Akash Vau

Akash Vau My name Md. Akash hawlader
***************************
i am muslim
i
iove prophet muhammed.


� "i love my parents more than me.i love then with my life :D

03/01/2025

-জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না।

যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।

কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না।💕

28/12/2024

Nothing is permanent

situation will change everything !🖤

26/12/2024

“আঠাশ বছরে যে সুন্দর আটত্রিশে সে তো সৌন্দর্য হারাতেই পারে। চেহারার আয়ু আর কতটুকু! কিন্তু গুন? সারাজীবন থাকে।”
—সমরেশ মজুমদার

26/12/2024

এই যুগে কেউ যদি একবার বুইঝা যায় যে আপনি তারে ম্যালা ভালোবাসেন, সে যাই করুক আপনি তারে ছাইড়া যাবেন না। তাইলেই খেলা শেষ।

সে ম্যালা ব্যস্ত হইয়া যাইবো। তার উপ্রে কত হাজার মানুষ ডেইলি ক্রাশ খায়, সে কত বড় দয়া কইরা আপনার লগে আছে, এসব কড়া গন্ডায় বুঝাইয়া দিবো। নয়তো এমন ইগ্নোর করবো যে আপনি অবাক হইয়া ভাবতে বইবেন- হায় হায়, এই মানুষটাই না কয়দিন আগে আমার লাইগা পাগল পাগল ছিলো।

26/12/2024

যেকোনো সম্পর্কের বি'চ্ছেদের পর,একে অপরকে যে নিচু করার যে প্রতি'যোগিতায় নামে,এর থেকে নোং*রা প্রতিযোগিতা আর একটাও নেই!যে প্রকৃত ভালোবাসে সে কখনো তার প্রিয় ব্যাক্তিকে অ'সম্মান করবে না,সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা.!'🙂🖤

26/12/2024

পাপের সমুদ্রে ডুবে থাকলেও আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহর দিকে ফিরে আসার কিছু পথ খোলা রাখুন। পাপের আনন্দ শেষ হয়ে যাবে। তখন আল্লাহকেই আপন দেখবেন।

23/12/2024

মেয়ে তো নয় যেন আগুনেরি গোলা 🫣👹

20/12/2024

মানুষের জ্ঞান-তো এতই ক্ষুদ্র যে,

মানুষ এটাই জানে না যে আগামীকাল তার সাথে কি হবে।

অথচ মানুষের কতো অহংকার!

19/12/2024

কষ্টে থাকা মানুষদের সাহায্য করার ক্ষমতা আপনার নাও থাকতে পারে, তবুও তার সবচেয়ে বড় উপকারটা আপনি করতে পারে্‌ন বিনা পয়সায়। তা হলো পাশে বসে একটু মন দিয়ে তার কষ্টের কথাগুলো শোনা।

বছরের এই শেষটায় এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে,আপন সেজে পিছনে হিংসে করা মানুষগুলোকে ধন্যবাদ, কথা দিয়ে মন ভেঙ্গে দে...
18/12/2024

বছরের এই শেষটায় এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে,
আপন সেজে পিছনে হিংসে করা মানুষগুলোকে ধন্যবাদ, কথা দিয়ে মন ভেঙ্গে দেওয়া মানুষগুলোকে ধন্যবাদ, ছেড়ে যাওয়া মানুষগুলোকে ধন্যবাদ, নানান ভাবে ঠকানো মানুষগুলোকে ধন্যবাদ,

আপনারা এইসব না করলে অনেক কিছুই শিখতাম না, এইভাবে আমাকে 'স্ট্রং' করে দেওয়ার জন্য,আপনাদেরকে মন থেকে ধন্যবাদ, অনেএএএএক ধন্যবাদ!🖤🌸

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mou Islam, Md Hasan Ahmed
17/12/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mou Islam, Md Hasan Ahmed

16/12/2024

মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী।

16/12/2024

I want relationship like Tom and Jerry, always fight but never break.❤️‍🩹

15/12/2024

ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়, হ্যাঁ এটা স্বার্থপরতা নয় ,যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে তবে দুঃখিত, আপনার পরিবার'ই উল্টো স্বার্থপর। নিজের জন্য বাচতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়। নইলে আজ থেকে ৬০ বছর পর একটি রুম এ একা বসে ভাববেন 'নিজের জন্য বাচলাম কই।

আপনার ভালোবাসা আপনার ভুল নয়, আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার অধিকার আপনার আছে। যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায়, তাহলে ধৈর্য ধরুন।মানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন ,অপেক্ষা করুন। মানুষটাকে হারাতে দিবেন না, ভালোবাসার মানুষ একবার হালারে ইহকালে আর ফিরে পাবেন না। ভালোবাসলে লড়াই করতে হয়। চোখের পানি ফেলতে হয়।

আফসোস নিয়ে ৬০ বছর বাচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মান্তরের!'🩶🌸

Brkup hle text dioo
12/12/2024

Brkup hle text dioo

12/12/2024

❤️‍🩹🥀

😂🤣😂
11/12/2024

😂🤣😂

09/12/2024

তোমরা সালের পরিবর্তন দেখো
আর আমি দেখি মানুষের!🖤

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash Vau posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Vau:

Videos

Share