06/10/2024
আমাদের আদর্শ তো মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু;
যাকে উহুদের যু-দ্ধে রাসুলুল্লাহ (স:) কালেমার পতাকা বহনের দ্বায়িত্ব দিয়েছিলেন। কাফেররা যখন তাঁর ডান হাত কেটে ফেললো, তিনি বাম হাত দিয়ে সজোরে কালেমার পতাকা আকড়ে ধরলেন। অত:পর কাফেররা তাঁর বাম হাতও কেটে ফেললো, এবার তিনি তাঁর দুইহাতের কর্তিত অংশ দিয়ে কালেমার পতাকাকে বুকের সাথে চেপে ধরলেন।
দেহের মাঝে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি কালেমার পতাকাকে মাটিতে লুটাতে দিলেনা না। কেননা এই পতাকা বহনের দ্বায়িত্ব তাঁকে রাসুলুল্লাহ (স:) দিয়েছেন। এই পতাকা হচ্ছে তাওহীদের পতাকা, এতে মুসলমানদের ইজ্জত-সম্মান নিহিত আছে। অত:পর বর্শা দিয়ে তাঁর বুকে আঘাত করা হলো। তিনি কালেমার পতাকা সংরক্ষণ করতে করতে শহীদ হলেন। জান্নাতের সবুজ পাখি হয়ে গেলেন।