মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া

মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া, Dhaka.

প্রতিষ্ঠাতা পরিচালক,
শায়খুল কুরআন আলহাজ্ব আসাদ বিন মাহবুব বাহার।
আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ👇
১/ মক্তব বিভাগ
২/আধুনিক নূরানী বিভাগ
৩/আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ
৪/আফটার স্কুল হিফজুল কুরআন
৫/বয়স্ক ভাই-বোনদের কুরআন শিক্ষার ব্যবস্থা

নওমুসলিম মোহাম্মদ হোসাইন আমাদের হেফজ বিভাগের ছাত্র। তার মায়ের একটাই চাওয়া এই হোসাইন কে হাফেজ মাওলানা বানানোর, আল্লাহ তার...
06/01/2026

নওমুসলিম মোহাম্মদ হোসাইন আমাদের হেফজ বিভাগের ছাত্র। তার মায়ের একটাই চাওয়া এই হোসাইন কে হাফেজ মাওলানা বানানোর, আল্লাহ তার মায়ের নেক আশাটা পূর্ণ করুন আমীন।

ভর্তি চলছে ! ভর্তি চলছে !! ভর্তি চলছে !!!জানুয়ারি (২০২৬) সেশনে আবাসিক -অনাবাসিক-ডে কেয়ার। সকল ছাত্র ছাত্রীদের ভর্তির ক...
01/01/2026

ভর্তি চলছে ! ভর্তি চলছে !! ভর্তি চলছে !!!
জানুয়ারি (২০২৬) সেশনে আবাসিক -অনাবাসিক-ডে কেয়ার।
সকল ছাত্র ছাত্রীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে ।
মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুগদা থানার গলির শেষ মাথায় , মুগদা ঢাকা ।

বিভাগ সমূহ :-
------------------------------------------------------------

১} নূরানী বিভাগ
২} নাজেরা বিভাগ
৩} আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ
৪} উপরোক্ত তিন বিভাগে গুরুত্ব সহকারে বাংলা অংক ইংরেজি পড়ানো হয়।

**মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ**
-----------------------------------------------------

১} অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান
২} অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে ক্যাম্পাসে থাকা খাওয়ার সুব্যবস্থা ।
৩} পড়াশোনার পাশাপাশি দাওয়াত ও সুন্নতের আমলী শিক্ষা ।
৪} হিফজ বিভাগের ছাত্রদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ।
৫} মাদ্রাসার সকল ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করা ।
৬} বিশেষভাবে ছাত্রদের আদব-আখলাক এবং আমলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ।
৭} এতিম ও গরীব বাচ্চাদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন ।
---------------------------------------------------------------
ভর্তির জন্য যোগাযোগ করুন মুগদা থানার গলির মাথায় তাঁরা চান জামে মসজিদেরসামনে মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া ঢাকা। প্রতিষ্ঠাতা পরিচালক, আলহাজ্ব মাওলানা আসাদ বিন মাহবুব বাহার 01804756201 হোয়াটসঅ্যাপ

#রমজানের_প্রস্তুতি #ভর্তি #নূরানী #নাজেরা #হিফজুলকুরআন #মুগদা #মান্ডা #মানিকনগর

ইয়া আল্লাহ!নতুন বছরে তোমার কাছে একটাই ফরিয়াদ তুমি কুরআনের এই মারকাযুত তুল্লাব আল ইসলামিয়াকে কেয়ামত পর্যন্ত কবুল করে নাও।...
31/12/2025

ইয়া আল্লাহ!
নতুন বছরে তোমার কাছে একটাই ফরিয়াদ তুমি কুরআনের এই মারকাযুত তুল্লাব আল ইসলামিয়াকে কেয়ামত পর্যন্ত কবুল করে নাও। ইয়া আল্লাহ যাদের পরামর্শ ও সহযোগিতায় ও দোয়ায় আজকের এই পর্যন্ত চলে আসছে মারকাজ' তাদেরকে ও দুনিয়া আখেরাতে সফলতা দান করুন, বিশেষ করে আমার আহলিয়া ও ভাই বোনদের সহযোগিতা ও বুদ্ধি পরামর্শ দিয়ে আসছেন তাদের কে ও দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করুন আমীন।

31/12/2025

প্রতি বছরের তুলনায় এই বছর আতশবাজি অনেক বেশি ফোটানো হচ্ছে। এত শব্দ আর উল্লাসের মধ্যে আর কিছু বলার বা দেখার থাকে না। মনে হয় মানুষ আস্তে আস্তে নিজের বিবেকটাই হারিয়ে ফেলছে—কারো কষ্ট, কারো অস্বস্তি আর কারো ভয় পাওয়ার কথাই আর ভাবা হচ্ছে না।

30/12/2025

মাদ্রাসার পাশেই তিনটা ক্ষুদার্থ কুকুর কে বিস্কুট কিনে খাওয়াচ্ছে আমাদের ছাত্র।

29/12/2025

আসসালামু আলাইকুম,
মাদ্রাসার কুরআন মাজীদ রাখার জন্য মাঝারি একটা কাঠের তাক লাগবে, কেউ চাইলে সদকায়ে জারিয়া হিসাবে দান করতে পারেন সরাসরি মাদ্রাসা এসে।

29/12/2025

#জানাজারনামাজ #প্রশিক্ষন #মারকাযুততুল্লাবআলইসলামিয়া #মুগদা #ঢাকাবাংলাদেশ

আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী জনাব মাহমুদুল হাসান ভাইয়ের অনুদানে পাঁচ জন এতিম গরীব বাচ্চার শীতের কম্...
28/12/2025

আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী জনাব মাহমুদুল হাসান ভাইয়ের অনুদানে পাঁচ জন এতিম গরীব বাচ্চার শীতের কম্বলের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ।

28/12/2025

#জানাজারনামাজ #প্রশিক্ষন #মারকাযুততুল্লাবআলইসলামিয়া #মুগদা

25/12/2025

দুই ধরনের মানুষ কে সবসময় মনে রাখতে হয়,,,
যিনি বিপদে ফেলেছিলেন,,,
এবং যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন..!!

With musafir12 – I just got recognized as one of their top fans! 🎉
23/12/2025

With musafir12 – I just got recognized as one of their top fans! 🎉

Address

Dhaka

Telephone

+966555709842

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মারকাযুত তুল্লাব আল ইসলামিয়া:

Share