17/01/2025
আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে নতুন করে কিছু পাওয়ার আশায়..... তাই না!!! শুধু একটি বারের জন্য জানতে চাই কি এমন পেয়েছো তুমি?? আজ যা কিছু পেয়েছ একেই কি তুমি সুখ বলো যায় জন্য তুমি আজ আমাকে ছেড়ে চলে গেছো। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি তুমি আমার কাছেও কি কোন অজানা সুখের খোঁজে এসেছিলে? জানিনা পূর্ণতা নাকি অপূর্ণতা নিয়ে তুমি চলে গেছো। কিন্তু বিশ্বাস করো আমি মনে হয় তোমাকে তোমার বর্তমান সুখের চেয়ে বেশি সুখী রাখতে পারতাম, এটা আমার বিশ্বাস। আমার ভালোবাসার বিশ্বাস।
জানো কষ্ট হয় তোমার জন্য, না শুধু এটা ভেবে আজ হয়তোবা তোমার চোখে চোখ রেখে অন্য কেউ যে স্বপ্নগুলো দেখছে। একদিন আমিও এই স্বপ্নগুলো দেখেছিলাম, না তুমি দেখিয়েছিলে আমাকে।
কিন্তু বাস্তবতার পরিবর্তনে তুমি আজ অনেক বদলে গেছো, ভুলে গেছো আমায়, ভুলে গেছো সব কিছু, দেখো আমিও কতটা বোকা তোমার চলে যাওয়া মেনে নিতে পারছি না। তোমার এই আমাকে দেখানো মিথ্যা ভালোবাসা, আমাকে ইচ্ছা করেই অবহেলা করা এসব আর সহ্য করতে না পেরে প্রতিদিন কেঁদেছি অঝোরে, নিজেকে নিজে নষ্ট করেছি নিজের বিশ্বাসের মূল্য দিতে গিয়ে, তবুও তোমার অকৃত্রিম ভালবাসাটুকু পায়নি,পাইনি কোন সান্তনা,
তোমার জীবনে হয়তো আমার মত অনেক আছে তাই আজ আর আমার দরকার নেই।
কিন্তু আমার জীবনে তোমার মত দ্বিতীয় আর কেউ নেই তাই আমি এখনো তোমাকে চাই। তোমাকে কতটা ভালবাসতাম জানি না, শুধু বুঝি তুমি আমার জীবনের একটা অংশ হয়ে আজও আছো।
তোমাকে ছাড়া থাকতে পারবো না কথাটা মিথ্যা, তাই বললাম না। অভ্যাস করে দিছো তাই এখন ছাড়তে তো কিছুটা কষ্ট আর সময় লাগবেই। তবুও আমি এখনো তোমাকে চাই, জানি ফিরবে না ।
সম্ভব হলে ফিরো। আসলেই ভালোবাসায় সততার কোন দাম নেই। শুধু এতোটুকুই বলবো আমি সব সময় তোমাকে সৎ থেকেই ভালোবাসছি তাই দাম পেলাম না।
আমি হয়তো খারাপ ছিলাম কিছু সমস্যা ছিল আমার মাঝে কিন্তু বিশ্বাস করো আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি পাগল তাই ভালবাসাটাও পাগলের মত ছিল। আমি যে কত বড় পাগল সেটা তোমার ধারণাতেই নাই। পৃথিবী গোল তাই না সুতরাং আমাদের আবার দেখা হবে কোন না কোন একদিন, তখনও দেখবে আমি একা আছি। সত্য মিথ্যা না হয় সেদিন যাচাই করে নিও। তোমার জন্য খুব ভয় হয় জানো। বিধাতার করুন পরিহাসের যদি তোমার কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলো কোন একদিন অর্থহীন হয়ে যায়। হঠাৎ করে তুমি যদি আমার মত একা হয়ে যাও। তখন কি নিয়ে থাকবে তুমি? চাইনা তোমার সাথেও এটা হোক! সহ্য করতে পারবো না আমি।একদিন তোমার উপর খাটানো এত রাগ অভিমান - ভালোবাসা, এতো কেয়ার, সারাদিনের পাগলামো, ইচ্ছে করেই তোমাকে রাগানো এগুলো খুব মিস করবে। হয়তো করবে না। আমি মিস করবো, আমি তোমাকে খুব মিস করবো,খুব ভালো থেকো বাসি তোমায়।