স্বপ্নশীলন

স্বপ্নশীলন বাঁধ ভেঙে দাও… ভাল বই পড়ুন........সফল জীবন গড়ুন

 #স্বপ্নশীলন
19/12/2024

#স্বপ্নশীলন

19/12/2024
বিবিসির চোখে বর্ষসেরা (২০২৪) ১০ সিনেমা‘লাভ লাইস ব্লিডিং’ সিনেমার দৃশ্য ‘দ্য সিড অব স্যাক্রেড ফিগ’ সিনেমার দৃশ্যদ্য সিড অ...
18/12/2024

বিবিসির চোখে বর্ষসেরা (২০২৪)
১০ সিনেমা

‘লাভ লাইস ব্লিডিং’ সিনেমার দৃশ্য ‘দ্য সিড অব স্যাক্রেড ফিগ’ সিনেমার দৃশ্য
দ্য সিড অব স্যাক্রেড ফিগ

এ বছরের অন্যতম আলোচিত সিনেমা। ইরানি নির্মাতা মুহম্মদ রাসুলফ পরিচালিত এ সিনেমায় উঠে এসেছে ইরানের বিচারব্যবস্থার চিত্র। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস ইমানের। সে তেহরান কোর্টের বিচারক। দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের সিদ্ধান্তে কোনো ধরনের প্রমাণ ছাড়াই অনেককে দণ্ড দেওয়ার নির্দেশ আসে তার ওপর। অভিনয়ে মিসাগ জারেহ, সোহেলা গোলেস্তানি, মাশা রোস্তামি প্রমুখ।

এমিলিয়া পেরেজ

ম্যাক্সিকোর চার নারীর গল্প, যারা প্রত্যেকে সুখের পেছনে ছুটছে। অখ্যাত আইনজীবী রিতার সঙ্গে যোগাযোগ করে এমিলিয়া। নিজের ভুয়া মৃত্যুসনদ তৈরি করে, যাতে সে নিজের মতো করে বাঁচতে পারে। অভিনয় করেছেন জো সালদানা, কার্লা সোফিয়া গাসকন, সেলেনা গোমেজ ও আদ্রিয়ানা পাজ।

আনোরা

ম্যানহাটনের একটি স্ট্রিপক্লাবে নাচে আনোরা। সেখানে তার সঙ্গে পরিচয় হয় রাশিয়ান অভিজাত পরিবারের সন্তান ভেনায়ার সঙ্গে। প্রেমে পড়ে তারা। বিয়ে করে। তবে যৌনকর্মীর সঙ্গে এই বিয়ে মেনে নেয় না ভেনায়ার পরিবার। তারা এ বিয়ে ভেস্তে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসে। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে পাম দ্য’র পুরস্কার পাওয়া সিনেমাটি বানিয়েছেন শন বেকার।

গ্লাডিয়েটর ২

অ্যাকাসিয়াসের নেতৃত্বে রোমান বাহিনী আক্রমণ করে লুসিয়াসের বাড়ি। অ্যাকাসিয়াসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লুসিয়াস। মহাকাব্যিক অ্যাকশন সিনেমাটি বানিয়েছেন রিডলি স্কট। অভিনয়ে পল মেসকাল, পেদ্রো পাসকাল, কনি নিয়েলসেন।

বেবিগার্ল

একটি রোবট কোম্পানির উচ্চপদে কাজ করে নিকোল কিডম্যান অভিনীত চরিত্র। আর হ্যারিস ডিকিনসনের চরিত্রটি সেই অফিসের ইন্টার্ন। হ্যারিস বয়সে ছোট হওয়া সত্ত্বেও তার প্রেমে পড়ে নিকোলের চরিত্রটি। বানিয়েছেন হ্যালিনা রেজিন।

অল উই ইমাজিন অ্যাজ লাইট

ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমাটি কানসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। গোল্ডেন গ্লোবেও পেয়েছে দুটি মনোনয়ন। মুম্বাই শহরের দুই নার্সের গল্প, যারা নানা বিপদে পরস্পরের পাশে দাঁড়ায়।

নসফেরাতু

১৮৩৮ সালের জার্মানির একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। নতুন বউ এলেনকে দু্ই বন্ধুর তত্ত্বাবধানে রেখে থমাস হাটার তার ক্লায়েন্ট কাউন্ট অরলকের সঙ্গে মিটিং করতে যায় ট্রানসিলভানিয়া। এদিকে এলেন এক অশুভ শক্তির মুখোমুখি হয়। রবার্ট এগারস পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন বিল স্কারসগার্ড, নিকোলাস হল্ট, লিলি-রোজ ডেপ প্রমুখ।
সোর্স আজকের পত্রিকা

সেরাদের ১০টি অভ্যাস....১ * বিরতি নিতে জানতে হবে, কখন বিশ্রাম বা বিরতি নেবেন, জানাটা জরুরি। ক্লান্তিবোধ না করলেও বিশ্রাম ...
18/12/2024

সেরাদের ১০টি অভ্যাস....
১ * বিরতি নিতে জানতে হবে, কখন বিশ্রাম বা বিরতি নেবেন, জানাটা জরুরি। ক্লান্তিবোধ না করলেও বিশ্রাম নিতে হবে। অনেক সময় বুঝতেও পারি না যে আমরা ক্লান্ত। কিন্তু কৃতী কর্মী ও শিক্ষার্থীরা ব্যস্ত সময়সূচিতেও বিশ্রামের জন্য হাতে আলাদা সময় রাখেন।

২* জানতে হবে অন্যের মত, উন্নতি করতে হলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মতামত নিতে হয়। যাঁরা সফল, তাঁরা সাধারণত সহকর্মী, পরামর্শদাতা, এমনকি সমবয়সীদের কাছ থেকেও উন্নতি ও বিকাশের জায়গাগুলোর ব্যাপারে মতামত জানতে চান।

৩* কৃতজ্ঞতা প্রকাশও চর্চার বিষয়, ছোট হোক বা বড়, জীবনের প্রতিটি জিনিসের জন্য বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সফল মানুষেরা প্রতিদিনই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। প্রতিটি সুযোগের জন্য প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কৃতজ্ঞতাবোধ।

৪* সাফল্যের জায়গায় নিজেকে ভাবা, যা হতে চান, সেই পদে নিজেকে কল্পনা করা এবং কল্পনাকে বাস্তবে রূপ দিতে পরিকল্পনা করা-এটিও সফল মানুষের বৈশিষ্ট্য। যে জীবনটা আপনার স্বপ্ন, তা যাপন করার অভ্যাস করুন।

৫* অভ্যাসটি ধারাবাহিকভাবে অনুশীলন, করুন। স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য নিজেকে প্ররোচিত করতে এগুলো প্রয়োজনীয়।

৬* সাফল্য উদ্যাপন, ছোট বা বড় দুই ধরনের সাফল্যই সফল মানুষেরা উদ্যাপন করেন। নিজেদের অগ্রগতি বা উন্নতির স্বীকৃতি দেন। একই সঙ্গে লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে কাজ করেন।

৭ *স্বেচ্ছাসেবামূলক কাজ, স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকাটাও একটু গুরুত্বপূর্ণ অভ্যাস। এসব কাজের মধ্যে মানুষ তাঁর পেশাদার জগতের বাইরেও পরিপূর্ণতা, অর্থ ও উদ্দেশ্য খুঁজে পান।

৮* মননশীলতা বাড়ানোর অনুশীলন, কৃতীরা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে ধ্যান ও গতীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করেন। এটি তাঁদের সননশীলতা বাড়ায়।

৯* নিজের জন্য লেখা, আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো লেখালেখি। নিজের অভিজ্ঞতা, আবেগ ও চ্যালেঞ্জগুলো লিখে রাখুন। এই অভ্যাস নিজেকে জানতে এবং সামনে নানা পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। অর্থাৎ জার্নালিং হলো নিজের ক্যারিয়ারের একটি আয়না।

১০* সৃজনশীলতার চর্চা, পড়ালেখায়-কাজে সফল মানুষেরা সাধারণত তাঁদের পূর্ণকালীন কাজের পাশাপাশি যেসব সৃজনশীল কাজ করে আনন্দ পান, সেসবের পেছনেও সময় দেন। এসব কাজকে তাঁরা অগ্রাধিকার দেন। নতুন উদ্ভাবন, নতুন দৃষ্টিভঙ্গি ও ধারণার বিকাশকে এগুলো উৎসাহিত করে।

18/12/2024

মহান বিজয় দিবস ২০২৪

রাইহাতের স্বপ্নপূরণের গল্প  #স্বপ্নশীলনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েছেন ...
17/12/2024

রাইহাতের স্বপ্নপূরণের গল্প #স্বপ্নশীলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েছেন রাইহাত জামান নিলয়। শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এই তরুণ—তিনি এখন গুগলের লেভেল ফোর সাইট রিলেবিলিটি ইঞ্জিনিয়ার। তার পথচলার গল্প শুনেছেন আনিসুল ইসলাম নাঈম
রাইহাতের স্বপ্নপূরণের গল্প
‘অফার লেটার হাতে পেয়ে মনে হয়েছিল, সারা জীবনের কষ্টের ফল পেয়েছি’, বলেন রাইহাত। এটা পাঁচ বছর আগে কথা। তখন ছিলেন লেভেল থ্রিতে। এখন রাইহাত আছেন সাইট রিলেবিলিটি লেভেল ফোরে।

দুরন্ত শৈশব কেটেছে যশোরে। মা-বাবার একমাত্র সন্তান রাইহাত। মধ্যবিত্ত যৌথ পরিবারের সবার আদর ও ভালোবাসায় বড় হয়েছেন। খেলাধুলার প্রতি তার অসম্ভব টান।

মা-বাবাকে ফাঁকি দিয়ে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতে চলে যেতেন। ১৯৯৯ সালে তার বয়স তখন সবে ছয়ের ঘরে, রাইহাতের ফুফা তখন ছিলেন নকিয়া কম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে সময়ই ছোট্ট রাইহাত বাবাকে বলেছিল, ‘ফুফার মতো ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে চাকরি করতে চাই।’ সেই থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের শুরু।


প্রাইমারির পাঠ শুরু হয় যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে। এরপর ভর্তি হন যশোর জিলা স্কুলে, ক্লাস সিক্সে। রাইহাতের বাবা যশোর উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য, সেখানে গানও শিখেছেন রাইহাত। সারা দেশের মধ্যে রবীন্দ্রসংগীত বিষয়ে প্রথম, শাস্ত্রীয় (ক্লাসিক্যাল) সংগীতে দ্বিতীয় এবং নজরুলসংগীতে তৃতীয় হয়েছিলেন। সংগীতবিষয়ক পড়াশোনার জন্য ঢাকার ছায়ানটে যোগদানের ইচ্ছাও তার ছিল।

কিন্তু পড়াশোনার চাপে সেটা হয়ে ওঠেনি।
যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। ইচ্ছা ছিল বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) পড়বেন। কিন্তু সুযোগ পেলেন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে পড়ার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিএসইতে পড়ার সুযোগ পেয়ে বুয়েট ছেড়ে ভর্তি হন জাবিতে। শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেন। ভালো প্রগ্রামার হলে গুগল-ফেসবুকে চাকরি মেলে, এটা জানার পর তার আগ্রহ যায় বেড়ে। সেই থেকে প্রগ্রামিংয়ের পেছনে লেগে থাকা। বহু ব্যর্থতা ও হতাশার মাঝেও হাল ছাড়েননি। এর পর ২০১৫ সালে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রগ্রামিং কনটেস্টে (আইসিপিসি) ঢাকা রিজিওনালের চ্যাম্পিয়ন হয়ে পরের বছর অংশ নিয়েছেন থাইল্যান্ডের ওয়ার্ল্ড ফাইনালে। প্রতিযোগিতায় তাদের দল দক্ষিণ এশিয়ায় প্রথম হয়। এ ছাড়াও ২০১৬ সালে ভারতে অমৃতাপুরি রিজিওনাল থেকে চ্যাম্পিয়ন হয়ে ২০১৭ সালে ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিতে আমেরিকায় পাড়ি জমান।

গুগলে চাকরির স্বপ্ন

ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি তার তুমুল আগ্রহ। বিভিন্ন পত্রিকার কম্পিউটার বিষয়ক লেখা পড়তেন। ক্লাস এইটে জানতে পারেন, বুয়েটের কয়েকজন গুগল ও মাইক্রোসফটে চাকরি পেয়েছেন। বাংলাদেশ থেকেও গুগলে চাকরি করা সম্ভব, তখনই প্রথম জানতে পারেন তিনি। জাবিতে এসে শুনলেন, ভার্সিটির মাত্র একজন গুগলে চাকরি করেন। তখনই প্রতিজ্ঞা করেন, দ্বিতীয় ব্যক্তি হিসেবে গুগলে নিজের নাম লেখাবেন। সেই থেকে গুগলে চাকরির স্বপ্ন বুননের শুরু।

যেভাবে গুগলে

বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে একটি কম্পানিতে চাকরি শুরু করেন। এর মধ্যেই গুগলে আবেদন করেন, কথা হয় রিক্রুটারের সঙ্গে। সিদ্ধান্ত নেন, মাসখানেক পর ইন্টারভিউয়ে বসবেন। তবে পরের মেইলে রিক্রুটার জানান, এক সপ্তাহের মধ্যে বসতে হবে ইন্টারভিউয়ে। তাও আবার ভারতে গিয়ে। তখন ভিসা নিয়ে দৌড়ঝাঁপের চাপে প্রস্তুতির সুযোগ মেলেনি। প্রগ্রামিং সলভিং নিয়ে মোট পাঁচটি ইন্টারভিউ হয়েছিল তার। একটি ইন্টারভিউ অনলাইনে হলেও বাকি চারটি দিতে হয়েছিল ভারতের হায়দরাবাদ অফিসে গিয়ে। প্রস্তুতি না থাকলেও বিভিন্ন প্রগ্রামিং প্রতিযোগিতার অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে ইন্টারভিউয়ে। এক দিন পরই রিক্রুটার ফিডব্যাক পজিটিভ বলে জানান। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে বলেন। তিন সপ্তাহে ইন্টারভিউ প্রসেস শেষ হয়। কিছুদিন বাদেই ঘটল অপেক্ষার অবসান। সেই অনুভূতিটা অন্য রকম! ‘অফার লেটার হাতে পেয়ে মনে হয়েছিল, সারা জীবনের কষ্টের ফল পেয়েছি’, বলেন রাইহাত। এটা পাঁচ বছর আগে কথা। তখন লেভেল থ্রিতে। এখন রাইহাত আছেন সাইট রিলেবিলিটি লেভেল ফোরে।

গুগলে কাজের অভিজ্ঞতা

আয়ারল্যান্ডের ডাবলিন শাখায় শুরু হয় গুগলের সঙ্গে রাইহাতের পথ চলা। গুগল সার্চ অ্যাডস টিমের সদস্য তিনি। কাজ করেন সার্চ রেজাল্টের সঙ্গে সঠিক ও নিখুঁত অ্যাড দেখানোর বিষয়ে। ইউজার এক্সপেরিয়েন্সে যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে, সেদিকে নজর রাখেন। মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কাজে লাগিয়ে রেলিভেন্ট বিজ্ঞাপন দেখানোর বিষয় কাজ তার। প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কিছু নিয়েই তাদের কাজ করতে হয়। যেমন—সি++, পাইথন, এমনকি গুগলের নিজস্ব গো ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে হয়। অনেক ট্যালেন্টেড গুগলারদের মাঝে আছেন বাংলাদেশের রাইহাতও। প্রত্যেকেই বেশ সাহায্যপ্রবণ। কেউ কোথাও আটকে গেলে সমাধানের পথ বাতলে দেন। সবার মধ্যে সহযোগিতার মনোভাব রয়েছে।

নেই ধরাবাঁধা নিয়ম

গুগলে কাজের বড় সুবিধা হলো সেখানে কোনো ধরাবাঁধা নিয়ম বা রুটিন নেই। অফিসের ভেতরেই রয়েছে জিম, সুইমিংপুল। এ ছাড়া গেমরুম, মিউজিক রুম, বিশ্রামের জন্য ন্যাপরুমসহ আছে খাবারের ব্যবস্থাও। ভবিষ্যতে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান রাইহাত। তার স্বপ্ন, বিশ্বদরবারে সম্মানের সঙ্গে বাংলাদেশকে তুলে ধরা।

সোর্স কালেরকন্ঠ

17/12/2024
শুভ সকাল  #স্বপ্নশীলন
17/12/2024

শুভ সকাল #স্বপ্নশীলন

27/05/2024

যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে শুরু হয়েছে ৩৩ তম নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা। ২৪-২৭ মে পর্যন্ত চলমান এই বইমেলায় কথাপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে আমার নতুন বই ‘ অনূর্ধ উনিশ-তারুণ্যের প্রেরণাকথন’ । আমেরিকা প্রবাসী ভাই বোন বন্ধুদের স্বাগত। এছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করতে https://rokshort.com/uEcUs222J
Call: 013 2425 4632 (Kathaprokash)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নশীলন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নশীলন:

Videos

Share

Category