Unity Media

Unity Media সত্য প্রচারে নির্ভীক

21/04/2024

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালি প্রত....

একটা মায়ের আর্তনাদ,দুই ভাই গেলো আগুন নেভাতে, উগ্র*বাদী হিন্দু*রা পিটিয়ে হ*ত্যা করলো মুস*লিম দুই ভাইকেএখন পর্যন্ত কাউকে আ...
20/04/2024

একটা মায়ের আর্তনাদ,
দুই ভাই গেলো আগুন নেভাতে, উগ্র*বাদী হিন্দু*রা পিটিয়ে হ*ত্যা করলো মুস*লিম দুই ভাইকে
এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি😭

10/04/2024

ছোটদের ঈদের গান
ঈদ মোবারক

10/04/2024

ঈদের গান
ঈদের খুশি ঘরে ঘরে

10/04/2024

আল্লাহর নৈকট্য পাওয়ার সহজ উপায়।
মিজানুর রহমান আজহারী।

10/04/2024

ঈদে তুমি তোমার মা'কে খুশি রাখো
আল্লাহ তোমাকে খুশি রাখবেন
- হযরত মুহাম্মদ (সাঃ)

ঈদ মোবারক

09/04/2024

খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা।
#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
#এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।

#গল্পের_হিতোপদেশঃ
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।
(সংগৃহীত)
সব সময় শুকরিয়া আদায় করবেন আর ভাল কিছুর জন্য দোয়া চাইবেন। আপনি জয়ী হবেন, ইনশাআল্লাহ্!!!

কি এক অসভ্য যুগে আছি আমরা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন।
07/04/2024

কি এক অসভ্য যুগে আছি আমরা
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন।

05/04/2024
একটু সময় নিয়ে হলেও সবাই পুরো লিখাটা পড়ার চেষ্টা করবেন। ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!২৫...
04/04/2024

একটু সময় নিয়ে হলেও সবাই পুরো লিখাটা পড়ার চেষ্টা করবেন।
ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!

২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে মাদকের জন্য অতিষ্ট হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার পর বাবা নামের ওই মানুষটির কতোই-না আকুতি!

বুধবার (৩ এপ্রিল ২০২৪) ভোরে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর এলাকায় ছেলে কাউসারের মরণছোবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে বাবার পাশের রুমে গভীর ঘুমে থাকা ছেলেকে কুড়াল দিয়ে কোপাতে থাকেন। কুড়ালের আঘাতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না, আর কোপ দিওনা, আমি আর নেশার টাকা চাইমু না তোমগোর কাছে!

আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল দিয়ে কোপানী থেমে যায় মুহূর্তেই। রক্তাক্ত ছেলেকে আপন করে কোলে জড়িয়ে ধরে হাউ-মাউ করে কাঁদতে থাকেন বাবা নামের ওই মানুষটি। কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন, কলিজার টুকরো, মানিক-রতন। কিন্তু শেষরক্ষা হয়নি। ততোক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য।

আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন, আপনি পালিয়ে যান, পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার ফাঁসি হবে, কারোর কথা-ই শুনছেন না বাবা। বাবা বলছেন, আমার বাবাডারে আমি অনেক ভালোবাসি। আমার বাবাডারে ছাইড়া আমি কই যামু, আমার আর বাইচ্চা থাইক্কা লাভ নাই! ছেলের লাশের কাছে বসে বাবার এমন আকুতি আর্তনাথে আশপাশের মানুষজনরা চোখের পানি ধরে রাখতে পারেনি!

ঠিক এমন সময় পুলিশ হাজির। ছেলের মৃত্যু শোকে বাবা হাউ-মাউ করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইছি, নেশার টাকা জোগাড় কইড়া দিতে না পারায়। আমারে জেল দেন, ফাঁসি দেন। আমারে থানায় লইয়া যান!

এ সময় নিজ ইচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউ-মাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন- বাবা তোমারে আমি মারতে চাই নাই! তোমারে আমি কথা দিয়া গেলাম, সরকারের আদালতে গিয়া আমি কমু আমার বাবাডার হত্যাকান্ডের বিনিময়ে হলেও যেন দেশে মরননেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার!

বাবা আমার খুব কষ্ট লাগতাছে, বাবা আমার বুকটা ছিড়া যাইতাছে তোমার লেইগা। তোমারে কই পামু আমি বাবা। তোমারে ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকমু একলা একলা? পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমন সব কথা আর দুই চোখ ভরা কান্নায় কেঁদেছেন উপস্থিত সবাই...
Collected

ইতিহাসের সবচেয়ে বেশি  শিলাবৃষ্টি হয়েছে সিলেট বিভাগে।  যা সিলেটের ইতিহাসে আগে কখনো ঘটে নাই। অনেক গাড়ীর গ্লাস ভেঙ্গে গেছে ...
31/03/2024

ইতিহাসের সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে সিলেট বিভাগে। যা সিলেটের ইতিহাসে আগে কখনো ঘটে নাই। অনেক গাড়ীর গ্লাস ভেঙ্গে গেছে এবং শতশত মানুষের বাড়ীঘর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফেনীর সোনাগাজী উপজেলায় টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ২২ জন শিশু-কিশোর। আজ শু...
29/03/2024

ফেনীর সোনাগাজী উপজেলায় টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ২২ জন শিশু-কিশোর। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়। এর আগে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে উপজেলার বগাদানা জামে মসজিদ কমিটি পুরস্কার ঘোষণা দিয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত নামাজ ইমামের সই সংগ্রহ বাধ্যতামূলক ছিল।

বগাদানা জামে মসজিদ কমিটি সেক্রেটারি ডা. এম এ ইউসফ বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করতে এই আয়োজন করা হয়েছে। আমরা বলেছি, ১০ বছরের শিশু থেকে ১৮ বছরের কিশোররা যদি ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোরা মসজিদে নামাজ আদায় শুরু করে।

স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ কার্যক্রম শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা কিছু দিন ধরে লক্ষ্য করছি শিশু-কিশোররা নিয়মিত নামাজ পড়ছে।

বাইসাইকেল প্রতিযোগিতায় উত্তীর্ণরা হলেন মেহেদী হাসান, সাফাত আল তাওসিপ, মো. আশরাফুল হক, মেহেদী হাসান, তামিম উদ্দিন সোহান, মো. মোস্তাফিজুর রহমান, মো. রহীম, তাসনিমুল ইসলাম, নুরের জামান মারুফ, মো. সাজেদুল ইসলাম, সাজেদুল ইসলাম, আরমান আলা উদ্দিন , ওমায়ের হোসেন, তাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, ইমরান হোসেন মেহরাজ, রিয়াদুল ইসলাম, দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, তানবীরুল ইসলাম। এছাড়া দুই হাজার টাকা করে পুরস্কার পেয়েছে ছালেহ আহমেদ, মো. ইয়াছিন. মো. ইউসুফ, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মো. দুলাল।

29/03/2024

ফেনীর সোনাগাজী উপজেলায় টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ২২ জন শিশু-কিশোর। ১৯ই মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়। এর আগে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে উপজেলার বগাদানা জামে মসজিদ কমিটি পুরস্কার ঘোষণা দিয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত নামাজ ইমামের সই সংগ্রহ বাধ্যতামূলক ছিল।

বগাদানা জামে মসজিদ কমিটি সেক্রেটারি ডা. এম এ ইউসফ বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করতে এই আয়োজন করা হয়েছে। আমরা বলেছি, ১০ বছরের শিশু থেকে ১৮ বছরের কিশোররা যদি ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোরা মসজিদে নামাজ আদায় শুরু করে।

স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ কার্যক্রম শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা কিছু দিন ধরে লক্ষ্য করছি শিশু-কিশোররা নিয়মিত নামাজ পড়ছে।

বাইসাইকেল প্রতিযোগিতায় উত্তীর্ণরা হলেন মেহেদী হাসান, সাফাত আল তাওসিপ, মো. আশরাফুল হক, মেহেদী হাসান, তামিম উদ্দিন সোহান, মো. মোস্তাফিজুর রহমান, মো. রহীম, তাসনিমুল ইসলাম, নুরের জামান মারুফ, মো. সাজেদুল ইসলাম, সাজেদুল ইসলাম, আরমান আলা উদ্দিন , ওমায়ের হোসেন, তাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, ইমরান হোসেন মেহরাজ, রিয়াদুল ইসলাম, দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, তানবীরুল ইসলাম। এছাড়া দুই হাজার টাকা করে পুরস্কার পেয়েছে ছালেহ আহমেদ, মো. ইয়াছিন. মো. ইউসুফ, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মো. দুলাল।

নুর মোহাম্মদ ভাইকে কে আল্লাহ রহমতের চাদরে আবৃত রাখুক। তার ঈমানী শক্তির প্রখরতা বহুগুণে বাড়িয়ে দিক।গতকাল রাতে গ্রেফতার ক...
28/03/2024

নুর মোহাম্মদ ভাইকে কে আল্লাহ রহমতের চাদরে আবৃত রাখুক। তার ঈমানী শক্তির প্রখরতা বহুগুণে বাড়িয়ে দিক।
গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে নুর মোহাম্মদ ভাইকে।

25/03/2024

আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়াতে মানুষকে যত নেয়ামত দান করেছেন তারমধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা।
যারা সুস্থ আছি মন থেকে বলি আলহামদুলিল্লাহ।

25/03/2024

সবকিছু পুড়ে গেছে কিন্তু আমার মা তো বেঁচে আছে ।
মা বেঁচে আছে এই কারণে বাচ্চা মেয়েটা অনেক খুশি।
মা হচ্ছে সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নেয়ামত।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে ...
25/03/2024

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।
(সহিহ বুখারি, হাদিস : ৬৩০৬)

23/03/2024

পরিবারে কেউ দুর্বল থাকলে তাকে বোঝা মনে করবেন না। মনে রাখবেন হয়তো পরিবারের দুর্বল ব্যাক্তির কারণে আল্লাহ আপনার রিজিকে বরকত দান করেন।

23/03/2024

ড্রাইভার ছাড়া গাড়ী.....

আমেরিকা গিয়ে অনেক বাংলাদেশি এখনো উবার, ট্যাক্সি চালিয়ে চলেন, সেই দিনও মনে হয় আর থাকছে না

অ্যারিজনা থেকে ভিডিওটি পাঠিয়েছেন: Mohajon

কোন ব্যাবসায়ী লুটপাটে ব্যাস্ত,, আর কিছু মানুষ সামান্য কয়টা মরিচ বিক্রির উপর নির্ভরশীল 😥১০ টাকা এক ভাগ মরিচ,কতটা অসহায়।প্...
19/03/2024

কোন ব্যাবসায়ী লুটপাটে ব্যাস্ত,, আর কিছু মানুষ সামান্য কয়টা মরিচ বিক্রির উপর নির্ভরশীল 😥
১০ টাকা এক ভাগ মরিচ,কতটা অসহায়।
প্রয়োজন না হলেও এদের থেকে কিনুন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন।

ফেনীতে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন  ই'স'লা'মিক ভা'স্কর্য শান্তি চত্ত্বর।ফেনী শহরের মিজান রোডের মাথায় এই ভাষ্কর্য নির্মাণ করা...
17/03/2024

ফেনীতে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন ই'স'লা'মিক ভা'স্কর্য শান্তি চত্ত্বর।
ফেনী শহরের মিজান রোডের মাথায় এই ভাষ্কর্য নির্মাণ করা হয়।

Address

500, North Shahjahanpur
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Unity Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unity Media:

Videos

Share



You may also like