We are muslims

We are muslims this for islam

30/03/2024

আল্লাহ শবে কদরে বেশি বেশি আমল করার তাওফিক দান করুক।
আমিন❤️❤️❤️

08/02/2024

❤️❤️❤️❤️

28/01/2024

ছোট একটি দোয়া বড় ফজিলত ❤️❤️❤️

25/01/2024

জীবনসঙ্গীর জন্য দুআটা এমন হোক!
#অবিবাহিত_ভাই_বোনদের_জন্য
হে রব!
আমায় এমন কাউকে দান করুন, যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। খুব করে ভালোবাসবে। এমন ভালোবাসা, যা পছন্দ করেন আপনি এবং আপনার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হে রব!
উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন। যে হবে আপনার রঙে রঙ্গিন। আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আপনার রঙে।
ওগো রব!
বাহ্যিক দ্বীনদারিত্ব অনেককেই আজ ঘায়েল করে বসেছে। উপরে দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও, দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে। এমন লোক থেকে রব আমাকে হেফাজত করুন। এমন জীবনসঙ্গী দান করুন, যিনি দ্বীনদার, আর আমাকেও দ্বীনদার বানিয়ে আপনার পথে হাঁটতে শেখাবে।
হে অন্তরের মালিক!
ইলমহীন অন্তর একদম শূন্য। যেকোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে। এমন একজন জীবনসঙ্গী আমাকে দান করুন, যিনি দ্বীন পালনের মতো সঠিক জ্ঞান রাখে। এমন জ্ঞান যা সমাজে ফিতনা সৃষ্টি করে না। ঈমান ধ্বংস করে না। যার ইলম নিজেকে দ্বীনের পথে রাখতে পারে না তার থেকে আমাকে হেফাজত করুন!
এমন একজনকে দান করুন, যিনি শুধু ইলমের অধিকারী না, আমলেরও করেন যথাযথ পাবন্দি।
হে কা'বার মালিক!
ফিতনা ভরা যোগে একাকী ঈমান আগলে বাঁচা কঠিন।
হে পরওয়ারদিগার! এমন কাউকে দান করুন, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে।
আমি যে একাকী আর ফিতনার সাথে লড়তে পারছি না মালিক!
আমাকে আপনার পছন্দের কাউকে মিলিয়ে দিন, যিনি শুধু আমাকে ভালোবাসবে না, সাথে আপনাকেও ভালোবাসতে শেখাবে। রব আমি যে আপনাকে ভীষণ ভালোবাসতে চাই! চাই প্রিয়মানুষটাকে সঙ্গে নিয়ে আপনার সিজদায় মন ভরে কাঁদতে।
হে আরশের অধিপতি!
এমন কাউকে দান করুন, যার মাধ্যমে পৃথিবীতে আসবে নেক সন্তান! যে হবে ইলমের ময়দানে আলিমগণের রাহবার আর জি-হা-দের ময়দানে মু-জা-হিদদের সিপাহসালার!
হে মালিক!
আমাদের এমন সন্তান দান করুন! যে জন্ম দেবে আপনার ঘর মসজিদে আকসা উদ্ধারকারী সন্তান। যে হবে গজওয়াতুল হিন্দের অংশীদার।
হে রব!
দ্বীনের পূর্ণতা দানে আমার জীবনসঙ্গীকে উত্তমরূপে আমার জীবনে মিলিয়ে দিন। সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে। আর তখন আপনার দুয়ারে কৃতজ্ঞতা আদায় করে বলব—মালিক আলহামদুলিল্লাহ! আমি জিতেছি, চাওয়া জিনিসটা থেকেও আপনার কাছে ভীষণ বেশি পেয়েছি।

24/01/2024
আমাদের জীবনের প্রতিটি সমস্যা আশার আগেই আল্লাহ কাছে প্রতিটি সমস্যা  সমাধান আছে।হয়ত বান্দা তার কাছে এমন কিছু আবদার করেছে ত...
17/01/2024

আমাদের জীবনের প্রতিটি সমস্যা আশার আগেই আল্লাহ কাছে প্রতিটি সমস্যা সমাধান আছে।
হয়ত বান্দা তার কাছে এমন কিছু আবদার করেছে
তা হয়ত তার জন্য কল্যানকর নয়।
হয়ত তার কষ্ট দ্বারা আল্লাহ তায়ালা তার মর্যাদা বা গুনাহ মাফ করছেন।
কারো সমস্যা একদিনে সমাধান করে দেন আমাদের রব।
কারো সমস্যা হয়ত ১ যুগেও সমাধান করেন না।আমাদের এই পৃথিবীটাতে যারা আছি তাদের সবার পরিক্ষা এক না। মনে রাখবেন আমার রব্বুল আলামিন সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না।
আমার রব তার প্রতিটি সৃষ্টিকে খুব যত্ন করে নিখুঁত করে বানিয়েছেন। তার মত ভালো কেউ ভাসতে পারে না। ভুলে যাবেন না আপনার জন্ম থেকে মরনের পযর্ন্ত যত সমস্যা ছিল তার প্রতিটি সমস্যায় আপনার পাশে আপনার রব ছিল, আছে,থাকবে❤️❤️❤️
যখন বালিশে চাপা দিয়ে নিরবে কেদেছেন কেউ দেখেনি আপনার কষ্ট শুধু আপনার রব ছাড়া।
তিনি আপনাকে বিপদ দিয়েছেন। দিনশেষে তিনি আপনার মুখে হাসি ফুটিয়েছেন।তাই যত কষ্ট হোক না কেন নিজের রবের প্রতি বিশ্বাস হারাবেন না।
কোন একদিন বুঝবেন জীবনে প্রতিটি ঘটনা কারন বশতই ঘটেছে।তখন আপনি না চাইলে মন থেকে বলে উঠবেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
Alhamdulillah for Everything ❤️❤️❤️❤️

কথাগুলো  সবসময় মনে রাখুন। কখনোই আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবেন না। কারণ, আল্লাহর  ক্ষমা ছাড়া আমাদের যে আর কোন উপায় নেই...
17/01/2024

কথাগুলো সবসময় মনে রাখুন। কখনোই আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবেন না। কারণ, আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের যে আর কোন উপায় নেই। তিনি ছাড়া আমাদের পাপগুলো আর কে ক্ষমা করবে? কোথায় যাব আমরা?

আল্লাহ পাপ পছন্দ করেন না, কিন্তু পাপ করার পর ধার্মিকদের অন্তর থেকে যে অনুশোচনা আসে আল্লাহ তা পছন্দ করেন। তাই, পাপ করার ইচ্ছে করবেন না। কিন্তু, যখন পাপ হয়ে যায়, একবার যখন তা আপনার অতীত হয়ে যায়— এই পাপের অনুশোচনাকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দিকে প্রত্যাবর্তন করুন।

প্রিয় মুসলিম, আল্লাহ যদি আমাদের নিষ্পাপ করে সৃষ্টি করতে চাইতেন তবে আমরা মানুষ হতাম না, আমরা ফেরেশতা হতাম। কিন্তু, আমরা মানুষ। মোটের উপর, প্রকৃতিগত ভাবেই আমরা পাপ প্রবণ। তাই বলে পাপকে আলিঙ্গন করবেন না। সবসময় এর বিরুদ্ধে লড়াই করুন। সবসময় সেগুলো নিয়ে অনুতাপ অনুভব করুন। কিন্তু, কখনোই আল্লাহর দয়ার প্রতি আশা ছেড়ে দিবেন না। সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দিকে ফিরে আসুন। জীবনে যাই করেন না কেন, যত বেশি বার করেন না কেন, এমন কি যদি আপনার অভ্যাসগত কোনো পাপও থেকে থাকে- নিজেকে মূল্যহীন এবং অপদার্থ মনে করার সুযোগ শয়তানকে কখনোই দিবেন না। এমনকি আপনার যদি অভ্যাসগত কোনো কবিরা গুনাহও থেকে থাকে, শয়তানকে কখনোই আপনার এবং আপনার প্রভুর মাঝে আসতে দিবেন না। কারণ, কোনো কিছুই আপনার এবং আপনার রবের মাঝে আসতে পারে না; যদি শুধু তাঁর দিকে ফিরে আসেন।
সবসময় ইস্তেগফার (আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা) করুন। নিজের পাপগুলোকে অন্য সৎ কাজে অনুপ্রাণিত হতে ব্যবহার করুন।

হ্যাঁ, আদর্শ অবস্থা হলো সকল কবিরা গুনাহ বর্জন করা। হ্যাঁ, আদর্শ অবস্থা হলো কোনো অভ্যাসগত পাপ না থাকা। আর সেটা হলো সৎকর্মশীলদের অবস্থা। সৎকর্মশীল, আওলিয়া, আম্বিয়া তারা কবিরা গুনাহ করেন না। এবং তাদের অভ্যাসগত কোনো পাপও নেই।

কিন্তু, আপনি যদি সে অবস্থায় পৌঁছতে সক্ষম না হোন, আপনার অভ্যাসগত পাপ আছে, আপনার যদি কবিরা গুনাহ করার অভ্যাস থাকে- সকল ধর্ম কর্ম বাদ দিয়ে নিজেকে ব্যর্থ হিসেবে মেনে নিবেন না। তথাপি, চেষ্টা করুন; ভালো হতে চেষ্টা চালিয়ে যান। অনুতপ্ত মন নিয়ে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহর কাছে হাত তুলে নিজের পাপগুলো স্বীকার করে নিন। সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যে পাপই করেন না কেন। পাপগুলোকে ব্যবহার করুন এমনসব ভালো কাজে অনুপ্রানিত হওয়ার ক্ষেত্রে, যেগুলো স্বাভাবিক অবস্থায় আপনি করতেন না। বুঝতে চেষ্টা করুন, যদি এটা করতে পারেন আপনার জন্য এখনো আশা আছে।

এ বিষয়ে অনেক বর্ণনা আছে। জানেন না? এক পতিতা যার গোটা জীবন ছিল পাপে পরিপূর্ণ, সে জানতো সে একজন পাপী। নিজে পাপী জানা সত্ত্বেও সে একটি কুকুরকে পানি পান করলো। সেও ভালো কিছু করতে চাইলো। আর শুধু এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।
জানেন না? রাসূল (স) আরেক জন কবিরা গুনাহকারীর কথা বলেছেন। এমন কোনো পাপ কর্ম নেই যা সে করেনি। সে ধনী ছিল, প্রচুর টাকা-পয়সার মালিক ছিল। তার কাছ থেকে ঋণ গ্রহীতাদের সাথে সে উদার আচরণ করতো। সে মানুষকে টাকা ধার দিতো। টাকা আদায় করতে যাওয়া তার চাকর-বাকরদের সে বলতো, কেউ যদি ঋণ পরিশোধে অপারগ হয় তাকে মাফ করে দাও। কারণ, আমার আল্লাহর ক্ষমা অনেক বেশি দরকার।

শেষ বিচারের দিন আল্লাহ তাকে বলবেন, তুমি এটা করেছো। আমি তোমার চেয়েও বেশি দয়াবান। আমি তোমাকে মাফ করে দিলাম যেমন তুমি মানুষদের মাফ করে দিতে।

এই লোক পাপী ছিল। সে তার অপরাধী মন ব্যবহার করলো সৎ কাজ করার জন্য। আর এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে

প্রিয় মুসলিম, আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবেন না। প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরে আসুন। সবসময় ইস্তেগফার করুন। আপনার পক্ষে যে ভালো কাজই করা সম্ভব, করুন।

আর হ্যাঁ, একেবারে ভালো হয়ে যাওয়াটাকে নিজের লক্ষ্য নির্ধারণ করুন। কিন্তু, জেনে রাখুন, আমরা আসলে কোনোদিন সে লক্ষ্যে পৌঁছতে পারব না। আল্লাহ আমাদের নিখুঁত হওয়ার জন্য সৃষ্টি করেন নি। আমাদের ক্ষমা পাওয়াটা নিখুঁত হওয়ার মাঝে নয়, বরং নিখুঁত হওয়ার ইচ্ছে এবং প্রচেষ্টার মাঝে নিহিত।

- ড. ইয়াসির ক্বাদী।
- Khutbah: The Psychology of Sin এর অংশ বিশেষ

17/01/2024

দোয়া করুন মন খুলে।
শুধু নিজের জন্য নয়।
আশেপাশে যারা তাদের জন্য করুন।
যাকে পছন্দ করেন তার জন্য করুন।
যাকে পছন্দ করেন না তার জন্য করুন।
দোয়া করুন এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের জন্য ❤️❤️❤️
দোয়া করুন এই পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষের জন্য 💔💔💔
দোয়া করুন তাদের জন্য যাদের সাথে থাকলে নিজের রবের কথা বেশি মনে পড়ে❣️❣️❣️
দোয়া করুন জন্য যাদের সাথে মিশলে হয়ত ফেতনায় পড়ার সম্ভাবনা থাকে💔💔💔
দোয়া করুন তার জন্য যে এই মাত্র জন্ম গ্রহণ করেছেন।
দোয়া করুন যার এই মাত্র মরন বরন করেছেন।
প্রতিনিয়ত দোয়ার সময় কিছু সময় দোয়া করুন।
নিজের সবচেয়ে প্রিয় মানুষ টার জন্য বা সবচেয়ে অপ্রিয় মানুষ টার জন্য।
মনে রাখবেন আমাদের রব তার প্রতিটি বান্দা কে খুব ভালোবেসে বানিয়েছেন।তিনি খুব যত্ন করে প্রতিটি বান্দা কে বানিয়েছেন।
তার প্রতিটি বান্দা তিনি অনেক ভালোবাসেন।
যখন আপনি আপনার রবের প্রতি টি বান্দার দোয়া করবেন তখনি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসবেন।
আপনার জন্য তাই রাখবেন যা আপনি তার বান্দাদের জন্য করবেন।
আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবেন শুধু দোয়ার মাধ্যমে ❤️❤️❤️
হয়ত আপনি আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হতে পারবেন❤️❤️❤️
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
সঠিক বুঝ দান করুন।
আমিন❣️❣️❣️
আল্লাহু আলম।
জাযাকুমুল্লাহ খইরন ❤️❤️❤️

17/01/2024

বুক ভরা কষ্ট নিয়ে কখনো আল্লাহর কাছে কেঁদেছেন? সবাই যখন ঘুমে, চারদিক যখন নিরবতা থাকে, সে সময় সিজদায় পড়ে কেঁদেছেন? না কাঁদলে কাঁদুন। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদুন। বিশ্বাস করেন ভাই, রবের কাছে কাঁদতে পারলে দিলটা ভরে যায়। মন চায় আরও কাঁদি। কাঁদতেই থাকি।

বিপদ যত বড়ই হোক৷ আমার রব, এর রহমত এর চেয়েও বড়।

যদি বিপদে পড়ে আল্লাহর কাছে কাঁদতে না পারেন, তাহলে বুঝে নিয়েন বিপদটা আসলেই বিপদ। ভয়াবহ বিপদ! আর যদি কাঁদতে পারেন, এটা বিপদ নয় প্রিয়! ওয়াল্লাহি এটা নিয়ামত।

বিপদে অনেক কাঁদলেন, কিন্তু কাঙ্ক্ষিত বস্তু পেলেন না! ঘাবড়াবেন না। একদম না। ঐ বস্তু হয়তো পাননি। কিন্তু এতদিনে আল্লাহকে পেয়ে গেছেন! যদি সবুর করতে পারেন। প্রিয় ভাই! এ দুয়ার থেকে কাউকে শূন্য হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান।

পরামর্শ নেয়া ছাড়া কখনো নিজের দুঃখের কথা কারও সাথে শেয়ার করবেন না। আত্মীয়দের সাথেও না। এটা শয়তানের চাল। শয়তানের ফাঁদ। মানুষের কাছে দুঃখের কথা বললে আল্লাহর সাহায্য দূরে সরে যায়। আল্লাহর কাছে কাঁদতে প্রতিবন্ধক হয়।

বান্দা যখন আল্লাহকে এভাবে ডাকে। আল্লাহর তখন খুব ভাল্লাগে। বান্দার মুখে 'ইয়া রব!' ইয়া রব' শুনতে উনার অনেক পছন্দ। এ জন্য আল্লাহ বান্দার চাওয়া দ্রুত পুরণ করেন না। তিনি চান বান্দা আরেকটু ডাকুক। এভাবে তাকে করে নেন নিজের প্রিয় বান্দা। এরপর আমি বান্দার হয়ে যাই। বান্দা যেদিকে, আল্লাহর রহমত সেদিকে...!
Collected❤️❤️❤️

16/01/2024

আপনার অজান্তেই আল্লাহ আপনাকে কতবার যে বি'প'দ থেকে উদ্ধার করেছেন, আপনার দো'ষ লুকিয়ে রেখেছেন, তার হিসেব নেই। তবুও আল্লাহ'র প্রতি আমাদের অভিযোগের শে'ষ নেই! তাই অভিযোগ না করে, কারণে অকারণে শুকরিয়া আদায় করতে শিখুন!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when We are muslims posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category