Muntasir - মুনতাসির

Muntasir - মুনতাসির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জাতীয় নাগরিক কমিটি।
সাবেক সদস্য সচিব,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
(2586)

02/02/2025

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যেটা বলেনি, পরিকল্পিত ভাবে সেটা ছড়িয়ে দিয়ে বিভেদ লাগানোর ষড়যন্ত্র না বুঝাটা কষ্টকর।

26/01/2025

আমি এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে নিজের মনে করি। ঢাকা কলেজ আমার গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ও তাই। নির্দিষ্ট জায়গা বা প্রতিষ্ঠানের গন্ডির উর্ধ্বে দেশপ্রেম।

এই দেশের প্রতিটা ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আমাদের।

26/01/2025

ঢাকা কলেজ আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ও আমাদের। কেউ কারো চেয়ে ছোট বা বড় না। সবাই মিলেই বাংলাদেশ। ষড়যন্ত্রের মোকাবেলায় সহিংসতা নয়; ধৈর্য, প্রজ্ঞা এবং জাতীয় স্বার্থে ঐক্য।

21/01/2025

চলছে জাতীয় নাগরিক কমিটি, ঢাকা মহানগর উত্তরের আয়োজনে থানা প্রতিনিধি সভা।

আমার এই বাংলাদেশী বোনের উপর হামলার তীব্র নিন্দা জানাই। অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সব মানুষের অধিকারের জন...
15/01/2025

আমার এই বাংলাদেশী বোনের উপর হামলার তীব্র নিন্দা জানাই। অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সব মানুষের অধিকারের জন্য।
এখন এক হওয়ার সময়, বিভেদের ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশীদের একসাথে লড়ার এবং গড়ার সময়।

ফেনীর দাগনভূঞা উপজেলায় জাতীয় নাগরিক কমিটির ১২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো।
13/01/2025

ফেনীর দাগনভূঞা উপজেলায় জাতীয় নাগরিক কমিটির ১২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো।

Perfect example of MOTHERLAND or DEATH! Chapai Nawabganj, Bangladesh, 8th January 2025.
09/01/2025

Perfect example of MOTHERLAND or DEATH!

Chapai Nawabganj, Bangladesh, 8th January 2025.

ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত শেরে বাংলা নগর থানায় জাতীয় নাগরিক কমিটির ১২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো। অ...
08/01/2025

ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত শেরে বাংলা নগর থানায় জাতীয় নাগরিক কমিটির ১২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো।
অভিনন্দন সবাইকে।
আসুন, দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

05/01/2025

ফারুক হাসানের উপর হামলার নিন্দা জানাই। হামলাকারী স্পষ্ট, তাকে দ্রুত গ্রেফতার করা হোক। কিন্ত এই প্রসঙ্গে নুরুলহক নুরের গলাবাজি হাস্যকর। সে বলেছে, হামলাকারীর হাত ভেঙে দিতে, এতে হুকুমের আসামি হয়ে জেলে যেতে হলে সে যাবে।
এই গলাবাজি সে করেছে তার দলের সন্ত্রাসী নাদিমকে সাথে নিয়ে। নুরের এই সন্ত্রাসী বাহিনী কিছুদিন আগে ২৪ এর আন্দোলনে কারা নির্যাতিত সহযোদ্ধা সজলের উপর হত্যার উদ্দেশ্যে নির্মম ভাবে হামলা করে। (হামলার ভিডিও লিনক ১ম কমেন্টে যুক্ত করলাম)

সন্ত্রাসীকে সাথে নিয়ে সন্ত্রাসের বিচার চাওয়া হাস্যকর।
সজলের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। ন্যায়বিচার সবার জন্য, দ্বিমুখীতা পরিহার করে সত্য বলার সাহস চাই।
দল-মত এর উর্ধ্বে উঠে ১৮ থেকে ২৪ এর সব সহযোদ্ধার সেই সততা এবং সাহস হোক।

03/01/2025

সবার আগে বাংলাদেশ”
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রথম মিছিল।
দালালি না রাজপথ,
রাজপথ, রাজপথ!
গণহত্যার বিচার চাই,
খুনী হাসিনার বিচার চাই।।

30/12/2024

খাগড়াছড়ি থেকে অপুর্ব ফারাইং অপু'র নেতৃত্বে পাহাড়ি-বাঙালি মিলে ঢাকা আসছে জনতা।
বাংলাদেশে ভারতীয় আগ্রাসন এবং দাসত্বের রাজনীতি আর চলবে না!
দেখা হচ্ছে আগামীকাল,
বিকাল ৩টা - শহীদ মিনার।

30/12/2024

আগামীকাল জুলাই গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ হবে। তারা চায় বিভেদ, আমরা করবো ঐক্য। সবার আগে জাতীয় স্বার্থ,
সবার আগে বাংলাদেশ 🇧🇩

জাতীয় নাগরিক কমিটির গুলশান থানা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা।
28/12/2024

জাতীয় নাগরিক কমিটির গুলশান থানা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা।

28/12/2024

31st December -
Proclamation of July Revolution. 🇧🇩

ফেনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা “ফেনী রাইজিং” অনুষ্ঠিত। ফেনীতে আমাদের সাথে কাজ করতে যোগাযোগ করুন।
28/12/2024

ফেনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা “ফেনী রাইজিং” অনুষ্ঠিত।
ফেনীতে আমাদের সাথে কাজ করতে যোগাযোগ করুন।

আগামীকাল আসছি ফেনীতে, জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা। ফেনী রাইজিং, আগামীকাল ২৭ ডিসেম্বর, বিকাল ৩টা, জেলা শিল্পকলা একাড...
26/12/2024

আগামীকাল আসছি ফেনীতে,
জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা।
ফেনী রাইজিং,
আগামীকাল ২৭ ডিসেম্বর, বিকাল ৩টা,
জেলা শিল্পকলা একাডেমী, ফেনী।

ফেনীতে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চান, যোগাযোগ করুনঃ 01617113993 (whatsapp)

26/12/2024

কিভাবে ধ্বংস করা হয়েছে ছাত্র উপদেষ্টা আসিফ এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়। আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে সব।

উপদেষ্টা আসিফ এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়ের বর্তমান চিত্র। পরিকল্পিত ভাবে যেই ভবনে ছাত্র উপদেষ্টা ২ জনের অফিস, সেখানেই আ...
26/12/2024

উপদেষ্টা আসিফ এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়ের বর্তমান চিত্র। পরিকল্পিত ভাবে যেই ভবনে ছাত্র উপদেষ্টা ২ জনের অফিস, সেখানেই আগুন দেয়া হয়েছে।
ধ্বংস করা হলো সব!

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntasir - মুনতাসির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muntasir - মুনতাসির:

Videos

Share