আমজনতা

আমজনতা বাস্তবতা এমন একটা বিদ্যালয়.!

যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই.!

জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে.!

08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারে বাকি যারা থাকছেন:⤵️

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রেজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম (সমন্বয়ক)

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (সমন্বয়ক)

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম

সাখাওয়াত হোসেন-

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নুরজাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুকী আযম

শেখ হাসিনা পদত্যাগ করতে না করতেই মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন ৩ মাসের মধ্যে নির্বাচন চাই। গতকাল তারেক রহমান বললেন দ্র...
08/08/2024

শেখ হাসিনা পদত্যাগ করতে না করতেই মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন ৩ মাসের মধ্যে নির্বাচন চাই। গতকাল তারেক রহমান বললেন দ্রুততম সময়ে নির্বাচন চাই।

এই আন্দোলন কি চোরের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ১৫ বৎসর ধরে ক্ষমতায় না থাকা ক্ষুধার্ত বি এন পি কে ক্ষমতা তুলে দেওয়ার জন্য?

গত ১৫ বছরে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে দূর্নীতি হয় নি। বিশ্ববিদ্যালয়, পাসপোর্ট অফিস, বি আর টি এ, ভুমি রেজিস্ট্রার অফিস, ইসলামিক ফাউন্ডেশন। সব গুলোর নাম বলা সম্ভব না। প্রতিটি সেক্টরে দূর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে পাপ রয়েছে এই দেশের।

পি এস সি এর নিয়োগ কিভাবে হতো তার ধারণা গণভবন লুট করার পরে সবাই কম বেশি জেনেছেন।

এই রকম অবস্থায় দ্রুত সময়ে নির্বাচন দিলে কি হবে কোনো ধারণা আছে ? বি এন বি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু, তারপর?

তারপর দেশ কি এক দিনেই ইউরোপ, লন্ডন হয়ে যাবে?

আমার ধারণা দেশটা বাংলাদেশ ই থাকবে। শুধু বি এন পি হয়ে যাবে আওয়ামী লীগ। নামে আওয়ামী লীগ হবে না কাজ কর্মে হবে আওয়ামী লীগ।

তাই সবার প্রতি আহ্বান, নাচতে নাচতে ভোট দেবো এই আনন্দে মেতে উঠবেন না।

১৫ বছর ভোট দিতে পারের আর ৫ টা বছর না পারলে কি এমন হবে।

সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনা কে গদি ছাড়া করেছে। তারা আনন্দ মিছিল করেছে। শহিদ দের শ্রদ্ধা জানিয়েছে। সারাদেশে ভাংচুর, লুটপাট, ডাকাতি খুনাখুনি, অস্ত্রের মহড়া কারা করেছে তাহলে?
উত্তর টা সবার ই জানা। অতএব সতর্ক হোক।

দেশে পূর্ণ শান্তি ফিরে না আসা পর্যন্ত ধৈর্য ধরুন।
দেশের প্রতিটি সেক্টর দূর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন। দেশের ইকোনমি ডেভেলপ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন।

দেশে গনতন্ত্রের চর্চা আবারও হবে। কিন্তু সুস্থ স্বাভাবিক দেশে। এরকম মাৎস্যন্যায় অবস্থায় গনতন্ত্রের কথা বলা উচিৎ না আমাদের।

এখন দেশের জরুরী অবস্থায় যে সরকার আসবে তাঁদের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে দল মত নির্বিশেষে। তাঁদের মেয়াদ কমপক্ষে ৫ বছর হতে হবে। না হলে ৩ মাস পরে যে লাউ সেই কদুই হবে।

ময়নুল হাসান
পাবিপ্রবি, বাংলা বিভাগ।

07/08/2024

এবার প্রতিটি জায়গায় চাঁদাবাজি বন্ধের মাধ্যমে দেশ সংস্কারে কাজ করছে ছাত্রসমাজ 💝
সোর্স:কমেন্টে

07/08/2024

উত্তরা হাউজ বিল্ডিং থেকে ট্রাফিকের দায়িত্ব পালন কালে ক্রীড়া মন্ত্রনালয়ের এক পাজেরো গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করলেন শিক্ষার্থীরা।

(Check cmntbox)

এই যেনো এক নতুন তারুণ্য 💗💗
07/08/2024

এই যেনো এক নতুন তারুণ্য 💗💗

তুরা কি শুরু করলি রে ভাই?ছাত্র ভাইরা এসব বিষয় প্রতিরোধ করে তুলুন
07/08/2024

তুরা কি শুরু করলি রে ভাই?

ছাত্র ভাইরা এসব বিষয় প্রতিরোধ করে তুলুন

07/08/2024

BNP কে কেন ক্ষমতায় চাই না?

লাস্ট ১৫ বছরে আওয়ামী লীগ বিএনপির উপর যেই অত্যাচারগুলো করছে, বিএনপিও ক্ষমতায় আসলে ঠিক একইভাবে আওয়ামী লীগের সবার উপরে সেই ঝাল মিটানোর চেষ্টা করবে। তখন দেশের অবস্থা আবারও যেই লাউ সেই কদুর মতো হয়ে যাবে।

দ্বিতীয়ত, বিএনপির ৯০% নেতাকর্মীরা এখন ক্ষুধার্ত। ১৫ বছর ধরে ক্ষমতাহারা। এই মুহুর্তে তারা ক্ষমতায় আসলে তারা জাস্ট দেশটাকে গিলে খাবে। নেতাকর্মীরা আবার রাঘব বোয়াল হয়ে যাবে, চাদাবাজি শুরু হয়ে যাবে। সত্যি কথা বললে : আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই এদেশে সুশাসন কায়েম করতে পারে নি, ২ আমলেই প্রচুর পরিমানে দুর্নীতি হয়েছে, তারা উন্নয়ন যা করছে, তার চেয়ে নিজেদের পেট ভরছে বেশি, দেশের ১২ টা বাজাইছে বেশি।

গ্রামে অনেকে এভাবে বলে :
নৌকা আর ধানের শীষ,
দুই সাপেরই একই বিষ।

যাই হোক, আমরা তরুনরা চাই নতুন নেতৃত্ব। আমরা যেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটা পূরণ করতে আমাদের ছাত্রসমাজ যাকে সঠিক মনে করবে, তাকে প্রধানমন্ত্রী বানাবো, ব্যাস।

07/08/2024

ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার...
অনেক তো দেখলেন !
এবার নাহয় দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের উপর আস্থা রাখলেন !

07/08/2024

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় (GMT+6) দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।

05/08/2024

শেখ হাসিনা পালায় না ? তবে কে গেলো?

05/08/2024

গণতান্ত্রিক বাংলাদেশে জনতার সরকার হবে, কোন সামরিক সরকার মার্শাল ল চাই না। সবাই শাহবাগ আসুন। জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয়, তার কাছে শহিদদের সাথে সুবিচারের আশা করা যায় না।

- আসিফ মাহমুদের লাইভ থেকে।

05/08/2024

জনস্রোত

05/08/2024

একটি বাংলাদেশ 🇧🇩

05/08/2024

উত্তরা থেকে আগত মানুষের দখলে বানানী হতে মহাখালী

সেনাবাহিনীর থাম্বস আপ। কোন ধরনের বাধা দেয় নাই।

05/08/2024

বুয়েটের মিছিল টিএসসি পেরিয়ে ঢাবি কেন্দ্রীয় মসজিদের সামনে, জনতার দখলে পুরো এলাকা।

অন্যান্য স্থান থেকেও জনতার ঢল শাহবাগে পৌছানো শুরু করেছে। বিজয় নিয়েই ফিরবে জনতা।

05/08/2024

কারফিউ উপেক্ষা করে রাজপথে জমায়েত হচ্ছে ছাত্ররা

05/08/2024

#বানানী

Address

230
Dhaka
1023

Alerts

Be the first to know and let us send you an email when আমজনতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমজনতা:

Videos

Share