ইতিহাসের গল্প

ইতিহাসের গল্প ইতিহাসের জানা-অজানা নানা বিষয়ে জানতে থাকুন আমাদের সাথেই

নতুন প্রজন্মের কাছে এ ছবি গুলো শুধু ইতিহাস।১৯৭০,৮০,৯০ দশকের ছেলে, মেয়েদের বিনোদন ছিল এগুলোই।
18/10/2024

নতুন প্রজন্মের কাছে এ ছবি গুলো শুধু ইতিহাস।
১৯৭০,৮০,৯০ দশকের ছেলে, মেয়েদের বিনোদন ছিল এগুলোই।

রাডার আবিষ্কারের আগে, এই জাতীয় ডিভাইসগুলি দিয়ে শত্রুর বিমান সনাক্ত করতে ব্যবহৃত হতো।
11/10/2024

রাডার আবিষ্কারের আগে, এই জাতীয় ডিভাইসগুলি দিয়ে শত্রুর বিমান সনাক্ত করতে ব্যবহৃত হতো।

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি...
07/08/2024

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির উর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন?
নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

কপি পোস্ট

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে🇧🇩

05/08/2024

Plz🙏🙏🙏🙏

গনভবনে ঢুকছেন ভালো কথা...
বিজয় মিছিল করেন ভালো কথা কিন্তু লাইট ফ‍্যান কম্বল মাছ পাখি ইত্যাদি লুটপাট কেনো করছেন?
এই ভিডিওগুলো তো ইন্টারন‍্যাশাল সব জায়গায় দেখাবে... আমাদের দেশের সম্পর্কে কি ভাববে সবাই বলেন।
এও কষ্টের বিনিময়ে যা অর্জন করলাম তার ভাবমূর্তিটা এভাবে নষ্ট করবেন না আমার অনুরোধ।

আপনারা যা নষ্ট করছেন তা কিন্তু উনার না, আমাদের দেশের সম্পদ।এটা ঠিক হচ্ছেনা।

আনন্দ উল্লাশ অবশ্যই করবো কিন্তু ধ্বংসযজ্ঞ করবোনা।

29/07/2024

একটি জরুরি ওয়ার্নিং!!🚨

আপনারা এখন সবাই ভিপিএন ইউজের মাধ্যমে ফেসবুক চালাচ্ছেন। বাট, একটা সমস্যা সবারই হতে পারে বা হতে যাচ্ছে......

আমরা বেশিরভাগই ফ্রী ভিপিএন চালাচ্ছি। অনেকেই তো ওয়ার্প চালাচ্ছি। বাট, আমরা কিন্তু ভিপিএনে 'Best route' সিলেক্ট করে রেখেছি। এজন্য প্রতিবার কানেকশনে একেক দেশের আইপি এড্রেসে কানেক্ট হয়!!

সমস্যাটা হচ্ছে, এই কিছুক্ষণ পরপর বিভিন্ন দেশের আইপিতে আপনার আইডির এক্টিভিটি দেখে ফেসবুক অটো এটাকে 'হ্যাক' বা 'আনইউজুয়াল এক্টিভিটি' হিসেবে বিবেচনা করে।

ফলাফলে আপনাকে এভাবে বিভিন্ন রেস্ট্রিকটশন এমনকি আইডি ব্লকও করে দিতে পারে।

সুতরাং যেকোনো নির্দিষ্ট দেশ সিলেক্ট করে সবসময় চালান। মাঝে মাঝে কম স্পিড পাবেন। বাট, আইডি সেফ থাকবে।
ধন্যবাদ!!
Copied.

1995 সৌদিয়া প্রথম এসি কোচ... আসল বিলাসবহুল কোচ, 4 চ্যানেল হেডফোন সহ 36 আসন, টয়লেট, ধূমপান কক্ষ, Hino Ak-176 (1987 থেকে...
15/07/2024

1995 সৌদিয়া প্রথম এসি কোচ... আসল বিলাসবহুল কোচ,
4 চ্যানেল হেডফোন সহ 36 আসন, টয়লেট, ধূমপান কক্ষ,
Hino Ak-176 (1987 থেকে 1997) মডেল (EH700 ইঞ্জিন)।

ZIA ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি বডি (হিনোর অনুমোদিত নির্মাতা, 1982 থেকে 1997
collected

১৯৫৬ সালে জাপান থেকে ছয়টি জিপ আনা হয় কিশোরগন্জ ন্যাশনাল সুগার মিলের জন্য। ছবিতে উল্যেখিত মোমেনশাহী ক-২৪০ নাম্বার যুক্ত গ...
08/07/2024

১৯৫৬ সালে জাপান থেকে ছয়টি জিপ আনা হয় কিশোরগন্জ ন্যাশনাল সুগার মিলের জন্য। ছবিতে উল্যেখিত মোমেনশাহী ক-২৪০ নাম্বার যুক্ত গাড়িটি তৎকালীন এসডিও সাহেবের জন্য বরাদ্দ ছিলো।তিনি ব্যবহার করেছেন কিশোরগঞ্জ থাকাকালীন সময়ে।

এই গাড়িটিই বর্তমানে কিশোরগঞ্জ জেলার পূর্ত ভবন অধিদপ্তরের অধীনে ব্যবহার হচ্ছে।

আজ সময়ের পরিক্রমায় ন্যাশনাল সুগার মিল নাই,পাকিস্তানও নাই,হয়তো তৎকালীন কর্মকর্তারাও নাই।কিন্তু ৬৮ বছর ধরে গাড়িটি সরকারি ভাবে ব্যবহৃত হয়ে আসছে।
সংগৃহিত জো

শুনশান রেল স্টেশন, দিনের শেষ ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে চলে গেছে। এক বৃদ্ধা বসেই আছেন। জানেন না পরের ট্রেনটি আসবে পরের দিন। ...
29/06/2024

শুনশান রেল স্টেশন, দিনের শেষ ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে চলে গেছে। এক বৃদ্ধা বসেই আছেন। জানেন না পরের ট্রেনটি আসবে পরের দিন। এক কুলির নজর গেল সেদিকে।

- মাইজি, তুমি কোথায় যাবে?
- দিল্লি যাব বাবা ছেলের কাছে।
- আজকে তো আর ট্রেন নেই মাইজি।

বৃদ্ধার অসহায় দৃষ্টি। কুলিটির বোধহয় দয়া হল।

- মাজি তোমায় ওয়েটিং রুমে রেখে আসি।
- তাই চল বাবা। কি আর করব!
- তোমার ছেলে বুঝি দিল্লিতে থাকে?
- হ্যাঁ বাবা।
- কি করে?
- রেলে কি যেন একটা কাজ করে!
- নামটা বল দেখি। যোগাযোগ করা যায় কিনা দেখছি।
- ও তো আমার লাল। সবাই ওকে লাল বাহাদুর শাস্ত্রী বলে ডাকে যে!

তিনি তখন ভারতীয় রেলওয়ের ক্যাবিনেট মিনিস্টার। মুহূর্তের মধ্যে গোটা স্টেশন তোলপাড়। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সালুন কার। বৃদ্ধা অবাক। তাঁর ছেলের এত ক্ষমতা!

লাল বাহাদুর কিছুই জানতেন না। সমস্ত আয়োজন করেছিল ভারতীয় রেল।

পরিশেষে একটিই কথা। এমন মা না হলে অমন ছেলে হয়? এই রকম নেতা এখন দুর্লভ, এঁরা ক্ষমতা প্রতিপত্তির জন্য পদে বসেননি, এঁরাই পদকে অলংকৃত করেছেন।

ছেলের দেখা পাওয়ার পর
তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন - "বেটা , তু রেলমে কেয়া কাম করতে হো? এলোগ পুছা তো ম্যায়নে কুছ নেহি বোলপায়া।"

তার উত্তরে ছেলে বলেছিলেন - "ছোটি সি কাম মা।"
ইতিহাসের গল্প

মুয়াজ্জিন; চিত্রশিল্পী: Jean-Léon Gerôme (১৮৬৬)
28/06/2024

মুয়াজ্জিন; চিত্রশিল্পী: Jean-Léon Gerôme (১৮৬৬)

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা। ১২০ বছর আগে, খাজা সলিমুল্ল...
22/06/2024

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)

১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ‍্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!

পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ‍্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ‍্যালয়ের প্রথম দাবি তুলেন। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হলো।

সলিমুল্লাহ ছিলেন আদ‍্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন‍্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ‍্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ‍্য অবদান।

শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। অথচ সেই মানুষটাকে নিয়ে আমাদের সমাজে তেমন আলোচনা দেখি না। স্মরণসভা দেখি না। কষ্ট হয় কিছুটা!

মাত্র ৪৩-৪৪ বছর বয়সে তিনি মারা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন‍্য আরো বহুকিছু করে যেতেন।

নবাব স‍্যার খাজা সলিমুল্লাহর প্রতি বিনম্র শ্রদ্ধা।

বেবী নাই কিন্তু নামটি রয়ে গেছেবেবী টেম্পু আজকের সময়ে বিলুপ্তপ্রায়।একটা সময়ে স্মার্ট গণপরিবহন ছিলো।রাজধানী সহ সারাদেশেই ছ...
22/06/2024

বেবী নাই কিন্তু নামটি রয়ে গেছে
বেবী টেম্পু আজকের সময়ে বিলুপ্তপ্রায়।একটা সময়ে স্মার্ট গণপরিবহন ছিলো।রাজধানী সহ সারাদেশেই ছিলো পরিবহনটি।বেবী নামেই বেশী পরিচিত ছিলো।

সারাদেশের বিভিন্ন শহর বন্দরে এখনো বেবী ষ্ট্যান্ড বা টেম্পু ষ্ট্যান্ড নামটি রয়ে গেছে।বেবীর স্থান দখন করেছে আজকের সিএনজি।

উত্তরা জসিমউদ্দিন ফুটওভার ব্রিজের উপর থেকে ২০১২ সালে তুলা। এই গাছগুলো এখন আর নাই।
10/05/2024

উত্তরা জসিমউদ্দিন ফুটওভার ব্রিজের উপর থেকে ২০১২ সালে তুলা। এই গাছগুলো এখন আর নাই।

১৯৭৭ সালে ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্ভধনীর দিনে উৎসুক জনতার ভীড়
27/04/2024

১৯৭৭ সালে ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্ভধনীর দিনে উৎসুক জনতার ভীড়

ব্রিটিশ আমলের একপাই সিক্কা।
16/04/2024

ব্রিটিশ আমলের একপাই সিক্কা।

ফিলিস্তিনের ১৯২৭ সালের একটি মুদ্রা।
12/04/2024

ফিলিস্তিনের ১৯২৭ সালের একটি মুদ্রা।

১৯৯৬ কাপাসিয়া
11/04/2024

১৯৯৬ কাপাসিয়া

আরিচা যাওয়ার রাস্তা, আমিন বাজার, ,ঢাকা - (1975)
24/03/2024

আরিচা যাওয়ার রাস্তা, আমিন বাজার, ,ঢাকা - (1975)

সেই আমল আর বর্তমান!১৯৬৫ সালে মোহাম্মদপুরের একটি বাড়ি যা বর্তমানে সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়ের উল্টোদিকে আনসার ভবন নামে পরি...
24/03/2024

সেই আমল আর বর্তমান!

১৯৬৫ সালে মোহাম্মদপুরের একটি বাড়ি যা বর্তমানে সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়ের উল্টোদিকে আনসার ভবন নামে পরিচিত।

ছবিটি তুলেছিলেন— জনাথন ফ্রাঙ্কলিন

২০২৩ সালে সেই একই স্থান অর্থাৎ মোহাম্মদপুর আসাদ এভিনিউর বাড়িটি যা আনসার ভবন নামেই পরিচিত।

Address

Dhaka

Telephone

+8801728282411

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইতিহাসের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইতিহাসের গল্প:

Share