Shati Cric 24

Shati Cric 24 Dear Views, Our page will always provide entertainment dance videos
(1)

আমার সব বন্ধুদের কে নেচে আনন্দ দেওয়ার চেষ্টা করি
27/01/2025

আমার সব বন্ধুদের কে নেচে আনন্দ দেওয়ার চেষ্টা করি

স্বাস্থ্য সকল সুখের মূল না, সেটা রাত হলে বোজা যায় 😃
24/01/2025

স্বাস্থ্য সকল সুখের মূল না, সেটা রাত হলে বোজা যায় 😃

17/01/2025

আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে নতুন করে কিছু পাওয়ার আশায়..... তাই না!!! শুধু একটি বারের জন্য জানতে চাই কি এমন পেয়েছো তুমি?? আজ যা কিছু পেয়েছ একেই কি তুমি সুখ বলো যায় জন্য তুমি আজ আমাকে ছেড়ে চলে গেছো। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি তুমি আমার কাছেও কি কোন অজানা সুখের খোঁজে এসেছিলে? জানিনা পূর্ণতা নাকি অপূর্ণতা নিয়ে তুমি চলে গেছো। কিন্তু বিশ্বাস করো আমি মনে হয় তোমাকে তোমার বর্তমান সুখের চেয়ে বেশি সুখী রাখতে পারতাম, এটা আমার বিশ্বাস। আমার ভালোবাসার বিশ্বাস।

জানো কষ্ট হয় তোমার জন্য, না শুধু এটা ভেবে আজ হয়তোবা তোমার চোখে চোখ রেখে অন্য কেউ যে স্বপ্নগুলো দেখছে। একদিন আমিও এই স্বপ্নগুলো দেখেছিলাম, না তুমি দেখিয়েছিলে আমাকে।
কিন্তু বাস্তবতার পরিবর্তনে তুমি আজ অনেক বদলে গেছো, ভুলে গেছো আমায়, ভুলে গেছো সব কিছু, দেখো আমিও কতটা বোকা তোমার চলে যাওয়া মেনে নিতে পারছি না। তোমার এই আমাকে দেখানো মিথ্যা ভালোবাসা, আমাকে ইচ্ছা করেই অবহেলা করা এসব আর সহ্য করতে না পেরে প্রতিদিন কেঁদেছি অঝোরে, নিজেকে নিজে নষ্ট করেছি নিজের বিশ্বাসের মূল্য দিতে গিয়ে, তবুও তোমার অকৃত্রিম ভালবাসাটুকু পায়নি,পাইনি কোন সান্তনা,
তোমার জীবনে হয়তো আমার মত অনেক আছে তাই আজ আর আমার দরকার নেই।
কিন্তু আমার জীবনে তোমার মত দ্বিতীয় আর কেউ নেই তাই আমি এখনো তোমাকে চাই। তোমাকে কতটা ভালবাসতাম জানি না, শুধু বুঝি তুমি আমার জীবনের একটা অংশ হয়ে আজও আছো।
তোমাকে ছাড়া থাকতে পারবো না কথাটা মিথ্যা, তাই বললাম না। অভ্যাস করে দিছো তাই এখন ছাড়তে তো কিছুটা কষ্ট আর সময় লাগবেই। তবুও আমি এখনো তোমাকে চাই, জানি ফিরবে না ।
সম্ভব হলে ফিরো। আসলেই ভালোবাসায় সততার কোন দাম নেই। শুধু এতোটুকুই বলবো আমি সব সময় তোমাকে সৎ থেকেই ভালোবাসছি তাই দাম পেলাম না।
আমি হয়তো খারাপ ছিলাম কিছু সমস্যা ছিল আমার মাঝে কিন্তু বিশ্বাস করো আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি পাগল তাই ভালবাসাটাও পাগলের মত ছিল। আমি যে কত বড় পাগল সেটা তোমার ধারণাতেই নাই। পৃথিবী গোল তাই না সুতরাং আমাদের আবার দেখা হবে কোন না কোন একদিন, তখনও দেখবে আমি একা আছি। সত্য মিথ্যা না হয় সেদিন যাচাই করে নিও। তোমার জন্য খুব ভয় হয় জানো। বিধাতার করুন পরিহাসের যদি তোমার কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলো কোন একদিন অর্থহীন হয়ে যায়। হঠাৎ করে তুমি যদি আমার মত একা হয়ে যাও। তখন কি নিয়ে থাকবে তুমি? চাইনা তোমার সাথেও এটা হোক! সহ্য করতে পারবো না আমি।একদিন তোমার উপর খাটানো এত রাগ অভিমান - ভালোবাসা, এতো কেয়ার, সারাদিনের পাগলামো, ইচ্ছে করেই তোমাকে রাগানো এগুলো খুব মিস করবে। হয়তো করবে না। আমি মিস করবো, আমি তোমাকে খুব মিস করবো,খুব ভালো থেকো বাসি তোমায়।

সবার কাছে দোয়া চাই আজকে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে
17/01/2025

সবার কাছে দোয়া চাই আজকে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে

তুমি আসবে বলে বৌউ সেঝে বসে আছি 😄
13/01/2025

তুমি আসবে বলে বৌউ সেঝে বসে আছি 😄

13/01/2025

তুমি হবা মমতাজ আমি শাজাহান গান

06/01/2025

নতুন বছরে অনেক আনন্দ লাগছে,

06/01/2025

বন্ধুর সাথে প্রাঙ্ক করলাম,

06/01/2025

তোমাকে ভালবাসতে গিয়ে দেখলাম, তুমি আমাকে ছাড়া এখন অনেক ভালোই থাকো,আমার ভালোবাসা আর যত্ন গুলোর আর কোন প্রয়োজন নেই তোমার...
তুমি আমাকে ছাড়াই পথ চলতে পারো....
আমাকে ছাড়াই তোমার ভোর হয়...
দিন পেরোয়, রাত পেরোয়,
তুমি তোমার আপনজনদের মাঝে অনেক বেশী সুখী,
ওদের মান অভিমান গুলো তোমাকে ভীষণ ভাবে ভাবায়, আমি কে...!
এখন আমার কথা না ভাবলেও চলে,
আমার অভিমান গুলো আর তোমাকে ভাঙ্গাতে হবেনা,
তুমি ওদের নিয়েই ভালো থেকো,
কখনো জানতে চেয়েও না এই আমি তোমাকে কতটা ভালোবাসি,
হয়তো সেদিন থাকবোনা তোমার পাশে আমি!
তুমি হয়তো ভুলে যাবে আমাকে!
কিন্তু ঐ আকাশের তারা গুলো মনে রাখবে আমাকে,
কারণ তারা গুলো আমার বন্ধু,
তারা গুলো দেখেছে আমার চোখের জল,
আমার বুকের আর্তনাদ।তুমি তোমার হৃদয় দিয়ে প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলে দিবে তোমায় কতটা ভালোবাসি আমি,

সবাই তো ভালোবাসা চায়, আমি ও চাই ভালোবাসবে কেউ
06/01/2025

সবাই তো ভালোবাসা চায়, আমি ও চাই ভালোবাসবে কেউ

তোমার দেওয়া ফোনটা আছে কিন্তু তুমি নাই i miss you
04/01/2025

তোমার দেওয়া ফোনটা আছে কিন্তু তুমি নাই
i miss you

hello everyone January 4 welcome
03/01/2025

hello everyone January 4 welcome

নতুন বছরের নতুন মাস, সব বন্ধুদের জন্য রইলো শুভ কামনা
02/01/2025

নতুন বছরের নতুন মাস, সব বন্ধুদের জন্য রইলো শুভ কামনা

নতুন বছরের ২ দিন কার কেমন গেলো একটু বলবেন, আমার ভালো না 😂
02/01/2025

নতুন বছরের ২ দিন কার কেমন গেলো একটু বলবেন,
আমার ভালো না 😂

good morning everyone and new year welcome
30/12/2024

good morning everyone and new year welcome

28/12/2024

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে,

আজ ও অনেক তোমার সৃতি নিয়ে ভাবি , ভালো থেকো প্রিয়
28/12/2024

আজ ও অনেক তোমার সৃতি নিয়ে ভাবি , ভালো থেকো প্রিয়

দেখতে দেখতে চলে গেলো ২০২৪ সাল,  I miss you 2024
27/12/2024

দেখতে দেখতে চলে গেলো ২০২৪ সাল, I miss you 2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shati Cric 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shati Cric 24:

Share