Jafor Sadek With Digital Education

Jafor Sadek With Digital Education Jafor Sadek With Digital Education অর্ডার করতে কল করুন এই নাম্বার গুলিতেঃ-
01886-699882
01886-699883
01712-195171
(4)

07/12/2023

সম্মানিত গ্রাহক আপনারা যারা আমাদের সালাম ব্রান্ডের ইসলামিক কলিং বেল, প্লাগ ইন কুরআন এবং দোয়া ডোরবেল এই তিনটি প্রোডাক্ট এক সাথে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য সু-খবর, সু-খবর । আলহামদুলিল্লাহ সালাম ব্রান্ডের তিনটি প্রোডাক্ট আমাদের হাতে চলে এসেছে। অর্ডার করতে নিচের লিংকে প্রবেশ করুন https://www.jaforsadek.com/ অথবা সরাসরি অর্ডার করতে কল করুন 01886-699882-3/01841-141107-8

30/11/2023

ইসলামিক কলিং বেল

বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এ দেশে প্রায় ৫ কোটি মুসলিম পরিবার আছে। এর মধ্য প্রায় এক কোটি পরিবার আছে প্রাক্টিসিং মুসলিম যারা ইসলামকে জীবনের সব ক্ষেত্রে মানতে চায়। কলিং বেল এটি একটি অতীব প্রয়োজনীয় পণ্য। বেশিরভাগ বাসা বাড়িতে কলিং বেল এর প্রয়োজন হয়। তাই জাফর সাদেক স্যারের নতুন আবিষ্কার ইসলামিক কলিং বেল

ব্যবহার বিধি:

আপনার ঘরের মিউজিক/ডিং ডং কলিং বেলটি খুলে আমাদের এই ইসলামিক কলিং বেলটি লাগিয়ে নিন।

দরজার বাহিরে কোন আগন্তুক এসে বাহিরে সুইচ এ চাপ দিয়ে ধরে রাখলে প্রথমে সালাম এবং পরে ঘরে প্রবেশ বা বাহির হওয়ার সম্পূর্ণ দোয়া বলবে

17/11/2023

***ঘরকে বরকতময় করতে প্লাগ ইন কুরআন।
***ঘরকে অদৃশ্য/ অশুভ শক্তির উপদ্রুপ থেকে রক্ষা করতে প্লাগ ইন কুরআন।
***অগণিত সওয়াবের জন্য প্লাগ ইন কুরআন।
***রাতে ড্রিম লাইট এর জন্য প্লাগ ইন কুরআন।

কোনো ঘরে যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে সেই ঘরে মহান আল্লাহ বারাকাহ দান করেন। এটি এমন একটি ডিভাইস যেটি ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করলেই কুরআন তেলাওয়াত শুরু করবে এবং ড্রিম লাইট হিসেবেও ব্যবহার করা যাবে।
১ বছরও যদি প্লাগ থেকে খোলা না হয় ১ বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত চলতেই থাকবে।

রাতে ঘুমানোর সময় তেলাওয়াতের সাউন্ড কম/বেশি এডজাস্ট করে তেলাওয়াত ছেড়ে এবং ড্রিম লাইটের আলো কম/বেশি এডজাস্ট করে ঘুমিয়ে পড়ুন। এই কুরআন তেলাওয়াত সকল অদৃশ্য/অশুভ শক্তি থেকে আপনার ঘরকে সারারাত পাহারা দেবে ইনশাল্লাহ।
ঘুম থেকে উঠে আনপ্লাগ করুন।


ব্যবহার বিধি:
১.ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ ইন করুন।
২.কুরআন ও হাদিস শুনতে ১নং বাটন লং প্রেস করুন।
৩.রুকইয়া (হোম বারাকাহ) আয়াত ও জিকির শুনতে ২ নং বাটন লং প্রেস করুন।
৪.সাউন্ড বাড়াতে বা কমাতে ২ নং বাটন বার বার প্রেস করুন।
৫. রুকইয়া (শিশুদের সুরক্ষা সম্পর্কিত) আয়াত শুনতে ৩ নং বাটন শর্ট প্রেস করুন।
৬.রুকইয়া অদৃশ্য বা অশুভ শক্তি থেকে আপনার ঘরকে পাহাড়া দেবার আয়াত শুনতে ৩ নং বাটন শর্ট প্রেস করুন।
৭. ভাষা পরিবর্তন করতে ৩ নং বাটন লং প্রেস করুন।
৮. ৪ নং বাটনে ড্রিম লাইট জ্বলবে (ঘুমানোর সময় লাইটের আলো কম/বেশি এডজাস্ট করে নিন) লং প্রেস করলে ন্যাচারাল সাউন্ড শুনতে পাবেন

পণ্যটি সংগ্রহ করতে যোগাযোগ করুন-

01886699883,01886699882
[email protected]
www.smartislamictechnology.com

আপনি কি ধনী হতে চান?--------------------------পাঁচওয়াক্ত নামাজ জামাতের সাথে পরুন। এশার নামাজের পর নিয়মিত এই আমল করুন।১) ...
13/11/2023

আপনি কি ধনী হতে চান?
--------------------------

পাঁচওয়াক্ত নামাজ জামাতের সাথে পরুন। এশার নামাজের পর নিয়মিত এই আমল করুন।
১) দুরুদ শরিফ (১০০ বার)
২) ইয়া মুগনি (১১০০ বার)
৩) দুরুদ শরিফ (১০০বার)
৪) সুরাহ মুজ্ঝাম্মিল (১১ বার)
৫) আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করা।

দোয়া কবুলের তিন শর্ত—---------------------কোরআনের আয়াত ও নবীজির (সা:) হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। ...
11/11/2023

দোয়া কবুলের তিন শর্ত
—---------------------

কোরআনের আয়াত ও নবীজির (সা:) হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। অনেক মানুষ বলেন, আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। আল্লাহ তায়ালার কাছে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে।

১. হালাল উপার্জন
হালাল উপার্জন দোয়া কবুলের প্রধান শর্ত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসুলুল্লাহ (সা: বলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন। সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? (তিরমিজি ২৯৮৯)

২. হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা
দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি (সা:) বলেন,
তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। (বুখারি ৬৩৪০, মুসলিম ২৭৩৫)

৩. আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা নিয়ে দোয়া করা
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা:) বলেছেন,
তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না। (তিরমিজি ৩৪৭৯)

দোয়ার কিছু আদব আছে। সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তায়ালা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে দু'হাত তুলে দোয়া করা। মিনতিভরা কণ্ঠে দোয়া করা। মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য করা হয়।

যে ঘরে শয়তান থাকে নাযে ঘরে শয়তান প্রবেশ করে সে ঘরের পরিবেশকে শয়তান সম্পূর্ণ নষ্ট করে দেয়। পরিবারের সদস্যদের মাঝে শত দ্বি...
09/11/2023

যে ঘরে শয়তান থাকে না

যে ঘরে শয়তান প্রবেশ করে সে ঘরের পরিবেশকে শয়তান সম্পূর্ণ নষ্ট করে দেয়। পরিবারের সদস্যদের মাঝে শত দ্বিধা-বিভক্তি সৃষ্টি করে। ফলে মানুষের ঘর ও পরিবারে সুখ-শান্তি ও স্থিতিশীলতা থাকে না। নবিজি (সা:) বলেছেন, একটি আমল করলে ঘরে শয়তান থাকে না।

কী সেই আমল?

হজরত আবু হুরায়রা (রা:) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন-

ا تجعلوا بيوتكم مَقَابر، إنَّ الشيطان يَنْفِرُ من البيت الذي تُقْرَأُ فيه سورةُ البقرة

অনুবাদ: ‘তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানাবে না। নিশ্চয়ই যে ঘরে সুরা বাকারাহ তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে।’ (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুরাহ বাকারার আমল করার তাওফিক দান করুন। আমিন।

রিজিক বৃদ্ধির জন্য সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেনকোরআনে আল্লাহ তার নবি নুহের (আ.) ঘটনায় উল্লেখ করেছেন, নুহ (আ.) তার জাতিকে ব...
08/11/2023

রিজিক বৃদ্ধির জন্য সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন

কোরআনে আল্লাহ তার নবি নুহের (আ.) ঘটনায় উল্লেখ করেছেন, নুহ (আ.) তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফারের বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন।

আল্লাহ বলেন,
فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ اِنَّهٗ کَانَ غَفَّارًا یُّرۡسِلِ السَّمَآءَ عَلَیۡکُمۡ مِّدۡرَارًا وَّ یُمۡدِدۡکُمۡ بِاَمۡوَالٍ وَّ بَنِیۡنَ وَ یَجۡعَلۡ لَّکُمۡ جَنّٰتٍ وَّ یَجۡعَلۡ لَّکُمۡ اَنۡهٰرًا

অনুবাদ: আর বলেছি, ‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা। (সুরা নুহ: ১০-১২)

এ আয়াতগুলো থেকে বোঝা যায়, দুনিয়ায় সমৃদ্ধি, হালাল রিজিক, সম্পদ ও সুসন্তান লাভের একটা উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা।

রাসুল (সা.) প্রতি ফরজ নামাজের পর তিনবার ইস্তিগফার পড়তেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) এ সহজ আমলটি আমরাও নিয়মিত করতে পারি। প্রতি নামাজের পর তিনবার পড়তে হবে ‘আস্তাগফিরুল্লাহ’ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।

এ ছাড়া রিজিক বৃদ্ধির জন্য সকালে ও সন্ধ্যায় সাইয়েদুল ইস্তিগফার পড়ুন। সাইয়েদুল ইস্তিগফার অর্থ শ্রেষ্ঠ ইস্তিগফার। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এ ইস্তিগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। (সহিহ বুখারি)

সাইয়েদুল ইস্তিগফার হলো,
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

অনুবাদ: হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।

আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়েদুল ইস্তিগফার মুখস্থ করার এবং বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ভালো কাজ ও সুন্দর আচরণ ইবাদতসমাজ জীবনে মানুষকে চলতে হয়, বলতে হয়। প্রয়োজনে একজন অপরজনের সঙ্গে লেনদেন করতে হয়। এ সময় ভালো ...
06/11/2023

ভালো কাজ ও সুন্দর আচরণ ইবাদত

সমাজ জীবনে মানুষকে চলতে হয়, বলতে হয়। প্রয়োজনে একজন অপরজনের সঙ্গে লেনদেন করতে হয়। এ সময় ভালো কথা বলা, সুন্দর আচরণ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। ইসলাম তার অনুসারীকে সব সময় সুন্দর আচরণ করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছে।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো- আল্লাহতায়ালার ভয় ও সুন্দর আচরণ। আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে তা হলো- (মানুষের) মুখ এবং লজ্জাস্থান। ’ -সুনানে তিরমিজি

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী সর্বোত্তম ভালো কথা বলা, সুন্দর আচরণ করার তাওফিক দান করুন। আমিন।

বরকতময় ছোট দুটি দোয়াছোট দুইটি কালেমা, যার একটিকে রাসুল (সা:) সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন। আর একটিকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির...
04/11/2023

বরকতময় ছোট দুটি দোয়া

ছোট দুইটি কালেমা, যার একটিকে রাসুল (সা:) সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন। আর একটিকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির।

হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, অতি উত্তম জিকির হলো-
لَا إِلَهَ إِلَّا اللهُ
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।
অর্থাৎ ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।

আর অতি উত্তম দোয়া হলো-
اَلْحَمْدُ لِلَّهِ
‘আলহামদুলিল্লাহ’
অর্থাৎ সকল প্রশংসা শুধু মহান আল্লাহর জন্য।’ (তিরমিজি, ইবনে মাজাহ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী সর্বোত্তম দোয়া ও জিকির করার তাওফিক দান করুন। আমিন।

কবরের আজাব থেকে মুক্তির আমল………………………………১. প্রতিরাতে সূরা মূলক তেলাওয়াত করা২. বেশি বেশি জিকর করা৩. আল্লাহর পথে দান করা
25/10/2023

কবরের আজাব থেকে মুক্তির আমল
………………………………

১. প্রতিরাতে সূরা মূলক তেলাওয়াত করা
২. বেশি বেশি জিকর করা
৩. আল্লাহর পথে দান করা

সন্তানকে কখনোই যেসব প্রশ্ন করা ঠিক না………………………………………….তুমি কেন ওই ছেলে-মেয়ের মতো হতে পারো না?এ কাজ করতে তোমাকে কে বলেছে?...
23/10/2023

সন্তানকে কখনোই যেসব প্রশ্ন করা ঠিক না
………………………………………….

তুমি কেন ওই ছেলে-মেয়ের মতো হতে পারো না?
এ কাজ করতে তোমাকে কে বলেছে?
তুমি শুধু এটাই খেতে চাও কেন?
তুমি কি ওর চেয়ে আমাকে বেশি ভালোবাসো?
এখনো বাচ্চাদের মতো আচরণ কেন?
তুমি ওর সঙ্গে বন্ধুত্ব করো না কেন?
তুমি পরীক্ষায় ভালো করতে পারো না কেন?
নিজের দিকে তাকিয়ে দেখেছো?

রাসূল (সা.)হাসান ও হুসাইনকে যে দোয়া পড়ে ফু দিতেন…………………………………………………………………….রাসূল (সা.) প্রিয় নাতি শিশু হাসান ও হুসাইনের ...
21/10/2023

রাসূল (সা.)হাসান ও হুসাইনকে যে দোয়া পড়ে ফু দিতেন
…………………………………………………………………….

রাসূল (সা.) প্রিয় নাতি শিশু হাসান ও হুসাইনের জন্য শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্টতা থেকে বাঁচাতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যেভাবে শিশু ইসমাইল ও ইসহাকের জন্য আশ্রয় চাইতেন হজরত ইবরাহিম (আ.)। ছোট্ট দোয়াটি হলো-

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ : ‘আউজুবি বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিও ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।’
অর্থ : ‘আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক (সৃষ্টির) কুদৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি)

#স্মার্ট_ইসলামিক_টেকনোলজি
#কোরআনিকপেন
#ডিজিটাল_লার্নিং
#জাফর_সাদেক








ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত…………………………………………………………..• ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। • নামাজ এমন এক ইবাদত যা...
21/10/2023

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত
…………………………………………………………..
• ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম।
• নামাজ এমন এক ইবাদত যা সারা বছর দৈনিক পাঁচবার আদায় করতে হয়। মৃত্যু ছাড়া আর কোনো অবস্থাতেই নামাজ মাফ হয় না।
• রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল।
• ফজরের নামাজ পড়লেই জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ।
• হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুনাফেকদের ওপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে বা পাছার ভরে অবশ্যই (মসজিদে) উপস্থিত হতো।
• রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম।
• ফজরের নামাজ পড়লেই কেয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য পাওয়া যাবে।

আল্লাহর প্রিয় ১২ আমল
20/10/2023

আল্লাহর প্রিয় ১২ আমল

জুমার দিন দোয়া কবুল হয়................................................জুমার দিন একটি সময় আছে, যখন মানুষ আল্লাহর কাছে কোন...
20/10/2023

জুমার দিন দোয়া কবুল হয়................................................

জুমার দিন একটি সময় আছে, যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আছরের পর অনুসন্ধান কোরো।’

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আছরের শেষ সময়ে অনুসন্ধান কোরো।

দোয়া কখনো বিফলে যায় না…………………………………………..দোয়া আল্লাহর অসন্তুষ্টি দূর করে:আল্লাহর কাছে দোয়া না করার অর্থ হলো নিজে স্বনির্ভ...
18/10/2023

দোয়া কখনো বিফলে যায় না
…………………………………………..

দোয়া আল্লাহর অসন্তুষ্টি দূর করে:
আল্লাহর কাছে দোয়া না করার অর্থ হলো নিজে স্বনির্ভর—এমন দাবি করা। এটি অনেকটা শিরকের নামান্তর। যারা দোয়া করে না এমন মানুষের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট হন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে আল্লাহকে ডাকে না আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন।
ভাগ্যের পরিবর্তন করে দোয়া:
ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ বহু চেষ্টা করে, দুর্ভাগ্য এড়িয়ে যেতে নানা সতর্কতা অবলম্বন করে। কিন্তু দোয়া ছাড়া অন্য কোনো উপায়ে আল্লাহর নির্ধারিত ভাগ্যলিখন পরিবর্তন সম্ভব নয়। রাসুল (সা.) বলেছেন, ‘তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে—তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া।’ (তাবরানি আউসাত, হাদিস : ১৫১৯)
দোয়ার পুরস্কার সুনিশ্চিত:
দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ কখনো বান্দার দোয়ার মাধ্যমে প্রার্থিত জিনিসটিই দিয়ে দেন, আবার কখনো তা জমা করে রাখেন পরকালের জন্য; কখনো দোয়ার বরকতে বিপদাপদ দূর করে দেন বা অন্য কোনো কল্যাণ দান করেন। তাই দোয়া করতে হবে আশাবাদী হয়ে—নিরাশ বা হতাশ হওয়া যাবে না।
দোয়া কর্মঠ ও সক্ষমতার নিদর্শন:
দোয়া খুব সহজ আমল। পাঁচ ওয়াক্ত নামাজের পরসহ যেকোনো সময়, যেকোনো অবস্থায় এ ইবাদতটি করা যায়। যারা এ দোয়ার আমল ছেড়ে দেয় নবীজির দৃষ্টিতে তারা অক্ষম ও অলস। রাসুল (সা.) বলেছেন, ‘যে দোয়া করে না সে সবচেয়ে অক্ষম (অলস)। আর যে সালাম দেয় না সে কৃপণ।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ১৯৩৯)।
মহান আল্লাহ আমাদের বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন।

নিজে  নিজে সম্পূর্ন কুরআন শিখুন............................................অর্ডার করুন-☎ 0188 66 99 88 3✅বিশুদ্ধ কুরআন ত...
17/10/2023

নিজে নিজে সম্পূর্ন কুরআন শিখুন............................................
অর্ডার করুন-☎ 0188 66 99 88 3
✅বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শেখার একশতভাগ 💯 কার্যকর সমাধান।
✅ বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ফোন করুন- 0188 66 99 88 2
📕 নিজে নিজে কুরআন শিখতে এবং ইসলামের মৌলিক সকল বিষয় জানতে যতেষ্ট ভূমিকা রাখবে এই "আল কুরআন লার্নিং পেন"
✅এই কুরআন লার্নিং পেন দিয়ে
১- আপনি বা আপনার মা-বাবা কোরআন তিলাওয়াত শুনতে পারবে
২- আরবির পাশাপাশি বাংলা অনুবাদ পড়তে ও শুনতে পারবে
৩- আপনার সন্তান আনন্দের সাথে শিখে দ্বীনমুখী হবে।
৪-সেই সাথে ক্বারির তিলাওয়াত শুনে চর্চা করতে পারবে,ভয়েস রেকর্ড সহ অনেক কিছু করতে পারবে ডিজিটাল কুরআন লার্নিং পেন দিয়ে
📕সংগ্রহ করুন' বিষ্ময়কর আবিস্কার "ডিজিটাল পদ্ধতিতে ১০খন্ডে সম্পূর্ণ ৩০পারা এই "আল কুরআন লার্নিং পেন"
📕 এর সাথে আরো পাচ্ছেন নামায শিক্ষা, কুরআন শিক্ষা,দোয়া শিক্ষা এবং প্রখ্যাত মুফাস্সিরদের দেয়া ২০০ টি জীবনঘনিষ্ট প্রশ্নোত্তর।
📕 নিজে নিজে কুরআন শিখতে এবং ইসলামের মৌলিক সকল বিষয় জানতে যতেষ্ট ভূমিকা রাখবে এই "আল কুরআন লার্নিং পেন"-
💵রেগুলার হাদিয়া:4500/-
💵 অফার হাদিয়া-3900/-
🛒অর্ডার করতে ফোন করুন
☎ 0188 66 99 88 2 (Whatsapp, IMO)
☎ 0188 66 99 88 3 (Whatsapp, IMO)
√√প্যাকেজে যা যা পাচ্ছেন√√
✅ ১০টি খন্ডে ৩০ পারা 'আল কুরআন [ডিজিটাল ভার্সনে]
✅ দৈনন্দিন জীবনের প্রোয়াজনীয় ২০০ প্রশ্নোত্তরে ইসলাম।
✅ নামায শিক্ষা
✅ কোরআন এ বর্ণিত ২৫ জন নবী রাসুলের জীবনী
✅ ডিজিটাল হজ গাইড
✅ শিশু পরিচর্যায় ইসলাম
✅ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়
✅ সহজ কুরআন শিক্ষা
✅ একটি ডিজিটাল কলম
✅ একটি হেডফোন
✅ একটি চার্জার
✅ সংরক্ষনের জন্য একটি উন্নতমানের বক্স।
✅ দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে অথবা ফোন করে আমাদের প্রোডাক্ট অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিবো। এলাকা ভেদে ২ থেকে ৫ দিন সময় লাগতে পার।
ডেলিভারি চার্জ
বগুড়ার ভিতরেঃ- ডেলিভারী চার্জ ফ্রি! (১ দিনে ডেলিভারী)
ঢাকার_ভিতরেঃ- ঢাকার ভিতরে সুন্দরবন, রেডেক্স এবং পাঠাও কুরিয়ার এর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি চার্জ- ৮০ টাকা
ঢাকার_বাহিরেঃ- ঢাকার_বাইরে সুন্দরবন, রেডেক্স এবং পাঠাও কুরিয়ার এর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করা হয়। চার্জ- 120 টাকা
✅ 'আল কোরআন লার্নিং পেন' অর্ডার করতে চাইলে আপনার নাম, ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন।
🛒অর্ডার করতে ফোন করুন
☎ 0188 66 99 88 2 (Whatsapp, IMO)
☎ 0188 66 99 88 3 (Whatsapp, IMO)

"খাবার রেডি, সবাই খেতে এসো"....................................................................এই কথাটা কখনোই বলা উচিত ন...
17/10/2023

"খাবার রেডি, সবাই খেতে এসো"....................................................................
এই কথাটা কখনোই বলা উচিত না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।
আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।
খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
একজন পানি ভরবে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।
সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের দায়িত্ব দিতে পারেন।
আপনার সন্তানদের এটা শেখাবেন না যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।
শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।
"মা, ভাত দাও" - এটা বলে যে সন্তান খাবার টেবিলে অপেক্ষা করে কখন মা সব সাজিয়ে সামনে রাখবে, সে সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নি।

13/10/2023

কোরআন শেখার সহজ সমাধান!!!
"আল কুরআন লার্নিং পেন"
বিস্তারিত জানতে ভিজিট করুন
http://bit.ly/45wOJvZ

#ডিজিটাল_লার্নিং
#ডিজিটাল_লার্নিং পেন
#কোরআনিকপেন
#জাফর_সাদেক
#স্মার্ট_ইসলামিক_টেকনোলজি

আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান বুদ্ধিমান হোক। এজন্য অভিভাবকদের অনেক বিষয়েই সতর্ক থাকতে হয়। শিশুদের খাবার দাবার থেকে শ...
12/10/2023

আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান বুদ্ধিমান হোক। এজন্য অভিভাবকদের অনেক বিষয়েই সতর্ক থাকতে হয়। শিশুদের খাবার দাবার থেকে শুরু করে সঠিক পরিবেশ। তবে কিছু খেলাও কিন্তু শিশুর বুদ্ধি বিকাশে ভূমিকা রাখে।

 #স্মার্ট_ইসলামিক_টেকনোলজি #কোরআনিকপেন #ডিজিটাল_লার্নিং #জাফর_সাদেক
09/10/2023

#স্মার্ট_ইসলামিক_টেকনোলজি
#কোরআনিকপেন
#ডিজিটাল_লার্নিং
#জাফর_সাদেক








*কুরআন স্পিকার ও আযান ক্লক*কেন এই প্রোডাক্টটি আপনার সংগ্রহে থাকা প্রয়োজন?১. ১৮ টি ভাষায় কোরআনের তেলাওয়াত শোনা যাবে।২.মো...
08/10/2023

*কুরআন স্পিকার ও আযান ক্লক*

কেন এই প্রোডাক্টটি আপনার সংগ্রহে থাকা প্রয়োজন?

১. ১৮ টি ভাষায় কোরআনের তেলাওয়াত শোনা যাবে।
২.মোবাইল অ্যাপ ও রিমোট দিয়ে সহজেই কন্ট্রোল করা যায়।
৩.পবিত্র কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীর আযান এই কোরআন স্পিকারে শুনতে পারবেন।
৪.৫ ওয়াক্ত নামাজের সময় আজান এলার্ম দিবে নামাজ পড়ার জন্য।
৫.বিশ্বের জনপ্রিয় ৩০ জন আলেমদের কণ্ঠে কোরআন তেলাওয়াত, ওয়াজ শোনা যাবে।
৬.3600mah রিচার্জেবল ব্যাটারি ৮ ঘন্টা পর্যন্ত তেলাওয়াত শোনা যাবে।৭.৮ ধরণের Lighting Color রয়েছে রিমোট এবং হাতের স্পর্শে পরিবর্তন করা যায়।
৮.সমস্ত কোরআনের বাংলা অর্থ শুনতে পারবেন।
#ডিজিটাল_লার্নিং পেন
#কোরআনিকপেন
#জাফর_সাদেক
#স্মার্ট_ইসলামিক_টেকনোলজি

কোরআন তেলাওয়াতের ফজিলত ও সওয়াব ...................................................................................পবিত্র...
07/10/2023

কোরআন তেলাওয়াতের ফজিলত ও সওয়াব ...................................................................................
পবিত্র আল কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অনেক। কোরআন তেলাওয়তের মাধ্যমে মানবজাতির সমস্ত রোগ যেমন- শির্ক, কুফর, মুনাফেকী, লৌকিকতা, হিংসা, রাগ, ঘৃণা, শক্রতা ইত্যাদি দূর করা সম্ভব।

*কোরআন অনুযায়ী আমলকারী সর্বোত্তম মুমিন: আবু মুসা আল-আশ‘আরী (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা.) থেকে বর্ণনা করে তিনি বলেছেন, ‘যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো লেবুর মত তার স্বাদও ভাল আবার ঘ্রাণও ভাল।(বুখারি, হাদিস: ৭৫৬০)

*কিয়ামতের দিন ফিরিশতাদের সঙ্গে থাকবেন:
আয়িশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআন তেলাওয়াত পারদর্শী ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে থাকবে।’ (মুসলিম, হাদিস: ১৮৯৮)

*আল্লাহ চারটি নিয়ামত দিয়ে সম্মানিত করবেন:
(১) তাদের প্রতি প্রশান্তি নাজিল হবে
(২) আল্লাহ তায়ালা তাদের প্রতি দয়া করবেন।
(৩) ফেরেশতাগণ তাদের চতুষ্পার্শ্বে তাদের সম্মানে দাঁড়িয়ে যায়।
(৪) আল্লাহ তায়ালা ফেরেশতাগণের নিকট তাদের গৌরবের সঙ্গে স্বরণ করেন।
আল্লাহ-রাসুলের সঙ্গে ভালোবাসা সৃষ্টি করে
আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে ভালোবাসার স্থান করতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে।’ (হুলাইয়াতুল আউলিয়া, হাদিস : ১৮৭২)
*মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে রক্ষা করে:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি নবী (সা.) থেকে বর্ণনা করেছেন, যখন মানুষকে কবরে দাফন করা হয় তখন ফেরেশতা মাথার দিক থেকে আজাব দেয়ার জন্য আসে, তখন কোরআন তেলাওয়াত তাকে বাধা দেয়, যখন ফেরেশতা সামনের দিক থেকে আসে তখন দান খয়রাত তাকে বাধা দেয়, যখন ফেরেশতা পায়ের দিক থেকে আসে, তখন মসজিদে পায়ে হেঁটে যাওয়া তাকে বাধা দেয়। (মু‘জামুল আওসাত, হাদি: ৯৪৩৮)

সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি হয়।
04/10/2023

সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি হয়।

12/09/2023

আমার আবিষ্কৃত কুরআনিক পেন। কাউকে উপহার দেওয়ার জন্য এর চেয়ে দামি বস্তু পৃথিবীতে আর কিছু হতে পারে না।

29/08/2023
24/06/2023

আমার নতুন আরো একটি প্রোডাক্ট আসতেছে যার নাম “প্লাগ ইন কুরআন”

16/06/2023

রাব্বিরহাম হুমা কামা রাব্বা য়ানি সাগিরা !!

15/06/2023

হাইস্পিড বুলেট ট্রেনে করে সেনজেন থেকে 600 মাইল দুরে ফুজিয়ান যাচ্ছি। একটি ব্যাবসায়িক কনফারেন্সে যোগ দিতে।

14/06/2023

চায়নার ফ্যাক্টরিতে আমরা কুরআনিক পেন যেভাবে তৈরি করি।

➡️দুশ্চিন্তা মুক্ত ও আত্মার প্রশান্তি ফিরে পেতে দুনিয়া ও আখিরাত কল্যাণময় এই স্পিকারটি আপনার প্রিয় পরিবার ও বাবা মা কে উপ...
13/06/2023

➡️দুশ্চিন্তা মুক্ত ও আত্মার প্রশান্তি ফিরে পেতে দুনিয়া ও আখিরাত কল্যাণময় এই স্পিকারটি আপনার প্রিয় পরিবার ও বাবা মা কে উপহার দিন যা শুনলে সওয়াব ও নেকি লেখা হয় আমাদের পরিবার প্রিয়জন এবং বাবা-মা আছেন যারা চাইলেও হয়তো কোরআন পাঠ করতে পারেন না তাদের জন্য আমাদের এই "কুরআন স্পিকার আজান ক্লক"
➡️সঠিক সময় আযান ও সু-মধুর কণ্ঠে কুরআন পাঠ আত্মার প্রশান্তি পেতে "কুরআন স্পিকার আজান ক্লক
➡️পবিত্র কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীর আযান এই কোরআন স্পিকারে শুনতে পারবেন।
➡️৩০ জন বিশ্ব বিখ্যাত কারী গনের কন্ঠে সম্পূর্ণ কোরআন শুনতে পারবেন।
➡️সম্পূর্ণ কোরআনের বাংলা অর্থ শুনতে পারবেন ।
➡️কোরআনের শব্দগুলো বারবার শুনে তার সঠিক উচ্চারণ শিখে নিতে পারবেন ।​
➡️রিমোট কন্ট্রোলের মাধ্যমে কুরআন স্পিকার অপারেট করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে Quran Speaker অ্যাপ ইনস্টল করে ”কুরআন স্পিকার আজান ক্লক” চালাতে পারবেন।
➡️”কুরআন স্পিকার আজান ক্লক” এ পাবেন ৮টি এলইডি কালার লাইট যা হাতের আঙুলের স্পর্শে কালার পরিবর্তন হবে।
➡️ অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন
https://jaforsadek.com/checkout
☎️01886-699882 ☎️01886-699883☎️01712-195171।

17/05/2023

কুরআন স্পিকার ব্যাবহার করার নিয়ম,
আপনাদের যে কনো প্রবলেমে অভিযোগ করুন⬇️
📲 01886-699882
📲01886-699883
অফিস নাম্বার

Address

Laskar Villa, House-6/3, Block-A, Beside Wasa Water Tanki, Lalmatia Dhaka-1207
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Jafor Sadek With Digital Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jafor Sadek With Digital Education:

Videos

Share

Category



You may also like