিকে ভাংচুর করে মারধর করে নানারকম হুমকি ধমকি দেয়া। এসব বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপক কামনা করেন। সাক্ষাৎকার গ্রহণ করেন বাংলা টিভি ৭১ এর চীফ রিপোর্টার নাছির মোল্লা। ক্যামেরায় ছিলেন আসিফ মোল্লা। প্রযোজনা উপদেষ্টা: সালাম মাহমুদ।
বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৬ তম জন্মদিন উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা ১৫ ই সেপ্টেম্বর ২০২২ বিকাল ৪ ঘটিকার মেহেরবা প্লাজা ১৫ তলা তোপখানা রোড পুরানা পল্টন ঢাকা। আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ বাদশাউদ্দিন মিন্টু বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি শাহীন রেজা সম্পাদক, দৈনিক মুক্তি তথ্য প্রধান আলোচক কাজী মাসুদ আহমেদ সভাপতি, কাজী আরেফ ফাউন্ডেশন বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ জলিল বাংলাদেশ ন্যাপের সহ-সভাপতি, স্বপন কুমার সাহা বাংলাদেশ ডেমোক্রেটিভ পার্টির সাধারণ সম্পাদক, সিদ্দিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, মোহাম্মদ ইদ্রিস আহমেদ মল্লিক বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক, কামাল ভূঁইয়া
banglatv71:নতুন মাত্রা (পর্ব-১১৭৮৩)।
banglatv71:নতুন মাত্রা (পর্ব-১১৭৮৩)।
banglatv71:মনিরুল ইসলাম মানিকের পরিকল্পনা, কবি হাসনাইন সাজ্জাদীর পরিচালনা,সালাম মাহমুদের উপস্থাপনায়-নতুন মাত্রা (পর্ব-১১৭৮৩)।অতিথি-প্রফেসর ড. হামিদা খানম, প্রফেসর,ঢাকা বিশ্ব বিদ্যালয়,সভাপতি,বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি,আইনজীবী ড. সিরাজুল হক,সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ,অষ্ট্রেলিয়া শাখা,প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু ,বরেণ্য বুদ্ধিজীবী,অধ্যাপক,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ,ড. অসিম সরকার,অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়,লিটন এরশাদ,যুগ্ম-মহাসচিব,নিরাপদ সড়ক চাই-নিসচা,মোঃ নজরুল ইসলাম,চেয়ারম্যান,উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদ।https://www.facebook.com/saarcbanglatv71Ltd