![সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।😮 ওই ভিডিওতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ‘সস্তার দোকান’ বলে কুরুচিপূর্...](https://img3.medioq.com/024/802/122104146890248028.jpg)
21/03/2024
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।😮 ওই ভিডিওতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ‘সস্তার দোকান’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।😮
ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির একটি বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রণবীর। দীপিকা প্রসঙ্গে রণবীর বলেন, ‘দীপিকা ভীষণ সস্তা টাইপের মেয়ে। ওর সঙ্গে দুষ্টু কথা বললে ও সেটা খারাপভাবে কখনও নেয় না। বরং ও এমন কথা বলে যেন আপনি আরও ওকে দুষ্টু কথা বলতে শুরু করবেন।’😮 রণবীর আরও বলেন, ‘ওকে যদি খোঁচা দিয়ে কথা বলেন তবে ও কিন্তু ভালো মেয়ের মতো আপনাকে এড়িয়ে চলবে না। বরং আপনাকেও খোঁচা দিয়ে কথা বলবে। জ্বালাতন করতে শুরু করবে আপনাকে।’
১ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে সরাসরি দীপিকাকে ‘সস্তার দোকান’ বলেন রণবীর। শুধু তাই নয়, রণবীরের মতো লাভ আজকালের পরিচালক ইমতিয়াজ আলিও রণবীরের কথাতে একই সুরে তাল মেলান।😍
ভাইরাল ওই ভিডিওতে রণবীরের সামনেই ছিলেন দীপিকা। রণবীরের এমন মন্তব্যে দীপিকা অভিনেতাকে পাল্টা প্রশ্ন করে বলেন, তাহলে বলুন, কীভাবে আমার সঙ্গে সস্তায় বাঁচতে পারেন?
এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই রণবীর উত্তর দিয়ে বলেন, ক্যামেরার সামনে বলতে পারছি না।
উল্লেখ্য, ৮ বছর আগের এ ভিডিও নতুন করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের কেউই ভালো চোখে দেখছেন না।🙄
এদিকে অভিনেত্রী দীপিকা অন্তঃসত্ত্বা। বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সন্তান জন্ম দিতে চলেছেন তিনি। এমন পরিস্থিতিতে পুরানো প্রেমিক রণবীর কাপুরের দীপিকাকে নিয়ে এমন মন্তব্য মেনে নিতে পারছেন না দীপিকাভক্তরা।