Physionews24.com

Physionews24.com The first and complete Physiotherapy Newspaper in Bangladesh

বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক পএিকা
The first and complete Physiotherapy Newspaper in Bangladesh

24/10/2024
Spine Made Simple & Tasty 💥
05/10/2024

Spine Made Simple & Tasty 💥

গত ৩০ শে সেপ্টেম্বর কালের কন্ঠ পত্রিকায় "ডাক্তার পদবী চান ফিজিওথেরাপিস্টরা" শিরোনামে একটি বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত ...
02/10/2024

গত ৩০ শে সেপ্টেম্বর কালের কন্ঠ পত্রিকায় "ডাক্তার পদবী চান ফিজিওথেরাপিস্টরা" শিরোনামে একটি বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়। বাংলাদেশ সোসাইটি অব ফিজিকাল মেডিসিনের প্ররোচনায় জাতীয়ভাবে ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে হেয় করার উদ্দেশ্যে কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই মিথ্যা, অসত্য, আইনবহির্ভূত এবং অসংলগ্ন তথ্য জোড়াতালি দিয়ে সংবাদ প্রতিবেদনটি তৈরি করা হয়। সংবাদটি ফিজিওথেরাপি চিকিৎসকগদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন(বিপিএ) এর নজরে এলে বিপিএ উক্ত মিথ্যা, মানহানিকর ও দুরভিসন্ধিমূলক সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করে কালের কন্ঠে প্রতিবাদলিপি প্রেরণ করে।
প্রতিবাদলিপিটি আজ ২রা অক্টোবর ২০২৪ তারিখে কালের কন্ঠ পত্রিকার নবম পাতায় প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার সূচনালগ্ন থেকে ফিজিওথেরাপি চিকিৎসকগন নামের পূর্বে ডাঃ পদবী ব্যবহার করে রোগী দেখছেন৷ এটি একটি মীমাংসিত ইস্যু৷ একটি মীমাংসিত ইস্যুকে কেন্দ্র করে এ ধরনের উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ গ্রহনযোগ্য নয়৷ বিপিএ এই ধরনের নোংরা কাজের প্রতিবাদ জানায়৷ একইসাথে ভবিষ্যতে কেউ এই ধরনের হীন অপপ্রচার চালালে পেশাগত স্বার্থরক্ষায় বিপিএ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে মর্মে হুশিয়ারি উচ্চারন করছে।
আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রোগীর সঠিক চিকিৎসাসেবা বাস্তবায়নে সকল ধরনের চিকিৎসকগন সমানভাবে গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে হেয় করে বা তাদের সাথে বৈষম্যমূলক আচরন করে রোগীদের সঠিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়৷ রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতকল্পে সোসাইটি অব ফিজিকাল মেডিসিনের চিকিৎসকগন কর্তৃক ফিজিওথেরাপি চিকিৎসকদের বিরুদ্ধে এই ধরনের হীন বৈষম্যমূলক কর্মকান্ড অবিলম্বে বন্ধ করতে হবে।
বিপিএ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে ফিজিওথেরাপি চিকিৎসকদের প্রতিনিধি এবং ফিজিওথেরাপির বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড ফিজিওথেরাপির সদস্য। পেশাগত স্বার্থরক্ষায় বিপিএ সবসময় বদ্ধপরিকর৷

17/09/2024

ফিজিওথেরাপি কলেজ,সরকারি চাকরি এর দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে.

সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ এর বিভিন্ন দাবী নিয়ে আজকের অবস্থান কর্মসূচি সরাসরি সম্প্রচার করবে ফিজিওনিউজ। চোখ র...
12/09/2024

সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ এর বিভিন্ন দাবী নিয়ে আজকের অবস্থান কর্মসূচি সরাসরি সম্প্রচার করবে ফিজিওনিউজ।
চোখ রাখুন ফিজিওনিউজে......

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন(বিপিএ)  কতৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে স্টেট কলেজ অব ...
09/09/2024

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন(বিপিএ) কতৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস

ফিজিওথেরাপি স্টুডেন্ট এসোসিয়েশন (পিএসএ) এর সতস্ফুর্ত অংশগ্রহণ।

র‍্যালী টি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
ফিজিওথেরাপি পেশার উন্নতিকল্পে যেকোনো কর্মকাণ্ডে পিএসএ কতৃক সর্বাত্মক সহযোগীতা ও অংশগ্রহনে বদ্ধপরিকর

08/09/2024

World PT Day takes place every year on 8 September. In 2024 the day will focus on low back pain.

Physiotherapy

World Physiotherapy Day8th September 2024This Year's MottoPhysiotherapists provide expert advice, guidance andtreatment ...
07/09/2024

World Physiotherapy Day
8th September 2024
This Year's Motto
Physiotherapists provide expert advice, guidance and
treatment for low back pain.
organized by:
Department of Physiotherapy, SCHS

বাংলাদেশের ফিজিও জীবন বাঁচালেন ভুটানি তরুণেরথিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ–ভুটান প্রথম ফিফা প্রীতি ম্যাচের...
06/09/2024

বাংলাদেশের ফিজিও জীবন বাঁচালেন ভুটানি তরুণের

থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ–ভুটান প্রথম ফিফা প্রীতি ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটের কথা। বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন গোড়ালিতে চোট পেলেন। তাঁকে শুশ্রূষা করতে মাঠে ঢুকেছিলেন বাংলাদেশ দলের ফিজিও আবু সুফিয়ান।

চোটের অবস্থা বুঝে রাকিবকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য তিনি স্ট্রেচার ডাকেন। কিন্তু তখনো ফিজিও জানতেন না, রাকিবের চোট নয়, এক স্ট্রেচার বাহকের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়তে হবে তাঁকে।

রাকিবকে স্ট্রেচারে তুলে বাইরে নিয়ে যাওয়ার সময় চার স্ট্রেচার বাহকের একজন হঠাৎ জ্ঞান হারান। সবাই হতভম্ব। ২৩–২৪ বছর বয়সী সেই স্ট্রেচার বাহকের হৃদ্‌যন্ত্রে কোনো সমস্যা হয়নি তো! তিনি হার্ট অ্যাটাক করেননি তো!

আবু সুফিয়ান তখন রাকিবকে ফেলে সেই স্ট্রেচার বাহকের চিকিৎসা শুরু করেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন সিপিআর (কৃত্রিম শ্বাস এবং রক্তসঞ্চালন শুরু করার পদ্ধতি) দেওয়ার। ওই সময় স্ট্রেচার বাহকের কোনো হৃৎস্পন্দন খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ঘটনাটা মনে করিয়ে দেয় ২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক–ফিনল্যান্ড ম্যাচের কথা। ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন সেদিন মাঠেই জ্ঞান হারিয়েছিলেন। আক্রান্ত হয়েছিলেন হৃদ্‌রোগে। প্রাথমিক সেবার পর হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে অনেক দিন পর মাঠে ফিরে এসেছিলেন।

২০২০ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোর ম্যাচ চলাকালে হঠাৎই মাঠে পড়ে যান ক্রিস্টিয়ান এরিকসেন
২০২০ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোর ম্যাচ চলাকালে হঠাৎই মাঠে পড়ে যান ক্রিস্টিয়ান এরিকসেনছবি: রয়টার্স
আবু সুফিয়ান আজ প্রথম আলোকে থিম্পু থেকে টেলিফোনে বলছিলেন, ‘ভুটানের ছেলেটির খিঁচুনি বা মৃগী রোগ ছিল। এই রোগে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আমি ওকে ১০ মিনিটের মতো সিপিআর করে পালস খুঁজে পাই। দ্রুততার সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে।’

ওই মুহূর্তে রাকিবের গোড়ালির চোটের চেয়েও স্ট্রেচার বাহকের জীবন তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল মানবিক কারণেই। আবু সুফিয়ান তা নিয়ে বলছিলেন, ‘রাকিব ভাইয়ের চোট ছিল পায়ে। কিন্তু দেখলাম চোখের সামনেই একজন স্ট্রেচার বয় জ্ঞান হারিয়েছেন। দ্রুত চিকিৎসা না দিলে সে মারাও যেতে পারে। তখন তাঁকে সিপিআর করাটা কর্তব্য মনে করেছি। তখন একটা বিষয়ই মাথায় ছিল, যেভাবেই হোক ছেলেটাকে বাঁচাতে হবে। ভালো লাগছে একটা মানুষের জীবন বাঁচাতে পেরেছি। ছেলেটা এখনো পুরোপুরি সুস্থ নয়। তবে দোয়া করি, সে যেন সুস্থ হয়ে ওঠে।’

তাৎক্ষণিকভাবে ছেলেটির নামও জানতে ভুলে গেছেন সুফিয়ান, ‘নাম জানাটা বড় ব্যাপার নয়। সে বেঁচে আছে, এটাই আসল।’

মাঠেই স্ট্রেচার বাহকের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সুফিয়ান
মাঠেই স্ট্রেচার বাহকের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সুফিয়ানভিডিও থেকে নেওয়া
সৈয়দপুরের ছেলে আবু সুফিয়ান গণস্বাস্থ্য থেকে ফিজিও থেরাপির ওর ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। কাজ করেছেন বিভিন্ন ক্লাবে ফিজিও হিসেবে। যেকোনো খেলাতেই ফিজিও বড় ভূমিকা রাখেন। খেলোয়াড়দের চোট থেকে সারিয়ে তোলা, খেলার জন্য পুরো ফিট করে তোলার সঙ্গে জরুরি প্রাথমিক চিকিৎসায় বড় ভূমিকা থাকে ফিজিওর। একসময় বিদেশ থেকে ফিজিও আনত বাংলাদেশের ক্লাব ও জাতীয় দল। এখন ফিজিও বেরিয়ে আসছেন বাংলাদেশ থেকেই। এবং তাঁরা ভালো কাজও করছেন। সুফিয়ান তো ভুটানি তরুণের জীবন বাঁচিয়ে প্রশংসা পাচ্ছেন ভুটানে।

সূত্র: প্রথম আলো

৮ই সেপ্টেম্বর উপলক্ষে বিপিএস ও বিপিএ এর পোস্টার।
02/09/2024

৮ই সেপ্টেম্বর উপলক্ষে বিপিএস ও বিপিএ এর পোস্টার।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Physionews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Physionews24.com:

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All