Pirganj Pourosova Crush and Hates Confession

Pirganj Pourosova Crush and Hates Confession Pirganj Pourosova Crush and Hates Confession
আপনার ফিলিংস প্রকাশ করুন ফ্রিতে ইচ্ছে মতো☺️🤭

09/04/2024

Assalamualaikum

24/01/2024

To:কেও এক জন🤣
আমি প্রায় ৯ মাস ধরে "ফেসবুকে" একটা মেয়েকে পটানো'র চেষ্টা করলাম। মেয়েটি আজ বলল, "বিশ্বাস করেন ভাইয়া; আমি মেয়ে হলে এতদিনে ঠিকই পটে যেতাম!🙂

24/01/2024

.

ভাইয়া ডাকিস না Update kicu bol ,😏😚

18/01/2024

সবাইকে কম্বল তাড়ানো শীতের শুভেচ্ছা 🫣
শুভ সকাল💗❣️🧡❤️

 -Confession To : pakhiConfession From : NirobCollege :jani naBatch:ssc 2k25Facebook id: jani naপ্রথমেই রইলো এক বোতল ইথা...
30/12/2023


-
Confession To : pakhi
Confession From : Nirob
College :jani na
Batch:ssc 2k25
Facebook id: jani na

প্রথমেই রইলো এক বোতল ইথাইল অ্যালকোহলের মিস্টি ঘ্রাণবিশিষ্ট শুভেচ্ছা😘 আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয়, তুমি আমার পর্যায় সারণির ১১২ নম্বর মৌল এবং তোমার প্রতি আমার ভালোবাসা নিউটনের তৃতীয় সূত্রের মতই চির সত্য🥹 তোমার প্রতি আমার ভালোবাসা স্প্রিং নিক্তি দিয়েও পরিমাপ করা যাবেনা।

তোমার চোখে চোখ রাখলেই মনে হয় তোমার চোখে রাদারফোর্ড এর পরমাণু মডেলের মত ভালোবাসা মডেলের আলফা কণা বিচ্ছুরিত হচ্ছে।💘 হায়য়য়য়য়😭🫶 তোমার চোখের ওই চাহনি গামারশ্মির মত আমার হৃদয় ভেদ করে চলে যায়।

তোমার আমার মধ্যে যে প্রেম রাসায়নিক বন্ধন হবে তা আমি কখনোই ভেঙে যেতে দেব না। তোমার প্রতি আমার ভালোবাসা বোর পরমাণু মডেলের মত নয় যে, তোমার চেয়েও সুন্দর কাউকে দেখলে চলে যাবো ( তুমিই অবশ্য আমার কাছে সব থেকে সুদর্শন নারী) 😍 বার্জেলিয়াসের সূত্র ভুল প্রমাণিত হয়েছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কোনো মনোবিজ্ঞানি ভুল প্রমাণিত করতে পারবে না🙁💝

কিছু মনে করোনা প্রিয়, বার বার পড়তে বসলেই যে তোমায় মনে পরে তাই তো পরার ফাকে তোমায় নিয়ে লিখি।
আবারও ভালো বাসি। এইবার যদি তোমাকে পেয়ে যাই তবে কথা দিচ্ছি তোমার আমার বিয়ের ছবি এখানে চিরসরনীয় করে রাখবো🙈🙊নিজের যত্ন নিও প্রিয় কেমন।

ইতি তোমার.....Nirob🥀

28/12/2023

সত্যিকারে ভালোবাসা কেন পূর্ণতা পায় না.!🙂💔

28/12/2023

মানুষ তো হারায় না মানুষ বদলে যায়!🥀💔

26/12/2023

যদি কেউ ভালো-টালো বাসো তাইলে ৩১ তারিখ রাত ১২ টার আগে নক দিবা, লাস্ট সুযোগ.🙂

25/12/2023

Confession No:3
Confession From:তোমার লাগার মানুষ
Confession To:Tuba Moni
College:jani na
Batch:intar 1st year
Facebook id:jani na
Id: jani na

আসসালামুআলাইকুম,প্ৰিয় Tuba ❤
অনেক ভীড়ের মাঝে তোমাকে খুঁজে পেয়েছি । জানি না তুমি আমাকে কতটুকু বুঝতে পেরেছ। কিন্তু আমি আমার প্রিয়তমা কে যেভাবে চেয়েছি তোমার মধ্যে তার সব টুকু গুণ আছে। একটা মেয়ের সব চাইতে দামি তার সম্মান, তুমি সেই জায়গাটা অনেক যত্ন করে রেখেছ। আমি খুব বেশি গুছিয়ে কথা বলতে পারিনা শুধু এতটুকু বলব তুমি অনেক ভালো, মায়াবি একটা মেয়ে। আমি তোমাকে হালাল একটা সম্পর্কের মাধ্যমে মর্যাদা দিতে চাই সেই দিনটি পর্যন্ত আমার পাশে বন্ধুর মত ছায়া হয়ে থাকিয়। আমি অনেক আবেগি আমাকে ভুল বুঝে কখনো ছেড়ে যাইয়েন না ,আমার কোন কিছু খারাপ লাগলে ডিরেক্ট বলিয়েন ,আমি নিজেকে শুধরে নেয়ার চেষ্টা করব।আমি চাই একটা টুনা টুনির সংসার গড়ে তুলতে, সেই সংসারে আপনাকে চাই। ভালোবাসি তোমাকে প্ৰিয়, Tuba ❤। আমার হাত দুটো বাড়িয়ে দিয়েছি শুধু তোমার হাত দুটো বাড়িয়ে দেয়ার অপেক্ষায়!!

আমি যদি বৃষ্টি হতাম তোমাকে ছুঁয়ে দিতাম,
তোমারই রূপের ছোঁয়ায় মেঘ হয়ে হারিয়ে যেতাম।
আমি যদি আকাশ হতাম তোমাকে জড়িয়ে নিতাম,
তোমারই শাড়ির আঁচলে নিজেকে খুঁজে পেতাম।
আমি যদি সাগর হতাম তোমার পানে হাত বাড়াতাম,
তোমারই রাঙা হাতের পরশ নিয়ে এইটু খানি শান্ত হতাম ।
আমি যদি বাঁশি হতাম তোমাকে সুর শোনাতাম ।
তোমারই বন্দী খাঁচার পাখির সুরের গানটি হতাম।
আমি যদি পলাশ হতাম তোমাকে সাজিয়ে দিতাম,
তোমারই মেঘ কালো চুলের একটু পরশ পেতাম ।
আমি যদি প্রেমিক হতাম !!!

(প্ৰিয় Tuba❤ তোমাকে ছবিতে দেখার সৌভাগ্য হয়েছে , কিন্তু কাছে থেকে দেখার সৌভাগ্য হয়নি।। কাছে থেকে না দেখে কল্পনাতে লিখা কবিতা শুধু তোমার জন্য নিবেদন করলাম।) আমি আপনি থেকে তুমি সেই জন্য ক্ষমা প্রার্থী!! ভালোবাসার দাবিতে তুমি বলেছি। আশা করি এভাবেই আগামীর দিনগুলোতে আপনাকে / মানে তোমাকে শুধু নিশিতে নয় দিবা নিশি চাই। । মানে সারাটা জীবনের জন্য। তোমারই মায়া মাখা চোখ দুটো আমাকে পাগল করেছে প্রিয় ❤ )

ভালোবাসি তোমাকে ❤ সঠিক পন্থায় তোমাকে অধিকার দেয়ার অপেক্ষায় ❤🌹
ইতি
একজন ভুলে ভরা মানুষ!A

24/12/2023

Public post 1

আপনারা যারা কনফেশন আমাদের দেন, তারা একটু ভেবে চিন্তে দিয়েন।যাতে কোনো মেয়ের সমস্যা না হয়। আর যদি সমস্যা হয়, তাহলে আমরা কনফেশন ডিলিট করে দিবো।আর যথাসম্ভব আপনাদের নাম গোপন রাখার চেষ্টা করবো।তাছাড়া এতজনের নাম মনে রাখা সম্ভব না।যেদিন পোস্ট হবে সেদিন নক দিলে জানতে পারবেন যদি কনফেশন দাতা জানাতে চায় তবেই। তারপরের দিন যদি জানতে চান তাহলে তাকে জানানো সম্ভব না, কারণ কনভারসেশন ডিলিট করা হয়।

অগ্রিম ধন্যবাদ🥰

24/12/2023

Uss🥹🤣

24/12/2023

Confession No:2
Confession Type : ভালো লাগে
Confession From : তোমার এক জন পাগল প্রেমিক
Confession To: Aru
College : Rangpur Govt College
Batch:SSC 2024
Facebook id :জানি না id=নাই

তোমার নাম নাকি Aru। ওটা না রেখে গরু রাখা উচিৎ ছিল।🤭 তোমাকে এত ভালোবাসি সেটার তো কিছুই বোঝো না। তোমাকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছি😮‍💨 কিন্তু তুমি তো গরু। না কিছু বোঝো না কিছু অনুভব কর। তাও বলি অনেক ভালো বাসি🤭

ইতি
আমাকে চিনবা না😉

Address

Rangpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirganj Pourosova Crush and Hates Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All