NewsFuse Bangla

NewsFuse Bangla সবার আগে বিনোদনের খবর পেতে
সাথে থাকুন নিউজ-ফিউজ বাংলার সাথে

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।😮 ওই ভিডিওতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ‘সস্তার দোকান’ বলে কুরুচিপূর্...
21/03/2024

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।😮 ওই ভিডিওতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ‘সস্তার দোকান’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।😮
ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির একটি বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রণবীর। দীপিকা প্রসঙ্গে রণবীর বলেন, ‘দীপিকা ভীষণ সস্তা টাইপের মেয়ে। ওর সঙ্গে দুষ্টু কথা বললে ও সেটা খারাপভাবে কখনও নেয় না। বরং ও এমন কথা বলে যেন আপনি আরও ওকে দুষ্টু কথা বলতে শুরু করবেন।’😮 রণবীর আরও বলেন, ‘ওকে যদি খোঁচা দিয়ে কথা বলেন তবে ও কিন্তু ভালো মেয়ের মতো আপনাকে এড়িয়ে চলবে না। বরং আপনাকেও খোঁচা দিয়ে কথা বলবে। জ্বালাতন করতে শুরু করবে আপনাকে।’

১ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে সরাসরি দীপিকাকে ‘সস্তার দোকান’ বলেন রণবীর। শুধু তাই নয়, রণবীরের মতো লাভ আজকালের পরিচালক ইমতিয়াজ আলিও রণবীরের কথাতে একই সুরে তাল মেলান।😍

ভাইরাল ওই ভিডিওতে রণবীরের সামনেই ছিলেন দীপিকা। রণবীরের এমন মন্তব্যে দীপিকা অভিনেতাকে পাল্টা প্রশ্ন করে বলেন, তাহলে বলুন, কীভাবে আমার সঙ্গে সস্তায় বাঁচতে পারেন?
এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই রণবীর উত্তর দিয়ে বলেন, ক্যামেরার সামনে বলতে পারছি না।
উল্লেখ্য, ৮ বছর আগের এ ভিডিও নতুন করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের কেউই ভালো চোখে দেখছেন না।🙄
এদিকে অভিনেত্রী দীপিকা অন্তঃসত্ত্বা। বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সন্তান জন্ম দিতে চলেছেন তিনি। এমন পরিস্থিতিতে পুরানো প্রেমিক রণবীর কাপুরের দীপিকাকে নিয়ে এমন মন্তব্য মেনে নিতে পারছেন না দীপিকাভক্তরা।

দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই বক্স অফিসে উঠেছিল ঝড়।😍 ২০২১ সালে মুক্ত...
21/03/2024

দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই বক্স অফিসে উঠেছিল ঝড়।😍 ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির আকাশচুম্বী জনপ্রিয়তা পেছনে ফেলে দিয়েছিল অনেক ছবিকেই। বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এটি। তারপর থেকেই ছবির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ বানানোর অপেক্ষায় যতটুকু না পরিচালক ছিলেন তার চেয়েও বেশি অপেক্ষায় এর দর্শক ও অনুরাগীরা।😘
এর আগে কয়েক দফা সিনেমাটির শুটিং পেছালেও সামনেই এটির মুক্তির তারিখ। এ কারণে বর্তমানে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। আর সেই শুটিংয়ের একটি দৃশ্য এখন ভাইরাল নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রাশমিকার পুষ্পার সেই পুরানো অবতার। পরনে লাল রঙের শাড়ি, খোঁপায় গোঁজা ফুল। আর সঙ্গে ভারী গহনা।
এদিকে শুটিং স্পটের চারপাশে উৎসুক জনতার ভিড়।😍 সেই ভিড় সামাল দিতে সেটের কর্মরতরা এবং পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
ভিডিও দেখে অনেকে বলছেন, ভারতের অন্ধ্রপ্রদেশের জগন্তী উমা মহেশ্বরা মন্দিরে ‘পুষ্পা টু’ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে। আর সেখান থেকেই ফাঁস হয়েছে শুটিংয়ের এই ভিডিও ক্লিপ।😮
‘পুষ্পা’ সিনেমার চেয়ে ‘পুষ্পা টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে দাবি সিনেমা পুষ্পা টিম সংশ্লিষ্টদের। এ ছাড়া এবার সিনেমাটির বাজেটও প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি।
নির্মাতা সুকুমারের ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু আর্জুন ও রাশমিকার সঙ্গে আরও অভিনয় করছেন ফাহাদ ফসিল, প্রকাশ রাজ,😍 সুনীল, রাও রমেশ প্রমুখ। চলতি বছরের ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তির কথা রয়েছে 'পুষ্পা: দ্য রাইজ'-এর।

দেশের গণ্ডি পেরিয়ে এবার টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি।😍 দেবরাজ সিনহা পরিচালিত এ সি...
20/03/2024

দেশের গণ্ডি পেরিয়ে এবার টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি।😍 দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমার নাম ‘ফেলুবকশি’। সিনেমাটিতে পরীমণির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোহম। বর্তমানে সিনেমার কাজের জন্য কলকাতায় অবস্থায় করছেন পরী। তবে নতুন খবর হচ্ছে সোহম-পরীমণির সঙ্গে এই সিনেমায় দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকেও।😍 এ সিনেমায় দুই বাংলার তারকার মেল বন্ধন দেখা যাবে না। শুধু পরীই থাকবেন বাংলাদেশ থেকে। বাকি সব তারকা ওপার বাংলা থেকেই থাকছেন।জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে পরী করবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ।😮

এর আগে গণমাধ্যেমে দেয়া এক সাক্ষাৎকারে পরী বলেছিলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গেল বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছে অনেক দিনের, তাই ভাবলাম এই সিনেমা দিয়েই শুরু করা যায়।পরীমণি এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেন।😍

‘ফেলুবকশি’ একটি থ্রিলার গল্পের সিনেমা। এতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। বলা যায়, রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। এর বাইরে সিনেমাটির প্রসঙ্গে আর কিছু বলতে চাইছেন না পরীমণি। পরীমণিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।দেশে সম্প্রতি রেজা ঘটকের নির্মাণে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ সেরেছেন পরী।😍 এ ছাড়া ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

#ফেলুবকশি

দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। পুরো ভারতেই দারুণ জনপ্রিয় এই অভিনেতা।😍 নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল ...
20/03/2024

দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। পুরো ভারতেই দারুণ জনপ্রিয় এই অভিনেতা।😍 নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম, গোট’-এর শুটিং করতে এখন কেরালায় অবস্থান করছেন তিনি। গতকাল সোমবার তাঁকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত-অনুরাগীরা। কিন্তু প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখে মন শান্ত করতে পারেননি ভক্তরা। ছুটলেন তাঁর গাড়ির পেছনে। হোটেল পর্যন্ত বিজয়ের গাড়িকে ‘ধাওয়া’ করে হাজারো জনতা। জনসমুদ্রে রূপ নেয় সড়ক।🤔 তাঁদের ঠেলাঠেলিতে ভেঙে যায় অভিনেতার গাড়ির কাচ। বিজয়কে দেখতে গিয়ে তাঁর কোটি টাকার গাড়ির ক্ষতি করে ফেলেছেন তাঁর ভক্তরা। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।প্রায়ই এমন খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় তারকাদের। নতুন সিনেমার শুটিংয়ের খাতিরে ১৪ বছর পর কেরালায় গিয়েছেন অভিনেতা।😮 সে কারণে আগে থেকেই দর্শক-ভক্তদের বাড়তি উৎসাহ ছিল। কিন্তু বিজয়ের গাড়ির এমন দশা হবে, কে জানত। বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি বিজয়ের নিরাপত্তারক্ষীরাও।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই ঘটনায় কোনো আঘাত পাননি তামিল অভিনেতা। আগামী কয়েক সপ্তাহ শুটিংয়ের জন্য তিরুঅনন্তপুরমেই থাকবেন বিজয়।😜 কয়েক মাসের মধ্যেই ভেঙ্কট প্রভু পরিচালিত ‘গোট’-এর শুটিং শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বিজয়। বলা হচ্ছে, বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে যাচ্ছে ‘গোট’। এরপর সিনেমা থেকে অবসরেও যেতে পারেন অভিনেতা।সম্প্রতি সক্রিয় রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন বিজয় থালাপতি।😍 খুলেছেন নতুন দল। সর্বশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমা ‘লিও’তে দেখা গেছে অভিনেতাকে।

20/03/2024

Mr Beast | মিঃ বিস্ট কি পারবে ৬০ কোটি টাকা রক্ষ্যা করতে?

19/03/2024

তামিম ইকবাল এর কল রেকর্ড ভাইরাল।

18/03/2024

Singh as ShaktimaanRanveer Singh as Shaktimaan ConfirmedShaktimaan AnnouncementRanveer S...

নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’। তাঁর প্রধান মুখ ছিলেন মুকেশ খন্না। নব্বইয়ের দশকে ভারতীয় টেলিভিশনের ‘সুপারহি...
18/03/2024

নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’। তাঁর প্রধান মুখ ছিলেন মুকেশ খন্না। নব্বইয়ের দশকে ভারতীয় টেলিভিশনের ‘সুপারহিরো’।সেই নস্ট্যালজিয়াকে এই প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল সোনি পিকচার্স। কানাঘুষো বেশ কয়েক মাস ধরেই চলছিল। এ বার তাতেই যেন সিলমোহর দিলেন অভিনেতা মুকেশ খন্না।

বলা ভাল, শক্তিমানের চরিত্রে রণবীর সিংহকে চূড়ান্ত করাতেই নিজের ক্ষোভ উগরে দিলেন মুকেশ। রণবীরকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন তিনি। মুকেশের কথায়, “মাসখানেক ধরেই সমাজমাধ্যমে একটা গুঞ্জন শোন যায়, রণবীর সিংহ নাকি শক্তিমান হচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই রাগ প্রকাশ করেছিলেন।

আমি কিন্তু চুপ করে ছিলাম। এখন শুনছি, রণবীর ইতিমধ্যেই সইসাবুদ সেরে ফেলেছেন, ফলে মুখ খুলতে বাধ্য হলাম। আমি স্পষ্ট বলেছি যে, এ রকম ভাবমূর্তির ব্যক্তি যত বড় স্টারই হোন না কেন, শক্তিমান হতে পারবেন না।’’ মুকেশের রণবীরকে নিয়ে প্রধান আপত্তির জায়গা বছরখানেক আগে অভিনেতার করা একটি ফটোশুটকে ঘিরে।

যেখানে নগ্ন হতে হয় রণবীরকে। সেই রেশ টেনেই মুকেশ বলেন, ‘‘এগুলো তো ভারতীয় সংস্কৃতিতে নেই। ও যদি নগ্নতায় স্বচ্ছন্দ হয়, তা হলে অন্য কোনও দেশে চলে যাক। যেখানে পর্দায় প্রতি তিন সেকেন্ডে নগ্ন হতে হয়। প্রযোজকদের বলেছি, স্পাইডার ম্যান, ব্যাটম্যানদের সঙ্গে কিন্তু শক্তিমানের কোনও প্রতিযোগিতা নেই।

কারণ, শক্তিমান শুধু সুপারহিরো নয়, এক জন শিক্ষকও। তাই যে অভিনেতাই এই চরিত্রে অভিনয় করুন না কেন, তাঁর সেই গুণটা থাকা বাঞ্ছনীয়। যিনি কথা বললে পাঁচটা লোক শুনবে।” বাসিল জোসেফ ছবিটি পরিচালনা করবেন। প্রায় ৩০০ কোটির কাছাকাছি বাজেট ছবিটির। চিত্রনাট্য লেখার কাজ শেষ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। ২০২৫-এ এক দিকে ‘ডন ৩’, অন্য দিকে ‘শক্তিমান’। ফলে দম ফেলার সময় নেই রণবীরের।

Address

Kollanpur Bus Stand
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when NewsFuse Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka media companies

Show All