মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
মহাসচিব
মো: জাকির হোসেন
শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।
মহাসচিব
মো:জাকির হোসেন
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
সন্দীপ, চট্টগ্রাম শাখা
শিক্ষক সমাবেশে বক্তব্য দিচ্ছেন শিক্ষক-কর্মচারীর ঐক্যজোটের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া...
শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মুখোমুখি
অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া
চেয়ারম্যান
শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।
এডহক কমিটি। ১ মাসে ৫ প্রজ্ঞাপন। পাবনার পাগলা গারদে নিতে হবে এইসব কর্মকর্তাদের বললেন- অধ্যক্ষ মো: সেলিম ভূ্ঁইয়া
চেয়ারম্যান
শিক্ষক-কর্মচারী শিক্ষক কর্মচারী ঐক্য জোট।
বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ নিয়ে আশার বাণী শোনালেন অধ্যক্ষ মো: সেলিম ভূ্ঁইয়া, চেয়ারম্যান, শিক্ষক-কর্মচারী শিক্ষক কর্মচারী ঐক্য জোট।
ধুকে মরছে বেসরকারি শিক্ষকরা আর তামাসা দেখছে শিক্ষা মন্রণালয়- মো: জাকির হোসেন
মহাসচিব
শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।
ফাজলেমি করছে শিক্ষা মন্ত্রনালয়।
বারবার এডহক কমিটির প্রজ্ঞাপনকে ফাজলেমি বললেন মো: জাকির হোসেন (মহাসচিব, শিক্ষক কর্মচারী ঐক্য জোট)।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জাতীয় নির্বাহী কমিটির সভা। বক্তব্য রাখছেন শিক্ষক কর্মচারীদের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া।
শিক্ষক তুমি ঈশ্বরের দূত জাতির মেরুদন্ড,
তোমার পথেই হাঁটছে সমাজ তুমি বিনা সব পন্ড।
শিক্ষক তুমিই বিপ্লবী কন্ঠে গর্জে ওঠা ভাষণ,
জগত সভায় সবার শীর্ষে উজ্জ্বল তোমার আসন।
আজ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক, মোমিনুল হক তালুকদার স্যারের শেষ কর্মদিবস। প্রায় ৩০ বছর এই প্রতিষ্ঠানে আলো ছড়িয়ে ছেন। এই সুদীর্ঘ সময়ে স্যার কোন শিক্ষক ও শিক্ষার্থীর মনোকষ্টের কারণ হয়নি আমি হরফ করে বলতে পারি। ধৈর্য কাকে বলে আমি স্যারের থেকে শেখার চেষ্টা করেছি। আত্মস্থে কতটুকু সফল জানি না কিন্তু শিক্ষাবার্তা ডট কম পত্রিকার সম্পাদক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার সুবাদে উদাহরণ হিসেবে স্যারের কথা বলার সৌভাগ্য হয়েছে। আজীবন ভালো থাকবেন, দোয়ায় রাখবেন স্যার, হৃদয়ে থাকবে আমৃত্যু।
সুহৃদ,
এ এইচ এম সায়েদুজ্জামান