ARMLETbd

ARMLETbd For Criminological Discussion

ARMLET: This page or blog or web is created for criminological discussion about the recent crime which take places in the newspaper or in the community. The people who has the background of Criminology and Police Science are highly appreciated to join and express the opinion.... and help to find out the Solution.

ড্রপ হুজুরের মতো কোটা প্রথা নিয়ে একটা মন্তব্য ড্রপ করি । ---------------------------------------------------------------...
15/07/2024

ড্রপ হুজুরের মতো কোটা প্রথা নিয়ে একটা মন্তব্য ড্রপ করি ।
-------------------------------------------------------------------
কয়েক বছর আগে দেশেরে সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালুকে নিয়ে এনিমেশন বানানোর চিন্তা থেকে তার গল্প খুজিছিলাম । শহীদুল ইসলাম লালু একজন বীর প্রতিক । টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল মাঠের অস্ত্র সমর্পন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কোলে যে শিশু দেখা যায়, সেই লালু । এই সর্ব কনিষ্ঠ বীর প্রতিকে এর শেষ পরিনতি ভয়াবহ ছিল । তার জীবনের শেষ দিকে তার কোন খোজ কেও রাখে নাই, সম্ভবত সে রিকসা চালাতো থাকতো ঢাকার মিরপুরে । ২০০৯ সালে ২৫ মে ঢাকা মেডিক্যাল কলেজের বারান্দায় মৃত্যুবরণ করেন ( অবহেলা ময় জীবন । আমাদের তারমন বিবি আর সেতারা বেগমকে খুজে পেতে লেগেছে কয়েক যুগ, অনেক মুক্তি যোদ্ধার সনদ নাই । একবার খবর বের হুলো মুক্তি যোদ্ধাদের তালিকায় রাজাকাররাও আছে । বিদেশী যারা আমাদের যুদ্ধে সহযোগিতা করেছিল তাদের স্বর্ন পদকে স্বর্ন নাই ।

অথচ মুক্তি যোদ্ধা বিষয়ে আমাদের একটি মন্ত্রনালয় আছে । আমার মনে হয় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কে ঝাড়ু পেটা করা দরকার । মুক্তি যোদ্ধাদের বিষয়ে ভাতা, ছেলে, নাতি, পুতির সহ তাদের পারিবারিক নিরপত্তা বা জীবিকা নির্ধারনের কাজ যদি এ মন্ত্রনালয় না করতে পারে , তাহলে এ মন্ত্রনালয়েল কাজ কি ?

যে সব কাজে মেধা জরুরি, সেখানে মেধার চেয়ে যে কোন প্রকার কোটার অগ্রাধিকার অপকারী । উল্টা যোগ্য লোকরা যাতে বঞ্চিত না হয় সেটার অধিকার সংরক্ষন ই রাস্ট্রের প্রধান দায়িতত্ব ।

সবাই আবেগ নিয়া রাজনীতি করে, অথচ এ বিষযে যৌক্তিক সিদ্ধান্ত বা পরিকল্পনা দরকার ।

দেশে কতজন মুক্তি যোদ্ধা আছে ? আমার ধারনা এটার সঠিক তথ্য কেও জাননা । বা এতো বছর পরও মুক্তিযোদ্ধাদের তালিকা করা শেষ হয় নাই ।
কোন জায়গায়ই আমাদের কোন আদর্শ নাই ।

মাঝে মঝে মনে হয় সব শালারাই মনে হয় ধান্ধাবাজ । কোটা আন্দলন করতে যাইয়া তগো উল্টা পাল্টা স্লোগান দিতে হবে কেন ??

---------------
( বৃথা আস্ফালন )

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when ARMLETbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARMLETbd:

Share