Quraner Alo

Quraner Alo This page is all about Holy Quran.My mission is to present the clear, easily understandable verses of the whole Holy Quran.

27/03/2025

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ

উচ্চারণ: 'আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী'

অর্থ: 'হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনার পছন্দ। অতএব আমাকে ক্ষমা করে দিন।

27/03/2025

টাকা উপার্জন করো, গরিবের মতো চলো, বিনয়ী হও, কম কথা বলো!
দেখবে জীবন সুন্দর ❤️

19/09/2024

উত্তরার স্থগিত হওয়া
"কাওয়ালী সন্ধ্যা"
আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, সন্ধ্যা ৬:৩০ এ পূর্বের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।

আলহামদুলিল্লাহ গত পরশু তিনজন ভাই কে গুলিতে  মারাত্মকভাবে আহতদের ডোনেশনের টাকা থেকে কিছু আর্থিক সহযোগিতা করলাম।আহত তিন জন...
19/09/2024

আলহামদুলিল্লাহ গত পরশু তিনজন ভাই কে গুলিতে মারাত্মকভাবে আহতদের ডোনেশনের টাকা থেকে কিছু আর্থিক সহযোগিতা করলাম।আহত তিন জনেরই চিকিৎসা বাবদ লক্ষ টাকার মত খরচ হয়েছ অথচ এখন পর্যন্ত কোথাও থেকে কোন অর্থ সহায়তা পান নি।তিন দিনে একজন শহীদ ভাইয়ের ফেমিলি এবং ৭ জন আহত ভাই কে লক্ষ টাকার মত সাহায্য করেছি।আপনারা বিত্তবান যারা অর্থ সহায়তা নিয়ে পাশে দাড়াতে চান আমাকে জানান।আমি শুধু সাহায্যপ্রার্থীর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব।আপনি নিজে থেকে নিজের হাতেই সাহায্য করবেন অথবা সাহায্যপ্রার্থীর নিজের দেয়া বিকাশ/নগদ্/রকেট নাম্বারে প্রদান করবেন।

ভাল কাজ করতে নিজের ইচ্ছাশক্তি ই যথেষ্ট। এজন্য কোন দল ও করা লাগে না,অর্থ ও লাগে না।আমিতো নিজে তেমন কোন টাকা খরচ করছি না।সুধু মোবাইল খরচ,যাতায়াত খরচ আর সময় ব্যয় হচ্ছে আমার।
সাহায্যপ্রার্থীর সাহায্য দরকার,দানশীল ব্যক্তির প্রকৃত সাহায্যপ্রার্থী দরকার। দুজনকে আমি শুধু মিলিয়ে দিচ্ছি।

19/09/2024

আলহামদুলিল্লাহ আজকেও শহীদ দুই ভাইয়ের দুই ফেমিলি সহ হাটুতে গুলিবিদ্ধ ড্রাউভার ভাই,চোখে গুলিবিদ্ধ ছাত্র ভাই সহ মোট ৫ জন কে অর্থ সহায়তা দেয়া হয়েছে।দানশীল এক ভাই নিজেই সাহায্যপ্রার্থীর বিকাশ নাম্বারে এই টাকা পাঠিয়েছেন।আমি শুধু পরিবারের সাথে আর আহত ভাইদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি।
আল্লাহ ভাইটির এই দানের বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দিন এই দোয়া করবেন।এরকম শহীদ বা গুরুতর আহত ভাই বোন কারো পরিচিত থাকলে আমাকে জানান।
ধন্যবাদ @মোহাইমিনভাই এই উদ্যোগ টি নেয়ার জন্য আর সবকিছু অর্গানাইজ করার জন্য।

"আম্মাকে দেখতে ইচ্ছে করে,সবাইরে দেখতে ইচ্ছে করে,কারন এখন তো আর কাউরেই দেখতে পারি না"- আন্দোলনে দৃষ্টি হারানো আমজাদ
19/09/2024

"আম্মাকে দেখতে ইচ্ছে করে,সবাইরে দেখতে ইচ্ছে করে,কারন এখন তো আর কাউরেই দেখতে পারি না"

- আন্দোলনে দৃষ্টি হারানো আমজাদ

24/06/2024

❝কাউকে" গালির বদলে গালি দিও না, ❝লজ্জার" বদলে লজ্জা দিও না, ❝কষ্টের "বদলে কষ্ট দিও না।

"যদি"ও তোমার প্রতিশোধ নেওয়ার❞ অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"

📖(সূরা আয-যুমারঃ ১০)

যে কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন।১. ভুল জমি বা ফ্লাট কেনা।দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা বরশি ফেলে বসে আছ...
04/06/2024

যে কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন।

১. ভুল জমি বা ফ্লাট কেনা।

দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা বরশি ফেলে বসে আছে টোপ গেলার জন্য এবং এ টোপ হচ্ছে মধ্যবিত্ত। কেনার সময় আপনাকে যে জমি দেখানো হয়েছে আসলে তা হয়তো কেনাই হয়নি। জমির মালিককে মাসে দুহাজার টাকা ভাড়া দিয়ে জমির উপর কোম্পানিটি সাইনবোর্ড লাগিয়েছে মাত্র।

এ জমি কিনলেন তো বুড়িগঙ্গায় কষ্টের টাকা বিসর্জন দিলেন। সর্বস্ব হারানো মানুষটির এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই করার থাকে না। আশেপাশে তাকালেই এদের হাতে পথের ফকির হওয়া অনেককেই দেখবেন।

উল্টাপাল্টা ডেভেলপার থেকে ফ্লাট কিনলেও একই দশা অপেক্ষা করছে।

একটি ভুল জমি বা ফ্লাট ইকুয়াল টু বাকি জীবনের কান্না।

২. অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়া কোম্পানি।

এরা পঞ্চাশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় অফার করবে। কমদাম দেখে মধ্যবিত্তরা ঝাঁপ দেবেন। এর মধ্যে সামান্য কয়েকজনকে পণ্য সরবরাহ করা হবে, বাকি অসংখ্য অর্ডারকারিকে দেবে না, সোজা কথায় তাঁদের টাকা মেরে দেওয়া হবে। বঞ্চিতরা এ কোম্পানির মালিককে জীবনেও ধরতে পারবেন না। কারণ তাঁদের টাকায় সে টাউট ইতোমধ্যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে, গড়ে তুলেছে মাস্তান বাহিনী, চড়ে বুলেট প্রুফ গাড়িতে, বাস করে দূর্গে। ক্ষমতাহীন মধ্যবিত্তের সাধ্য নেই তাকে ধরার।

৩. ক্রেডিট কার্ড।

নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় যেমন মন খচখচ করে করে ক্রেডিট কার্ড দিয়ে কেনার সময় তা করে না। তাই সব কিছু কিনে ফেলতে ইচ্ছে করে। একবারও মনে আসে না যে, ক্রেডিট কার্ড কোম্পানি প্রায় ত্রিশ পার্সেন্ট সুদ আরোপ করবে। মানে ১০০ টাকার জিনিস আসলে আপনি কিনছেন ১৩০ টাকায়। এটি এমন একটি গর্ত, যেখানে ঢুকা যায়, কিন্তু বের হতে জান বেরিয়ে যায়। মিনিমাম পেমেন্টের গাড্ডায় পড়লে তো জান যাবে কিন্তু ওই গর্ত থেকে বেরুতে পারবেন না।

৪. শেয়ার বাজার।

এটি এমন একটি সুড়ঙ্গ যার ওপর পারে অপেক্ষা করছে অভিজ্ঞ খেলোয়ারেরা। ভালোভাবে এ বাজার না বুঝে সে সুড়ঙ্গে টাকা ঢুকালেন তো অপর প্রান্তে অপেক্ষামান ফিল্ডাররা ক্রিকেট বলের মতো তা খপ করে লুফে নেবে। তার মানে আপনি আউট! পারমানেন্ট আউট। জীবনেও আর খেলার সুযোগ পাবেন না। এরকম আউট হওয়া হতভাগ্য খেলোয়ার আশেপাশেই দেখতে পাবেন।

৫. অতিরিক্ত মুনাফার লোভ।

যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে তখনই সে প্রতিষ্ঠানে লাল পতাকা কল্পনা করবেন। মানে হচ্ছে প্রতিষ্ঠানটি লালবাতি জ্বালিয়ে ভাগবে, তার টিকিটার খোঁজও আপনি পাবেন না। এরা তো জ্বীন-ভূত না যে বাজারের প্রতিষ্ঠিত অতি বিশ্বস্ত প্রতিষ্ঠানের চাইতে বেশি মুনাফা দেবে! এটা কি সম্ভব? এদের হাতে কি আলাদীনের চেরাগ আছে? না নেই। তবে আপনার আমানতের টাকায় এ চেরাগ তারা নিজেদের জন্য তৈরি করছে। যেদিন চেরাগটি পুরোপরি জ্বলবে সেদিন আপনার টাকা বস্তায় ভরে ম্যাজিক কার্পেটে চড়ে এরা গায়েব হয়ে যাবে।

কার্পেট রেডি, কেবল উড়াল দেওয়ার অপেক্ষা।

৬. ব্যাবসা করার জন্য অন্যকে টাকা দেওয়া।

আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা অন্যকে ব্যাবসা করার জন্য টাকা দিয়ে সব হারান নি। দুটো কারণে এটা হয়। প্রথমত যিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন তিনি নিজেই মার খেয়েছেন, ফেরত কোত্থেকে দেবেন? দুই নম্বর হলো টাকা মেরে দেওয়া। কয়েকমাস লাভ দিয়ে তারপর অস্বীকার! লাভ তো দূরের কথা আসলই ফেরত পাওয়া যায় না। তাই ব্যাবসা যদি নিজে বুঝেন তাহলে করবেন, না বুঝে লাভের আশায় অন্যকে টাকা দিলেন মানে ব্যাংকের চেক কাটলেন না, নিজের ভাগ্যকেই নিজে কেটে দিলেন। দুনিয়ার কোনো সার্জনের সাধ্য নেই তা জোড়া লাগানোর।

৭. অন্ধ প্রতিযোগিতা।

আমাদের একটা বাজে অভ্যাস হলো অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা। পাশের বাসায় ৪২ ইঞ্চি টিভি কেনা হয়েছে! আমারও কিনতে হবে। কেউ গাড়ি কিনেছে! ধারকর্জ করে আমাকেও কিনতে হবে। ফলাফল হচ্ছে, পায়ের নিচের মাটি সরে যাওয়া। এ ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না। ফালতু প্রতিযোগিতার কারণে সে ছাতা তো কবেই বিক্রি করে দিয়েছি!

তাহলে কী করবেন?

উত্তর: উপরের কোনোটিই করবেন না। টাকাও নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। হাতের ছাতা হাতেই থাকুক, বর্ষাকালের জন্য।

সংগৃহীত: এতো সুন্দর লিখা লেখার জন্য ধন্যবাদ
Badal Syed Syed Mohammad Abu Daud

26/05/2024

অন্যের ক্ষতি / অমঙ্গল করে নিজের ক্ষতি ডেকে আনবেন না। অন্যের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়। যতটুকু সম্ভব যৌক্তিক ও পক্ষপাত মুক্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
কিছু ক্ষমতাবান মানুষ অন্যের ক্ষতি করে মজা পায়।ক্ষমতার অভাবে অথবা ভদ্রতার খাতিরে নিরীহ ভুক্তভোগী মানুষটি চুপচাপ থাকে। তাকে অনেকে বোকা মনে করে। সে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ সব দেখেন, জানেন ও শুনেন। আল্লাহ বড়ই ন্যায় বিচারক। আল্লাহ হিসেবে খুবই দক্ষ, নিখুত এবং দ্রুত্। অপরাধী পালাবার জায়গা পাবে না। কারো প্রতি তিল পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ আজিজুল হাকিম।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন। ক্ষতি করা যাবে না ক্ষতি সহ্যও করা যাবে ( হাদিস)। যে অন্যকে কষ্ট দিবে,আল্লাহ তার জন্য কষ্ট দিবেন। আমাদের প্রিয় নবী বলেন, যে অপরের ক্ষতি করা থেকে বিরত থাকতে পারে, সে সদকা বা দানের কাজ করলো।
আদ, সামূদ, নমরুদ ও ফেরাউন সহ বহু ক্ষমতাবান ও অহংকারী জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। তাই আসুন, সমাজে মিলেমিশে থাকি,অন্যের ক্ষতি সাধন না করে, হিংসা বিদ্বেষ ভুলে সবাই ভালো থাকি।

23/05/2024

'ধ্বংস! ধ্বংস! ধ্বংস!" কাদের জন্য ??.....

>>ধ্বংস বিষয়ে কোরআনের কিছু আয়াত জেনে নিই....

১. ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য।
(সুরা জাসিয়াহ-৭)

২. ধ্বংস তার যে (মানুষের) পিছনে অপবাদ রটায়।
(সুরা হুমাযাহ-১)

৩.ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমানিত করে।
(সুরা হুমাযাহ-১)

৪. ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে।
(সুরা হুমাযাহ-১,২)

৫. ধ্বংস সে সব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।
( সুরা মাউন-৪)

৬. ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়।
( মুতাফ্যিফিন-১)

৭. ধ্বংস ঐ সকল মিথ্যারোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে।
(মুতাফ্যিফিন-১০,১১)

৮. ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে।
(বাকারা-৭৯)

৯. ধ্বংস ও কঠিন শাস্থি ঐ সকল কাফিরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাঁধা প্রদান করে।
(সুরা ইবরাহিম-২,৩)

১০. ধ্বংস তাদের যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে।
(সুরা মরইয়াম-৩৮)

১১. ধ্বংস ঐ সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়।
(সুরা আম্বিয়া-১৮)

১২. ধ্বংস ঐ সকল কাফিরদের যারা ধারনা করে আসমান, যমীন ও এর মাঝে যা কিছু আছে,,, আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন।
(সুরা সা'দ-২৭)

১৩. ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে।
(সুরা যুমার-২২)

১৪. ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে।(সুরা হা- মীম সাজদাহ-৬)
মহান আল্লাহ আমাদের এমন ধ্বংসশীল কর্ম-কান্ড থেকে হেফাজত করুক।
আমিন!

Address

Dhaka-1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quraner Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quraner Alo:

Share