Shawn Hossain

Shawn Hossain An expert in Digital Marketing, Branding & Customer Engagement. Results-oriented and adept at navigating evolving market landscapes.

"যে ব্যক্তি কমফোর্ট জোনে আটকে থাকে, সে কখনোই নিজের সর্বোচ্চ সামর্থ্যে পৌঁছাতে পারে না।"
03/01/2025

"যে ব্যক্তি কমফোর্ট জোনে আটকে থাকে, সে কখনোই নিজের সর্বোচ্চ সামর্থ্যে পৌঁছাতে পারে না।"

আপনার শক্তি, সময় এবং মনোযোগ এক জায়গায় কেন্দ্রীভূত করুন।
02/01/2025

আপনার শক্তি, সময় এবং মনোযোগ এক জায়গায় কেন্দ্রীভূত করুন।

01/01/2025
চিম্বুক ডাকে, চল মন হারাই,পাহাড়ের কোলে একটু জিরাই।প্রকৃতির বুকে মেলে স্বর্গের দ্বার,চিম্বুক পাহাড়, তুমি অপার।
31/12/2024

চিম্বুক ডাকে, চল মন হারাই,
পাহাড়ের কোলে একটু জিরাই।
প্রকৃতির বুকে মেলে স্বর্গের দ্বার,
চিম্বুক পাহাড়, তুমি অপার।

"ভ্রমণ শেখায় ধৈর্য, গ্রহণযোগ্যতা আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার ক্ষমতা।"
30/12/2024

"ভ্রমণ শেখায় ধৈর্য, গ্রহণযোগ্যতা আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার ক্ষমতা।"

"নিজেকে বুঝতে শিখো, কারণ নিজের চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই।"
25/12/2024

"নিজেকে বুঝতে শিখো, কারণ নিজের চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই।"

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, যা প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দীর্ঘ।
24/12/2024

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, যা প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দীর্ঘ।

23/12/2024

পদ্মা সেতু.....

Trust yourself You can do this....
21/12/2024

Trust yourself You can do this....

যে পথে গেলে আত্মা শান্তি পায়, সেটাই সঠিক পথ। সেই পথেই যাত্রা কর।
16/12/2024

যে পথে গেলে আত্মা শান্তি পায়, সেটাই সঠিক পথ। সেই পথেই যাত্রা কর।

"মানুষ তার ইচ্ছাশক্তি দিয়ে অসম্ভবকেও সম্ভব করতে পারে।"
13/12/2024

"মানুষ তার ইচ্ছাশক্তি দিয়ে অসম্ভবকেও সম্ভব করতে পারে।"

"জীবন ঠিক নদীর মতো—আপন স্রোতে বয়ে যায়, কখনো শান্ত, কখনো উচ্ছ্বাসে ভরা। প্রতিটি মুহূর্তই নতুন এক সম্ভাবনা, যেখানে সুখ আ...
05/12/2024

"জীবন ঠিক নদীর মতো—আপন স্রোতে বয়ে যায়, কখনো শান্ত, কখনো উচ্ছ্বাসে ভরা। প্রতিটি মুহূর্তই নতুন এক সম্ভাবনা, যেখানে সুখ আর শান্তি লুকিয়ে থাকে।"

প্রত্যেকটা পরিবর্তনই নতুন কিছু শেখায়, লাইফে নতুন ভ্যালু এ্যাড করে।
01/12/2024

প্রত্যেকটা পরিবর্তনই নতুন কিছু শেখায়, লাইফে নতুন ভ্যালু এ্যাড করে।

All is well.....
29/11/2024

All is well.....

14/11/2024

হে আল্লাহ ! আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন, কুরআন হাদিসের ব্যাক্ষা করার জ্ঞ্যান দান করুন, শয়তান, বিষধর প্রাণী এবং ক্ষতিকারক দৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করুন, উত্তম রিযিক দান করুন, নেক হায়াত দান করুন, দুনিয়া ও আখেরাতের কল্যাণ দ্বারা পূর্ণতা দান করুন, চক্ষু শীতলতকারী এবং মুত্তাকীদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন, আমিন, আমিন। 🤲🤲🤲🤲🤲

পাসওয়ার্ড কত দীর্ঘ হওয়া চাই.....গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি কিপার সিকিউরিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছে...
11/08/2024

পাসওয়ার্ড কত দীর্ঘ হওয়া চাই.....

গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি কিপার সিকিউরিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাইবার জগতে সুরক্ষিত থাকতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কমপক্ষে ১৬ ক্যারেক্টারের হতে হবে। এতে পাসওয়ার্ডের সম্ভাব্য কম্বিনেশনের সংখ্যা বেড়ে যায়, ফলে হ্যাকারদের জন্য পাসওয়ার্ড খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে। কিপার সিকিউরিটি এক্সপার্টদের বরাতে টেকটাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, যেকোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার বেশি নিরাপদ। এক্ষেত্রে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের সঙ্গে সাংকেতিক চিহ্নের সংমিশ্রণে পাসওয়ার্ড তৈরি করা উচিত। এ ছাড়া পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

কারণ এটি হ্যাকাররা সহজে খুঁজে বের করতে পারে। এরই সঙ্গে কিপার সিকিউরিটির বিশেষজ্ঞরা আরও বলেন, পাসওয়ার্ড তৈরির সময় অভিধান থেকে শব্দ বা ক্রমানুসারে সংখ্যা বা অক্ষর ব্যবহার করা থেকে এড়িয়ে যেতে হবে। আর বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ম্যানেজ করার জন্য একটি নির্ভরযোগ্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সফলতার পাঁচটি মূল মন্ত্র :১. সময়ের মূল্য দেওয়া :সময় কখনো থেমে থাকে না। সময়ের মূল্য বুঝে কাজ করতে শিখা খুবই জরুরী। সময় ...
30/06/2024

সফলতার পাঁচটি মূল মন্ত্র :

১. সময়ের মূল্য দেওয়া :
সময় কখনো থেমে থাকে না। সময়ের মূল্য বুঝে কাজ করতে শিখা খুবই জরুরী। সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো সফলতার অন্যতম চাবিকাঠি।

২. নিয়মানুবর্তিতা :
নিয়ম মেনে চলা এবং সঠিক পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে, নিয়মিত কাজের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা।

৩. পরিশ্রম :
পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব। কোনো কাজকে ছোট বা বড় হিসেবে না দেখে সমান গুরুত্ব দিয়ে করাউচিৎ। কঠোর পরিশ্রম এবং ধৈর্য্য সহকারে কাজ করাই সফলতার মূলমন্ত্র।

৪. ইতিবাচক মনোভাব :
জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ধরে রাখা। নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করা। ইতিবাচক চিন্তা ও মনোভাব সামনের নতুন পথ উন্মোচিত করে।

৫. নিরন্তর শেখা :
জীবন একটি শেখার প্রক্রিয়া। নতুন কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত থাকা। নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জীবনে সফলতা অর্জন করতে হলে এই শিক্ষা গুলো মেনে চলা অত্যন্ত প্রয়োজন। সময়কে সঠিকভাবে ব্যবহার করা, নিয়ম মেনে চলা, কঠোর পরিশ্রম করা, ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং নিরন্তর শেখার আগ্রহ রাখা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shawn Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shawn Hossain:

Videos

Share