etcbangla.tv

etcbangla.tv রাজনীতি, জাতীয়-আন্তর্জাতিক ব্রেকিং নিউজ বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইটিসি বাংলায়

27/12/2024

পররাষ্ট্র উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বক্তব্য সেটা স্লিপ অফ টাং- স্বরাষ্ট্র উপদেষ্টা _ রোহিঙ্গা

27/12/2024

জ_ঙ্গিবাদের নিয়ে সংবাদ প্রচার করে যেভাবে মানুষকে হয়রানি করা হতো, জানালেন প্রেস সচিব

টেস্টের এক ইনিংসে জিম্বাবুয়ের সর্বোচ্চ ৩ জনের সেঞ্চুরি পাওয়ার নজির আছে, এতদিন এমন নজির ছিল ২ বার। ১৯৯৫ সালে পাকিস্তানের ...
27/12/2024

টেস্টের এক ইনিংসে জিম্বাবুয়ের সর্বোচ্চ ৩ জনের সেঞ্চুরি পাওয়ার নজির আছে, এতদিন এমন নজির ছিল ২ বার। ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে গ্রান্ট ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার ও গাই হুইটল প্রথম এ কীর্তি করেছিলেন। দ্য শেভরনদের এমন দ্বিতীয় কীর্তিটি বাংলাদেশের বিপক্ষে।

২০০১ সালে বাংলাদেশ সফরে এসে দ্বিতীয় বারের মতো জিম্বাবুয়ের তিন ব্যাটার এক ইনিংসে শতকের দেখা পান। সেখানেও ফ্লাওয়ার ভাইদ্বয়ের অ্যান্ডির নাম জড়িত। অ্যান্ডি বাদে অন্য দুজন সেঞ্চুরিয়ান ট্রেভর গ্রিপার ও ক্রেগ উইশার্ট। টেস্টটি ছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে চতুর্থ, বাংলাদেশের জন্য সব মিলিয়ে সপ্তম। যেখানে জয়বঞ্চিতের ধারাবাহিকতা বজায় রেখে ৮ উইকেটে হারে টাইগাররা।

চট্টগ্রামের সেই দুঃস্মৃতি আফগানিস্তানের বিপক্ষে বুলাওয়েতে ফিরিয়ে আনল জিম্বাবুয়ে। সফরকারীদের বিপক্ষে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তিন ব্যাটার শতকের দেখা পেয়েছেন। শন উইলিয়ামস প্রথম দিনই তিন অংকের ঘর স্পর্শ করেছিলেন। শেষ পর্যন্ত ১৭৪ বলে ১০ চার ও ৩ ছয়ে ১৫৪ রানের ইনিংস সাজান তিনি। আজ সেঞ্চুরি করলেন ক্রেগ আরভিন (১০৪) ও ব্রায়ান বেনেট (১১০)।

তিন শতকে জিম্বাবুয়ের স্কোর বোর্ডে উঠল ৫৮৬ রান। টেস্ট ইতিহাসে তারা এর চেয়ে বেশি রান কখনও করতে পারেনি। শেভরনরা ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৫৬৩ রান তুলেছিল। আজকের ইনিংসটি সেটাকে দ্বিতীয় স্থানে ঠেলে দিল।

জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার ১২৭ রান খরচ করা আল্লাহ মোহাম্মদ গজনফর। রশিদ খানের পরিবর্তে দলে ডাক পেয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে শিকার করেন নাভিদ জাদরান, জহির খান ও জিয়া উর রেহমান। আজমতউল্লাহ ওমরজাই নেন ১ উইকেট।

ইংরেজি নতুন বছর উদ্‌যাপনের জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ ফিচার যোগ করেছে মেটা। অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা তিনটি বিশে...
27/12/2024

ইংরেজি নতুন বছর উদ্‌যাপনের জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ ফিচার যোগ করেছে মেটা। অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা তিনটি বিশেষ সুবিধা পাবেন মাত্র ১৫ দিনের জন্য।

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এই নতুন ফিচার ব্যবহার করা যাবে ২০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত।


এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘নতুন বছরের উদ্‌যাপন আরও রঙিন করতে আমরা কিছু বিশেষ সুবিধা নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের উৎসবমুখর পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তুলবে।’

কোন কোন নতুন ফিচার যোগ হলো

* এনওয়াইই কলিং ইফেক্টস

ইউজাররা নতুন বছর উদ্‌যাপন করার জন্য ভিডিও কলে একাধিক ফিল্টার যোগ করতে পারবেন। এতে প্রতিটি ভিডিও কলকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলা যাবে।

*অ্যানিমেটেড রিঅ্যাকশনস

ইমোজি ব্যবহার করে কোনো বার্তায় প্রতিক্রিয়া জানালে, প্রেরক এবং প্রাপক উভয়ের কাছে একটি অ্যানিমেটেড বার্তা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, উৎসবের শুভেচ্ছা জানানোর জন্য এটি একটি চমৎকার ও আনন্দময় উপায় হতে পারে।


*নতুন স্টিকার প্যাক

নতুন বছরের জন্য বিশেষভাবে তৈরি স্টিকার প্যাক ও অ্যাভাটার স্টিকার যুক্ত করা হয়েছে। এগুলো ব্যবহার শুভেচ্ছা আরও সৃজনশীলভাবে প্রকাশ করা সম্ভব হবে।

এই ফিচারগুলো উপভোগ করতে হোয়াটসঅ্যাপ অ্যাপ সর্বশেষ সংস্করণে হালনাগাদ করতে হবে। হালনাগাদ সম্পন্ন হলে সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সুন্দরবন ও পশুর নদী বিনাশী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বাতিল, নিরাপদ পানি, টেকসই জীবিকা ও সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষার ...
27/12/2024

সুন্দরবন ও পশুর নদী বিনাশী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বাতিল, নিরাপদ পানি, টেকসই জীবিকা ও সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে বাগেরহাটের মোংলায় জনসমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠনের নেতারা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে মোংলার নারিকেলতলায় এই জনসমাবেশ করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পশুর রিভার ওয়াটারকিপারসহ বেশ কয়েকটি সংগঠন।


জনসমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ। এতে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল।

ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিবেশের যে ক্ষতি করছে তা অপূরনীয়। রামপাল পাওয়ার প্লান্ট কেবলমাত্র চালু হয়েছে তাতেই এই অবস্থা, আর যদি পুরোপুরি চালু হয় তাহলে এই অঞ্চলের পানি, মাছ এবং জলজ প্রাণী ধ্বংস হবে। যেসব জলজ প্রাণী বেঁচে থাকবে তারা বিষাক্ত কেমিক্যাল বহন করবে, এগুলো এক জায়গায় থাকবে না। মানুষের শরীরে এবং খাদ্যশৃঙ্খলায় এর নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র যেহেতু এখনও পুরোপুরি চালু হয়নি, তাই এটি বন্ধ করে দিয়ে বিকল্প নবায়নযোগ্য জ্বালানি সোলার সিস্টেম চালু করা উচিত। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র চালু থাকলে যে পরিমাণ ক্ষতি হবে, তারচেয়ে কম ক্ষতি হবে এটি বন্ধ করে দিলে।’

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, ‘বিজ্ঞানভিত্তিক গবেষণায় পশুর নদে দূষণ দেখা গেছে। নদীতে ও সুন্দরবনে মৎস্য সম্পদ কমছে। জেলেরা কষ্টে জীবন অতিবাহিত করছে। কাজেই জনস্বার্থে ও সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা এখনই জরুরি। না হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতিরিক্ত নৌযান চলাচলের কারনে নদীভাঙনে বাস্তুহারা মানুষ নিরাপদ পানি ও টেকসই বসতির অভাবে মানবেতর জীবনযাপন করবে। তাই চলমান প্রকল্পসমূহ একটি জনসম্পৃক্ত সমন্বিত পর্যালোচনা ও পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

পিতৃতান্ত্রিক সমাজে সাধারণত বিয়ের পর মেয়েরাই স্বামীর সঙ্গে থাকতে আসেন। স্বামী সচরাচর স্ত্রীর সঙ্গে থাকার জন্য তাঁর বাড়ি...
27/12/2024

পিতৃতান্ত্রিক সমাজে সাধারণত বিয়ের পর মেয়েরাই স্বামীর সঙ্গে থাকতে আসেন। স্বামী সচরাচর স্ত্রীর সঙ্গে থাকার জন্য তাঁর বাড়িতে আসেন না। মালাইকা মনে করেন, ওই ব্যবস্থাই বহু মহিলার মানসিকতাকেও নিয়ন্ত্রণ করে।

তিনি বিয়ে, বিচ্ছেদ, প্রেম, একত্রবাসের সম্পর্ক এবং সম্পর্ক শেষে একাকিত্ব— সবই দেখেছেন। নিজের জীবনের সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই বিবাহিত মহিলাদের কিছু জরুরি পরামর্শ দিলেন অভিনেত্রী মলাইকা আরোরা।

এক সাক্ষাৎকারে মালাইকা খানিক খোলামেলা ভঙ্গিতেই জানিয়েছেন, বিয়ের পরে মেয়েদের অন্তত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আলাদা রাখা জরুরি। মালাইকার পরামর্শ, ‘‘স্বামীর মন জোগাতে গিয়ে নিজের পরিচয়টা হারিয়ে ফেলো না।’’

পিতৃতান্ত্রিক সমাজে সাধারণত বিয়ের পর মেয়েরাই স্বামীর সঙ্গে থাকতে আসেন। স্বামী সচরাচর স্ত্রীর সঙ্গে থাকার জন্য তাঁর বাড়িতে আসেন না। মালাইকা মনে করেন, ওই ব্যবস্থাই বহু মহিলার মানসিকতাকেও নিয়ন্ত্রণ করে। তিনি বলছেন, ‘‘মেয়েরা মনে করে বিয়ের পর সে যখন নতুন জায়গায় আসছে, তখন তাকেই কিছুটা বোঝাপড়া করতে হবে। ওই ভাবনা থেকেই অনেক সময় তারা নিজেদের বিলিয়ে দেয়। নিজের পছন্দ অপছন্দের খেয়াল রাখে না। সঙ্গীর পছন্দকেই নিজের পছন্দ বানিয়ে নেন। আমার মতে সেটা করা উচিত নয়।’’

বিবাহিত মহিলাদের মালাইকার পরামর্শ, ‘‘স্বাধীন রাখো বাবা! যো তেরা হ্যায় উও তেরা হ্যায়। যো মেরা হ্যায় উও মেরা হ্যায়। জানি, বিয়ের পর সবকিছু এক করার, মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকেই। কিন্তু নিজের পরিচয়, নিজের পছন্দ অপছন্দকে সম্মান জানানোটাও ততটাই জরুরি।’’ মালাইকা বলছেন, ‘‘তুমি তো এক জনের পদবিটা নিজের নামের সঙ্গে জুড়েছোই , পরিচয়টাও কি বিসর্জন দেবে?’’

সময়টা একদমই ভালো কাটছে না ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির এবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতেই বেগ পেতে হচ্ছে। ...
27/12/2024

সময়টা একদমই ভালো কাটছে না ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির এবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতেই বেগ পেতে হচ্ছে। র‍্যাঙ্কিংয়েও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। পাঁচ নম্বরে থেকে বছর শেষ করছে সেলেসাওরা।

আন্তর্জাতিক ফুটবলে নিজেদের জায়গা ধরে রাখতে আসন্ন বছর ব্রাজিলকে বেশ ভালোই লড়াই করতে হবে। ২০২৫ সালে দলটির মূল ব্যস্ততা থাকবে বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে। কনমেবল অঞ্চলের প্রতিটি দেশ এখন পর্যন্ত বছাইপর্বের ১২টি করে ম্যাচ খেলেছে। সেখানে ৫ জয়, ৪ হার এবং ৪ ড্র নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


২০২৬ বিশ্বকাপে কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি খেলবে। সে হিসেবে বিশ্বকাপের ওঠার দৌড়ে এখনও ভালোমতোই টিকে আছে ব্রাজিল। তবে একটু হাত ফসকালেই বিশ্বকাপ থেকে জায়গা হারাতে পারে তারা। তাই আসন্ন বছর বিশ্বকাপ বাছাইয়ের সবগুলো ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য।

আরও পড়ুন: ম্যানসিটির আকর্ষণীয় প্রস্তাবকেও না রদ্রিগোর

২০২৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রথম ম্যাচ ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে। একই মাসের ২৬ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। জুন উইন্ডোতে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আছে ব্রাজিলের। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন আর প্যারাগুয়ের বিপক্ষে সেলেসাওদের ম্যাচ ১০ জুন।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচ ১০ ও ১৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচটিতে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ভিনিসিউস জুনিইয়র-রদ্রিগো গোজরা।

মাত্র ১৩ হাজার রুপি (১৮ হাজার টাকা) বেতনে সরকারি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন তিনি। অথচ এই বেতনে চা...
27/12/2024

মাত্র ১৩ হাজার রুপি (১৮ হাজার টাকা) বেতনে সরকারি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন তিনি। অথচ এই বেতনে চাকরি করেও প্রেমিকাকে দিয়েছেন বিলাশবহুল একটি ফ্ল্যাট এবং নিজে কিনেছেন গাড়ি। যার জন্য খরচ হয়েছে ২১ কোটি রুপি বা ২৯ কোটি টাকা। খবর এনডিটিভির।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। অভিযোগ রয়েছে বিশাল অঙ্কের অর্থ চুরি করে তা প্রেমিকাকে দিয়েছেন ওই ব্যক্তি। যার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তার নাম হার্শাল কুমার ক্ষীরসাগর। বর্তমানে পলাতক রয়েছেন তিনি।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অর্থ চুরি করার জন্য ২৩ বছর বয়সী ওই যুবক সূক্ষ্ম পরিকল্পনা করেন। স্পোর্টস কমপ্লেক্সের একটি ব্যাংক অ্যাকাউন্টে ইমেইল করার জন্য প্রতিষ্ঠানের পুরাতন লেটারহেড ব্যবহার করেন। শুধু তাই নয় প্রতিষ্ঠানের ইমেইলের সঙ্গে মিল রেখে নতুন একটি ইমেইল খুলে সে। নতুন মেইলে শুধু একটি অক্ষর পরিবর্তন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ স্পোর্টস কমপ্লেক্সের ইমেইল মনে করে লেনদেনের যাবতীয় সুবিধা প্রদান করে। আর এতে করে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ পায় হার্শাল।

পুলিশ জানিয়েছে, অর্থ হাতিয়ে নেয়ার পর ১.২ কোটি রুপি দিয়ে বিএমডব্লিউ গাড়ি, ১.৩ কোটি রুপি দিয়ে এসইউভি এবং ৩২ লাখ রুপি খরচ করে বিএমডব্লিউ বাইক ক্রয় করে হার্শাল। এছাড়া সে তার প্রেমিককে ছাত্রপতি সম্ভাজিনগরে বিমানবন্দরের পাশে একটি ফ্ল্যাট কিনে দেন। একইসঙ্গে তিনি তার প্রেমিকের জন্য হীরা খচিত একটি চশমা ক্রয় করেছিলেন।

বিপুল পরিমাণ অর্থ লুটপাটের এই ঘটনার সঙ্গে হার্শাল ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। হর্শালকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। একই সঙ্গে তার বিলাসবহুল সব গাড়ি জব্দ করেছে পুলিশ।

মহারাষ্ট্র পুলিশ বলছে, ক্রীড়া বিভাগের একজন কর্মকর্তা আর্থিক অনিয়মের বিষয়টি জেনে যাওয়ার পর অভিযোগ দায়ের করেছেন। এরপরই বিষয়টি জানাজানি হয়ে যায়।

পবিত্র ওমরা পালনকারীরা মক্কার গ্র্যান্ড মসজিদ মসজিদে হারামের পাশে বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করতে পারবেন। এখন থেকে মসজিদে ...
27/12/2024

পবিত্র ওমরা পালনকারীরা মক্কার গ্র্যান্ড মসজিদ মসজিদে হারামের পাশে বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করতে পারবেন। এখন থেকে মসজিদে হারামের পুব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে ৬৪ নম্বর গেটের কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করা যাবে।

সম্প্রতি সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ সাত কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন ওমরা পালনকারীরা। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না।

ব্যাগ ফেরত নেয়ার জন্য একটি ক্লেইম টিকিট দেখাতে হবে। সর্বোচ্চ চার ঘণ্টা সংরক্ষণাগারে ব্যাগ রাখা যাবে। ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপর মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক।

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ শুক্রবার কাজ শুরু করেছ...
27/12/2024

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ শুক্রবার কাজ শুরু করেছে।

আজ সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয় ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কড়া পাহারা দেখা যায়। সকালে আট সদস্যের এই তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে ঢোকেন। পরে তাঁরা সচিবালয়ে বৈঠক করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসমান গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুরসহ তদন্ত কমিটির আট সদস্য অংশ নেন। তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন পরিদর্শন করেন।

গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেয়াল ও মেঝেতে বড় ক্ষতি হয়েছে।

পরিদর্শন ও সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, ‘আজ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছি। তদন্তকাজটা শুরু হয়েছে। তদন্ত চলছে। আগামীকাল শনিবার তদন্ত কমিটির সদস্যরা আবার বৈঠক করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ কামাল বলেন, তদন্ত শেষ না হলে আগুন লাগার কারণ নিয়ে মন্তব্য করা যাবে না। সচিবালয়ের ভেতরের অবস্থা গতকালকের মতোই রয়েছে।

এদিকে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটও সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে।

অবশ্য উত্তর সিটির দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, মূলত এ সিটির বর্ধিত এলাকার (নতুন যুক্ত ১৮টি ওয়ার্ড) বিস্তীর্ণ জলাভূমিতে ...
27/12/2024

অবশ্য উত্তর সিটির দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, মূলত এ সিটির বর্ধিত এলাকার (নতুন যুক্ত ১৮টি ওয়ার্ড) বিস্তীর্ণ জলাভূমিতে এ যন্ত্র ব্যবহার করে মশা নিধনের কাজ করা হবে। পাশাপাশি পুরোনো এলাকার যেসব জায়গায় মশকনিধনকর্মীরা ওষুধ ছিটানোর কাজে সাধারণত পৌঁছাতে পারেন না, সেসব স্থানে এ যন্ত্র দিয়ে ওষুধ ছিটানো হবে।

ঢাকার পরিস্থিতি বিবেচনায় এমন যন্ত্র ব্যবহারে খুব বেশি সুফল পাওয়া যাবে না। এতে জনগণের টাকার অপচয় হবে।

মশা মারতে এবার সত্যিই যেন কামান কিনছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। মশার লার্ভা নিধনে ওষুধ ছিটানোর কাজে ব্যবহৃত এ যন্ত্রের একেকটির দাম প্রায় দেড় কোটি টাকা। ইতিমধ্যে এমন ৫টি যন্ত্র কিনতে ৭ কোটি পৌনে ১৯ লাখ টাকায় একটি প্রতিষ্ঠানকে সরবরাহের আদেশ দিয়েছে সংস্থাটি।

কীটতত্ত্ববিদেরা বলছেন, ঢাকার পরিস্থিতি বিবেচনায় এ ধরনের যন্ত্র ব্যবহারে খুব বেশি সুফল পাওয়া যাবে না। এমন যন্ত্রে জনগণের টাকার অপচয় হবে। তাই এটি কেনা বন্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির এক কর্মকর্তা বলেন, বিভিন্ন বিষয় বিবেচনা করে যন্ত্রটি কেনায় কর্মকর্তাদের মত ছিল না; কিন্তু সাবেক সিটি মেয়র আতিকুল ইসলামের ইচ্ছায় এগুলো কেনার জন্য দরপত্র আহ্বান ও সরবরাহের আদেশ দিতে হয়েছে। তবে যন্ত্রের সংখ্যা ১০টির পরিবর্তে কমিয়ে ৫টি করা গেছে।

ডিএনসিসি সূত্র জানায়, যন্ত্রটির মাধ্যমে লার্ভা নিধনের ওষুধ কুয়াশার মতো করে ছিটানো হবে। নির্দিষ্ট কোনো জায়গায় দাঁড়িয়ে প্রায় ৩০ ফুট দূরে যন্ত্রটি দিয়ে ওষুধ ছিটানো সম্ভব হবে। তবে যন্ত্রটি বহনে প্রয়োজন হবে গাড়ির। কোনো পিকআপে তুলে বা সেটির পেছনে বেঁধে যন্ত্রটি পরিবহন করতে হবে।

এ সংস্থার স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেন, লার্ভা নিধনে সকালে দুই ধরনের ওষুধ—টেমিফস ও ম্যালেরিয়া ওয়েল-বি ব্যবহার করা হয়। এ ছাড়া বদ্ধ পানিতে লার্ভা নিধনে নোভালুরন ট্যাবলেটও ব্যবহার করে সংস্থাটি।

সিনেমা নিয়ে বেশ খুঁতখুঁতে হলেও ব্যক্তিগত জীবনে একটা সময় নাকি মদ্যপানেই ডুবে থাকতেন আমির খান। সে সময় তাঁর খেয়ালই থাকত না ...
27/12/2024

সিনেমা নিয়ে বেশ খুঁতখুঁতে হলেও ব্যক্তিগত জীবনে একটা সময় নাকি মদ্যপানেই ডুবে থাকতেন আমির খান। সে সময় তাঁর খেয়ালই থাকত না কোনো দিকে, এমনকি কতটুকু খাচ্ছেন, সেটিও মনে থাকত না, এককথায় পুরোদস্তুর নেশাগ্রস্ত হয়ে পড়তেন। এমন আকণ্ঠ মদ্যপানের কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন আমির খান। জি মিউজিকের ইউটিউব চ্যানেলে অভিনেতা নানা পাটেকরের সঙ্গে কথোপকথনে উঠে আসে আমিরের জীবনের অনেক অজানা কথা।

আমির বলেছিলেন, জীবনে নাকি মধ্যপন্থা নিতেই পারেন না তিনি। যেটাই করেন, একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। মদ্যপানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। নানা পাটেকরের সঙ্গে এক সাক্ষাৎকারে মদ্যপান নিয়ে খোলাখুলি কথা বলেন আমির। আমির কি সময়ানুবর্তিতা মেনে চলেন? নানা পাটেকরের এমন প্রশ্নের জবাবে আমির বলেছিলেন, ‘হ্যাঁ আমি সময় মেনে চলি। কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছে যাই। পেশার ক্ষেত্রে আমি খুবই নিয়মানুবর্তিতা মেনে চলি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি খুবই অলস। বেশ কিছু বদভ্যাসও রয়েছে। আমি পাইপে ধূমপান করি। এখন আর আমি মদ্যপান করি না। কিন্তু একটা সময় আমি খুবই মদ্যপান করতাম। সে সময় আমি সারা রাত মদ্যপান করতাম।’

আমির আরও বলেন, ‘সমস্যাটা হলো, আমি যে কাজ করি, সেটা অনবরত করতেই থাকি। মধ্যপন্থা বলে কিছু নেই আমার অভিধানে। তবে এটা মোটেই ভালো অভ্যাস নয়। সেটা আমি বুঝে গেছি।’

যদিও ছবি নির্মাণের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে আমিরের কোনো সমস্যা হয় না। এ প্রসঙ্গেও অভিনেতার ভাষ্য, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বছরে একটাই ছবি করব।’ শুধু তা–ই নয়, একটা ছবি বানাতে গিয়েই নাকি তিন বছর কাটিয়ে দেবেন আমির খান।

শেষবার ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে দেখা গেছে আমিরকে। তাঁর সঙ্গে পর্দা ভাগ করেন কারিনা কাপুর খান। বর্তমানে ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

27/12/2024

পররাষ্ট্র উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বক্তব্য সেটা স্লিপ অফ টাং- স্বরাষ্ট্র উপদেষ্টা _ রোহিঙ্গা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ইসলামী ব্যাংক রোড এলাকায় ফুটপাতে বসেছে অস্থায়ী শীতবস্ত্রের বাজার। এখানে দরিদ্র ও স্বল...
27/12/2024

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ইসলামী ব্যাংক রোড এলাকায় ফুটপাতে বসেছে অস্থায়ী শীতবস্ত্রের বাজার। এখানে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের ভিড় বেশি দেখা যায়। স্থানীয়ভাবে শীতবস্ত্রের বাজারটি ‘গুলিস্তানবাজার’ হিসেবে পরিচিত। ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে এখানে শীতবস্ত্র পাওয়া যায়।

গত মঙ্গলবার বিকেলে শীতবস্ত্রের ‘গুলিস্তানবাজারে’ কথা হয় শীতবস্ত্র কিনতে আসা দিনমজুর বিষ্ণুচন্দ্র বর্মণের সঙ্গে। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে। বিষ্ণুচন্দ্র বর্মণ বলেন, ‘এইবার শীতে কাবু অইয়া গেছি। বড় মার্কেটে শীতবস্ত্রের যে দাম, আমাগো মতো গরিবগো পক্ষে হেনো এগুলি কিনার সাধ্য নাই।টুকটাক কাম কইরা যা আয়রোজগার করি, হেইডা দিয়া ঠিকমতো সংসারের খরচই চলে না। দামি ও ভালা শীতের কাপড় কিনুম ক্যামনে। এলিগা এই বাজারে আইছি। কম দামে কয়েকটা শীতের কাপড় কিনছি। স্ত্রী ও ছেলে–মেয়েদের জন্যও কয়েকটা কিনছি। ৩০০ টেয়ায় সবার জন্য শীতবস্ত্র কিনতে পারছি। এইডা অইল গরিবের বাজার।

গত মঙ্গলবার ও গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজার ঘুরে ক্রেতাদের ভিড় দেখা যায়। গরিব, অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষদের এই বাজারে আনাগোনা বেশি। সোয়েটার, মাফলার, জাম্পার, জ্যাকেট, কানটুপি, হাত ও পা মোজা, কার্ডিগান, ব্লেজার, ট্রাউজারসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিক্রি হচ্ছে।

‘বাইছা নিলে ৫০ টেয়া। ৫০ টেয়ায় পাইবেন সবকিছু। একটু ভালা নিলে ১০০ টেয়া। এর চেয়ে ভালা নিলে ২০০ টেয়া।’ ক্রেতাসাধারণের উদ্দেশে এমন হাঁকডাক দিয়ে শীতবস্ত্র বিক্রি করছিলেন সাগর হোসেন নামের একজন। তাঁর বাড়ি উপজেলার কলাদী এলাকায়।

আলাপকালে সাগর হোসেন বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে এখানে অস্থায়ী দোকান পেতে শীতের বস্ত্র বিক্রি করছেন তিনি। ঢাকার গুলিস্তানবাজার থেকে শীতবস্ত্র কিনে সেগুলো মতলবের এই ‘গুলিস্তানবাজারে’ বিক্রি করছেন। প্রতিদিন ২ হাজার থেকে ৫ হাজার টাকার বস্ত্র বিক্রি করছেন। এতে গড়ে প্রতিদিন লাভ হয় ৮০০ থেকে হাজার টাকা। শীতের তিন মাস এই মৌসুমি ব্যবসা করেন। শীত চলে গেলে অন্য পেশায় চলে যান। তবে তিন মাসের আয়ে ৬ মাস সংসারের খরচ চলে তাঁর।
এই বাজারের আরেক বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শীত বেড়ে যাওয়ায় শীতবস্ত্রের চাহিদা ও বেচাকেনা অনেক বেড়েছে। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে শীতবস্ত্রের বেচাকেনা।

27/12/2024

জুলাই বিপ্লবে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে মাদ্রাসা ছাত্ররা- মাহমুদুর রহমান

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে ছন্দে নেই বিরাট কোহলি। চলতি সিরিজে একটি শতক থাকলেও আর কোনো বলার মতো ইনিংস খেলেননি ভারতের ...
27/12/2024

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে ছন্দে নেই বিরাট কোহলি। চলতি সিরিজে একটি শতক থাকলেও আর কোনো বলার মতো ইনিংস খেলেননি ভারতের এই সাবেক অধিনায়ক। এদিকে মেলবোর্ন টেস্টে অভিষিক্ত অজি ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। এবার তাকে ভিলেন বানালেন অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো কোহলির সমালোচনা করছে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমের স্পোর্টস কভার পেইজ। সেখানে তারা কোহলিকে 'ক্লাউন কোহলি' হিসেবে সম্বোধন করেছে।

দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমটি কোহলিকে সেখানে জোকারের সঙ্গে তুলনা করেছে। সেই প্রচ্ছেদটি আবার এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন ণমাধ্যমটির ক্রীড়া সম্পাদক জ্যাকেব ওয়াদেল।

স্যাম কনস্টাস কাণ্ডের জন্য গণমাধ্যমটি এক প্রতিবেদনে দাবি করে, কোহলিকে নিষিদ্ধ করা উচিৎ ছিল। তবে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়ে কোহলি পার পেয়ে গেছেন। এদিকে অস্ট্রেলীয় মিডিয়াতেও বলাবলি হচ্ছে, ভাগ্যক্রমে নিষেধাজ্ঞা এড়িয়ে গেছেন কোহলি।

এমসিজি টেস্টের প্রথম দিনে মোহাম্মদ সিরাজের ওভারের শেষ বলে সিঙেল নিয়ে ওভার শেষ করে প্রান্ত বদলের জন্য গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তের সতীর্থ উসমান খাজার দিকে হাঁটছিলেন কনস্টাস। উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। হঠাৎ ক্রিজের কাছাকাছি এসে পথ বদল করে অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সদ্য অভিষিক্ত কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন কোহলি।

ঘুরে দাঁড়িয়ে অজি তরুণ কিছু একটা বলেন কোহলিকে। কোহলিও পাল্টা জবাব দেন। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখে এগিয়ে আসেন উসমান খাজা। প্রথমে কনস্টাসের কাঁধে হাত রেখে তাকে শান্ত করেন। এরপর কোহলির দিকে এগিয়ে গিয়ে তার কাঁধেও হাত রেখে কিছু বলে পরিস্থিতি সামাল দেন।

Address

Nasir Trade Center, 89 Bir Uttam CR Dutta Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when etcbangla.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to etcbangla.tv:

Share