Sudev Kumar 307

Sudev Kumar  307 Joy Shri Ram, I' m Sudev Kumar I'm a professional digital marketer

Udemy কি ?Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যে...
25/01/2024

Udemy কি ?
Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।

https://www.udemy.com/

কেন Udemy ?
যারা বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন এর ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে । আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা , যেমন কিছু অফার- অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন , ছয় ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে , ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা । কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব ? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের জানায় বাস্তব টা বলে না ফ্রিল্যান্সিং জগতে ।

ঘটনা গুলো প্রায় আইটি তে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না । বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না , হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া । আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন ।তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন আর মনে রাখবেন আইটি ইনস্টিটিউট গুলো সব কিছু শিখাবে না আর শিখার কোন শেষ নাই এজন্য নিজে নিজে শিখার ও চর্চা করা জরুরি ।

এখন আসি আসল কথা এতক্ষণ অনেক বকবক করলাম যা বাস্তবতা আপনি টের পাবেন এবং এটা বলা নিজের দায়িত্ব মনে করে বললাম । যেখানে চারিদিকে আপনি ধোঁকা বাজির শিকার সেখানে Udemy আপনাকে দিচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সুযোগ । এখানে বিভিন্ন প্রফেশনাল লোক গুলো বিভিন্ন ভিডিও কোর্স তৈরী করে থাকেন এবং এখানে আপনাকে টাকা ইনকামের লোভ দেওয়া হবে না , তারা আপনাকে শুরুতে লোভ দিবে কি কি শিখব তার কোর্সে কারণ তারা আপনাকে সত্যি শিখাতে এসেছে এবং এর ফলে কিছু ডলার নিয়ে থাকে । আমরা অনেকেই জানি , Udemy একটি পেইড অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম , এখানে দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে Udemy যেহেতু ইন্টারন্যাশনাল একটি সাইট এবং এখানে ডলারে বিভিন্ন কোর্স কিনতে হয় আর যা আমাদের দেশের মর্ধবৃত্তদের জন্য কষ্টের ।

কিন্তু চিন্তা নেই আমি আজকে দেখাব কিভাবে Udemy বিভিন্ন কোর্স গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন । এটি শুধু তাদের জন্য তারা কোর্স গুলো কিনার সার্ম্থ্য রাখে না কিন্তু দয়া করে যাদের সার্ম্থ্য আছে তারা কোর্স গুলো নিবেন অবশ্যই আপনার শিক্ষকের দাম দেওয়া উচিত সম্মানি দেওয়া উচিত । আগেই বলছি এই ইন্টারন্যাশনাল একটি সাইট তাই প্রায়ই কোর্স গুলোই ইংরেজি তে হয়ে থাকে কিন্তু এতে কোন ভয়া পাবার কারণ নাই যারা মোটামুটি ইংলিশ জানে বুঝে তারা সহজেই ভিডিও গুলো বুঝতে পারবেন আর যদি ইংলিশ এইটুকু ও না বুঝেন তাহলে আগে এটা বজবুত করে তারপর এখানে আসেন । আর যদি ইংলিশ ভিডিও দেখে শিখতে না পারেন তাহলে ইউটিউবে প্রায়ই বিষয় গুলোর উপর ভিডিও আছে সেগুলো দেখে শিখতে থাকুন ইংলিশ যখন বুঝতে শিখবেন তখন এই কোর্স গুলো করতে পারেন ।

Udemy is an online learning and teaching marketplace with over 213,000 courses and 62 million students. Learn programming, marketing, data science and more.

23/01/2024

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো ইংরেজি শব্দ এর অর্থ হলো মুক্ত পেশা ।কোনো নির্দিষ্ট সময় ও ফিক্সট বেতন ছাড়া কোনো কোম্পানি বা কাজ ঘড়ে বসে অনলাইনে ইন্টারনেট মাধ্যমে সম্পন্ন করাকে ফ্রিল্যান্সিং বলে। একটা নির্দিষ্ট সময়ে কাজ করতে হয় কিন্তু সময়টা আমার আমাদের মতো করে ব্যবহার করতে পারি কাজ সম্পন্ন করার জন্য অফিসে জেতে হবে না তা ঘড়ে বসে কাজটি করতে পারি। ডিজিটাল মার্কেটিং করে দেশের বেকারত্ব সমস্যা সমাধান করি। আপনি যদি সফল ফ্রিল্যান্সিং হতে পারেন তাহলে আপনার দাড়া দেশের ইনকাম বৃদ্ধি পাবে।

15/01/2024

Welcome

Address

Mandha
Dhaka
6511

Opening Hours

Monday 08:30 - 12:00

Telephone

+8801797191850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sudev Kumar 307 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sudev Kumar 307:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All