Suraiya's Daily Diary

Suraiya's Daily Diary This is my new page Where I'm sharing my daily life,cooking and home decoration ideas..
(8)

সাদা মরিচ 🫣🤍
20/01/2025

সাদা মরিচ 🫣🤍

গতবছর ঠিক এই সময়ে 😊❤️❤️❤️
19/01/2025

গতবছর ঠিক এই সময়ে 😊❤️❤️❤️

নুডুলসের পাকড়া 🍲
18/01/2025

নুডুলসের পাকড়া 🍲

15/01/2025

আমার ছেলে হওয়ার পর থেকে কিরকম হয়ে গেছি নিজেও জানিনা। আগে কখনো এরকম করিনি এটা কি কোনো রোগ নাকি কি বুঝতে পারছিনা।

ছেলে একটু কান্না করলে চিৎকার করলে সহ্য হয়না। অল্পতে রেগে যাই এবং নিজেই নিজের মাথা ভারি বস্তু দিয়ে আঘাত করি।

প্রতিদিন প্রতিনিয়ত এরকম করে যাচ্ছি। এরকম হতে থাকলে পাগল হয়ে যাব☹️। এমনকি স্মৃতিশক্তি ও অনেক ডাউন হয়ে গেছে। কোথাও কোনো জিনিস রাখলে কিছু সেকেন্ড এর মধ্যেই ভুলে যাই আর তখন অনেক রাগ উঠে এমনি তখনও রাগে মাথায় আঘাত করি।

বাচ্চা হওয়ার পরেই নিজের মধ্যে এই চেঞ্জিং গুলো আসছে। কিছুতেই স্বাভাবিক করতে পারিনা এটা থেকে

11/01/2025

মাইগ্রেনের সমস্যা যেনো আল্লাহ
আর
কাউকে না দেয়। 😓💔

সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন? যত্ন🙂কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন!কেউ তার কথা শুনবে সেই যত্ন!প্রচন্ড...
10/01/2025

সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন?
যত্ন🙂
কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন!
কেউ তার কথা শুনবে সেই যত্ন!প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে সেই যত্ন🙂

এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়।
ছুটি নেই, ছাড় নেই,চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের!
এই আগ্রহকে কি যেন বলে?
বোকা একটা নাম আছে এই আগ্রহের!

মায়া!
নিজেকে নিঃষেশ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া"!
অথচ তার জন্যই কারো মায়া হয় না!
কেমন অদ্ভুত না ব্যাপার!💔

সবকিছু করেও যখন দিনশেষে শুনতে হয় কিছুই করিনি😄

ছোট্ট একটা স্বপ্ন পুরণ এর জন্য ধন্যবাদ জামাই 🥰❤️❤️❤️❤️
09/01/2025

ছোট্ট একটা স্বপ্ন পুরণ এর জন্য ধন্যবাদ জামাই 🥰❤️❤️❤️❤️

রান্না করতে করতে এক কাপ চা হয়ে যাক ❤️
09/01/2025

রান্না করতে করতে এক কাপ চা হয়ে যাক ❤️

08/01/2025

জামাইয়ের আবদারে প্রথমবারের মতো নেহারি রান্না করলাম 🥲❤️

আপনি যেদিন বুঝতে পারবেন আল্লাহ শুধু আপনার প্রচেষ্টাটুকু দেখেন কিন্তু ফলাফল আল্লাহ একান্তই তাঁর হাতে রেখেছেন।সেদিনই আপনি ...
08/01/2025

আপনি যেদিন বুঝতে পারবেন আল্লাহ শুধু আপনার প্রচেষ্টাটুকু দেখেন কিন্তু ফলাফল আল্লাহ একান্তই তাঁর হাতে রেখেছেন।
সেদিনই আপনি সত্যিকারের মুক্তি পাবেন,নিজের প্রতি নিজের এবং অন্যদের মাত্রাহীন প্রত্যাশা থেকে মুক্তি!
কোনো কিছুই আসলে আপনার হাতে নেই,আপনার নিজের চেষ্টা টুকু ছাড়া।
চেষ্টার হকটুকু আদায় করুন,বাকি টা আল্লাহর উপর ছেড়ে দেন 🤍💫

06/01/2025

এক ঘন্টায় আমি যেভাবে পারফেক্ট ফাঁকিবাজি বিরিয়ানি রান্না করি ||

চা আর পরোটা বেষ্ট কম্বিনেশন ❤️
04/01/2025

চা আর পরোটা বেষ্ট কম্বিনেশন ❤️

😍😍😍
03/01/2025

😍😍😍

03/01/2025

ছুটির দিনে জামাই অনেক বড় সারপ্রাইজ দিয়ে দিলো 😅😭|| Weekend vlog ||

বছরের প্রথম শুক্রবার আজ..❤️সবাইকে পবিত্র জুম্মা মোবারক 🤲
03/01/2025

বছরের প্রথম শুক্রবার আজ..❤️
সবাইকে পবিত্র জুম্মা মোবারক 🤲

নতুন বছরের আরো একটি নতুন সকাল!আলহামদুলিল্লাহ!! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবার মনের আশা পূরণ হোক!
02/01/2025

নতুন বছরের আরো একটি নতুন সকাল!আলহামদুলিল্লাহ!! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবার মনের আশা পূরণ হোক!

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
01/01/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

01/01/2025

ডেইলি লাইফ ভ্লগ মানে আপনার রোজকার জীবন। কোনো শ্যুটিং স্পটে ধারণ করা নাটক না। আপনি যেমন তেমনি হবে আপনার ডেইলি লাইফ ভ্লগ। কিছু পুরনো জিনিসপত্র থাকবে , কিছুর রং উঠে যাবে , আবার কিছু থাকবে নতুন। পুরনো মানে কিন্তু খারাপ না।

অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না। কিন্তু এইযে ট্রেন্ড ডেইলি লাইফ ভ্লগের। চকচকা ফকফকা সব দেখানোর দৌড়, এসব কি আসলেই জীবনকে অস্থির করে তুলছে না?

বোন আমার, চুলার পাসে ফুল রেখে ,গোলাপী রংয়ের ফ্রাইপেনে বাটার দিয়ে ডিম্পোচ আর সসেজ ভেজে আপনি প্রতিদিন খান? প্রতিবার কফির মগ বদলান? স্টেক ছাড়া ডিনার করেন না😁

কিচেন দুনিয়ার শোপিচ আর ফুল দিয়া সাজিয়ে স্ট্যাটাস দেন সাজানো রান্নাঘর মানেই চোখের আরাম।😁

পাঁচ বেলা যে ১০ জনের রান্না করে তাকে গিয়ে বলেন চোখের আরাম কিসে? উত্তর পাবেন -যতো গোছানো ততো আরাম । সাজানোর জন্যতো বসার ঘর , শোয়ার ঘর আছেই😛
copy:Lazy mom Diary

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suraiya's Daily Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share