17/03/2024
যে কেউ আজকাল ইউটিউব দেখে “বুস্ট অ্যাড" দিতে পারে, আপনিও হয়তো ট্রাই করেছেন। কিন্তু অ্যাড থেকে যখন সেল আসেনা তখন এই সমস্যার সমাধান কয়জন করতে পারে? নিচে সংক্ষেপে আলোচনা করা হল কি কারণে অ্যাড ব্যর্থ হয়।
#শুধুমাত্র_কার্ড_থাকলেই_আর_বুস্টে_ক্লিক_করেই_পোস্ট_বা_পেজ_বুস্ট_করলেই_আপনি_ভালো_ফলাফল_পাবেন_না।
✅কারণ ১ঃ যথেষ্ট পরিমাণ বাজেট না থাকা।
আপনি যদি বাইকে ৩০০ কিঃমিঃ জার্নি করতে বের হয়ে ৫লিটার তেল নেন তাহলে সেখানে পৌঁছাতে নাও পারেন, আর কোন ভাবে যদি পৌঁছে যানও ফেরত আসতে পারবেন না। অনলাইন অ্যাড এর ক্ষেত্রেও বিষয়টি তাই। বাজেট হচ্ছে অ্যাড এর ফুয়েল।
✅কারণ ২ঃ টার্গেটিং এর সীমিত জ্ঞান।
আপনি বা আপনার অ্যাডভার্টাইজার এখনো পেইজের বুস্ট পোষ্ট বাটনে ক্লিক করে অ্যাড করছেন, এইটা টাকা নষ্ট করার একটা ট্র্যাপ। কিংবা হয়তো এখনো প্রথম লেয়ারে টার্গেটিং করে যাচ্ছেন। ফলে যাই টেস্ট করছেন আশানুরূপ রেজাল্ট আসছেনা।
✅কারণ ৩ঃ আপনার অ্যাড অ্যাভারেজ বা বীলো অ্যাভারেজ কোয়ালিটির।
অনলাইনে নিউসফিডে স্ক্রল করার সময় মানুষের অ্যাটেনশন এখন অনেক কম সময় থাকে একটা পোষ্ট এর উপর। আপনি যেরকম এই পোষ্টটি পড়ার জন্য থামলেন, সেরকম আপনার অ্যাডটিও হতে হবে ক্রিয়েটিভ।
✅কারণ ৪ঃ ভালো অফার, প্ল্যানিং, পসিশনিং, স্ট্র্যাটেজির অভাব।
এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ স্মার্ট মার্কেটিং মানে সেল, কিন্তু স্ট্রেটিজিক মার্কেটিং মানে সেল + রিপিট কাস্টমার👍যেকোনো প্রয়োজনে আমাদের ইনবক্স করুন .
Professional Digital Marketing:
বুস্ট এবং প্রমোট এ আপনি যে সুবিধা গুলো পাচ্ছেনঃ
--------------------------------------------------------------------
1. আপনার পেজ এর সর্বাধিক নিরাপত্তা।
2.বুস্টিং (টারগেটেড) করে সারা বাংলাদেশ তথা গোটা বিশ্বে আপনার পোস্ট ছড়িয়ে দেয়া। রেসপন্সিভ অ্যাড এর সুবিধা।
3. প্রোমোটে আপনার মন মত টারগেটিং লাইক ও জনপ্রিয়তা।
4.সকল প্রকার পেজ প্রোমোশন রিলেটেড পরামর্শ পাবেন আমাদের থেকে।
6. প্রোমোট/ বুস্ট করাতে হলে, আগে আমরা আপনার পেজ পরিদর্শন করব তারপর সিধান্ত নেব .
এছাড়াও ফেসবুক , বিজনেস রিলেটেড যেসব সেবা দেওয়া হয়ঃ
1.ওয়েব সাইট ডেভেলেপমেন্ট
2.পেজ কভার ডিজাইন
3. অ্যানিমেটেড পেজ কভার ডিজাইন
4.লোগো ডিজাইন
5.পেজ সিকিউরিটি
6.পেজের সেটিংস
7.বিজনেস পেজ তৈরি
8.ভিডিও এডিটিং
9.ভিডিও থাম্বনেইল ডিজাইন
আরো অনেক ........
NOTE: বিজ্ঞাপনটি কত লোকজনের কাছে যাবে অথবা পেজ-এ কতটি লাইক পড়বে এটা মুলত নির্ভর করে পণ্যের ধরণ, সেটিং, বিজ্ঞাপনে ব্যবহৃত ছবি ও নির্ধারিত দর্শকবৃন্দের উপর। যেকোন ফলাফল এর জন্য কোম্পানি কোন ভাবেই দায়ি থাকবে না ।
যোগাযোগ করুন অথবা ম্যাসেজ করুন : 01962-413562