Muntasir - মুনতাসির

Muntasir - মুনতাসির সদস্য সচিব,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
(1083)

07/12/2024

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ফ্রেমবন্দী ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর

06/12/2024

হিন্দু মুসলিম হয়েছে এক,
ভারত তুই আইসা দেখ।
পাহাড়ি বাঙালি হয়েছে এক,
ভারত তুই আইসা দেখ!
সার্বভৌমত্বের প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ।

06/12/2024

গণ অধিকার পরিষদের আয়োজনে, ভারতীয় আগ্রাসন বিরোধী গণ মিছিলে বক্তব্য রাখছেন নেতাকর্মীরা...

03/12/2024

ছাত্র জনতার বিপ্লব নৎসাত করার চেষ্টা করলে ছাত্র জনতা রুখে দিতে প্রস্তুত✊✊

খাগড়াছড়ি।

26/11/2024

ইস্কন কতৃক, চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম (আলিফ) কে আদালত প্রাঙ্গনে কুপিয়ে হত্যার প্রতিবাদে, গণঅধিকার পরিষদের আলোর মিছিল....

25/11/2024

ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে ভোট ডাকাতি করে হওয়া এমপি মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ নিতে ছাত্র সংগঠন গুলোর ঐক্যমত।

25/11/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র সংগঠন গুলোর আলোচনায় আগামী ১ সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যোগ দিন। ২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কা...
17/11/2024

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যোগ দিন।

২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে, শোষণ ও বৈষম্য মুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

যোগাযোগঃ 01617113993, 01911216272
Email: [email protected]

রাজনীতি এবং ছাত্র অধিকার পরিষদ আমার জীবনে দুঃখ এবং অপ্রাপ্তির নাম। তবুও আমি ভালোবেসে যেতে চাই। কতবার মনে হয়েছে, আর আগানো...
16/11/2024

রাজনীতি এবং ছাত্র অধিকার পরিষদ আমার জীবনে দুঃখ এবং অপ্রাপ্তির নাম। তবুও আমি ভালোবেসে যেতে চাই। কতবার মনে হয়েছে, আর আগানো যাচ্ছে না। কত বেঈমানি আর মিথ্যা প্রতিশ্রুতিতে আটকে গিয়েও ছেড়ে যাইনি। কত অপমান, মিথ্যা অপবাদ এবং মাইনাস মাইনাস খেলা।

নোংরা ও মিথ্যার রাজনীতিকে সরল ভাবে মোকাবেলা করতে চাওয়ার নির্বুদ্ধিতা।
কত হতাশা, অন্যায় ভাবে বারবার বঞ্চিত হওয়া থেকে ট্রমা, কী ভীষন মানসিক দ্বন্দ্ব, নির্মম-নিষ্ঠুর ভয়াবহ চাপ তবুও বুঝতে না দিয়ে ভেতর থেকে ক্ষয়ে যাওয়া।

এখন তো কোনো কথাই আসে না মুখে, মাইকের সামনে কথা আসে না, কত প্রশ্নের কোনো জবাব আসে না।
বোবা হয়ে থাকি,
হাল ছাড়ি না তবু।

করুণা চাই নাই।
মুখ ফুটে বলি নাই।
যে-ই নোংরা রাজনীতি আমাদের জন্য না,
সেই রাজনীতি পরিবর্তনের অসম লড়াই।

~ মুনতাসির মাহমুদ
সদস্য সচিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরু...
15/11/2024

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরু যে নেতিবাচক বক্তব্য দিয়েছেন এবং উনার গালে গালে তালে তালে জুতা মারার শ্লোগান দিয়ে যে মিছিল করেছেন তা আমি গণমাধ্যমে দেখলাম। এর আগে নুরুল হক নুরু এবং রাশেদ খান আমাকে এবং আমাদের দলের কয়েকজন নেতাকে ফোন করে অনুরোধ করেন এডভোকেট তাজুল ইসলাম যেন কর্ণেল অব. মশিউজ্জামান-ফারুক হাসান নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের পক্ষে মামলায় না লড়েন। তার এই অনুরোধ আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। কারণ একজন আইনজীবী হিসেবে (জনাব তাজুল ইসলাম) তিনি নুরুদের এবং ফারুকদের যে কারও মামলা লড়তে পারেন, এটা তার পেশাগত অধিকার। রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদের দুই অংশই আমাদের আন্দোলন সংগ্রামের মিত্র। কেউ আপন কেউ পর নয়।
নুরুল হক নুর আমাকে বহুবার অনুরোধ করেছেন মশিউজ্জামান-ফারুক গ্রুপকে আমরা যেন স্বীকৃতি না দিই বা কোন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানাই। শুনেছি এরকম অনুরোধ সে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও করেছে। কিন্তু কেউ তার এই অনুরোধকে আমরা গুরুত্ব দিইনি। কারণ একই রাজনৈতিক সভায় আমরা এলডিপি’র দুই অংশ, জাগপা’র দুই অংশ, খেলাফত মজলিশের দুই অংশসহ এরকম বহু রাজনৈতিক দলের দুই অংশকে নিয়ে মিটিং মিছিল করেছি; এক গ্রুপ অন্য গ্রুপের ব্যপারে কেউ আপত্তি তোলেনি। নুরুল হক নুরু ও রাশেদকে আমি বিষয়টা বুঝিয়ে বলেছি এবং এও অনুরোধ করেছি নিজেদের বিরোধ মিটিয়ে এক হয়ে যাও। তুমি মেনদি সাফাদির সাথে মিটিংয়ের বিষয়টা স্বীকার করে Sorry বললে আর তোমার বিরুদ্ধে যে তদন্ত কমিটি হয়েছিল সেটা মেনে নিয়ে দলকে এক করে ফেল। যাই হোক নুরুর কাছে সেটা ভালো মনে হয়নি বলে সে আমাদের পরামর্শ ও উপদেশ গ্রাহ্য করেনি।

নুরুল হক নুরুর দল কালকে অ্যাডভোকেট তাজুল ইসলাম ও এবি পার্টিকে কটাক্ষ করে যে বক্তব্য এবং শ্লোগান দিয়েছে তাতে আমি খুব বিস্মিত হয়েছি! একটা সামান্য স্বার্থের জন্য কেউ তার আন্দোলনের মিত্র সম্পর্কে এ ধরনের বিষোদগার করতে পারে! তা ভাবতেও পারিনি। পরক্ষণে মনকে প্রবোধ দিয়েছি এই বলে যে, হ্যাঁ পারে। কেউ যদি অপরের কৃতজ্ঞতা ও অবদানকে পদদলিত করে মুহুর্তে চোখ উল্টানোর রাজনীতিতে অভ্যস্ত হয় সে সম্ভবত: পারে।

আমি গণপরিষদের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীকে বলবো, আমার এবং অ্যাডভোকেট তাজুল ইসলামের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস শুরু হয়েছে অন্তত: ৩০-৩৫ বছর আগে। গণঅধিকার পরিষদের বহু নেতা-কর্মীর জন্মও বোধকরি তখন হয়নি। জামায়াত আমাকে দল থেকে বহিস্কার করলেও কিম্বা এডভোকেট তাজুল ইসলাম এবি পার্টির প্রতিষ্ঠাতাদের একজন হলেও আমাদের বিরুদ্ধে জামায়াতের কেউ কোন অনৈতিক ও আর্থিক অসততার অভিযোগ তুলেছে বলে কখনও শুনিনি। নুরুল হক নুরু ও রাশেদ খানরা বিগত সরকারের সময়ে যে নির্যাতন নিস্পেষণ ভোগ করেছেন তার শতগুন বেশী নির্যাতন নিস্পেষণ আমরা প্রত্যেক সরকারের আমলে ভোগ করেছি। ইতিহাস না জানা অপরাধ নয় কিন্তু না জেনে কারও সম্পর্কে মন্তব্য করাটা অজ্ঞতা ও মুর্খতা।

নুরু এই সময়ের একজন উঠতি রাজনীতিবিদ। তাকে এবং তার দলের নেতা-কর্মীদের বলবো তোমাদের সম্ভাবনা এখনও আছে। রাজনীতিতে বন্ধু বাড়াতে হয় শত্রু কমাতে হয়। কিন্তু তোমরা অনবরত শত্রু বাড়িয়ে চলছো। তোমাদের বহু বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তোমাদের ক্ষুধে অনুসারীরা (সমন্বয়ক ও উপদেষ্টারা) আজ দেশের মহা পরিবর্তনের বিপ্লবী মহানয়ক। আর তোমরা একটা মামলা পরিচালনাকে কেন্দ্র করে রাজনৈতিক মিত্রদের গালে গালে জুতা মারার রাজনীতি করছো। এতটুকু তোমাদের দূরদৃষ্টি ও রাজনৈতিক প্রজ্ঞা!!
আবারও অনুরোধ করছি, তোমরা ভাবো। দলটাকে সুন্দর করে গড়ে তোল। তোমাদের সাথে কারও দ্বিমত থাকলে তার উপর হামলা করা, তাকে অপমাণ অপদস্ত করার রাজনীতিতো ছাত্রলীগের রাজনীতি! সেটাই যদি করবা তাইলে এত রক্ত সংগ্রামের পথ কেন পাড়ি দিলা? অতএব পূণ: অনুরোধ; তোমাদের মহা সম্ভাবনাকে এভাবে ক্ষুদ্র ও হীন চিন্তায় বিলীন করে দিওনা প্লিজ।

~ মুজিবর রহমান মঞ্জু
সদস্য সচিব, এবি পার্টি।

13/11/2024

হোস্ট তানভীর আহমেদ ছিলো আনাড়ি এবং পক্ষপাতদুষ্ট।
নিঝুম মজুমদারের কথা বলার সময় সাইয়্যেদ আব্দুল্লাহ কোন বাধা না দিলেও সাইয়্যেদ আব্দুল্লাহর কথা বলার সময়ে বারবার বাধা দিচ্ছিলো নিঝুম।
হোস্ট তানভীর নিঝুমকে না থামিয়ে সাইয়্যেদকে মিউট করে দিয়েছিলো। ফলে হারপিক দেখিয়ে অভিনব প্রতিবাদ করে Saiyed Abdullah.

এরপরেও হারপিক মজুমদারকে না থামিয়ে সাইয়্যেদকে বাধা দেয় হোস্ট। সুযোগে ইচ্ছামত বাপ মা তুলে গালি দেয় এই আওয়ামী দালাল হারপিক মজুমদার এবং পাল্টা টকশো থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেয়।

আরে ফ্যাসিবাদের দালালের সাথে টকশো না করলে কি যায় আসে?? তানভীর আর ওই হারপিক মিলে টকশো করলে ১০ জনও দেখতো না। মানুষ দেখতেই গেছে সাইয়্যেদ আব্দুল্লাহর জন্য।

এই খুনীদের বিচার হওয়া উচিত। খুনীদের সাথে ষড়যন্ত্র করতে ইংল্যান্ড থেকে ভারতে গেছে, সেটা লাইভেই স্বীকার করেছে হারপিক মজুমদার।

হোস্ট তানভীর চূড়ান্ত অদক্ষতার পরিচয় দিয়েছে।
সাইয়্যেদ আব্দুল্লাহকে অভিনন্দন, গণমানুষের কন্ঠস্বর হওয়ার জন্য, এমন দুর্দান্ত প্রতিবাদ করার জন্য।

~ মুনতাসির মাহমুদ

13/11/2024

যেভাবে আওয়ামী দালাল হারপিক মজুমদারকে খেলে দিলো প্রিয় ভাই সাইয়্যেদ আব্দুল্লাহ।

যারা জানেন না, তাদের জন্য বলি, পরকীয়া প্রেমিকার সাথে অভিমান করে হারপিক খেয়ে আত্নহত্যা করতে চেয়েছিলো নিঝুম মজুমদার।

আজ টকশো-তে কথা বলতে না দিয়ে গালি দেয়ার প্রতিবাদে এভাবে হারপিক দেখিয়ে প্রতিবাদ করেন সাইয়্যেদ।

13/11/2024

বাইকের তেল চোর নুর বাহিনী এবং মোসাদ নুর সমর্থিত সন্ত্রাসী হামলার বিচার না পাওয়া প্রসঙ্গে।

গত কিছুদিন আগে বিপ্লবী সহযোদ্ধা সজলের উপর মব জাস্টিস তৈরী করে চোর বানিয়ে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে নুরের যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান সহ সন্ত্রাসীরা। মামলা হলেও আজ পর্যন্ত কোন বিচার পাইনি, প্রমাণ থাকার পরেও সন্ত্রাসী নাদিম এবং অন্য আসামিরা গ্রেফতার হুয়নি। সজলের উপর নির্মম হামলার ভিডিও লিনক প্রথম কমেন্টে দিয়ে দিলাম।

সন্ত্রাসী হামলার পর সেই একই দিনে এক সাংবাদিকের বাইকের তেল চুরি করে ধরা খায় নুর বাহিনী। সেই সাংবাদিক প্রতিবাদ করলে তাকেও মেরে রক্তাক্ত করে মোসাদ নুর সমর্থিত সন্ত্রাসীরা।

এই সন্ত্রাসীরা নুরের যুব ও শ্রমিক অধিকার পরিষদের পদধারী গুন্ডা। আওয়ামীলীগ পুনর্বাসন এবং আওয়ামীলীগের টাকায় বড় বড় প্রোগ্রাম করতেছে এরা।

রাজনৈতিক প্রতিপক্ষকে ফ্যাসিবাদী স্টাইলে সন্ত্রাসী হামলাও করতেছে। এটাই নুরের রাজনীতি!

10/11/2024

নামার ঘোষণা দিয়েছিলো আওয়ামীলীগ, কিন্ত রাজপথে মিছিল ছাত্রশিবির। শিবির শিবির স্লোগান শুনলাম বহুদিন পর!

07/11/2024

বক্তব্য রাখছেন সাংবাদিক মাহমুদুর রহমান সম্পাদক দৈনিক আমর দেশ...

06/11/2024

সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত সকল নকল নবিসের চাকুরী জাতীয়করণের দাবিতে, অবস্থান কর্মসূচি....

06/11/2024

প্রকাশনা উৎসব ২০২৫, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর পক্ষ্য থেকে।
সরাসরি জাতীয় প্রেসক্লাব....

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntasir - মুনতাসির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muntasir - মুনতাসির:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All