16/08/2025
এই বার্সেলোনা আরো রুথলেস। দৃষ্টিনন্দন ফুটবল এর সাথে এমন বিদ্ধিংসী ফুটবলের কম্বিনেশন কে বোধহয় নাম দেয়া যায় ডেডলি বিউটিফুল। অপজিশন এর ক্ষেত্রে বলা যায় বিউটিফুলি কিলড।
আমার কাছে গার্দিওলার বার্সার চেয়ে এই বার্সারে বেশি এন্টারটেইনিং লাগে। ঐ বার্সার হাজারো টিকিটাকা পাসের উদ্দ্যেশ্যই ছিলো কানেক্টিং মেসি। ফাইন্ডিং মেসি। এই বার্সা এতটাই ডাইরেক্ট যে ২-৩ টা পাচ আর ১-২ দুইটা ট্রাঞ্জিশনাল মুভমেন্ট দিয়েই লামিন ইয়ামাল কানেক্ট করে ফেলে। আমি পেদ্রীকে কখনোই নট লেস দ্যান জাভি ইনিয়েস্তা দেখিনা। হি ইজ ওয়ান অফ এ কাইন্ড ফুটবলার। পেদ্রী ছাড়া বার্সা একরকম পেদ্রী সহ বার্সা অন্যরকম। এই ডিফারেন্স দেখতে গেইম এনালাইসিস করা লাগেনা। যাষ্ট খালি চোখে বার্সার ট্রাঞ্জিশন ফলো করলেই দেখেবেন। হি কন্ট্রোল এভ্রিথিং। ইন বার্সেলোনা এভ্রিথিং স্টার্টস ফ্রম পেদ্রী। এই সিজনে আরো দেখবেন।
আর লামিন ইয়ামাল একজন প্রো বা হাইব্রীড নেইমার। স্টাইল প্রেজেন্স এভ্রিথিং। মেসি লেভেল গেইম ইন্টেলিজেন্স বা ফুটবল আই কিউ কিন্তু নাই। সুপার্ব এবিলিটি আছে বাট মেসির মত ফুটবল মাইন্ড ওয়ান্স ইন এ লাইফ টাইম। লামিন এর শুটিং এ কিন্তু প্লেসমেন্ট ইন্টেলিজেন্স নাই। ড্রিবলিং মোর ডাইরেক্ট। মেসির মত ট্যাকনিক্যাল পজিশনাল এওয়ারনেস আর বল রিলিজিং টাইম বা পাসিং ইন্টেলিজেন্স নাই। এগুলা জীবনে আর আসবেওনা। এগুলা এক একটা প্লেয়ারের ইউনিক আইডেন্টিটি। অনলি মেসির মধ্যে সবকিছু সুপার ন্যাচারালি ব্যালেন্সড। আমি স্বিকার করি মেসি গিফটেড। এত নিঁখুত কেউ হয় না। এত ফুটবলিং ইন্টেলিজেন্স একেবারে আলাদা কিছু।
আমি মেসির গ্রো করাও পুরা দেখেছি এখন লামিন কেও স্টাডি করেছি। লামিন হাইব্রীড নেইমার। কিছুটা মেসি লেভেল ইন টার্মস অফ প্লে মেইকিং বাট আদার্স ইন্টেলিজেন্স নট লাইক মেসি। লামিনের নাম্বার কখনো মেসির মত এত রিচ হবেনা। ও গোলের জন্যে ডেস্পারেশন আছে ডিসিশন মেইকিং না। গোল ও পাবেই। ম্যাচুর হলে বেশ গোল পাবে। বাট ইয়ার আফটার ইয়ার মেসি স্ট্যান্ডার্ড মেন্টেইন করতে পারবেনা আমার সেন্স বলছে।
লামিন যতটুক আছে তাতেই ইঞ্জুরি ফ্রি থাকলে বার্সার আগামী ১০-১২ সিজন সেট। কারন আফটার মেসি নেইমার ওয়াজ দ্যা ক্লোজ ওয়ান টু বি মেসি। লামিন সুপ্রিম ট্যালেন্ট বাট মেসি গট দ্যা এজ।
লামিন মোর ডাইরেক্ট মোর কানেক্টেড টু এট্যাক বাট মেসি ছিলো একাধারে পেদ্রী + প্রো প্লে মেকার জাবি + প্রো ফরোয়ার্ড+ প্রো উয়িংগার। হি ওয়াজ এ পার্ফেক্ট ফুটবলিং মেশিন। লামিন জেনারেশনাল ট্যালেন্ট হিস্টোরিতে আসবে বাট মেসি ইজ মেসি।
যাই হউক অফ টপিকে গেছিগা। এই সিজনে বার্সা কাঁপাবে। স্টিল বলছি ইন্ডিভিজুয়াল চিন্তা করলে রাফিনিয়া ব্যালন ডি অর ডিজার্ভ করে। হি ইজ ইন এনাদার লেভেল।