Sadhin Banglatv

Sadhin Banglatv Sadhin Banglatv, 24-hour live news Television Channel Dhaka Bangladesh

Sadhin Bangla TV" is a live news channel that provides the latest news updates from Bangladesh. "Sorbosesh" is the program that covers the latest news from all over the country, including Dhaka. You can get exclusive news reports from "Sadhin Bangla TV" and stay updated with the latest happenings in Bangladesh. Stay tuned for live news updates on all domains including politics, economics, sports, entertainment, and more,
office House 43 Ground Floor Road 30 Rupnagar Mirpur Dhaka

06/01/2025

পটুয়াখালী বাউফলে ব্যবসায়ী শিবু বণিককে অপহরণকারী ৫ সদস্য।
১ মাসুদ শরীফ, পিতা-আকবর শরীফ, বালিগোনা, ঝালকাঠী। ২ জহির প্যাদা, পিতা-বাবুল প্যাদা, বড় ডালিমা, নাজিরপুর, বাউফল। ৩ বিধান মিস্ত্রী, পিতা-গকুল মিস্ত্রী, বড় ডালিমা, নাজিরপুর, বাউফল। ৪ মিরাজ, পিতা- মিনটু মৃধা, ডালিমা, নাজিরপুর, বাউফল। ৫ মাহফুজ, পিতা- জাকির সিকদার, দক্ষিণ আইচা, ভোলা। awami league #পটুয়াখালী

06/01/2025

পটুয়াখালীতে তৈলের দামে বিক্রি হচ্ছে পানি, পার লিটার ১০০ টাকা।

04/01/2025

ধরিয়ে দিলে ১ লক্ষ্য টাকা পুরস্কার।

অভিযুক্ত মোঃ আবুল বসার পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রামের মোঃ আব্দুল আজিজ মৃধার ছেলে।

তিনি দীর্ঘদিন যাবত পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে মোঃ কালাম মীরদার তৈলের দোকানে ম্যানেজার পদে কর্মরত ছিলেন, দীর্ঘদিন কর্মরত ছিলেন ওই দোকানে, খুবই বিশ্বাসিত ছিলেন এই প্রতারক ম্যানেজার সুযোগ বুঝেই আনুমানিক ৫০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান, উক্ত প্রতারক ম্যানেজারের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে, বাদী মোঃ কালাম মৃধা, বলেন অপরাধী কে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে তথ্যকারীকে। #বাংলাসংবাদ #স্বাধীনবাংলাটিভি

04/01/2025

৭ তারিখ কেউ ভোট দিতে যাবেন না, ফিরে দেখা #পটুয়াখালী

20/12/2024

পটুয়াখালীতে চাঁদাবাজদের ভয়ে, অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী রা।

উক্ত বিষয় একাধিক সচেতন মহলের ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, এরকম একাধিক স্থান রয়েছে, যেখানে কেউ কারো ধার ধারে না, তবে চাঁদা দিতেই হয় ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের। একমাত্র প্রশাসন চাইলে বন্ধ হতে পারে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। চাঁদাবাজি হচ্ছে পটুয়াখালির খেয়াঘাট লঞ্চঘাট বাস স্ট্যান্ড সহ একাধিক অটো রিক্সার স্ট্যান্ডগুলোতে যেন দেখার কেউ নেই এমনটাই বলেন আইন ও সালিশ কেন্দ্রের, এক আইনজীবী। #দৃষ্টিআকর্ষণ Mokshedul Mia পটুয়াখালী থানা পটুয়াখালী
: #বাংলাখবর #বাংলাসংবাদ #পটুয়াখালীর

18/12/2024

পিরিতের খাতায়, দিছে, আগুন জালাইয়া
বিজয় দিবসে ডিজে ডান্স।
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী দুমকিতে ডিজে ডান্স। #বিজয় #দিবস #১৬ডিসেম্বর Sadhin Banglatv

18/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় নাটক অত্যাচারী সেনাপতি।

পটুয়াখালীর দুমকিতে, মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক নাটক, অত্যাচার সেনা পতি।
#বাংলাদেশ #নাটক

18/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!
Sadhin Banglatv

ঠান্ডা মাথায় যেভাবে হিন্দু মেয়েটিকে বুঝালো। কেন আমাকে সাইনবোর্ড থেকে বাদ দিয়ে দিলেন, আপনাদের সাইনবোর্ড তো ঠিক, নেই আগ...
18/12/2024

ঠান্ডা মাথায় যেভাবে হিন্দু মেয়েটিকে বুঝালো।
কেন আমাকে সাইনবোর্ড থেকে বাদ দিয়ে দিলেন, আপনাদের সাইনবোর্ড তো ঠিক, নেই আগে সাইনবোর্ড ঠিক করেন তারপরে কথা বলুন।
#হিন্দু #বদ্ধ #খ্রিষ্টান #ঐক্য #পরিশোধ #বাংলা #সংবাদ #বাংলাদেশ #বাংলাদেশী #বাংলাদেশের #বাংলাদেশেরখবর #বাংলাখবর #বাংলাদেশেররাজনীতি #বাংলাচুটি

07/12/2024

পটুয়াখালীতে বির্দি পেয়েছে কিশোর জ্ঞান

07/12/2024

কোথায় দিয়েছে ছেলেকে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলেন মা। মাদ্রাসা থেকে কেন মাদক নিরাময় কেন্দ্রে? #পটুয়াখালীর #বাংলাদেশ #মাদক #মাদক #নিয়ন্ত্রণ #অধিদপ্তর

07/12/2024

পটুয়াখালীর ছাত্রলীগের এই অপরাধীদের এখনো আটক করা হয়নি।

07/12/2024

গত ১৫ বছরে বাংলাদেশ থেকে জানিয়েছে ভারত।
রিপোর্ট নাগরিক টেলিভিশন।

01/12/2024

ক্ষমতায় তুই, নাইলে মুই, আসামি ছাত্রলীগ নেতাকে বাঁচাতে মরিয়া ভাই ছাত্রদল নেতা মুরাদ।

উল্লেখ্য গত, ১৯.৭.২০২৪ তারিখ, রোজ শুক্রবার জুমার নামাজের পরে পটুয়াখালী বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীরা, ওই আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে যায় স্থানীয় গণমাধ্যম কর্মী এ সময় তার উপরে হামলা করা হয়, উক্ত হামলায় গুরুতর আহত হয় ওই সংবাদকর্মী।

এ ঘটনায় পরবর্তীতে একটি মামলা হলে ভিডিও ফুটেজ দেখে মামলা করেন ওই সংবাদ কর্মী সেই মামলায় আসামি হয়েছেন ছাত্রলীগ নেতা ফরহাদ, তবে মামলা হওয়ার পর থেকেই মামলার এজাহার থেকে, নাম কাটাতে মরিয়া হয়ে উঠেছে ভাই ছাত্রদল নেতা মুরাদ। এ ঘটনায় খুব ও দুঃখ প্রকাশ করেছেন ওই সংবাদ কর্মী তাছাড়া এ ধরনের স্বজনপ্রীতি হচ্ছে অহরহর পটুয়াখালীতে যার প্রভাব পড়ছে স্থানীয়দের মাঝে, যেমন অলরেডি সক্রিয় হয়ে উঠেছে ছাত্রলীগ কর্মীরা।

আর বিএনপির অনেক নেতৃবৃন্দ বলছে এটাই হচ্ছে এখন পটুয়াখালীতে, একই ঘরে ভাগাভাগি করে করছে ভাইয়েরা রাজনীতি যার একটি ডায়লগ চলছে এখন ক্ষমতায় তুই নাইলে মুই।

শুধু তাই নয় উক্ত বিষয় মামলার বাদী গণমাধ্যম কর্মীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করার চেষ্টা করেন ওই ছাত্রদল নেতা মুরাদ, এ বিষয়ে মুরাদ এর আশ্রায় পোচরায় দাতাদের, নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই তবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলমান রয়েছে পুরো বিষয় নিয়ে বিস্তারিত নিয়ে উক্ত ঘটনা তুলে ধরা হবে জাতির মাঝে।

#বাংলাদেশ #পটুয়াখালীর #বাংলা #খবর

30/11/2024

মাদক শিবির কাছ থেকে নিতে হচ্ছে মাদকের চিকিৎসা

পটুয়াখালীতে কিছুদিন আগে মাদকের সাথে জড়িত থাকার কারণে যারা আটক হয় তারাই এখন পরিচালনা করছে এই মাদক নিরাময় কেন্দ্র মানছে না সরকারের নিয়ম নীতি।

স্বপ্ন পটুয়ায়াখালী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,16/10/2024 তারিখে যে শর্তে লাইসেন্স পেয়েছে মানা হচ্ছে কি উল্লেখিত নিয়ম কারণ দেখে নেয়া যাক এক নজরে।

মাদক নিরাময় কেন্দ্রে ভুলবুঝিয়ে একজন শিশুকে নিয়ে যাওয়া হলে সেটা 'একটি সম্পৃক্ত আইন লঙ্ঘন' হিসেবে হিসাবে গণ্য হতে পারে।

প্রথমে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে এসেছে বিষয়টি অস্বীকার করেন মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা, এ সময় গণমাধ্যম কর্মীরা উক্ত বিষয়ে চ্যালেঞ্জ করলে কেন্দ্রে থাকা ব্যক্তিরা বলেন অনেক সময় হ্যান্ডকাপ পরিয়ে আনতে হয় তা না করিলে মাদক শিবিদের কেন্দ্রে আনা যায় না।

স্বপ্ন পটুয়ায়াখালী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,16/10/2024 তারিখে যে শর্তে লাইসেন্স পেয়েছে মানা হচ্ছে কি উল্লেখিত নিয়ম কারণ দেখে নেয়া যাক এক নজরে বিস্তারিত দেখতে ক্লিক করুন।

মাদক নিরাময় কেন্দ্রে ভুলবুঝিয়ে একজন শিশুকে নিয়ে যাওয়া হলে সেটা 'একটি সম্পৃক্ত আইন লঙ্ঘন' হিসেবে হিসাবে গণ্য হতে পারে।

মাদক নিরাময় কেন্দ্রে রোগীদের জন্য মেডিকেল ট্রিটমেন্ট সরবরাহ করা হয়, যেহেতু মাদক ব্যবহার শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলে, তাই মেডিকেল পরীক্ষা, চিকিৎসা এবং পরামর্শ এমন একটি কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, রোগীদের জন্য মানসিক এবং সামাজিক সহায়তা দেওয়া হয়, যেমন মানসিক স্বাস্থ্যের সেবা, কাউন্সেলিং, মাদক প্রতি প্রতিপাদন, সেলফ হেল্প গ্রুপ এবং মূল্যায়ন। এই কেন্দ্রগুলি মাদকাসক্ত হারানো, সমাজে পুনঃস্থাপনা করানো এবং সমাজে তারা একটি উপকারের অংশ হতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠান এবং সমাজের প্রত্যাশা বজায় রাখার জন্য একটি মূল্যবান সহায়ক।

যদি কেন্দ্রের সাথে মাদক নিরাময় কেন্দ্রের সম্পর্কে অব্যবস্থা থাকে, তাহলে কিছু দুষ্কৃতিতে পরিণতি হতে পারে, যেমন:

1. চিকিৎসা ও পরামর্শের অভাবে রোগীদের কোন সাহায্য না মেলা।
2. মাদক ব্যবসায়ী দল বা অপরাধীরা অত্যাধুনিক ঔষধ ব্যবস্থা ব্যবহার করে রোগীদের অত্যাধুনিক মাদক দেওয়াতে সাহায্য করতে পারে।
3. সহানুভূতি ও স্থিরতা গবেষণা এবং পরামর্শে হারানো যেতে পারে।
4. সমাজের অবস্থানে হ্রাসের সাথে সমস্যা বৃদ্ধি পেতে পারে।

এ সমস্যার সামনে দায়মুক্ত করার জন্য, প্রতিষ্ঠানিক সরকার ও সমাজের অন্যান্য মাদকের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অভিযানে অধ্যয়ন করা প্রয়োজন।

বাংলাদেশের মাদক নিরাময় কেন্দ্রগুলিতে মাদকাসক্ত ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়, যেমন: ডিটকপ/Methadone থেরাপি, নিরাপদ টেপিং, কাউন্সেলিং, সাইকোথেরাপি, মেডিকেশন ম্যানেজমেন্ট, সুস্থতার পরামর্শ এবং নার্কোটিক্স এনানোনিমাস প্রোগ্রাম (Narcotics Anonymous program)। এসব সেবাগুলির মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সাহায্য এবং সাপোর্ট প্রদান করা হয়।

বিস্তারিত দেখতে ক্লিক করুন. https://docs.google.com/document/d/1XgG4FYvG7_UGuUuOr-winD2U1JOdSt8BXk6xwJYBCxw/edit?tab=t.0

#পটুয়াখালীর #বাংলাদেশ #বাংলা #মাদক #নিয়ন্ত্রণ #অধিদপ্তর Sadhin Banglatv

29/11/2024

গলাচিপের শাজাহান খানের মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের দায়িত্ব নিলেন নাতি।

29/11/2024

পটুয়াখালী ব্রিজের ভাড়া না দিয়ে যাচ্ছে স্টুডেন্ট, ওরাও তো মানুষ কেন আচরণে কষ্ট পাবে।

27/11/2024

আওয়ামী লীগ নেতা ধর্ম নিয়ে কটুক্তি পরে যা হল।

Address

43 Rupnagar. Road No. 30
Banani Model Town
1216

Telephone

+8801717966305

Website

https://www.youtube.com/@sadhinbanglatvbd, https://www.instagram.com/sadhinbanglatv/, https://

Alerts

Be the first to know and let us send you an email when Sadhin Banglatv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadhin Banglatv:

Videos

Share