Final Pass with Rehan

Final Pass with Rehan “Where vision meets football.”
“One pass away from understanding the game.”
(2)

Next News is part of Diginext Ltd. - A digital venture of Content creation and distribution to give new dimensions to content creation. News Next offers digital content that's essential for connecting people beyond the border. We go beyond cold facts and bring to light what matters.Through authentic news content, It's committed to fostering a diverse staff that reflects social changes.

16/08/2025

এই বার্সেলোনা আরো রুথলেস। দৃষ্টিনন্দন ফুটবল এর সাথে এমন বিদ্ধিংসী ফুটবলের কম্বিনেশন কে বোধহয় নাম দেয়া যায় ডেডলি বিউটিফুল। অপজিশন এর ক্ষেত্রে বলা যায় বিউটিফুলি কিলড।

আমার কাছে গার্দিওলার বার্সার চেয়ে এই বার্সারে বেশি এন্টারটেইনিং লাগে। ঐ বার্সার হাজারো টিকিটাকা পাসের উদ্দ্যেশ্যই ছিলো কানেক্টিং মেসি। ফাইন্ডিং মেসি। এই বার্সা এতটাই ডাইরেক্ট যে ২-৩ টা পাচ আর ১-২ দুইটা ট্রাঞ্জিশনাল মুভমেন্ট দিয়েই লামিন ইয়ামাল কানেক্ট করে ফেলে। আমি পেদ্রীকে কখনোই নট লেস দ্যান জাভি ইনিয়েস্তা দেখিনা। হি ইজ ওয়ান অফ এ কাইন্ড ফুটবলার। পেদ্রী ছাড়া বার্সা একরকম পেদ্রী সহ বার্সা অন্যরকম। এই ডিফারেন্স দেখতে গেইম এনালাইসিস করা লাগেনা। যাষ্ট খালি চোখে বার্সার ট্রাঞ্জিশন ফলো করলেই দেখেবেন। হি কন্ট্রোল এভ্রিথিং। ইন বার্সেলোনা এভ্রিথিং স্টার্টস ফ্রম পেদ্রী। এই সিজনে আরো দেখবেন।

আর লামিন ইয়ামাল একজন প্রো বা হাইব্রীড নেইমার। স্টাইল প্রেজেন্স এভ্রিথিং। মেসি লেভেল গেইম ইন্টেলিজেন্স বা ফুটবল আই কিউ কিন্তু নাই। সুপার্ব এবিলিটি আছে বাট মেসির মত ফুটবল মাইন্ড ওয়ান্স ইন এ লাইফ টাইম। লামিন এর শুটিং এ কিন্তু প্লেসমেন্ট ইন্টেলিজেন্স নাই। ড্রিবলিং মোর ডাইরেক্ট। মেসির মত ট্যাকনিক্যাল পজিশনাল এওয়ারনেস আর বল রিলিজিং টাইম বা পাসিং ইন্টেলিজেন্স নাই। এগুলা জীবনে আর আসবেওনা। এগুলা এক একটা প্লেয়ারের ইউনিক আইডেন্টিটি। অনলি মেসির মধ্যে সবকিছু সুপার ন্যাচারালি ব্যালেন্সড। আমি স্বিকার করি মেসি গিফটেড। এত নিঁখুত কেউ হয় না। এত ফুটবলিং ইন্টেলিজেন্স একেবারে আলাদা কিছু।

আমি মেসির গ্রো করাও পুরা দেখেছি এখন লামিন কেও স্টাডি করেছি। লামিন হাইব্রীড নেইমার। কিছুটা মেসি লেভেল ইন টার্মস অফ প্লে মেইকিং বাট আদার্স ইন্টেলিজেন্স নট লাইক মেসি। লামিনের নাম্বার কখনো মেসির মত এত রিচ হবেনা। ও গোলের জন্যে ডেস্পারেশন আছে ডিসিশন মেইকিং না। গোল ও পাবেই। ম্যাচুর হলে বেশ গোল পাবে। বাট ইয়ার আফটার ইয়ার মেসি স্ট্যান্ডার্ড মেন্টেইন করতে পারবেনা আমার সেন্স বলছে।

লামিন যতটুক আছে তাতেই ইঞ্জুরি ফ্রি থাকলে বার্সার আগামী ১০-১২ সিজন সেট। কারন আফটার মেসি নেইমার ওয়াজ দ্যা ক্লোজ ওয়ান টু বি মেসি। লামিন সুপ্রিম ট্যালেন্ট বাট মেসি গট দ্যা এজ।

লামিন মোর ডাইরেক্ট মোর কানেক্টেড টু এট্যাক বাট মেসি ছিলো একাধারে পেদ্রী + প্রো প্লে মেকার জাবি + প্রো ফরোয়ার্ড+ প্রো উয়িংগার। হি ওয়াজ এ পার্ফেক্ট ফুটবলিং মেশিন। লামিন জেনারেশনাল ট্যালেন্ট হিস্টোরিতে আসবে বাট মেসি ইজ মেসি।

যাই হউক অফ টপিকে গেছিগা। এই সিজনে বার্সা কাঁপাবে। স্টিল বলছি ইন্ডিভিজুয়াল চিন্তা করলে রাফিনিয়া ব্যালন ডি অর ডিজার্ভ করে। হি ইজ ইন এনাদার লেভেল।

28/07/2025

প্রি সিজন ম্যাচে যখন হাফটাইমে দল পরিবর্তন হয় তখন দেখা যায় মোস্ট অফ দ্যা টিমের কোয়ালিটি ফল করে। ম্যাচের কন্ট্রোল থাকেনা। কিন্তু ফ্লিকের বার্সায় খুবই ইন্টারেসটিং একটা ব্যাপার লক্ষ্য করলাম যে হাফটাইমের পরের স্কোয়াড আরো বেশি স্ট্রেন্থ শো করেছে। আমি ম্যাচটা লাইভ দেখিনি স্কোর চেক করেছিলাম। পরে পুরো ম্যাচটা আবার দেখলাম। বেশ কিছু ট্যাকটিক্যাল এঙ্গেল এক্সপ্লোর করলাম। বার্সেলোনা ফাস্ট হাফে স্ট্রাগল করেছিলো হিউমিডিটি ও এশিয়ান এনভায়রনমেন্ট ইফেক্ট করতেছিলো বেশ। বাট সেকেন্ড হাফে আরো বেশি ম্যাচ কন্ট্রোল করেছে এবং প্রতিপক্ষের টায়ার্ড লেগে প্রায় ৭৮, ৮৮ এই লেইট ম্যাচ টাইমে ম্যাচ বের করেছে। ভিসাল কোবে শেষ পর্যন্ত টায়ার্ড লেগে আর কমপিট করতে পারে নাই। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলো স্কোয়াড চেঞ্জের পরেও স্টাইল অফ প্লে ইন্টেন্সিটিতে বার্সেলোনা একটুও ড্রপ করে নাই।

বার্সা গত সিজনে এতগুলা লেইট কামব্যাক বের করেছেই ম্যাচের ডায়িং মোমেন্ট পর্যন্ত সেইম ইন্টেন্সিটি ধরে রাখতে পারছে। সেইম রিদম ধরে রাখতে পারছে। প্রতিপক্ষের টায়ার্ড লেগে অলওয়েজ ভূতের মত সওয়ার হয়েছে। আরেকটা প্যাটার্ন খেয়াল করলে দেখবেন বার্সা যে শিডিউলে খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছে সেই সময়ে বার্সা লীগে ব্যাপক স্ট্রাগল করেছে এবং লীগ লীড ও হারাইতে হইছে।

এর কারন ছিলো কিছু পজিশনে প্রপার ব্যাকাপ না ও ডেপথ না থাকাটা। যেটার খেসারত আমরা চ্যাম্পিয়নস লীগে দিয়েছি।

খুব খেয়াল করলে দেখবেন বার্সা গত সিজনের পুরো স্কোয়াড রিটেইন করেছে। সাথে নিউ এডিশন এসেছে বের্নাল, লেফট উয়িং এর প্রপার ডেপথ রাশফোর্ড, গোলকিপিং ডেপথ গার্সিয়া, লেফট ব্যাক ডেপথ এসে গেছে একাডেমি থেকে, রাইট ব্যাকে এরিক গার্সিয়া রেডি, পাইপলাইন এ আছে হেক্টর ফর্ট। মিডফিল্ডের ডেপথ সবচেয়ে কড়া এই সিজনে।

বার্সার এই সিজনে কামব্যাক হয়তো বেশি নাও লাগতে পারে কারন ম্যাচ বার্সার নিয়ন্ত্রনেই থাকবে। এগেইন বড় বড় গোল ফেস্টিভাল দেখা যাবে।

So culers hold tight. Another season is coming loaded with beautiful brutality of football.

লিওনেল মেসি কখনোই প্রাইমে ছিলেন না। অবাক হচ্ছেন?  মেসির প্রাইম জিনিসটা আমাদের বানানো একটা মিস কনসেপ্ট.Let me Explain:স্ট...
20/07/2025

লিওনেল মেসি কখনোই প্রাইমে ছিলেন না। অবাক হচ্ছেন? মেসির প্রাইম জিনিসটা আমাদের বানানো একটা মিস কনসেপ্ট.

Let me Explain:

স্ট্যাট দিয়ে মেসির খেলা জাজ করাটা মেসির প্রতি অনেকটা ইনজাস্টিস ও বটে। স্ট্যাট কখনো মেসিকে পুরোপুরি তুলে ধরতে পারেনা। হাইলাইটস দেখে মেসির গেইম প্লে জাস্টিফাই করলে ফুটবলের ইনার বিউটিটাই মার খেয়ে যায়। মেসি ফুটবলের আলাদা একটা স্ট্যান্ডার্ড। আলাদা ডেফিনেশন।

এখন ফুটবলে সিগনিফিক্যান্ট কোন খেলা কেউ খেললে সেটাকে দ্যা মেসি ওয়ে হিসেবে ধরা হয়। এইতো কিছুদিন আগে ক্লাব ওয়াল্ড কাপ ফাইনালে কোল পালমারের একটা ইন্সাইড কাটিং ফিনশিং কে দেখলাম মেসির একটা গোলের সাথে কম্পেয়ার করতে। ক্যাপশন ছিলো Which one is better. পালমার একজন ট্যালেন্টেড ইয়াং কিড। ঐ একটা গোল ওর জন্যে একটা ক্যারিয়ার মোমেন্ট। একটা সিগনেচার স্টাইল ফিনিশিং। রিমার্কাবল মেমরি। অথচ মেসির কাছে এই গোলটা সপ্তাহ না পেরুতেই রিপিট করার মত ব্যাপার।

গ্যারি লিনেকার বলেছিলো বাকী প্লেয়ারস যাকিছু স্পেশাল পুরো লাইফ টাইমে দেখাতে পারে মেসি সেটা এক ম্যাচে করে দেখাতে পারে।

একবার ভাবুন মেসির সবচেয়ে বাজে সিজন এর স্ট্যাটে, ভিনিসিয়াচ ব্যালন ডি অর ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলো এবং দাবিদার বলে ব্যাপক সিন ক্রিয়েট করেছিলো। ঐ রকম পার্সোনাল স্ট্যাট ওয়ালা একটা সিজন মেসির সবচেয়ে লোয়েস্ট স্ট্যান্ডার্ড এর সিজন বলে ধরি আমরা।

মেসি তার স্ট্যান্ডার্ড এতটাই উপরে সেট করেছে যে এটা আর কারো পক্ষে টাচ করাটা অসম্ভব। আরো বহু ট্যালেন্টেড প্লেয়ার আসবে যাবে কিন্তু মেসি ইজ ওয়ান অফ এ কাইন্ড।

আপনি খেয়াল করলে দেখবেন যে এক্সট্রিম লেভেলের বল কন্ট্রোল আছে এমন প্লেয়ার খুব কম আছে, কারেন্টলি পেদ্রী, ইয়ামাল, ডেজিরে ডুয়ে, মুসিয়ালা যাদের আমরা হাইলি রেইট করছি। এবার এদের মধ্যে কার টাচ নিখুঁত ও সুন্দর। পেদ্রী? এবার আলাদা করে দেখেন এদের সবার পাস এট্রিবিউটস নিজের মধ্যে ধারন করে মেসি। ইভেন এই এইজে এসেও মেসির টাচ সিল্ক & সফট। আজকের দুইটা গোলে পাস রিসিভিং দেখেন।

ফুটবলে নিখুঁত ফাস্ট টাচ কতটা ইম্পর্ট্যান্ট এটা মেসির পুরো ক্যারিয়ার দেখলে বুঝবেন। টাচ এমন মনে হয় যেব বল তার কথা শুনছে।

টাচের পর আসি পাসে, আজকে আলবাকে একটা লাইন ব্রেকিং কি পাস দিয়েছে। এই ধরনের পাস এত বেশি ক্যালকুলেটিভ হইতে হয় যেটা বলার অপেক্ষা রাখেনা। বলের টাইমিং , ডিরেকশন , স্পিড, গ্রাউন্ড এর সাথে বলের আচরন সবকিছু এক মুহুর্তের মধ্যে হয়ে যায় যেখানে প্রতিপক্ষের পুরো একটা ডিফেন্স লাইন কলাপ্স করে। পাসটা এমন যায়গায় মেইক করতে হয় যেখানে সতীর্থ নেই কিন্তু তার রানের স্পিডের সাথে পাস স্পিড ম্যাচ করাইতে হয়। এমন পাস প্লে মেকারস রা পুরো সিজনে ২-৩ টা দিতে পারে। এই কাজ মেসি প্রতি ম্যাচে করতে পারে।

বলের উপর কতটা ক্যালকুলেশন, ব্রেইনের কতটা চমৎকার ইকুয়েশন আর আউটস্ট্যন্ডিং ভিসন থাকলে এমন পাস প্রতি ম্যাচে ৪-৫ টা করেও বের করতে পারে।

বয়স হয়েছে, স্পিড কমেছে, রিফ্লেক্স স্লো হয়েছে তারপরেও প্রয়োজনের মুহুর্তে মেসি স্টিল ওয়ার্ল্ড বেস্ট ড্রিবলার। এক্সেসিভ ড্রিবল না করলেও এডাপ্টিভ ড্রিবলিং আর ডিসিশন মেইকিং এ এখনো কেউ নাই মেসির মত।

এবার বলেন,
টাচ, পাস , প্লে মেইকিং , স্কোরিং, ড্রিবলিং , ম্যাচ কন্ট্রোলিং, এট্যাক লিডিং, গেম রিডিং , সুপারভিশন, টাইম ম্যানেজমেন্ট , গেইম ম্যানেজমেন্ট , লিডারশীপ: ফুটবলের ওভার-অল এই সবগুলো এসপেক্টে হাইয়েস্ট এভার লেভেল সেট করা মেসির প্রাইম জিনিসটা আবার কি?

মেসি শব্দের মানেই তো প্রাইম, মেসি স্ট্যান্ডার্ড মানেই তো প্রাইম স্ট্যান্ডার্ড। একটা মেসি লাইক সিজন ই তো কারো প্রাইম সিজন। মেসির সবচেয়ে ব্যাড সিজন কারো ব্যালন ডি অর ডিজার্ভিং সিজন। একটা সিঙ্গেল হাইয়েস্ট স্ট্যাট ওয়ালা মেসির সিজনকে তার প্রাইম বলে আখ্যা দেয়া যায়না। ২০১২ এর ৯১ গোলের বাইরে মেসির এভ্রি সিজন রিমার্কাবল। হাইলাইট আর স্ট্যাট কখনোই মেসিকে জাজ করতে পারবেনা।

এজন্যেই বলছি,
MESSI WAS NEVER IN HIS PRIME. HE IS THE PRIME STANDARD EVER.

27/02/2025

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি বিশ্ব ফুটবলের দুই মহাতারকা। বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজেদের নতুন করে পরিচিত হওয়ার কাজটি সহজ হবে না থিয়াগো মেসি কিংবা ক্রিস্টিয়ানো জুনিয়রের। এক ম্যাচে মেসির ছেলের ১১, রোনালদোর ছেলের ১০ গোল।

11/05/2024

তাকে কেউ বলেন বাজপাখি, কেউ বলেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। এসব কথায় অনেকে বিদ্রুপ করলেও, নিজেকে বারবার প্রমাণ করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। জাতীয় দলে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ উপহর দেওয়ার পর, নিজ ক্লাব অ্যাস্টন ভিলার জন্যও নিজেকে উজাড় করে দিচ্ছেন। ফলে হতে চলেছেন এই মৌসুমের সেরা গোলরক্ষক।

04/05/2024

তবেকি এমেরিকার মাটিতে আবারো কোপা জয়ের ছক কষছেন মেসি মারিয়া জুটি? মেসির সাথে একই ক্লাবে যোগ দিতে যাচ্ছে ডি মারিয়া! এমেরিকার ইন্টার মায়ামিকেই বেছে নেয়া কি ২০২৪ কোপা জয়ের পুর্ব প্রস্তুতি?

21/04/2024

দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। রোববার ভোরের ম্যাচেও মেসি ম্যাজিকে জয় পেয়েছে ইন্টার মায়ামি! তিন গোলের তিনটাতেই সরাসরি অবদান লিওনেল মেসির। করেছেন জোড়া গোল, সাথে আছে এক এসিস্ট। শুধু মেসিই নয়, কোপা সামনে ক্যারিয়ার সেরা ফর্মে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। আর্জেন্টিনার বাকিরাও আছেন দারুণ ছন্দে। নিজ নিজ ক্লাবে রীতিমতো রাজত্ব তাদের। তারা সবাই যখন এক হয়ে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন, তাদের আটকানোর সাধ্যি হবে কার? সে প্রশ্নই এখন ফুটবল বোদ্ধাদের কণ্ঠে। তবে কি ব্রাজিলসহ সব দলকে হটিয়ে, আবারও কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা?

03/03/2024

আবারও রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। পুনরুদ্ধার করলেন নিজেরই একটি রেকর্ড। শনিবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। যে ম্যাচে জোড়া গোল করে, প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে- হারানো সিংহাসন আবারও নিজের করে নিলেন মেসি।

02/03/2024

বুড়োদের দল বলে ট্রল হওয়া সেই বরিশালই এখন বিপিএল চ্যাম্পিয়ন। তামিমের হাতেই উঠলো শিরোপা!

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Final Pass with Rehan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Final Pass with Rehan:

Share