Alo's kitchen

Alo's kitchen কেক অনেক সেনসিটিভ এবং ভঙ্গুর প্রোডাক্ট বিধায় ঢাকার বাইরে ডেলিভারি করা হয় না।।

একটা মেয়ের জন্য স্বামী সন্তানের চেয়েও অনেক বেশি প্রয়োজন সারা জীবন ধরে তার বাবা থাকা ।।এক একটা অতৃপ্ত অনুভবের বিষয় যে...
25/10/2024

একটা মেয়ের জন্য স্বামী সন্তানের চেয়েও অনেক বেশি প্রয়োজন সারা জীবন ধরে তার বাবা থাকা ।।
এক একটা অতৃপ্ত অনুভবের বিষয় যেটাতে কখনোই তৃপ্তি বোধ কমে আসে না ।।

যে সম্পর্কে শুধুমাত্র আবদার আর অধিকার থাকে।।

মেয়ে বুড়ো হয়ে গেলেও বাবার জায়গাটা শুধু বাবার থেকে যায় সেটা আর কেউ নিতে পারে না।।।
পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যার কাছে সন্তান সারাজীবন ছোট থাকে।

রাজকন্যা যে মেয়েরা তারা পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষদের মধ্যে সবচেয়ে সেরা।।
আল্লাহ প্রত্যেকটা রাজকন্যার জন্য তার সর্বোচ্চ বড় নেয়ামত তার রাজার সমান বাবাকে দীর্ঘ হায়াত দান করুন।।
আর যাদের বাবা কবরবাসী হয়েছেন তাদের কবরের আজাব মাফ করে জান্নাতের এক টুকরা বাগানের মালিক বানিয়ে দিন।।।
আল্লাহপাক আমার মরহুম আব্বাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন কবরের আজাব মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

এই কেকটার ছবি আপলোড দেওয়া হয়নি।। আসলে ইদানিং পেজে খুব কম থাকা হয় ।আবার হয়তো দুর্দান্ত এনার্জি নিয়ে কাম ব্যাক করব যদ...
25/10/2024

এই কেকটার ছবি আপলোড দেওয়া হয়নি।।
আসলে ইদানিং পেজে খুব কম থাকা হয় ।
আবার হয়তো দুর্দান্ত এনার্জি নিয়ে কাম ব্যাক করব যদি আল্লাহ চান 🙂🙂

এই কেকটা র কথা কি মনে আছে🙃🙃আর হয়তো সহসাই রেডি হবে না এই সুন্দরী।।
17/10/2024

এই কেকটা র কথা কি মনে আছে🙃🙃
আর হয়তো সহসাই রেডি হবে না এই সুন্দরী।।

ডিজাইনের উপর আমাদের প্রাইস নির্ভর করে।।ঢাকার বাইরে ডেলিভারি দেয়া হয় না। মিনিমাম দেড় পাউন্ড অর্ডার করতে হয় । কাষ্টমাই...
17/10/2024

ডিজাইনের উপর আমাদের প্রাইস নির্ভর করে।।
ঢাকার বাইরে ডেলিভারি দেয়া হয় না।
মিনিমাম দেড় পাউন্ড অর্ডার করতে হয় । কাষ্টমাইজ কেক হলে দুই পাউন্ড অর্ডার করতে হয়।।
সাথে থাকার জন্য ধন্যবাদ 🙂

590 গ্ৰামের এই কেকটা ডেলিভারি দিলাম বনশ্রী। এই ডিজাইন গুলো বার বার তৈরি করা হয়। কারন চকলেট কেক আমাদের দেশে এখনো ভীষণ জন...
17/10/2024

590 গ্ৰামের এই কেকটা ডেলিভারি দিলাম বনশ্রী।
এই ডিজাইন গুলো বার বার তৈরি করা হয়।
কারন চকলেট কেক আমাদের দেশে এখনো ভীষণ জনপ্রিয়।।

ঢাকার বাইরে ডেলিভারি দেয়া হয় না।দেড় পাউন্ড এর নীচে অর্ডার নেওয়া হয় না।।আমরা যে কোন ডিজাইন কাস্টমাইজ করে থাকি।।মূলত ...
12/10/2024

ঢাকার বাইরে ডেলিভারি দেয়া হয় না।
দেড় পাউন্ড এর নীচে অর্ডার নেওয়া হয় না।।
আমরা যে কোন ডিজাইন কাস্টমাইজ করে থাকি।।

মূলত ডিজাইনের উপর আমাদের প্রাইজ নির্ভর করে।
অর্ডার কনফার্ম করতে হয় মিনিমাম দুই দিন আগে।। আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দেওয়ার ।

হোমমেড কেক তাই যখন তখন আমরা ডেলিভারি দিতে পারি না আমরা কেবল অর্ডার দিলেই একদম ফ্রেশ কেক বানিয়ে দিই।।

অনেক দিন পর 😊😊
12/10/2024

অনেক দিন পর 😊😊

Anniversary cake 🙃🙃
02/07/2024

Anniversary cake 🙃🙃

কেক টা সুন্দর না 🙂মাত্রই নার্সারিতে উঠলো এবং এর মধ্যেই তার জন্মদিন।। তার মায়ের ইচ্ছা ছিল কিছু এলফাবেট থাকবে তার কেকের ড...
27/06/2024

কেক টা সুন্দর না 🙂
মাত্রই নার্সারিতে উঠলো এবং এর মধ্যেই তার জন্মদিন।। তার মায়ের ইচ্ছা ছিল কিছু এলফাবেট থাকবে তার কেকের ডিজাইনে।
আমি সেই মোতাবেক চেষ্টা করলাম।।

সিম্পল একটা স্পাইডার ম্যান কেকের ডিজাইন।।ভীষণ প্রিয় একজন বড় আপুর অর্ডার ছিল এটা।।আপুর সাথে সাথেই রিভিউ দিয়েছেন।। অসংখ...
12/06/2024

সিম্পল একটা স্পাইডার ম্যান কেকের ডিজাইন।।
ভীষণ প্রিয় একজন বড় আপুর অর্ডার ছিল এটা।।
আপুর সাথে সাথেই রিভিউ দিয়েছেন।।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।।

এই কেকটার আলাদা বিশেষ একটা আবেদন রয়েছে ।কেন জানেন ??এটা শুধু একটা কেক না বরঞ্চ কারো ভালোবাসার প্রতিচ্ছবি।।।।ভাই  গিটার ...
10/06/2024

এই কেকটার আলাদা বিশেষ একটা আবেদন রয়েছে ।
কেন জানেন ??
এটা শুধু একটা কেক না বরঞ্চ কারো ভালোবাসার প্রতিচ্ছবি।।।
।ভাই গিটার বাজাতে খুব পছন্দ করেন তাই বড় বোনের তরফ থেকে গিফট হিসেবে এই কেকটা পছন্দ করা হয়েছে।।

আসলেই তাই।।তবে যারা অকৃতজ্ঞ তারা কখনোই এটা মানবে না
10/06/2024

আসলেই তাই।।
তবে যারা অকৃতজ্ঞ তারা কখনোই এটা মানবে না

এই মেকআপ থীমকে কেকটা এর আগেও বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের করেছি ।।।কিন্তু সেম আরও একটা করেছিলাম।।এটা দুই পাউন্ড ওজনে...
10/06/2024

এই মেকআপ থীমকে কেকটা এর আগেও বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের করেছি ।।।
কিন্তু সেম আরও একটা করেছিলাম।।
এটা দুই পাউন্ড ওজনের একদম সিম্পল একটা ডেকোরেশন।।
এই কালারটা আমার ভীষণ পছন্দ।
একদম কম কালারেই সুন্দর একটা লুক চলে আসে।।
ডেলিভারি দিলাম জুরাইন।।
ছবি তোলার এক্সট্রা কোন সময় পাইনি তাই বক্সে ভরার আগেই দুই একটা ক্লিক ক্লিক।।

আই সুদিং একটা কেক।যেগুলো দেখলে যে কারোর ই চোখের শান্তি মেলে।।
07/06/2024

আই সুদিং একটা কেক।
যেগুলো দেখলে যে কারোর ই চোখের শান্তি মেলে।।

বাংলাদেশের অনলাইন বিজনেসের  সবার কাছেই ভীষণ সম্মানিত একজন ব্যক্তির কাছ থেকে এই দারুন বিষয় টা শিখেছি।। কোন কিছু অর্জনের ...
07/06/2024

বাংলাদেশের অনলাইন বিজনেসের সবার কাছেই ভীষণ সম্মানিত একজন ব্যক্তির কাছ থেকে এই দারুন বিষয় টা শিখেছি।।
কোন কিছু অর্জনের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সময়কে লক করে দেওয়া উচিত এবং সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়া উচিত ।।
বাকিটা আল্লাহ ভরসা।
সময় কাউকে কখনো ঠকায় না ।
যে যেভাবে কাজে লাগায় ঠিক সেভাবেই কর্মফল ভোগ করে।।।

কিছু কিছু কেক দেখতে এতটাই সিম্পল, কিন্তু যখন হাতে ডিজাইনগুলো তৈরি করতে হয় তখন বুঝা যায় এগুলা করা কতটা চ্যালেঞ্জের।।এই ...
06/06/2024

কিছু কিছু কেক দেখতে এতটাই সিম্পল,
কিন্তু যখন হাতে ডিজাইনগুলো তৈরি করতে হয়
তখন বুঝা যায় এগুলা করা কতটা চ্যালেঞ্জের।।

এই কেকটাও ঠিক সেরকম ।।
দেখতে অনেক বেশি সিম্পল ।

বাট এটার পিছনে কতটা পরিশ্রম দিতে হয়েছে নিখুঁত ফিনিশিং দেয়ার জন্য সেটা ভাবলে এখনো মাথা ঘুরে।।

এই কেকটা আমার ভীষণ পছন্দের।। এই কেকটা বানানোর পরে অনেকগুলো অর্ডার পেয়েছিলাম কিন্তু কোনটাই এটার মতো সুন্দর হয়নি।।
06/06/2024

এই কেকটা আমার ভীষণ পছন্দের।।
এই কেকটা বানানোর পরে অনেকগুলো অর্ডার পেয়েছিলাম কিন্তু কোনটাই এটার মতো সুন্দর হয়নি।।

প্রত্যেকটা মুহূর্তে মায়ের কথা মনে পড়ে।। হয়তো মাকে বলা হয় না ।।প্রত্যেকটা নামাজে দোয়ায় বাবা-মায়ের জন্য সর্বপ্রথম দ...
06/06/2024

প্রত্যেকটা মুহূর্তে মায়ের কথা মনে পড়ে।।
হয়তো মাকে বলা হয় না ।।
প্রত্যেকটা নামাজে দোয়ায় বাবা-মায়ের জন্য সর্বপ্রথম দোয়ার দরখাস্ত টা সন্তানরাই হয়তো করে ।

তাহাজ্জুদে বসে চোখের পানি ঝরালেও সেখানে প্রথমেই বাবা-মার জন্য সন্তানরা নিয়মিত দোয়া করে ।

এটা আল্লাহর নেয়ামত ।।
পৃথিবীতে বাবা মার মত আপনার কেউ নেই ।।
সময়ের সাথে সাথে বাবা-মার সাথেও হয়তো দূরত্ব তৈরি হয় কিন্তু মানসিক দূরত্ব কখনো তৈরি হয় না ।।

বলা হয় না কখনো মাকে অনেক ভালোবাসি
এবং সব সময় মায়ের কথা মনে পড়ে 😢😢

Address

বেলিরোড , শান্তিনগর
Dhaka
1000

Telephone

+8801894895668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alo's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alo's kitchen:

Share