27/12/2024
সময় পরিস্থিতি আপনাকে সব বুঝিয়ে দিবে আসলে বাস্তবতা আর আবেগের পার্থক্য।কারন আপনি সব জানার পরেও নিজেকে মানিয়ে নিতে চাইলে ও শত চেষ্টার পরেও ব্যার্থ হবেন।কারন আপনি যাদের জন্য নিজেকে নত করলেন আপনার ভুল না হওয়ার পরেও তাদের দোষ গুলো নিজের কাঁধে নিবেন গোপন রাখবে প্রকাশ করবেন না।কিন্তু তারা কিন্তু আপানে ছেড়ে দিবে না কারন তাদের কাছে আপনার দূর্বলতা প্রকাশ পেয়েছে আপনি শত চেষ্টার পরেও তাদের কাছে আপনাকে তুচ্ছ মনে হবে।কারন আপনি সম্পর্ক গুলোকে টিকেয়ে রাখতে চাইছেন।তবে সম্পর্ক গড়া কঠিন ভাঙা সহজ।তবে সময়ে সাথে আপনাকে বাস্তবতার কাছে মাথানত করতে হবেই আজ-আর কাল তবে তখন সব ভালোবাসার সম্পর্ক গুলো দূসর মরিচিকার মতো আবারন পরে যাবে।পৃথিবীতে কিছু-সম্পর্ক চাইলেও অস্বীকার করা যায়না তেমন বর্তমান বাস্তবতায় কিছু মানুষ সম্পর্ক গুলো আরাল করতে চায়,অস্বীকার করতে চায়।তবে কিছু কথা বলতে চাইলেও বলা জায়না সমাজের কথা ভেবে নিজের আত্মাসম্মানের কথা ভেবে।।আপনি মনে রাখবে থু থু আকাশের দিকে নিক্ষেপ করে ছুরলে আপার মুখের উপরে এসেই পরবে।তবে তারা আপনাকে ভাবে মূর্খ ভাবে তাদের নিজেকে চালাক ভাবে।কারন সে প্রতিবাদ করতে পারেনা চুপচাপ সব শুনে কারন সে এমন কিছু জানে বলে সম্পর্ক গুলো ছিন্ন হয়ে যাবে।যাদের নিয়ে সম্পর্ক গড়ে উঠছে তার চাওয়া এটাই।তবে মানুষের মুখের কথার চেয়ে বিষ পৃথিবিতে আর নাই।তবে ভুল গুলো যখন বুঝতে পারে তখন কিছু আক্ষেপ ছাড়া কিছু থাকবে না সব কিছু মলিন হয়ে যাবে সচেষ্টার পরেও আর ফিরে পাওয়া যাবেনা।।