Our Story
Risalatul Islam BD 'জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা'র বহুমুখী দাওয়াতী কার্যক্রমের একটি অংশ। বাংলাদেশের অভিজ্ঞ ও বিদগ্ধ আলেমদের একটি জামাআত কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলূম দেওবন্দের ধারার একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান এটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চিন্তাধারার উপর ভিত্তি করে বহুমুখী দীনী, তালীমী ও দাওয়াতী উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৬ ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয় 'জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা'। বিগত দশ বছরে তালীম-তরবিয়ত ও শিক্ষা-দীক্ষার দিক থেকে এ জামিয়া সর্ব মহলের দৃষ্টি আকর্ষণ ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই বৃহৎ দাওয়াতী পরিকল্পনা নিয়ে জামিয়ায় ‘কিসমুদ দা'ওয়াহ ও মুকারানাতিল আদয়ান’ [ইসলামী দা'ওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগ/Department of Islamic Da'wah & Comparative Religious] নামে একটি গবেষণামূলক বিভাগ খোলা হয়েছে। এই দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবেই 'Risalatul Islam BD' এর সূচনা। ইতিমধ্যেই এর অধীনে এ নামেই একটি ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ ও হোয়াটস অ্যাপ প্রশ্নোত্তর গ্রুপ চালু করা হয়েছে। [আপনাদের দোয়া এবং সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। লক্ষ্য-উদ্দেশ্য: >>>>>
সব শ্রেণীর মানুষের কাছে ভারসাম্যপূর্ণ পন্থায় (Risalatul Islam) ইসলামের বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। ‘রিসালাতুল ইসলাম’ অর্থ ইসলামের বার্তা। এ নামটি নির্বাচন করার পর মারকাযুদ দাওয়াহ্ আল-ইসলামিয়ার সম্মানিত আমীনুত তালীম মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহু তাআলা বলেন, “রিসালাতুল ইসলাম নামাটি অনেক ওজনদার। এ নামের মাহাত্ম্য রক্ষা করে চলতে হবে।” প্রকৃতই নামের যথার্থতা রক্ষা করা আমাদের প্রধান উদ্দেশ্য।
উপদেষ্টা পরিষদ :>>>>>
১. মুফতী মাহমূদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [মুহতামিম, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা]
২. মাওলানা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [বিশিষ্ট হাদীস বিশারদ ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা]
৩. মাওলানা আবুল বাশার সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [শাইখুল হাদীস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা]
৪. মাওলানা আব্দুল গাফ্ফার সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [নায়েবে মুহতামিম
ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা]
সার্বিক যোগাযোগ - জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা। বাড়ি নং: ২০২/জি ১১, রোড: ৫, মোহাম্মদিয়া হাউজিং লি. (বেড়িবাঁধ সংলগ্ন), মুহাম্মদপুর ঢাকা-১২০৭।