Dr Moazzem Hossain

Dr Moazzem Hossain হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা সংক্র?

31/10/2024

শয়তান কি শুধু এনাকার্ডিয়ামের ঘাড়েই চড়ে
এনাকার্ডিয়ামের রোগীর ভ্রান্তবিশ্বাস শয়তান তার ঘাড়ে বসে তার অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচিত করছে
MIND - DELUSIONS - devil - sits in his neck; devil - prompting to offensive things: anac.
এনাকার্ডিয়ামের রোগীর ভ্রান্তবিশ্বাস শয়তান তার এক কানে খুন করার প্ররোচনা দিচ্ছে ফেরেশতা অন্যকানে কল্যাণমূলক কার্যকলাপ করার প্ররোচনা দিচ্ছে
MIND - DELUSIONS - devil - speaking in one ear, prompting to murder - angel in the other ear, prompting to acts of benevolence; and an: Anac.
এনাকার্ডিয়ামের রোগীর ভ্রান্তবিশ্বাস শয়তান তার কানের কাছে ফিসফিস করে ধর্মবিরোধী কথা বলছে
MIND - DELUSIONS - devil - whispers blasphemous words:Anac.

28/10/2024

Complaining রুব্রিকটির বাংলা অর্থ নিম্নরূপ
-নালিশ করা, বিলাপ করা, অসন্তোষ প্রকাশ করা, অভিযোগ করা, অনুযোগ করা;
- কোনোকিছু সম্পর্কে অসন্তুষ্টি বা বিরক্তি প্রকাশ করা।
কেউ কারো সাথে কোনো অন্যায় করলে তার প্রতিকার পাওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। প্রতিকার না পাওয়া পর্যন্ত বলতেই থাকে। যেমন একটি ৭ বছরের শিশুর দাঁতে ব্যথা বারবার তার বাবা মায়ের বলছে মা, দাঁত ব্যথা করে এরূপ-
দাঁত ব্যথা নিয়ে অভিযোগ করে নাক্স ভমিকা
MIND - COMPLAINING - pain, of - Teeth; in: nux-v.
পালসেটিলার শিশু এমনভাবে অভিযোগ করে যাতে দয়ার উদ্রেক ঘটে
MIND - COMPLAINING - pitiful - children; in: puls.
কানে ব্যথা নিয়ে পালসেটিলার শিশু করুণভাবে অভিযোগ করে
MIND - COMPLAINING - pitiful - children; in - Ear; with pain in: puls.
গর্ভাবস্থায় মস্কাসের রোগী অভিযোগ করে
MIND - COMPLAINING - pregnancy, during: Mosch.
মার্কসলের রোগী তার পারিপার্শ্বিক অবস্থা এবং সম্পর্ক নিয়ে অভিযোগ করে
Pregnancy: গর্ভাবস্থা, গর্ভ, ফলপ্রসূতা;
-নারী-পুরুষের মিলনের ফলে সন্তান সম্ভাব্য অবস্থা।
-গর্ভাবস্থা হলো এমন একটি অবস্থা যা থেকে নির্দিষ্ট সময় পরে ফলদায়ক, আনন্দদায়ক কিছু পাওয়া যেতে পারে।
MIND - COMPLAINING - relations and surroundings, of: Merc.
ট্যারেন্টুলা ভয়ও দেখায় অভিযোগও করে
MIND - COMPLAINING - threatening, and: tarent.
জেগে উঠেই অভিযোগ করা শুরু করে সিনার শিশু
MIND - COMPLAINING - waking, on: cina

21/10/2024

রেপার্টরি এমন এক বিদ্যা যারা ব্যবহার করতে শিখেছে তারা ছাড়তে পারে না আর যারা ব্যবহার করতে পারে না তারা এর ধারের কাছে যেতে চায় না।

16/10/2024

রোগের নাম যাই হোক না কেন
ক্রোধ কার্বোভেজের রোগীকে আত্মহত্যায় চালিত করে
MIND - SUICIDAL disposition - anger driving to su***de: carb-v.
SUICIDAL disposition -আত্মঘাতী মনোভাব
রাসটক্সের রোগীর সন্ধ্যার গোধূলীতে আত্মহত্যার ভাব জাগে
MIND - SUICIDAL disposition - evening - twilight, in:rhus-t.
কুঠার দিয়ে আত্মহত্যার করার সাধ জাগে ন্যাজার রোগীর
MIND - SUICIDAL disposition - axe, with an: naja
হতাশাপূর্ণ দুর্বিষহ জীবন থেকে আত্মহত্যার ইচ্ছা হয় সিপিয়ার রোগীর
MIND - SUICIDAL disposition - despair, from - miserable existence; about his:Sep.
হতাশায় নিমজ্জিত প্রেম থেকে আত্মহত্যা করতে চায় হায়োসিয়ামস
MIND - SUICIDAL disposition - drowning, by - love, from disappointed: Hyos.

09/10/2024

একটি সরল প্রশ্নের সোজা উত্তর!!
প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার৷ কেউ কেউ ডাঃ রাজন শংকরনের বই পড়তে নিষেধ করে ৷ আপনি কি বলেন, পড়বো নাকি পড়বোনা?

উত্তর: রাজন শঙ্করণের বই পড়লে যদি ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে পড়ার দরকার নেই। আর সে ভয় না থাকলে অবশ্যই পড়ে দেখতে পারেন তিনি কি লিখেছেন।

18/09/2024

ঋতুস্রাবজনিত সমস্যা ২য় পর্ব
গতকাল ঋতুস্রাবের আগে মহিলাদের মানসিক অবস্থার পরিবর্তন সম্পর্কে বলেছিলাম। আজ ঋতুস্রাবের সময়ে মহিলাদের মানসিক অবস্থার কি ধরনের পরিবর্তন ঘটে তদসংশ্লিষ্ট রুব্রিক এবং তার অধীনস্ত ঔষধ নিয়ে আলোচনা করা হলো:
ক্যালকেরিয়া কার্ব এবং মিউরেটিক এসিড ঋতুস্রাবের সময় অন্যমনস্ক থাকে
MIND - ABSENTMINDED - me**es; during:calc. mur-ac.
মিউরেটিক এসিড ঋতুস্রাবের সময় গভীরভাবে নিবিষ্ট থাকে
MIND - ABSORBED - me**es, during:mur-ac.
ঋতুস্রাবের সময় ভীত হয়ে অসুস্থ হয় নিচের ১১টি ঔষধ
MIND - AILMENTS FROM - fright - me**es; during:acon. bell. Coff. IGN. lach. nux-v. op. ph-ac. phos. staph. Verat.
সিমিসিফউগা, হায়োসিয়ামসসহ ৭টি ঔষধ ঋতুস্রাবের সময় রেগে যায়
MIND - ANGER - me**es – during:am-c. castm. caul. cimic. hyos. kreos. luna
ঋতুস্রাবের সময় রাগের সাথে উদ্বিগ্ন থাকে ১০টি ঔষধ
MIND - ANXIETY - me**es - during - anger; with:acon. bell. Ign. lach. nux-v. op. ph-ac. staph. verat-v. verat.
ঋতুস্রাবের সময় নিদারূণ মানসিক যন্ত্রণা হয় ১১টি ঔষধের
MIND - ANGUISH - me**es – during:Bell. calc. cocc. coff. ign. merc. nit-ac. phos. Plat. stann. xan.
ঋতুস্রাবের সময় উদ্বিগ্ন থাকে ৪০টি ঔষধ
MIND - ANXIETY - me**es – during (40):acon. Bell. calc-sil. calc. canth. caul. cimic. cina cocc. coff. con. hyos. ign. inul. Kali-c. kali-i. kali-sil. kreos. mag-m. merc. merl. nat-c. Nat-m. nit-ac. nux-v. phos. Plat. sec. SIL. stann. sulph. verat. zinc-p. zinc.
স্টানাম ও জিঙ্কাম মেটের ঋতুস্রাবের সময় উদ্বিগ্নতার উপশম ঘটে
MIND - ANXIETY - me**es - during - amel.:stann. zinc.
ফ্লুরিক এসিড, পটেনসিলা ইরেকটা ও স্ট্রামোনিয়ামের রোগী ঋতুস্রাবের সময় প্রফুল্ল থাকে
MIND - CHEERFUL - me**es – during:Fl-ac. pot-e. stram.
ঋতুস্রাবের সময় সাহচর্য এড়িয়ে চলে কোনিয়াম, প্লাটিনা, স্যাপোনিয়াম, সিপিয়া
MIND - COMPANY - aversion to - me**es, during:Con. plat. sapin. sep.
ঋতুস্রাবের সময় সাহচর্য এড়িয়ে চলে এক থাকতে চায় সিমিসিফিউগা ও নাক্ম ভমিকা
MIND - COMPANY - aversion to - me**es, during - desires to be let alone:cic. nux-v.
স্ট্র্যামোনিয়াম ঋতুস্রাবের সময় সাহচর্ড চায়
MIND - COMPANY - desire for - me**es, during:stram.
ঋতুস্রাবের সময় মনের বিভ্রান্তিতে ভোগে এমন কার্ব, সিমিসিফিউগা সহ ৬টি ঔষধ
MIND - CONFUSION of mind - me**es – during: am-c. cimic. cocc. graph. lyc. phos.
ঋতুস্রাবের সময় মৃত্যু কামনা করে বার্বারিস
MIND - DEATH - desires - me**es, during:berb.
ঋতুস্রাবের সময় প্রলাপ বকে ১০টি ঔষধ
MIND - DELIRIUM - me**es – during:acon. apis bell. cocc. hyos. lyc. nux-m. puls. stram. verat.
কষ্টকর ঋতুস্রাবের সাথে ঋতুস্রাবের সময় প্রলাপ বকে এপিস মেল
MIND - DELIRIUM - me**es - during - menstrual difficulties, with:apis
কস্টিকাম ও ট্যারেন্টুলা রোগী ঋতুস্রাবের সময় অসন্তুষ্ট থাকে
MIND - DISCONTENTED - me**es, during:castm. tarent.
ক্যালকেরিয়া কার্ব, জার্মানিয়াম মেট, লাইকো ও লাইকোপাস ভার্জিনাস ঋতুস্রাবের সময় নিষ্প্রভ থাকে
MIND - DULLNESS - me**es – during: calc. germ-met. lyc. lycps-v.
বার্বারিস ঋতুস্রাবের সময় ক্লান্ত অবসন্ন থাকে
MIND - ENNUI, tedium - me**es, during:berb.
রডোডেনড্রণ ঋতুস্রাবের সময় উত্তেজিত জ্বরাক্রান্ত থাকে
MIND - EXCITEMENT - feverish - me**es, during: rhod.
আর্সেনিক, ককুলাস, লাইকো, প্লাটিনা ঋতুস্রাবের সময় বিলাপ করে
MIND - MOANING - me**es – during:Ars. Cocc. lyc. plat.
ঋতুস্রাবের সময় কামোন্মাদ হয়ে যায় ক্যালকেরিয়া, হায়োস, প্লাটিনা, ভিরেট্রামসহ ৭টি ঔষধ
MIND - NY*******IA - me**es – during (7):calc. Hyos. kali-br. kali-c. Plat. Sec. Verat.
স্ট্যামোনিয়ামের রোগী ঋতুস্রাবের সময় প্রার্থনা করে
MIND - PRAYING - me**es, during:Stram.
এমন কার্ব ও মিউরেটিক এসিড ঋতুস্রাবের সময় শান্ত প্রকৃতির হয়ে যায়
MIND - QUIET disposition - me**es, during:am-c. mur-ac.
একোনাইট, বেলেডোনা, হায়োসিয়ামস ও মেলিওটাস এর রোগী ঋতুস্রাবের সময় রাগে উন্মত্ত হয়ে যায়
MIND - RAGE - me**es – during:acon. bell. hyos. meli.
এমন কার্ব ও মিউরেটিক এসিড ঋতুস্রাবের সময় চাপা স্বভাবের হয়ে যায়
MIND - RESERVED - me**es, during:am-c. mur-ac.
ঋতুস্রাবের সময় অস্থির হয়ে যায় ৪৬টি ঔষধ
MIND - RESTLESSNESS - me**es – during (46):abrom-a-r. Acon. agar. am-c. ant-t. apis ars-s-f. Ars. bell. borx. calc-ar. Calc. Cham. cocc. Coff. croc. Cycl. gels. hyos. ign. ip. kali-ar. kali-c. kali-p. kali-s. lil-t. mag-m. merc. nat-c. nit-ac. nux-m. Nux-v. op. phos. plat. Puls. Rhus-t. sec. senec. Sep. Stram. sulph. tarent. thuj. uran-n. vib.
অ্যারারিকাস ঋতুস্রাবের শুরুর সময় অস্থির থাকে
MIND - RESTLESSNESS - me**es - during - beginning of; at:agar.
ঋতুস্রাবের আগে বিষণ্ন হয়ে যায় সেলিনিয়াম
MIND - SADNESS - me**es - during - second day: sel.
ঋতুস্রাবের সময় এমন কার্ব, বোরাক্স, ইগ্নেশিয়াসহ ৭টি ঔষধ সংবেদনশীল হয়ে যায় MIND - SENSITIVE - me**es – during (7):am-c. borx. ign. lyc. Nux-v. phos. plat.
ঋতুস্রাবের সময় বোরাক্স, ইগ্নেশিয়া ক্যালি ফস ও নাক্স ভমিকা গোলমালে সংবেদনশীল হয়ে MIND - SENSITIVE - noise, to - me**es, during (4):borx. ign. kali-p. nux-v.
ককুলাস, কলোসিন্থ, কুপ্রাম ঋতুস্রাবের আগে তীক্ষ্ণ চিৎকার দেয়
MIND - SHRIEKING - me**es – during:Cocc. Coloc. cupr.
ঋতুস্রাবের সময় দীর্ঘশ্বাস ফেলে ৭টি ঔষধ
MIND - SIGHING - me**es – during (7):ars. cimic. cocc. graph. ign. nat-p. plat.
ঋতুস্রাবের সময় চমকে ওঠে বোরাক্স, ইগ্নেশিয়া, জিঙ্কাম মেট
MIND - STARTING - me**es – during:Borx. ign. Zinc.
ঋতুস্রাবের সময় ঘুম থেকে চমকে ওঠে জিঙ্কাম মেট
MIND - STARTING - sleep - from - me**es – during:Zinc.
নাক্ম মস্কেটা ঋতুস্রাবের সময় অসাড় হয়ে যা
MIND - STUPOR - me**es – during:nux-m.
সিমিসিফিউগা, মার্কসল, সাইলিশিয়ার ঋতুস্রাবের সময় আত্মহত্যার স্বভাব থাকে
MIND - SUICIDAL disposition - me**es – during:cimic. Merc. sil.
৫টি ঔষধের রোগী ঋতুস্রাবের সময় স্বল্পভাষী হয়ে যায়
MIND - TACITURN - me**es, during (5):Am-c. castm. elaps mur-ac. Senec.
ল্যাকেসিসসহ ১৫ ঔষধ ঋতুস্রাবের সময় অচেতন হয়ে পড়ে
MIND - UNCONSCIOUSNESS - me**es – during (15):apis cham. cocc. Ign. LACH. Mosch. Nux-m. nux-v. plb. puls. Sars. sep. sulph. verat. zinc-p.
ঋতুস্রাবের সময় জীবনটা ক্লান্তিকর মনে করে বার্বারিসের রোগী
MIND - WEARY OF LIFE - me**es – during:berb.
৩০টি ঔষধের রোগী ঋতুস্রাবের সময় কাঁদে
MIND - WEEPING - me**es – during (30): Ars. cact. calc. caust. cit-ac. Cocc. Coff. con. cycl. dream-p. graph. hyos. Ign. ind. lach. lyc. Nat-m. Petr. phos. Phyt. Plat. Puls. sec. sep. Stram. thuj. ven-m. verat. zinc-p. zinc.
লাইকোর রোগী ঋতুস্রাব শুরুর সময় কাঁদে
MIND - WEEPING - me**es - during - beginning of: lyc.

09/09/2024

অসুস্থ অবস্থায় রোগীর মধ্যে শুধু নেতিবাচক গুণাবলীর বিকাশ ঘটে এই ধারণা যারা পোষণ করেন তারা অর্ধশিক্ষিত পণ্ডিত!!

09/09/2024

একজন লোভী, স্বার্থপর, মিথ্যাবাদি, মসজিদের দানবাক্স থেকে অর্থ চুরি করা খারাপ মানুষের মধ্য অসুস্থ অবস্থায় নিম্নোক্ত গুণাবলী দেখা যেতে পারে- (একবার মনে করুন আপনার গুরু কি কখনো এই বিষয় নিয়ে আলোচনা করেছে)
MIND - TRUTH - telling the plain truth
MIND - BENEVOLENCE
MIND - SYMPATHETIC
MIND - IDEALISTIC
MIND - INJUSTICE, cannot support
MIND - RELIGIOUS AFFECTIONS - too occupied with religion
MIND - HONEST
Benevolence- (দানশীলতা; ভালো করার উদ্দেশ্য কল্যাণকামী স্বভাব এবং অন্যের কল্যাণ ও সদিচ্ছাকে উর্ধ্বে তুলে ধরা; অন্যের প্রতি সদয় হওয়া; সহায়ক হওয়ার প্রবণতা, দয়াশীলতা, অনুদান এবং এরকম কর্মকাণ্ডকে সৃষ্টি অনুসরণ করে) (C.R), (K), (S), (R.M)
Sympathetic (সহানুভূতিশীল; কল্যাণকামী এবং তৃপ্তির অনুভূতি দ্বারা চিহ্নিত করা হয়েছে; দেওয়া, চিহ্নিত করার দ্বারা বা সহানুভূতি, সমবেদনা, বন্ধুত্বপূর্ণ সমব্যথা থেকে উদ্ভূত এবং অন্যদের আবেগ সুবিধাজনকভাবে আগ্রহপূর্ণ সংবেদনশীলতা। সহানুভূতি দেখানো হচ্ছে।) (C.R), (K), (R.M), (Ph)

25/08/2024

আর্সেনিকের রোগী মনে করে সে তার নিজের বাড়িতে কখনো সুখী হবে না
MIND - DELUSIONS - happy in his own house, he will never be: ars.
কিন্তু কেন একজন তার নিজের বাড়িতে কখনো সুখী হবে না?
আসুন জেনে নিই বাড়ি (house) কি?
এই রুব্রিকে বাড়ি (house) বলতে বোঝানো হয়েছে স্থিতিশীল বা অপরিবর্তনীয় কোনো অবস্থা বা পরিস্থিতি। একটি মহান পরিবারে জীবনযাপনের মতোও হতে পারে।
নিজের (own) এই শব্দটি দ্বারা কি অনুভূতি প্রকাশ করেছে?
- একটি আইনগত এবং ন্যায়সঙ্গত উপাধি থাকা-এটি হতে পারে কোনো ব্যক্তি, সম্পত্তি বা কোনো বস্তু।
সুখী (happy) দ্বারা কি অনুভূতি প্রকাশ করেছে?
- একজন মানুষ অনেক কিছুতেই সুখ অনুভব করতে পারে, তাদের মধ্য একটি হলো জীবনের সার্বিক সন্তুষ্টি।
যেহেতু আমরা জানি আর্সেনিকের রোগী খুঁতখুঁতে (MIND - FASTIDIOUS) এবং কোনোকিছু শুরু করলে তা শেষ না করে বিশ্রাম নিতে চায় না (MIND - REST - cannot rest when things are not in the proper place), তাই একজন রোগী বলতে পারে "যবে থেকে আমি অসুস্থ হয়েছি তবে থেকে আমি যেখানে থাকি সেখানে কোনো আনন্দ বা একতা নেই আমি কোনো অভ্যন্তরীণ সুখ খুজে পাই না।
পুরো বাড়ি অগোছালো অবস্থায় আছে।
আর্সেনিকের রোগীর বিরক্তির আরেকটি কারণ হলো সে যে প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য করা।
MIND - ANGER - answer; when obliged to
Arn. ars. bry. coloc. haliae-lc. nat-m. NUX-V. Ph-ac. puls.
কম্বিনেশন করলে MIND - DELUSIONS - happy in his own house, he will never be+ MIND - ANGER - answer; when obliged to: ars.

22/08/2024

সিনার শিশু কাঁদে তার ইচ্ছা পূরণ না হলে
MIND - WEEPING - children, in - will is not done: CINA
আর ইথুজার শিশু কাঁদে অসুস্থ অবস্থায়
MIND - WEEPING - children, in - sick; when: aeth.

21/08/2024

মুখে মুখে bW রুব্রিকের মাধ্যমে জেনে নিন-
লাইকোর শিশু সারা দিন বিরক্ত করে রাতের বেলা ভালো থাকে
MIND - IRRITABILITY - children, in - cross all day, good all night: lyc.
এবং
জ্যালাপা ও সোরিনামের শিশু সারাদিন ভালো থাকে রাতের বেলা বিরক্ত করে
MIND - IRRITABILITY - children, in - good all day, cross all night: jal. psor.

18/08/2024

মাঙ্কিপক্স আতঙ্কের বিষয় নয়। লক্ষণ ভিক্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয়।

14/08/2024

ভিরেট্রাম এল্বার রোগী মনে করে (ভ্রান্তবিশ্বাস) সে বোবা ও কালা
MIND - DELUSIONS - deaf and dumb: verat.
Deaf
-বধির, কালা
-শ্রবণশক্তি অভাব বা শ্রবণ প্রতিবন্ধী হওয়া।
Dumb
-মূক, বোবা বাকশক্তিহীন;
-বাক প্রতিবন্ধী।

12/08/2024

নেট্রাম সালফের রোগীর সকালে নাস্তা খাওয়ার পর উদ্বিগ্নতা কমে যায়
MIND - ANXIETY - breakfast - amel.: nat-s.
Anxiety [উৎকণ্ঠা, উদ্বেগ; কোনো কিছুর আগমন সম্পর্কে অস্বস্তি অনুভূতির অবস্থা; বিপদ অথবা দুর্ভাগ্য দ্বারা যন্ত্রণা বা অস্বস্তির কারণ; একটি আসন্ন যন্ত্রণা, বিপদ অপশক্তির দ্বারা অস্বস্তি জাগানো; কিন্তু ভয়ের কারণ হিসেবে এটি নিশ্চিত বা নির্দিষ্ট নয়; মনের একটি অবস্থা যা গভীরভাবে বিচলিত এবং যন্ত্রণাক্লিষ্ট বিশেষকরে একটি ফলাফল হতে দৃশ্যত অস্তিত্বহীনতার সাথে মুখোমুখি হচ্ছে (একটি পরিস্থিতির প্রয়োজন হিসেবে জড়িত অথবা মূল্যায়ন বা সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব এবং প্রচলিত প্রথা বা সমাজের নির্দেশ ছাড়া ব্যবস্থা গ্রহণ]
Breakfast (প্রাতঃকালিন আহার; সকালের নাস্তা)

10/07/2024

রুব্রিক আলোচনা
আলোচ্য রুব্রিক CRUELTY. অভিধানে CRUELTY শব্দের অর্থ হলো
Cruelty:
-নিষ্ঠুরতা, নির্মমতা, নৃশংসতা, নির্দয়তা;
-বেদনাদায়ক এবং যন্ত্রণা সৃষ্টিতে উদাসীন বা আনন্দ পায়;
-নিষ্ঠুর আচরণ বা মনোভাব;
-এমন আচরণ যা অন্যের শারীরিক বা মানসিক ক্ষতির কারণ হয়।
এবার আসুন Cruelty এর অধীনে সাব রুব্রিক এবং সাব সাব রুব্রিকের আওতায় সিঙ্গেল ঔষধগুলো জেনে নেওয়া যাক।
ক্যালি ফসের রোগী পরিবারের প্রতি নির্মম হয়। পরিবারের প্রতি তার কোনো মায়া মমতা থাকে না
MIND - CRUELTY - family; to her: kali-p.
অ্যাব্রোটেনামের রোগী নিষ্ঠুর কিছু করতে চায়
MIND - CRUELTY - like to do something cruel; would: abrot.
ক্যালকেরিয়া কার্ব, কার্সিনোসিন এবং ম্যাগনেসিয়াম মিউরের রোগী কোনো ধরনের নিষ্ঠুরতা দেখা বা শোনা সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না অর্থাৎ নিষ্ঠুরতা দেখলে তার মধ্যে নানাবিধ শারীরিক ও মানসিক স্নায়ুবিক বিকার দেখা দেয়
MIND - CRUELTY - seeing or hearing cruelty; cannot bear: Calc. carc. mag-m.
উপরের ৩টি ঔষধ বয়স্কদের জন্য তবে এক্ষেত্রে ব্যতিক্রম শুধু কার্সিনোসিন। শুধু কার্সিনোসিনের শিশুদের ক্ষেত্রে নিষ্ঠুরতা অসহ্য হয়
MIND - CRUELTY - seeing or hearing cruelty; cannot bear – children: carc.
এছাড়াও কার্সিনোসিনে নিষ্ঠুরতার বিষয়ে নির্দিষ্ট প্রেক্ষাপটে আরো কিছু রুব্রিক আছে –
যেমন সিনেমায় প্রদর্শিত কোনো নিষ্ঠুর ঘটনা সহ্য করতে পারেন না
MIND - CRUELTY - seeing or hearing cruelty; cannot bear - cinema; at: carc.
টেলিভিশনে প্রদর্শিত কোনো নিষ্ঠুর ঘটনা সহ্য করতে পারেন না
MIND - CRUELTY - seeing or hearing cruelty; cannot bear - television; on: carc.
টেলিভিশনে প্রদর্শিত কোনো খুনের মতো নিষ্ঠুর ঘটনা সহ্য করতে পারেন না
MIND - CRUELTY - seeing or hearing cruelty; cannot bear - television; on – murder: carc.
টেলিভিশনে প্রদর্শিত কোনো সার্জারীর ঘটনা দেখলে মনে রেখাপাত করে এবং অ
MIND - CRUELTY - seeing or hearing cruelty; cannot bear - television; on – surgery: carc.
Surgery:
-শল্যচিকিত্সা
-বিশেষত যন্ত্র দ্বারা শরীরের ক্ষত বা ব্যাধিগুলির চিকিত্সা, প্রয়োজনে শরীরের আক্রান্ত কোনো অংশ কাটা হয় বা কেটে ফেলে দেওয়াও হতে পারে।

07/07/2024

রেপার্টরির ৩ রুব্রিক WANT, DESIRE এবং LONGING এর বাংলা অর্থ 'চাওয়া' হলেও প্রয়োগের ক্ষেত্র বিবেচনায় পার্থক্য অনেক বেশি। আসুন অভিধান থেকে অর্থগুলো জানার চেষ্টা করি।
Want:
- চাওয়া, অভাব, তীব্র লালসা।
-কোনো কিছুর অভাব বা ঘাটতি।
Desire:
-ইচ্ছা
-কিছু পেতে বা কিছু হওয়ার জন্য আকাঙ্ক্ষার তীব্র অনুভূতি।
Longing:
-তীব্র আকাঙ্ক্ষা, আন্তরিক বাসনা
- কোনোকিছু থাকার বা হওয়ার আকুল আকাঙ্ক্ষা থাকা বা প্রদর্শন করা।
সংক্ষেপ বলতে গেলে
Want অর্থ- চাওয়া। এর চাওয়াটা হলো কোনোকিছু চাই তবে তা না হলে হবে না। অবশ্য প্রয়োজন। I want to eat rice.
Desire -হলো ঐচ্ছিক। ওটা চাই তবে না পেলে জীবন থেকে থাকবে না। যেমন খাওয়ার পরে আইসক্রিম হলে ভালো হতো। আইসক্রিম না খেলেও কিছু হবে না।
আর Longing হলো মনে গভীরে দীর্ঘদিন থেকে লালন করা ইচ্ছা। এই ইচ্ছা পূরণের জন্য সে অনেক পরিকল্পনা করে। যেমন-'মনে বড় আশা ছিল যাব মদীনা।'
একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী বিছানা থেকে উঠতে পারে না কিন্তু সে আকাঙ্ক্ষা করে সে সুস্থ হলে আবার সকলের সাথে মিশবে, কথা বলবে, হাসি তামাসা করবে। রাস্তা দিয়ে কোনো শোভাযাত্রা গেলে সে বাড়ির সকলকে বলে, আমাকে ধর নিয়ে একটু বেলকুনিতে বসিয়ে দে আমি শোভাযাত্রা দেখব। ডাক্তার জিজ্ঞেস করলে বলে, "ডাক্তার সাহেব এভাবে কি মানুষ বাঁচে, কারো সাথে কথা নেই, দেখা নেই ইত্যাদি ইত্যাদি।
MIND - LONGING - sunshine, light and society, for: grin. stram.

02/07/2024

অসামান্য প্রতিভার অধিকারি, আমৃত্যু আর্তমানবতার সেবায় নিবেদিত কালজয়ী মহাপুরুষ হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান ১৮৪৩ সালের ২ জুলাই ইহধাম ত্যাগ করেন। মৃত্যুকালে কেবল তিনিই বলতে পেরেছিলেন-"আমি বৃথা জীবন ধারণ করি নাই।" মৃত্যুদিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা!

30/06/2024

একজনের মাথা অন্যের ঘাড়ে লাগিয়ে দিলে গেম ঘুরে যাবে দোষ হবে কপালের! প্রায় কাছাকাছি ২টি রুব্রিক
MIND - FEAR - death, of - suffocation; from:Spong.
MIND - FEAR - death, of - respiratory complaints; with: ars. lob.
আমি ইতোমধ্যে MIND - FEAR - death, of - suffocation; from রুব্রিকটি নিয়ে আলোচনা করছিলাম তারপরও আবার মনে করিয়ে দিই
Fear:
-ভয়., আশঙ্কা
- কেউ বা কোনোকিছু বিপজ্জনক যাতে ব্যথা বা হুমকি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিশ্বাসের ফলে একটি অপ্রীতিকর, বিরক্তিকর আবেগ।
Suffocation:
-বায়ু বঞ্চিত হয়ে বা শ্বাস নেওয়ার অক্ষমতা থেকে মারা যাওয়ার অবস্থা বা প্রক্রিয়া।
-কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসকষ্ট।
-আটকা পড়ে নিপীড়িত হওয়ার অনুভূতি।
OF:
- এর
-একটি অংশ এবং পুরো মধ্যে সম্পর্ক প্রকাশ।
তাহলে সম্পূর্ণ রুব্রিকটির অর্থ হলে -নিশ্বাস/দম বন্ধ হওয়ার ভয়।
অপর রুব্রিকটি হলো MIND - FEAR - death, of - respiratory complaints; with এই রুব্রিকটি ভেঙ্গে ভেঙ্গে অর্থ খুঁজে দেখি
Respiratory complaints:
Respiratory: নিঃশ্বাসপ্রশ্বাস সম্পর্কিত, শ্বাস-প্রশ্বাস-সম্বন্ধীয়
- শ্বসন বা শ্বসনের অঙ্গগুলির সাথে সম্পর্কিত বা প্রভাবিত করে।
complaints: অভিযোগ, সমস্যা, নালিশ।
-একটি বিবৃতি যে পরিস্থিতি অসন্তুষ্টিজনক বা অগ্রহণযোগ্য।
Respiratory complaints হলো শ্বাস প্রশ্বাসের সমস্যা।
প্রথম রুব্রিকটিতে মৃত্যুর ভয় হলো দম বন্ধ হয়ে যাওয়া থেকে মৃত্যু ভয়। এই দম বন্ধ হওয়া অবস্থাটি যে কোনো কারণেই হতে পারে যেখানে শ্বাসপ্রশ্বাসের কোনো সমস্যা নেই।
কিন্তু ২য় রুব্রিক মৃত্যু ভয় হলো শ্বাস প্রশ্বাসের সমস্যার সাথে।
তাই রুব্রিক বিবেচনার সময় অবশ্যই সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করতে। একজনের মাথা অন্যের ঘাড়ে লাগিয়ে দিলে গেম ঘুরে যাবে দোষ হবে কপালের

Address

Building#1, Flat#12/A, Azimpur Govt. Colony, Azimpur, Lalbag
Dhaka

Telephone

+8801918109516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Moazzem Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Moazzem Hossain:

Share