The Legends Of BD

The Legends Of BD The Best Life Quotes

13/09/2024

All those who are in Saudi Arabia like this page. They give jobs to people for free. And if anyone is interested in working in noon.com company in Saudi Arabia then contact them immediately.

Hello Dear, we are Finding Bike Riders and Logistic Associate(LA) for Noon.com. if you want to work with us don't hesitate to contact with us

23/07/2024

আজকে আল্লাহর ঘরে যাচ্ছি।
মন খুলে জালিমদের নামে বিচার দিবো।

21/07/2024

এই মাত্র পাওয়া খবর।
খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে।
মোটামুটি সত্য খবর।

19/07/2024

প্রিয় বাংলাদেশ কে ইন্টারনেট দুনিয়া থেকে বিচ্ছিন।প্লিজ নিজ নিজ জায়গা থেকে সবাই এগিয়ে আসুন এবং দেশ এবং ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করুন আমরা প্রবাসীরা ঘুমাতে পারতেছি না মোবাইল নিয়ে বসে আছি কখন একটু সুসংবাদ পাবো আমাদের চোখে ঘুম নাই প্রিয় মাতৃভূমি এবং ছাত্র-ছাত্রীদের জন্য 😭😭


মুখে সুন্নাতি দাড়ি, হাতে অস্ত্র। আজ এক মায়ের বুক খালি করেছো। এক অসহায় বৃদ্ধ বাবার বাকি জীবন যে লাঠিতে ভর দিয়ে চলত তা তুম...
17/07/2024

মুখে সুন্নাতি দাড়ি, হাতে অস্ত্র। আজ এক মায়ের বুক খালি করেছো। এক অসহায় বৃদ্ধ বাবার বাকি জীবন যে লাঠিতে ভর দিয়ে চলত তা তুমি কেড়ে নিয়েছো। আদরের ছোট্ট বোনের মাথার ছাতা হয়ে থাকা তুমি কেড়ে নিয়েছো।

শুন, এই বাহুবল রবে না। হাতে অস্ত্র থাকবে না। এখন যে শক্তিতে তুমি বলিয়ান, তা মিটে যাবে। তুমিও বয়সের ভাড়ে নূয়ে পরবে। চার জনে কাধে করে কবরে যাবে। প্রতিটি বুলেটের হিসাব আজকের এ সমাজ না চাইলেও সেদিন দিতে হবে।
কার বুকে বুলেট ছুড়ছো?

কোন মায়ের বুক খালি করেছো? কোন বোনের গগন বিদায়ী আর্তনাদ এর কারণ হয়েছো??

জবাব দেওয়ার জন্য প্রস্তুত হও

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এ...
19/03/2024

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে ঐ ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক এমডি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না! তাই আসুন সময়ের মুল্য দিতে শিখি। সময়ে যা করা প্রয়োজন, সেটার দিকেই বেশী মনোযোগী হই।

#সময় #সময়ের #মুল্য

 #বেডি_মানুষ
16/03/2024

#বেডি_মানুষ

10/03/2024

আলহামদুলিল্লাহ!!
তারাবী নামাজ শেষ করে আসলাম। আগামীকাল সাউদি আরোব প্রথম রোজা।

14/01/2024
I am from this generation 💜
17/11/2023

I am from this generation 💜

* হতাশ হবেন না...বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্...
23/02/2023

* হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন ইনশাআল্লাহ!

Address

Konapara Demra Dhaka
Dhaka
1263

Alerts

Be the first to know and let us send you an email when The Legends Of BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category