আলহামদুলিল্লাহ
✌️✌️বেস্ট বিউটি এক্সপাট ২০২১ এর ইন্টারন্যাশনাল ফ্রী ওয়ার্কশব ও প্রতিযোগিতার
প্রস্থতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে শরিয়তপুর জেলায়।
অবশেষে জানাগেলো কিভাবে ডুবেছিল ইন্দোনেশিয়ার সাবমেরিন -- indonesian submarine missing
শরীয়তপুর সদর উপজেলাধীন, তুলাসার ইউনিয়নের #আবু_তালেব_মাস্টার_হাইস্কুলের_ দীর্ঘ ১৮বছরের পুরোনো এই গাছটি, যেই গাছটির ছায়ায় হাজারো কমলমতি ছাত্র-ছাত্রী এই প্রচন্ড গড়মে ইকটু ছায়া পেতো। আজ হটাৎ কেনো ম্যানেজিং কমিটি এই গাছটি কাটছে। তাদের বার বার না করা সত্যেও,গাছটি কেন কাটা হচ্ছে। প্রিয় উপজেলা অফিসার মহাদয় #mondip_gharai স্যারের হস্তক্ষেপ কামনা করছি। এই গাছটি রক্ষায় স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
স্বপ্নের পদ্মার সেতু
প্রথমবারের মতো স্বপ্নের পদ্মা সেতুর পূর্ণাঙ্গ রূপ বাস্তবে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট শেখ রেহানা। শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকা ফেরার পথে পূর্ণাঙ্গ পদ্মা সেতু দেখেন তারা।
শরীয়তপুরের হাওরাঞ্চল।
শরীয়তপুরের হাওরাঞ্চল। শরীয়তপুর সদর, থেকে একটু দূরেই এই হাওয়ার অবস্থিত।
আজ থেকে ৩ বছর পেছনে তাকালে মনে পরে সেই সোনালী ফসলের কথা। ক্ষেত্র ভরে সোনালী ধান চাষ হতো এই জমিতে।গত দুই বছর যাবত এই জমিতে কোন ফসল হচ্ছে না। এক এক করে জমি ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছে এবং দালান তৈরি হচ্ছে।
গতকয়েক বছর আগে থেকেই এই জায়গায় পার্কবা মার্কেট হওয়ার কথা শুনে আসছি। হয়তো বা খুব অচিরেই এর কাজ শুরু হবে
মজিদজরিনা ফাউন্ডেশন
মজিদজরিনা ফাউন্ডেশন
শরীয়তপুর সদর ডিসি অফিস সংলগ্নে ১৪/০৩/২০২১শে আয়োজিত এক বিশাল উদ্যোগক্তা মেলা।
তারুন্নের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি😊
দ্রুততম সময়ে সেতুটির সংস্কার এবং সেই সাথে প্রশস্থ নিরাপদ সংযোগ সড়ক নির্মাণ করা সময়ের দাবি।
কোটাপাড়া ব্রীজের একটি ভয়াবহ দূর্ঘটনা। অন স্পট একজন শেষ! ঝুঁকিপূর্ণ সরু সেতু আর দু'পাশের খাড়া রাস্তায় এ পর্যন্ত কত মানুষ প্রাণ হারিয়েছে তার কোন হিসাব নেই। এখানে দূর্ঘটনা এড়াতে বাস থেকে যাত্রী নামিয়ে সেতু পার হয়ে আবার যাত্রী উঠানো হতো! তখন সংযোগ সড়ক ছিলো আরো ঝুঁকিপূর্ণ। দ্রুততম সময়ে সেতুটির সংস্কার এবং সেই সাথে প্রশস্থ নিরাপদ সংযোগ সড়ক নির্মাণ করা সময়ের দাবি। মানুষকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। দ্বায়িত্বশীলদের বোধোদয় যেন জনতার ধৈর্যসীমাকে অতিক্রম না করে, সেই কামনাই করি।
আকাশে উড়ন্ত মিষ্টি পাখি
আকাশে উড়ন্ত মিষ্টি পাখি