25/12/2023
Confession No:3
Confession From:তোমার লাগার মানুষ
Confession To:Tuba Moni
College:jani na
Batch:intar 1st year
Facebook id:jani na
Id: jani na
আসসালামুআলাইকুম,প্ৰিয় Tuba ❤
অনেক ভীড়ের মাঝে তোমাকে খুঁজে পেয়েছি । জানি না তুমি আমাকে কতটুকু বুঝতে পেরেছ। কিন্তু আমি আমার প্রিয়তমা কে যেভাবে চেয়েছি তোমার মধ্যে তার সব টুকু গুণ আছে। একটা মেয়ের সব চাইতে দামি তার সম্মান, তুমি সেই জায়গাটা অনেক যত্ন করে রেখেছ। আমি খুব বেশি গুছিয়ে কথা বলতে পারিনা শুধু এতটুকু বলব তুমি অনেক ভালো, মায়াবি একটা মেয়ে। আমি তোমাকে হালাল একটা সম্পর্কের মাধ্যমে মর্যাদা দিতে চাই সেই দিনটি পর্যন্ত আমার পাশে বন্ধুর মত ছায়া হয়ে থাকিয়। আমি অনেক আবেগি আমাকে ভুল বুঝে কখনো ছেড়ে যাইয়েন না ,আমার কোন কিছু খারাপ লাগলে ডিরেক্ট বলিয়েন ,আমি নিজেকে শুধরে নেয়ার চেষ্টা করব।আমি চাই একটা টুনা টুনির সংসার গড়ে তুলতে, সেই সংসারে আপনাকে চাই। ভালোবাসি তোমাকে প্ৰিয়, Tuba ❤। আমার হাত দুটো বাড়িয়ে দিয়েছি শুধু তোমার হাত দুটো বাড়িয়ে দেয়ার অপেক্ষায়!!
আমি যদি বৃষ্টি হতাম তোমাকে ছুঁয়ে দিতাম,
তোমারই রূপের ছোঁয়ায় মেঘ হয়ে হারিয়ে যেতাম।
আমি যদি আকাশ হতাম তোমাকে জড়িয়ে নিতাম,
তোমারই শাড়ির আঁচলে নিজেকে খুঁজে পেতাম।
আমি যদি সাগর হতাম তোমার পানে হাত বাড়াতাম,
তোমারই রাঙা হাতের পরশ নিয়ে এইটু খানি শান্ত হতাম ।
আমি যদি বাঁশি হতাম তোমাকে সুর শোনাতাম ।
তোমারই বন্দী খাঁচার পাখির সুরের গানটি হতাম।
আমি যদি পলাশ হতাম তোমাকে সাজিয়ে দিতাম,
তোমারই মেঘ কালো চুলের একটু পরশ পেতাম ।
আমি যদি প্রেমিক হতাম !!!
(প্ৰিয় Tuba❤ তোমাকে ছবিতে দেখার সৌভাগ্য হয়েছে , কিন্তু কাছে থেকে দেখার সৌভাগ্য হয়নি।। কাছে থেকে না দেখে কল্পনাতে লিখা কবিতা শুধু তোমার জন্য নিবেদন করলাম।) আমি আপনি থেকে তুমি সেই জন্য ক্ষমা প্রার্থী!! ভালোবাসার দাবিতে তুমি বলেছি। আশা করি এভাবেই আগামীর দিনগুলোতে আপনাকে / মানে তোমাকে শুধু নিশিতে নয় দিবা নিশি চাই। । মানে সারাটা জীবনের জন্য। তোমারই মায়া মাখা চোখ দুটো আমাকে পাগল করেছে প্রিয় ❤ )
ভালোবাসি তোমাকে ❤ সঠিক পন্থায় তোমাকে অধিকার দেয়ার অপেক্ষায় ❤🌹
ইতি
একজন ভুলে ভরা মানুষ!A