Nasir Sultan : কাব্য পথিক

Nasir Sultan : কাব্য পথিক কবিতা গুচ্ছ; ভালোবাসার, ভালো লাগার এক অনন্য ডায়েরি 🌿🌸

24/12/2024

রাজনীতিতে অংশগ্রহণ না করার শাস্তি হলো, তুমি তোমার চেয়ে নীচু ও অযোগ্যদের দ্বারা শাসিত হবে !

— প্লেটো

21/12/2024

দান বাক্স মাজারে নয়,হাসপাতালে থাকা প্রয়োজন।কারন মৃত মানুষের টাকার প্রয়োজন নেই। জীবিত মানুষের টাকার প্রয়োজন

14/12/2024
14/12/2024
প্রস্থান__হেলাল হাফিজএখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিওএক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটাখুব নিশীথে তোমার ...
14/12/2024

প্রস্থান
__হেলাল হাফিজ

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিও, পত্র দিও।

আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!
ছবি- যৌবনে হেলাল হাফিজ, ১৯৭৩। ছবি: শামসুল আলম আলমাজী

14/12/2024

এখনও তোমার শরীরের ঘ্রাণ
লেগে আছে আমার বুক পকেটে!

✒️হেলাল হাফিজ

07/12/2024

"এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"
বাপ বলল --অপেক্ষা কর বাবা!
শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।
বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?
এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।
বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"
শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!
বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!
বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন -- "আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!"

06/12/2024

বাংলাদেশের অর্থনীতি টিকে আছে তিন শ্রেণির উপর।
১. কৃষকের শ্রম
২. কৃষক কন্যার গার্মেন্টসে শ্রম
৩. কৃষক পুত্রের প্রবাসে শ্রম।

03/12/2024
03/12/2024

প্রথমে র এজেন্ট পাঠান (শাহরুখ খান) আর টাইগার (সালমান খান) সাবমেরিন দিয়ে এয়ার রেইড দিবে। তারপর ঋত্মিক রোশান আর দীপিকা পাদুকোন ফাইটার প্লেন নিয়ে তিস্তা নদী দিয়ে রংপুরে ঢুকে পড়বে। ওইদিকে টাইগার শ্রফের পিঠে চড়ে অক্ষয় কুমার, আর রনভির সিঙের বীচি ধরে সিংঘাম (অজয় দেবগন) বেনাপোল বর্ডার দিয়ে আক্রমন শানাবে।
তারপর সবগুলারে ধরে, পাটের রশি দিয়ে গাবগাছের ডালে উল্টো করে ঝুলায়ে অনন্ত জলিল বলবে,
'এখানে কেনো এসেছো? যেখানে পায়ে পায়ে মিরিত্যুর খেলা, সেখানে কেন এসেছো?

১৯৬৫ সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায়।✍️ কোনো সেনাবাহিনী ছিল না।✍️ কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না।✍️ বিশুদ্ধ...
02/12/2024

১৯৬৫ সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায়।

✍️ কোনো সেনাবাহিনী ছিল না।
✍️ কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না।
✍️ বিশুদ্ধ পানির উৎসও ছিল না।
✍️ মাত্র ২০ লাখ মানুষের একটি ছোট দ্বীপ, যারা তখন বস্তিতে বসবাস করত।

🇸🇬এরপর একজন মানুষের কঠোর পরিকল্পনা এবং ভিশনের মাধ্যমে আধুনিক এশিয়ার অন্যতম সফল রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের উত্থান ঘটে।

আর বাংলাদেশকে দেখলে এখন শুধুই দীর্ঘশ্বাস আসে।

01/12/2024

নেতার ছেলে বিদেশে লেখাপড়া করে, আর তুমি ৫০০/১০০০ টাকার জন্য নেতার হয়ে লড়াই কর
১০ বছর পর নেতার ছেলে নেতা,আর তোমার জীবন ভোঁতা!

01/12/2024

ক্যাম্পাসের ফ্রেন্ডগুলো অনেক অদ্ভুত।

কেউ পকেটে ৩৪৫০ টাকা নিয়ে বিকালে চায়ের বিল দেয়ার সময় বলে, "দোস্ত, আমার কাছে একটা টাকাও নাই। বিলটা দিয়ে দে।"

আবার কেউ পকেটে ৭৪ টাকা নিয়ে বলে, "আরে ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি।"

তারপর কে রাতে বিরিয়ানী খেল আর কে ১০ টাকার বাটার বন খেয়ে ঘুমিয়ে পড়ল সে খবরটা কেউ রাখে না।

30/11/2024

মানুষ অবলীলায় মসজিদ-মাজারের নিচে মন্দির, মন্দিরের নিচে মসজিদ-মাজার খুঁজে পায়। অথচ আমি এতো খুঁজেও মানুষের শক্ত মাংসপেশীর নিচে একটা নরম, সহনশীল মন খুঁজে পাইনা।

28/11/2024

আমার মনেহয় আগের সরকার শতভাগ সফল!!
তারা পরিকল্পনা করে যেমন অনৈতিক, অশিক্ষিত, ও ব্রেইন-ওয়াশড একটা জেনারেশন তৈরি করতে চাইছিল আসলে আমরা ঠিক তেমনভাবেই তৈরি হয়েছি !
সাথে যোগ হয়েছে তাদের চুরি করা টাকা/অস্ত্রের ঝনঝনানি, তাই তারা ক্ষমতায় না থেকে ও একইভাবে মজা নিতে পারছে!!

23/11/2024

ভালো লাগার বিষয়টি হলো উনি মুসলমানদের ভাই বলে আখ্যায়িত করেছেন "' এটা সুন্দর 🖤🫶

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Sultan : কাব্য পথিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir Sultan : কাব্য পথিক:

Videos

Share

Category