Digi Park

Digi Park Digi Park is a strategically positioned, one-stop digital marketing agency. DigiPark focuses on strategy to get real results.

Our digital marketing team ensures many more new clients and lasting success for businesses.

ডিজিটাল মার্কেটিং আজকের যুগে ব্যবসার সাফল্যের একটি অপরিহার্য অংশ। এটি শুধু ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করে না, বরং সঠিক ট...
04/12/2024

ডিজিটাল মার্কেটিং আজকের যুগে ব্যবসার সাফল্যের একটি অপরিহার্য অংশ। এটি শুধু ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করে না, বরং সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর মাধ্যমে ব্যবসার বিক্রয়ও বাড়ায়। ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মাধ্যমে, আপনি কম খরচে এবং অধিক কার্যকরভাবে আপনার পণ্য ও সেবার প্রচারণা করতে পারেন।

Digi Park একটি Full -Stack Digital Marketing Agency যা আপনার ব্যবসার ডিজিটাল উপস্থিতি বাড়াতে এবং সঠিক কৌশলে সফলতা অর্জনে সহায়তা করবে। আমরা ডিজি পার্ক SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং-সহ সব ধরণের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। বিজনেসকে যদি সঠিকভাবে কাস্টমারের কাছে পৌছিয়ে একটি সফল বিজনেস করতে চান, তাহলে আর দেরি না করে আপনার ব্যবসার সাফল্যের পথ সুগম করতে যোগাযোগ করুন আমাদের সাথে: http://thedigipark.com/

বুস্ট দিলেই সেল হবে, এই ভেবে বসে আছেন? আসলে কন্টেন্টই রাজা! 👑আপনার কন্টেন্ট কি সেল আনার জন্য যথেষ্ট শক্তিশালী?সঠিক কন্টে...
27/11/2024

বুস্ট দিলেই সেল হবে, এই ভেবে বসে আছেন?
আসলে কন্টেন্টই রাজা! 👑
আপনার কন্টেন্ট কি সেল আনার জন্য যথেষ্ট শক্তিশালী?

সঠিক কন্টেন্টের ম্যাজিক নিয়ে আসুন, আর বুস্টের প্রতিটি টাকায় পান আরও বেশি রিটার্ন!

অজানা দেখাগুলোই কাজের সাহস জোগায় ✅
10/11/2024

অজানা দেখাগুলোই কাজের সাহস জোগায় ✅

কামারের কাছে কোরআন পড়া আর প্ল্যানিং ছাড়া পোস্ট করা একই ব্যাপার!
07/11/2024

কামারের কাছে কোরআন পড়া আর প্ল্যানিং ছাড়া পোস্ট করা একই ব্যাপার!

ভালো কনটেন্ট মানেই ভালো মার্কেটিং!
04/11/2024

ভালো কনটেন্ট মানেই ভালো মার্কেটিং!

ট্রেন্ডিং এর যুগে ফেইসবুক মার্কেটিং এর বিকল্প নেই, আপনার বিসনেসকে আরও এগিয়ে নিতে কিংবা সেল বৃদ্ধি ও সুন্দর করে তুলে ধরতে...
30/10/2024

ট্রেন্ডিং এর যুগে ফেইসবুক মার্কেটিং এর বিকল্প নেই, আপনার বিসনেসকে আরও এগিয়ে নিতে কিংবা সেল বৃদ্ধি ও সুন্দর করে তুলে ধরতে হতে পারে আপনার আস্থা।

চাচার চিন্তা নিয়ে এই যুগে চলতে গেলে ব্যবসা করা আর হবে না। পুরনো যুগের চিন্তা থেকে বের হয়ে ব্যবসার প্রসারের জন্য করুন ড...
29/09/2024

চাচার চিন্তা নিয়ে এই যুগে চলতে গেলে ব্যবসা করা আর হবে না। পুরনো যুগের চিন্তা থেকে বের হয়ে ব্যবসার প্রসারের জন্য করুন ডিজিটাল মার্কেটিং।

কষ্ট করে কাজ করার পর উপযুক্ত রিটার্ন না পেলে কার-ই বা ভালো লাগবে বলুন? সেটা Hamster-এ হউক কিংবা অনলাইন বিজনেসে।Hamster -...
26/09/2024

কষ্ট করে কাজ করার পর উপযুক্ত রিটার্ন না পেলে কার-ই বা ভালো লাগবে বলুন? সেটা Hamster-এ হউক কিংবা অনলাইন বিজনেসে।

Hamster -এর ভরসা দিতে পারছি না তবে Digi Park আপনাকে কখনোই হতাশ করবেনা এটি ১০০% নিশ্চয়তা দিতে পারি।

ল্যান্ডিং পেজ তৈরি করার পূর্বে যে বিষয়গুলো জানা জরুরী 👇
19/09/2024

ল্যান্ডিং পেজ তৈরি করার পূর্বে যে বিষয়গুলো জানা জরুরী 👇

বর্তমান সময়ে ব্র্যান্ডিং অথবা মার্কেটিং এর প্রধান হাতিয়ার হলো ডিজিটাল মার্কেটিং। ব্যাস্ততার ভিড়ে মানুষ এখন অনলাইন সেবাকে...
11/09/2024

বর্তমান সময়ে ব্র্যান্ডিং অথবা মার্কেটিং এর প্রধান হাতিয়ার হলো ডিজিটাল মার্কেটিং। ব্যাস্ততার ভিড়ে মানুষ এখন অনলাইন সেবাকেই বেছে নিয়েছে। তাই আপনার ব্যবসা অফলাইন হোক কিংবা অনলাইন আপনার দরকার সঠিক মার্কেটিং। সঠিক ডিজিটাল মার্কেটিং যেমন আপনার ব্যবসার বৃদ্ধি করতে পারে অপর দিকে ভুল মার্কেটিং এর ফলে আপনি হতে পারেন ক্ষতির সম্মুখীন।

আমরা দেশ ও দেশের বাইরে ডিজিটাল মার্কেটিং এর সকল সেবা নিয়ে কাজ করে থাকি। আমাদের রয়েছে অভিজ্ঞ ও প্রফেশনাল মার্কেটিং টীম। যারা আপনার ব্যবসার ধরণ পর্যবেক্ষণ করে আপনাকে সঠিক কাস্টমার এনে দিতে সক্ষম । আপনার ব্যবসার অবস্থা যেই অবস্থাতেই থাকুক না কেন ,আমরা আপনার নিশ্চিত বৃদ্ধি এনে দিতে প্রস্তুত।

কোনটা বেটার? 🤔 ক্যাম্পেইন চালুর সময় ২ ধরনের বাজেট দিতে পারেন, একটি ক্যাম্পেইন যাকে বলা হয়- Campaign Budget Optimization ...
03/09/2024

কোনটা বেটার? 🤔
ক্যাম্পেইন চালুর সময় ২ ধরনের বাজেট দিতে পারেন, একটি ক্যাম্পেইন যাকে বলা হয়- Campaign Budget Optimization (CBO), যখন এড সেটে বাজেট বা ডলার দিবেন সেটিকে বলা হয় Adset Budget Optimization (ABO)। প্রশ্ন হচ্ছে, আপনি দিবেন কোনটা?

এটাই ভাবছেন হয়তো প্রতিটা বিজনেসের ক্ষেত্রে প্রথমেই সবকিছু টেস্ট করতে হয়, প্রোগ্রাম শুরুর আগে যেমন সব লাইটিং, সাউন্ড চেক করে বা টেস্ট করে নিতে হয়, সেরকমভাবে ক্যাম্পেইনের কোন ধরণ থেকে রেজাল্ট ভালো আসবে সেটা আগেই বুঝা কঠিন। তাই আপনাকে দুভাবেই ক্যাম্পেইন চালু করে দেখতে হবে।

28/08/2024

এড মানেই সেল- এটা আসলে পুরোপুরি সত্যি নয়।

একটি এড ক্যাম্পেইন এর সফলতা অনেকাংশে নির্ভর করে বিক্রেতার স্যোশাল মিডিয়া প্রেজেন্সের উপর। হুট করে একটি পেইজ খুলে এড রান করে কখনোই একটি অনলাইন বিজনেস দাড় করানো যাবেনা।

তাই প্রথমে আপনার অনলাইন প্রেসেন্সকে স্ট্রং করুন এরপরই এড-এ পাবেন কাঙ্ক্ষিত সফলতা।

৬ টি মার্কেটিং স্ট্র্যাটেজি আসলেই সফল ও প্রমাণিত, অনলাইন উদ্যোক্তা হিসেবে বর্তমানে যারাই সবচেয়ে ভালো করছে প্রত্যেকেই এই ...
25/08/2024

৬ টি মার্কেটিং স্ট্র্যাটেজি আসলেই সফল ও প্রমাণিত, অনলাইন উদ্যোক্তা হিসেবে বর্তমানে যারাই সবচেয়ে ভালো করছে প্রত্যেকেই এই ৬ টি স্ট্র্যাটেজি গুলো ফলো করছে।

প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। আপনার সাজানো গোছানো বিজনেস সব হারিয়ে জলে ভেসে যাওয়ার আগেই ডিজিটাল মার্কেটিং-এ ফোকাস করুন। ...
17/08/2024

প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। আপনার সাজানো গোছানো বিজনেস সব হারিয়ে জলে ভেসে যাওয়ার আগেই ডিজিটাল মার্কেটিং-এ ফোকাস করুন।

এই প্রতিযোগিতা মূলক বাজারে ব্যবসায়ে টিকে থাকতে সবাই ঝুঁকছেন অনলাইন মার্কেটিং এ। ব্যবসায় সঠিক কাস্টমার পেতে প্রয়োজন পর...
14/08/2024

এই প্রতিযোগিতা মূলক বাজারে ব্যবসায়ে টিকে থাকতে সবাই ঝুঁকছেন অনলাইন মার্কেটিং এ। ব্যবসায় সঠিক কাস্টমার পেতে প্রয়োজন পরিকল্পিত মার্কেটিং স্ট্যাটেজি এবং দক্ষ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং টীম, যারা আপনার ব্যবসার ধরণ বিশ্লেষণ করে প্রডাক্ট কিংবা সার্ভিস বিক্রি বৃদ্ধি করতে সক্ষম।

আপনার নতুন কিংবা পুরাতন ব্যবসার একটি সফল গল্প তৈরী করতে আস্থা রাখুন "ডিজি পার্ক"- এর দক্ষ টীম এর উপর। ডিজিটাল মার্কেটিং এবং কোম্পানির ব্র্যান্ডিং এর সকল সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে।

12/08/2024

লাইফ টাইম বাজেট VS ডেইলি বাজেট এই জিনিসটা নিয়ে আমাদের মাঝে নানান কনফিউশন দেখা যায়। আপনাদের এই কনফিউশন দূর করেত খুব সুন্দর এক্সাম্পলের সাথে বুঝানো হয়েছে আপনার বিজনেসের জন্য কোনটা বেস্ট লাইফ টাইম বাজেট না ডেইলি বাজেট। কোনটার মাধ্যমে একটা ক্যাম্পাইন থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে।

ফেসবুক মার্কেটিং- এ কি আপনি সস্তাতেই আস্থা রাখছেন ?বেশি সস্তায় সার্ভিস নিতে গিয়ে আপনার প্রত্যাশিত সেল পাচ্ছেন তো ?প্রোপা...
14/07/2024

ফেসবুক মার্কেটিং- এ কি আপনি সস্তাতেই আস্থা রাখছেন ?

বেশি সস্তায় সার্ভিস নিতে গিয়ে আপনার প্রত্যাশিত সেল পাচ্ছেন তো ?

প্রোপার প্লানিং এবং টার্গেটিং ঠিক না হলে ফেসবুক অ্যাডের মাধ্যমে কখনোই আপনার প্রত্যাশিত সেল আসবে না।

তাই এসব সস্তায় ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইড করা মানহীন এজেন্সির ধোঁকায় পড়ে সময় ও অর্থ নষ্ট না করে আস্থা রাখুন আমাদের উপর।

আমাদের দক্ষ ডিজিটাল মার্কেটিং টিমের ইফেক্টিভ ফেসবুক মার্কেটিং স্ট্রাটেজিতে এবং রিসার্চ করে রাইট অডিয়েন্স টার্গেটিং-এ আপনার ব্যাবসার সেল বাড়বে বহুগুনে

আপনি কি আপনার ব্যবসার জন্য একটি আকর্ষণীয় ব্র্যান্ড তৈরি করতে চান?তাহলে আপনার ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিন। একটি ভাল ডিজাইন আ...
10/07/2024

আপনি কি আপনার ব্যবসার জন্য একটি আকর্ষণীয় ব্র্যান্ড তৈরি করতে চান?

তাহলে আপনার ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিন। একটি ভাল ডিজাইন আপনার ব্র্যান্ডিং ভালো ভাবে প্রকাশ করতে পারে এবং ব্র্যান্ডেকে রিপ্রেসেন্ট করতে সাহায্য করে এবং টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছাতে সাহায্য করে।‌

আমাদের দক্ষ ডিজাইনাররা আপনার ব্যবসার চাহিদা এবং লক্ষ্যগুলি বুঝে এবং সে অনুযায়ী আপনার জন্য আকর্ষণীয় ডিজাইন তৈরিতে কাজ করে।

আমাদের গ্রাফিক্স ডিজাইনিং সার্ভিসগুলো হচ্ছে,
- মান্থলি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন।
- লগো ডিজাইন।
- ভিডিও এড।
- মোশন গ্রাফিক্স।
- ভিজিটিং কার্ড, আইডি কার্ড , প্যাড, মানি রিসিট।
- সোস্যাল মিডিয়া কভার, ওয়েব ব্যানার ডিজাইন ইত্যাদি।

আমাদের মান্থলি ডিজাইন সার্ভিস নিতে আজই যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা,
📱 ফোন: +880 1972-452047
🌐 ওয়েবসাইট: thedigipark.com
📧 ইমেইল: [email protected]
🗺️ ঠিকানা: Chowdhury Villa, Beside Bornomala School, Sonir Akhra 1236 Dhaka

Address

Chowdhury Villa, Beside Bornomala School, Sonir Akhra
Dhaka
1236

Website

http://zaap.bio/digipark

Alerts

Be the first to know and let us send you an email when Digi Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share