Next News

Next News We bring up Next News Update at your fingertips. Through our authentic news content, we are committed to fostering a diverse staff that reflects social changes.
(2)

Next News is part of Diginext Ltd. - A digital venture of Content creation and distribution to give new dimensions to content creation. News Next offers digital content that's essential for connecting people beyond the border. We go beyond cold facts and bring to light what matters.Through authentic news content, It's committed to fostering a diverse staff that reflects social changes.

28/06/2024

পাকিস্তানি সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের যে গল্প অবাক করবে আপনাকে!

27/06/2024

কী করবেন যদি আচমকা দেখা দিয়েই কাম*ড়ে দেয় রাসেলস ভাইপার কিংবা অন্য কোনো বিষধর সাপ? হাসপাতালে যাওয়ার আগের সময়টাতে, প্রাথমিকভাবে কী কী করণীয়?

চলুন জেনে নেওয়া যাক, তাৎক্ষণিক যা যা করণীয়।

26/06/2024

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম সিংকহোল, যার ভয়াবহতা টের পাচ্ছে তুরষ্কবাসী, নতুন করে উদ্বেগ উৎকণ্ঠায় চীনারা। সম্প্রতী চীনের এক নির্মানাধীন মেট্রো স্টেশন মুহুর্তেই বিলীন হয়ে গেছে অতল ভূগর্ভে। যে মেট্রো স্টেশন উদ্বোধনের কথা ছিলো আগামী বছরের শুরুতেই, তার এক নিমিষেই হারিয়ে গেলো কয়েকশো ফুট গভীরে। সৃষ্টি হলো বিশাল গর্তের।

10/06/2024

আবারো কোটা নিয়ে সরব চাকরীপ্রার্থীরা, পক্ষে বিপক্ষে নানা মতে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ। হাইকোর্টের রায়ে কোটা পূনর্বহাল হওয়ার সাথে সাথেই শুরু হয় জোর তর্ক বিতর্ক। কেউবা কোটার পক্ষে, কেউবা আবার বিপক্ষে, নানা জনে দেখাচ্ছেন নানা যুক্তি।

09/06/2024

চড় দিয়ে যেন ভাগ্যটাই বদলে গেছে কনস্টেবল কুলবিন্দর কৌরের। নিজের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন তিনি। তবে, দুয়ারে কড়া নাড়ছে আরো নানা চাকরি। অনেকেই তাকে চাকরি দিতে আগ্রহ দেখাচ্ছেন। এরইমধ্যে চড় দেওয়া এই জওয়ানকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।

08/06/2024

রিয়াল মাদ্রিদই বিশ্বের সেরা ক্লাব, বলেছেন লিওনেল মেসি। প্রশংসায় ভাসিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ জয়ী স্প্যানিশ এই ক্লাবটিকে। মেসির আঁতুরঘর বলা হয় বার্সেলোনাকে। এখন মায়ামিতে খেললেও, মেসির প্রাণের ক্লাব বার্সেলোনা। তবে বার্সার নাম না নিয়ে, নাম নিলেন তার চিরপ্রতিন্দ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের। এতে অনেকেই বেশ অবাক হয়েছেন, অনেকেই আবার এটাকে দেখছেন মেসির মহানুভবতা হিসেবে।

08/06/2024

রিশাদ এমনই এক অস্ত্র যাকে ব্যাবহার করতে পারলে ঘুরে যাবে বাংলাদেশের ভাগ্যের চাকা! বাংলাদেশের পাশার দান পাল্টাবে এই রিশাদ।

08/06/2024

বাইক চালাতে পারলেই মিলবে চাকরি, ভিসা দিবে দুবাই, বেতন প্রায় লাখ টাকা! এবার বাংলাদেশী বাইকারদের এমনই সুখবর দিলো মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি। উচ্চ বেতন উন্নত কর্মপরিবেশের দুবাইতে পাড়ি জমানো যেনো লাখো বাংলাদেশীর স্বপ্ন, এবার সেই স্বপ্নই নিজে থেকে ধরা দিতে আসছে হাজারো বাংলাদেশীর সামনে।

06/06/2024

চলে এলো কোরবানীর ঈদ, জমজমাট পশুর হাট, তবে সবখানেই প্রশ্ন, পশুর দাম কি এবার কমতি নাকি বাড়তির দিকে?

06/06/2024

আজ উত্থাপিত হতে যাচ্ছে দেশের ৫৩তম বাজেট, টাকার অঙ্কে যা সর্ববৃহৎ। কিন্তু জনমনে প্রশ্ন, একটি দেশের জন্য কেনো গুরুত্বপূর্ন এই বাজেট?

05/06/2024

ভারতের নির্বাচনে বিজেপি’র জয়ে বাংলাদেশে যা যা প্রভাব পড়বে!

05/06/2024

এপ্রিল মে জুড়ে ছিলো তাপপ্রবাহ, মে মাসের শেষের দিকে এলো ঘূর্নিঝড় রেমাল। তবে জুন মাসটা হতে যাচ্ছে আরো বেশি দুর্যোগ প্রবণ!

05/06/2024

২০১৩ সালে যে রানা প্লাজা ধসে পোশাক শিল্পে এসেছিল স্বরণকালের ভয়াবহ ধাক্কা, এক হাজারেরও বেশি শ্রমিকের প্রাণহানিতে কারখানার অনিরাপদ পরিবেশ নিয়ে আঙুল তুলেছিল আন্তর্জাতিক মহল; সেই ভয়াবহতা কাটিয়ে পরিবেশবান্ধব কারখানায় এখন বিশ্বসেরা বাংলাদেশ! সমালোচনার বদলে নিন্দুকদের মুখে ঝরছে প্রশংসাধ্বনি! এখন বিশ্বসেরা ১০টি পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশের।

04/06/2024

আমেরিকা বিশ্বমোড়ল হলেও চীণকে বর্তমানে প্রযুক্তি বিশ্বের মোড়ল বললে খুব একটা বেশি বলা হবে না। বলা হয়ে থাকে চীনের প্রযুক্তিগত সক্ষমতা বিশ্বে এখন নাম্বার ওয়ান। ছোট থেকে বড় সব ধরনের যন্ত্র বা যন্ত্রাংশ এখন নিজেরাই তৈরী করছে দেশটি, উদ্ভাবন করছে নিত্য নতুন প্রযুক্তি, সবসময় লেগে আছে সেইসব প্রযুক্তির আরো ভালো সংস্করন উদ্ভাবনের জন্য।

04/06/2024

আমেরিকায় রাস্তায় বিক্রি হচ্ছে বাংলাদেশী চা, ফুসকাসহ নানা খাবার। ভীড় জামচ্ছেন বাঙালীরা। যেখানে গেলে মনে হবে, এটা বোধহয় বাংলাদেশেরই কোনো জায়গা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই গড়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। এমনকি এখানকার একটা রাস্তার নাম দেওয়া হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'! শুধু এখানেই নয়, আমেরিকার অনেক এলাকাতেই বাংলাদেশীদের আধিপত্য দেখা যায় এখন। বাঙালী মুসলিম নারীদের কল্যাণে, হিজাবের শহর নামেও পরিচিতি পেয়েছে আমেরিকার একটা শহর।

04/06/2024

বিমান নয়, এবার সড়ক পথেই যাওয়া যাবে থাইল্যান্ড, কমবে খরচ, বাড়বে সৌন্দর্য্য উপভোগের সুযোগ। আমাদের দেশের ভ্রমনপিপাসু মানুষদের জন্য অন্যতম জনপ্রিয় একটি জায়গার নাম ব্যাংকক, ভ্রমন মৌসুম কিংবা একটু লম্বা ছুটি পড়লেই ব্যাংকক যাওয়ার হিড়িক পড়ে যায়, এবার সেখানে যাওয়ার জন্য চালু হতে যাচ্ছে ঢাকা ব্যাংকক সড়ক পথ। এতে যাতায়াতের সময় বাড়লেও একই সাথে বাড়বে সৌন্দর্য্য উপভোগের সুযোগ, কমবে যাতায়াত ব্যয়।

04/06/2024

প্রাণীদের কথা বলার বিষয়ে বহুকাল পূর্বেই রাসুল সাঃ ভবিষ্যতবাণী করে গেছেন। তার সে কথাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। সাম্প্রতিক ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, মানুষের মতো কথা বলার চেষ্টা করছে একটি কুকুর। কুকুরটির করা শব্দ চোখ বন্ধ করে কেউ শুনলে মনে হবে, যেন কোনো শিশু কথা বলার চেষ্টা করছে।

03/06/2024

শাকিবের তুফানি ঝড়ের সামনে দাঁড়াতেই চাইছে অন্য কোনো সিনেমা। তুফানের হাইপ দেখে একে একে পিছিয়েছে বেশ কিছু সিনেমা।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Next News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Next News:

Videos

Share


Other Dhaka media companies

Show All