NIG Entertainment

NIG Entertainment NIG Entertainment is a great place for the audiences who loves entertainment. It's a private company. online book-shop.

11/11/2019
পাঠ্যবই পড়তে পড়তে, অন্যান্য বই পড়তে ভালো লাগে না। সময় আছে কিন্তু বই পড়তে পারি না। বিভিন্ন কারণে বই পড়া হয়ে ওঠে না। ...
22/10/2019



পাঠ্যবই পড়তে পড়তে, অন্যান্য বই পড়তে ভালো লাগে না। সময় আছে কিন্তু বই পড়তে পারি না। বিভিন্ন কারণে বই পড়া হয়ে ওঠে না। মনে রাখবেন, যদি আপনি শুধু পাঠ্যবই পড়েন, তবে আপনার জ্ঞান ব্যষ্টিক। আর যদি পাঠ্যবইয়ের বাইরেও নানা ধরনের বই পড়েন, তবে আপনার জ্ঞানের পরিধি হবে সামষ্টিক। তার জন্য প্রচুর বই পড়া চাই। তারাই সবচেয়ে বেশি স্মার্ট, যারা প্রচুর বই পড়তে ভালোবাসেন। যাদের বই পড়ার অভ্যাস নেই, তাদের জন্য বই পড়ার অভ্যাস গঠনের পাঁচটি উপায় তুলে ধরা হলো.....

১) প্রথমে একটি সময় বের করুন। আপনার সারা দিনের ব্যস্ততার মধ্যে থেকে একটি একটি নির্দিষ্ট সময় খুঁজে নিন। প্রতিদিন এই সময় শুধু বই পড়ার জন্য রেখে দিন। দৈনিক একই সময়ে বই পড়ুন। দেখবেন আস্তে আস্তে আপনার বই পড়ার অভ্যাস হয়ে যাচ্ছে। আর যখনই সময় পাবেন, বই পড়া শুরু করুন।

২) প্রথম প্রথম বড় গল্প, উপন্যাস পড়তে ভালো লাগবে না বা পড়তে মন বসবে না। সেজন্য মজার মজার বইগুলো পড়ুন। যেমন, আপনি যদি প্রযুক্তি ভালোবাসেন, তবে সাইন্স ফিকশন বই পড়ুন। যার যে বিষয় ভালো লাগে, সেই বইগুলো প্রথমে পড়া শুরু করুন। কমিক্স বই পড়তে পারেন। এতে বই পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে। ছোট ছোট বই প্রথমে পড়ুন, বড় বড় বইগুলো প্রথমে পড়ার প্রয়োজন নেই। কারণ ধৈর্য হারিয়ে যাবে।

৩) টার্গেট নিয়ে পড়া শুরু করুন। আজ বইয়ের কমপক্ষে কত পৃষ্ঠা পড়ে শেষ করবেন, আগেই সিদ্ধান্ত নিয়ে রাখুন। এতদিনের ভেতরে এই বই শেষ করব। এই রকম টার্গেট নিয়ে বই পড়ুন। দেখবেন বই পড়ার যেমন শখ তৈরি হবে, তেমনি অভ্যাসেও পরিণত হবে।

৪) ধরুন একা কোথাও লম্বা জার্নিতে যাচ্ছেন, ব্যাকপ্যাকে সবার আগে প্রিয় বইটি ঢুকিয়ে নিন। ট্রেনে-বাসে বসে বই পড়ুন একাকিত্ব দূর হবে, বই পড়ার প্রতি আকর্ষণ বাড়বে। ভার্সিটিতে যাবেন, অফিসে যাবেন বাসে বসে সময় নষ্ট না করে বই পড়তে পারেন।

৫) আবার কেউ কেউ আছেন, তারা হয়তো কোথা থেকে বই কিনবেন, কি বই কিনবেন, এসব ভেবে আর বই কেনাও হয় না, পড়াও হয় না। অনলাইনে আপনি যেকোনো বই যেকোনো সময় ক্রয় করতে পারবেন। ঘরে বসে বই কিনতে পারেন। এই সুবিধা এখন আছে। আবার ই-বুকও পড়তে পারেন সোস্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে।

আপনি চাইলে অভ্যাসটি গঠন সম্ভব হবে। আর মনে রাখবেন, যে ব্যক্তি বই কম পড়েন, জানার ভাব দেখানোর জন্য তাকে ধূর্ততার আশ্রয় নিতে হয়। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, নিজেকে সমৃদ্ধ করুন।

শত বছর আগে লেখা হলেও এখনো সমান আবেদন নিয়ে প্রতিটি শব্দ পড়েন পাঠকেরা।একটি ভাষায় লেখক লিখেন বটে, কিন্তু বিভিন্ন ভাষায় অনুব...
20/10/2019



শত বছর আগে লেখা হলেও এখনো সমান আবেদন নিয়ে প্রতিটি শব্দ পড়েন পাঠকেরা।
একটি ভাষায় লেখক লিখেন বটে, কিন্তু বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে লাখো কোটি বই পৌঁছে যায় পাঠকের কাছে।

বিশ্বজুড়ে কত শত সহস্র গল্প-উপন্যাস রচিত হচ্ছে রোজ। কিন্তু তার কয়টি হয়ে থাকছে কালজয়ী? গঠনগত ও আকারে গল্পের সাথে উপন্যাসের বেশ ফারাক আছে।

প্রেক্ষাপট, কাহিনী, লেখনীর জোরে অনেক উপন্যাস বেঁচে থাকে বছরের পর বছর। জেনে নিন এ যাবৎকালের সর্বাধিক বিক্রিত ৫টি উপন্যাস সম্পর্কে।

(১) ডন কুইক্সোট, মিগুয়েল ডি সারভান্তেস

সংখ্যার দিক দিয়ে সর্বাধিক বিক্রিত ও এই তালিকার সবচেয়ে পুরনো বইটির নাম ডন কুইক্সোট। মূলত শিশুকিশোরদের পাঠ্য হলেও নানা অ্যাডভেঞ্চারে ভরা এই বইটি সব বয়সের পাঠকদের মনোরঞ্জন করতে সক্ষম।

তা না হলে প্রথমবার প্রকাশের প্রায় ৪০০ বছর পরে বইটি আজোও সর্বাধিক বিক্রিত বই হিসেবে থাকতো কী করে?

স্প্যানিশ লেখক মিগুয়েল ডি সারভান্তেস বইটি লেখেন ১৬০৫ সালে। রেনেসাঁর সেই যুগে মুদ্রণশিল্পের বিকাশ অর্থাৎ লেখা ছাপানো শুরু হয়েছে একটু একটু করে। ১৬০৫ সালে স্প্যানিশ ভাষায় প্রথমবার প্রকাশিত হওয়ার সাথে সাথে বইটি জনপ্রিয়তা লাভ করে। সে বছরই বইটির ৬টি মুদ্রণ বের করতে হয়।

৪০০ বছর পুরনো এই বইটির আবেদনই বিশ্বজুড়ে সর্বাধিক

ডন কুইক্সোট একজন সাহসী লোকের অভিযানের গল্প। স্পেনের লা মাঞ্চায় প্রায় সারাজীবন কাটিয়ে দেওয়া মানুষ এলসো কুইজানো। হঠাৎ করেই তার মাথায় ভুত চাপে দুনিয়া থেকে পাপ দূর করার।

অস্ত্র ও যুদ্ধবিদ্যায় নিজে নিজেই প্রশিক্ষণ নিয়ে নিজের একান্ত একজন সহচরকে নিয়ে বেরিয়ে পড়েন পৃথিবীর বুকে। কিন্তু পাপী ও অপরাধীদের সাথে পেরে ওঠাও তো চাট্টিখানি কথা নয়।


বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আগাতে থাকে তার অভিযান। ভাগ্যের কি পরিহাস দেখুন, জীবদ্দশায় অর্থকষ্টে মারা যান সারভান্তেস। প্রকাশকদের সাথে জটিল চুক্তির গ্যাঁড়াকলে পড়ে নিজের বইয়ের লভ্যাংশ তার ভাগে জোটেনি।

কিন্তু সেই ১৭শ শতক থেকে আজ পর্যন্ত প্রায় ৩০টি ভাষায় ৫০ কোটিরও বেশিবার বইটি বিক্রি ও তার চেয়ে বেশিবার পঠিত হয়েছে। সাবলীল বর্ণনায় লেখা এই বইটিকে বলা হয় আধুনিক উপন্যাসের প্রথম সফল প্রচেষ্টা হিসেবে ধরা হয়।

(২) এ টেল অব টু সিটি’স, চার্লস ডিকেন্স

চার্লস ডিকেন্স- আমরা অনেকেই হয়তো এই বিখ্যাত লেখককে চিনে থাকবো। অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেক্টেশনের মতো কালজয়ী সব বইয়ের স্রষ্টা ডিকেন্স ছিলেন বহুমুখী প্রতিভাধর। লেখালেখির পাশাপাশি ছবিও আঁকতেন ভালো।

আসলে ডিকেন্সকে অমর করে রাখার ক্ষেত্রে তার ছবি আঁকার প্রতিভাই ক্রীড়ানকের ভূমিকা রেখেছিলো। শৈশব থেকেই অভাব, ঋণ আর আর্থিক অনটনে বেড়ে উঠেছিলেন ডিকেন্স। সংসার চালাতে কাজ করতে হতো কৈশোর থেকেই, তাই প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ খুব বেশিদূর আগায়নি।


কর্মজীবনে পেশাদার আঁকিয়ে হিসেবে কার্টুন আঁকতে শুরু করেন একটি পত্রিকায়। বেশকিছু জনপ্রিয় বই লেখার পরে ৩৮ বছর বয়সে ফ্রান্স বিপ্লবের উপরে লিখলেন এ টেল অব টু সিটি’স।

হাতে আঁকা ছবি দিয়ে করা বইটির প্রচ্ছদ

ইংল্যান্ড ও ফ্রান্সের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের গল্প, বিশেষ করে অভিজাত ও শ্রমিক শ্রেণীর চিরায়ত দ্বন্দ্ব তুলে ধরলেন তার উপন্যাসে। প্রথমে পত্রিকায় সাপ্তাহিকভাবে বেরোতে শুরু করলে ব্যাপক পাঠকপ্রিয়তা পায় এটি।

এরপর ১৮৬০ সালের দিকে বই আকারে মুদ্রিত হলে বইটি গোটা ইউরোপ জুড়েই সাড়া ফেলে দেয়। যদিও সঠিকভাবে সংখ্যা নির্ণয় করা সম্ভব না, তবুও আনুমানিক ২০ কোটিরও বেশি কপি বিগত ১৫০ বছর বিক্রি হইয়েছে বিশ্বজুড়ে।

(৩) দ্য আলকেমিস্ট, পাওলো কোয়েলহো

বিখ্যাত লাতিন লেখক পাওলো কোয়েলহোর ব্যাপকভাবে পঠিত বই এটি। ১৯৮৮ সালে প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে প্রায় অর্ধশতাধিক ভাষায় অনুবাদ হয়ে কোটি কোটি পাঠকের কাছে পৌঁছেছে উপন্যাসটি।


সান্তিয়াগো নামের এক স্প্যানিশ যুবকের গল্প এটি, স্বপ্নে দেখা একটি দৃশ্য তাকে তাড়িত করে ঘর ছেড়ে বেরোনোর জন্য। স্পেনের সবুজ তৃণভূমি ছেড়ে তাকে পাড়ি দিতে হয় মিশরের মরুভূমি, পিরামিডের অবাক করা দৃশ্য, সহ্য করতে হয় প্রবল ধূলিঝড়।

সবচেয়ে বিখ্যাত ল্যাটিন আমেরিকান বই

উপন্যাসটির একটি লাইন বিশ্বজুড়ে ব্যপক জনপ্রিয়, ‘যদি তুমি মন থেকে কিছু পেতে চাও, পুরো বিশ্ব তোমাকে সেটি পেতে সাহায্য করবে।’ এই লাইনটি পরবর্তীতে অনেক সাহিত্য ও চলচ্চিত্রে এমনকি বিজ্ঞানের ক্ষেত্রেও ব্যবহৃত হয়।

মনের ইচ্ছাকে তুলনা করা হয় রসায়নবিদ্যার সাথে, যে বিদ্যা তামাকে সোনায় পরিণত করতে সক্ষম। অনেক বিখ্যাত ব্যক্তিত্বের পছন্দের বই এই ‘দ্য আলকেমিস্ট’।


(৪) হ্যারি পটার এ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন, জে কে রাউলিং

হ্যারি পটারের নাম শোনেনি এমন পাঠক খুব কমই আছে। বইটি হ্যারি পটার নামের এক কিশোরের জীবনের অদ্ভুত কাহিনী ও যাদুবিদ্যার মিশেলে এক দারুণ উপন্যাস।

মজার ব্যাপার, বিশ্বজুড়ে ব্যপক জনপ্রিয়তা পাওয়া এই বইটি লিখে শেষ করার পর প্রকাশক পাচ্ছিলেন না রাউলিং। অনেকে একে গাঁজাখুরি, উদ্ভট বলে উড়িয়ে দেন। এদিকে নিজের লেখার ব্যাপারে আত্মবিশ্বাসী রাউলিং হাল ছাড়েননি।

একের পর এক প্রকাশকের দ্বারে প্রত্যাখ্যাত হলেও ছোটখাটো একটি প্রকাশনা সংস্থা ‘ব্লুমসবেরী’ তার লেখায় আগ্রহ দেখায়। বই বের হওয়ার আগে তাকে ২,৪০০ ডলার অগ্রীম দেন প্রকাশক। এদিকে বই বের হওয়ার অল্প দিনের মধ্যেই প্রথম সংস্করণ শেষ হয়ে যায়।

হ্যারি পটার সিরিজের প্রথম বই

শুধু শিশু-কিশোরই না, বইটির অপূর্ব কাহিনীবিন্যাসে মজে যান বিভিন্ন বয়সের পাঠক। উপন্যাসটি বই আকারে প্রকাশিত হওয়ার পর থেকে এযাবৎ প্রায় ১১ কোটিরও বেশিবার বিক্রিত হয়েছে বইটির মূল প্রিন্ট।

তাছাড়া বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে কোটি ডলারের বেশি আয় করেছে বইটি। এটির জনপ্রিয়তার ধারায় পরবর্তীতে বের হয় হ্যারি পটার সিরিজের আরো বই। বইগুলো থেকে তৈরি চলচ্চিত্রগুলোও বিশ্বজুড়ে ব্যপক জনপ্রিয়।

(৫) দ্য লিটল প্রিন্স, এন্তোওনি দ্য সেইন্ট জুপেরী

এন্তোওনি জুপেরী নিজেই যেন এক প্রিন্স। তার নিজের গল্পও কম রোমাঞ্চকর নয়। জন্ম ও বেড়ে ওঠা ফ্রান্সের এক ধনাঢ্য পরিবারে। ফ্রান্সের পতনের পরে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে শুরু করেন লেখালেখি।

১৯৪২ সালে ফরাসী ভাষায় লিখলেন ‘দ্য লিটল প্রিন্স’। সেটিরই ইংরেজী অনুবাদ প্রকাশ পায় ১৯৪৩ সালে। মূলত বইটি বিশ্বব্যাপী আলোড়ন তোলে ১৯৪৬ সালে মূল ফরাসীতে প্রকাশের পর। কিন্তু নিজের লেখার বিশ্বব্যাপী কদর দেখে যেতে পারেননি সাহিত্যের এই প্রিন্স সেইন্ট জুপেরী।


জানতেন বিমান চালনার খুটিনাটি, ছিলেন দক্ষ বৈমানিক। ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির একটি অঞ্চল পরিদর্শনের মিশনে ১৯৪৪ সালে তাকে শেষ দেখা গেছে। পরবর্তীতে তার বা তার বিমানের কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনার পরই মূলত সাহিত্যমহলে আলোচনায় আসেন জুপেরী।

দ্য লিটল প্রিন্স

লিটল প্রিন্স বইটি মূলত শিশুতোষ গল্পের আদলে লেখা এক গভীর জীবনবোধের উপন্যাস। ভীনগ্রহের এক প্রিন্সের সাথে দূর্ঘটনাকবলিত এক পাইলটের কথোপকথন ও বিভিন্ন ঘটনা দিয়ে সাজানো উপন্যাসটিতে সহজভাবে ব্যক্ত হয়েছে মানব চরিত্রের নানা দিক।

ভাগ্যের পরিহাসে তার লেখা চরিত্রের মতোন নিজেকেও পড়তে হয়েছিলো বিমান দুর্ঘটনায়। প্রায় ৫০ বছর পরে ফ্রান্সের মারসেইলিস উপকূলে মাছ ধরার জাল থেকে পাওয়া যায় জুপেরীর বিশ্বযুদ্ধের মিলিটারি আইডি ব্রেসলেট।

গবেষকরা আন্দাজ করেন, হয়তো বিমান দুর্ঘটনাতেই আছড়ে পড়েছিলেন এই সৃষ্টিশীল মানুষটি। আজ পর্যন্ত প্রায় ২৫০টি ভাষায় অনুদিত ও আনুমানিক ২০ কোটি কপি বিক্রি হয়েছে বইটির।

13/10/2019

বই পড়া নিয়ে কিছু বিখ্যাত উক্তি:
-
-

"বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া
হয়না।"
-প্রমথ চৌধুরী।

"বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী
করে নিতে পারে,তার জীবনের দুঃখ
কষ্টের বোঝা অনেক কমে যায়।"
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

"একটি ভালো বই হলো বর্তমান ও
চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।"
-টুপার।

"যে বই পড়েনা,তার মধ্যে মর্যাদাবোধ
জন্মেনা।"
-পিয়ারসন স্মিথ।

"গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো
সুন্দর নয়।"
-সিডনি স্মিথ

"বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।"
-সুইফট।

"আইনের মৃত্যু আছে কিন্ত বইয়ের মৃত্যু
নেই।"
-এনড্রিউ ল্যাঙ।

"ভালো বই পড়া যেনো গত শতকের মহৎ
লোকের সাথে আলাপ করার মতো।"
-দেকার্তে।

06/12/2017

বই পড়ুয়া অনেকেই আছে কিন্তু প্রবলেমটা হলো বাজারে বা লাইব্রেরীতে গিয়ে বই ক্রয় করার অলসতা।
তাই অাপনাদের সময় ও খরচের প্রতি লক্ষ্য করে অনলাইনে যেকোন বই ঘরে বসে পেতে অর্ডার করুন আজই।
আমরা আছি আপনার অপেক্ষায় ।

বিয়ে নিয়ে কিছু কথাআলী তানতাবীঅনুঃ আইনুল হক কাসেমীপ্রকাশকঃ হুদ হুদ প্রকাশনীমূল্য ৳৭৫
12/11/2017

বিয়ে নিয়ে কিছু কথা
আলী তানতাবী
অনুঃ আইনুল হক কাসেমী
প্রকাশকঃ হুদ হুদ প্রকাশনী
মূল্য ৳৭৫

05/11/2017

তাঁরাই মোদের পূর্বসূরী যাদের নিয়ে গর্ব করি,
কোন মুখেতে করছ বড়াই নাও তো দেখি তাঁদের জুড়ি।

যার জীবদ্দশাতেই ২৫টি থিসিস বা পি.এইচ.ডি হয়েছে তাঁর জীবন ও
কর্মের উপর। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা। তাঁর জীবদ্দশায়ই রাসুলে আরাবীর শহর মদীনায় তাঁর নামে সড়কের নামকরণ করা হয়। তাঁর লিখিত দুই শতাধিক গ্রন্থ প্রাচ্য ও প্রাশ্চাত্যে পৃথিবীর প্রধান প্রধান সকল ভাষায় অনূদিত হয়েছে। কাবা শরীফের চাবী তাঁর হাতে তুলে দিয়ে বিরল সম্মান জানানো হয়েছিল তাঁকে, নিজ হাতে দরজা খুলে এর ভিতরে প্রবেশ করে তিনি মহান রবের শোকর আদায় করেছেন। একজন বিরল প্রজন্মের শিক্ষাবিদ হিসাবে সারা পৃথিবীব্যাপী তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তাঁর জীবদ্দশায় তাঁর চেয়ে বড় কোনো পণ্ডিতের নাম শুনা যায়নি পৃথিবীজুড়ে। ইউরোপের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ড ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ সেন্টারের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ইসলামিক সেন্টার জেনেভা, ইউ এস এ আরবী একাডেমি, লন্ডনের ইসলামিক সেন্টার সহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্বএশিয়ার অসংখ্য প্রতিষ্ঠানের তিনি প্রাণপুরুষ ছিলেন। ছিলেন ভিজিটিং প্রফেসার,
রাবেতা আলমে ইসলামীর পুরোধা, রাবেতা আল আদব আর ইসলামী
বিশ্ব সাহিত্য পরিষদের সভাপতি।
একেবারে মামুলী বিছানায় ভারতের প্রধানমন্ত্রী চন্দ্র শেখর থেকে বাজপেয়ী পর্যন্ত বড় বড় প্রধানমন্ত্রী আর রাজনীতি বিদ তাঁর পাশে বসে পরামর্শ নিতেন। ভারত সরকারের সম্মান সুচক সবকটি পদক তিনি পেয়েছেন।
১৯৯৮ সালে শতাব্দীর এই শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে আরব আমিরাত সরকার রাজকীয় সংবর্ধনা প্রদান করে, তিনি যেতে অস্বীকার করলে তাঁকে জানানো হয় আরব প্রজন্মের বুদ্বিজীবী ছাত্র ও তরুণরা আপনাকে দেখতে চায়। ঐদিন হিন্দুস্তান টাইমস লিড নিউজ করে একজন ভারতীয় মনীষীর জন্য বিমানের সিডিউল পরির্বতন, আকাশে নিরাপত্তা ব্যবস্থার পুনঃবিন্যাস। সেদিন এই মনীষাকে বহন করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি বিমান পাঠানো হয় সরাসরি উত্তর ভারতের লখনৌতে, সাথে আরো বহু ছোট বড় বিমান, সাজ সাজ রব পড়ে গোটা উপমহাদেশে।
দারুল উলুম দেওবন্দের আজীবন সভাপতি ছিলেন। নদওয়াতুল উলামার প্রধান পরিচালক।দাওয়াতে তাবলীগের অন্যতম মুরুব্বী ছিলেন।
ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত পৃথিবীর সকল আলেমরা যাকে ভালোবাসেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আকাবীরে দেওবন্দের গত শতাব্দীর শেষ “সাইয়েদ আবুল হাসান আলী নদভী ওরফে আলী মিয়া নদভী রহ.।
(কালেক্টেড)

পদ্মা নদীর মাঝি (Boatman of the Padma) ঔপন্যাসিক মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একা...
04/11/2017

পদ্মা নদীর মাঝি (Boatman of the Padma) ঔপন্যাসিক মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশী ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস। এটি মানিক বন্দোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস। উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এবং ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে ভারতীয় উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশী ভাষায় অনূদিত হওয়ার গৌরব লাভ করে এই উপন্যাসটি। ভারতের একাধিক প্রাদেশিক ভাষাসহ ইংরেজি, চেক, হাঙ্গেরিয়ান, রুশ, লিথুয়ানিয়ান, নরওয়েজিয়ান ও সুইডিশ ভাষায় এই উপন্যাসের অনুবাদ প্রকশিত হয়। পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে পদ্মা নদীর মাঝি (চলচ্চিত্র)।
*উইকিপিডিয়া*

লেখক: ডা. শামসুল আরেফীনপ্রকাশনী: মাকতাবাতুল আযহারপ্রথম প্রকাশ: অগাস্ট, ২০১৭৳১১০.০০
04/11/2017

লেখক: ডা. শামসুল আরেফীন
প্রকাশনী: মাকতাবাতুল আযহার
প্রথম প্রকাশ: অগাস্ট, ২০১৭
৳১১০.০০

বাংলা সাহিত্যে এক রঙিন সুতোয় গাঁথা হজ্ব-ভ্রমণ ৷লেখক: মাওলানা আবু তাহের মেছবাহপ্রকাশনী: দারুল কলমপ্রথম প্রকাশ: সেপ্টেম্বর...
03/11/2017

বাংলা সাহিত্যে এক রঙিন সুতোয় গাঁথা হজ্ব-ভ্রমণ ৷

লেখক: মাওলানা আবু তাহের মেছবাহ
প্রকাশনী: দারুল কলম
প্রথম প্রকাশ: সেপ্টেম্বর, ২০০৯
৳১৮০.০০

‘দাম্পত্যজীবন’ শব্দটির মাঝেই কেমন যেন জটিলতার ভাব। কারণ, বর্তমানের প্রায়-নীতি-নৈতিকতা-বিবর্জিত সমাজের ‍প্রতি দৃষ্টিপাত ক...
01/11/2017

‘দাম্পত্যজীবন’ শব্দটির মাঝেই কেমন যেন জটিলতার ভাব। কারণ, বর্তমানের প্রায়-নীতি-নৈতিকতা-বিবর্জিত সমাজের ‍প্রতি দৃষ্টিপাত করলে যে প্রকট সমস্যাগুলো অন্তর বিষিয়ে দেয়, তার অন্যতম প্রধান একটি হল বিবাহ-পরবর্তী কলহ বা ‘দাম্পত্যজীবনের সমস্যা’। আর সাধারণত এই সমস্যার সমাধানকল্পে যেসকল চেষ্টা-তদবীর করা হয়, তা-স্বয়ং নানান সমস্যায় জর্জরিত। যার দরুন সমাধানের চেয়ে সমস্যাটাই আরো ঘোরতর হয়। মানবজীবনের সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামীন অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ ‘আল কোরআন’। এ কোরআনের প্রাকটিক্যাল রূপ হচ্ছে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবন। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমরা পেতে পারি রাসুলের সিরাতে।
গল্পের যাদুকর সালাউদ্দীন জাহাঙ্গীরের নতুন উপহার ‘প্রিয়তমা’ । রাসুলে আরাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও উম্মুল মুমিনীনদের (রা:) দাম্পত্যজীবনকে সগৌরবে তুলে ধরার এক ঐকান্তিক প্রয়াস।
সংগ্রহে রাখতে বা প্রিয়জনকে উপহার ‍দিতে আজই অর্ডার করুন।

তোমাকে ভালোবাসি হে নবী!গুরুদত্ত সিংঅনুবাদ মাওলানা আবু তাহের মেসবাহঊষর মরুর বাসিন্দা হে উম্মি আরব! জানি না; মর্তলোকের মান...
01/11/2017

তোমাকে ভালোবাসি হে নবী!
গুরুদত্ত সিং
অনুবাদ মাওলানা আবু তাহের মেসবাহ

ঊষর মরুর বাসিন্দা হে উম্মি আরব! জানি না; মর্তলোকের মানব, না স্বর্গলোকের দেবতা তোমরা! হাবীবে খোদার দীদার-দর্শন পেলে কোন সে মহাগুণে! নূরে খোদার তাজাল্লিতে ধন্য হলে কোন সে মহাপুণ্যে!! ইতিহাস তো বলে, লুটতরাজ ও খুনখারাবি ছিলো তোমাদের পেশা, আর নাচ-পান ও মদ-জুয়া ছিলো তোমাদের নেশা। এমন কোনো অন্যায় ছিলো না যা তোমরা জানতে না, এমন কোনো পাপও ছিলো না যা তোমরা করতে না। 'আকারে ইনসান, প্রকারে শয়তান' এই তো ছিলো তোমাদের 'পহচান'। অথচ সারা বিশ্বে আজ তোমাদেরই জয়গান, তোমাদেরই 'শওকত-শান!

30/10/2017

বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। একটি ভাল বই ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলে। আবার অরুচিশীল বই পাঠকের মেরুদণ্ড ভেঙ্গে ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। ভাল বই যেমন পাঠ করা দরকার, তেমনি মন্দ বই বর্জনও দরকার। ভাল বইকে যেমন বেশি ভালবাসা দরকার, তেমনি মন্দ বইকে এর চেয়ে বেশি ঘৃণা করাও দরকার।

Address

18/1 K. G Gupta Lane, Luxmibazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 23:45
Tuesday 09:00 - 23:45
Wednesday 09:00 - 23:45
Thursday 09:00 - 23:45
Friday 09:00 - 23:45
Saturday 09:00 - 23:45
Sunday 09:00 - 23:45

Telephone

+8801622691865

Alerts

Be the first to know and let us send you an email when NIG Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NIG Entertainment:

Videos

Share

Category