Mohsin Hossain

Mohsin Hossain Mohsin Hossain's journey with the online world began in 2013, where he embarked on an extraordinary path - that of a freelancer.
(6)

Mohsin Hossain's inspirational journey


In a world where digital platforms have become showcases for talent, MH World's story shines as a beacon of determination and resilience. Hailing from a small village in Lakshmipur, Mohsin Hossain's journey from humble beginnings to becoming a social media sensation is a testament to his unwavering spirit and relentless dedication. Life threw Mohsin Hossai

n a curveball early on. The initial phase of his journey was not easy. Faced with financial constraints, Mohsin sold some of his belongings to fuel his passion and pursue his career in stunt cycling. Still, his family stood firmly behind him, giving him the support and encouragement he needed to keep going. This unwavering support system proved to be an important driving force as he tackled the challenges that came his way. While Mohsin Hossain began to attract attention.

18/02/2025

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা আজকের হরতালের কোন কিছুই দৃশ্যমান রাস্তায় দেখি নাই।
এই দেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে বহু আগেই।
দেশের মানুষের রাজনীতি নিয়ে এখন তেমন কোন ভাবনা নেই।
সরকারে কে আছে, কে আসবে, কে যাবে তাতে মানুষের সত্যিই কোন আগ্রহ নেই।
একটা অনির্বাচিত বা অসাংবিধানিক সরকার যার কোন ভিত্তি নেই সেও এখন দেশ চালিয়ে নিচ্ছে গত ৬ মাস ধরে। সামনে কতদিন তারা ক্ষমতা ধরে রাখতে পারে সেইটাই দেখার বিষয়।

অতএব হরতালের মতো কর্মসূচি দিয়ে এই সরকার কেন কোন সরকারের কিছুই এখন আর এই দেশে করতে পারবেনা।

অন্যকিছু ভাবতে হবে আওয়ামী লীগকে।

18/02/2025

কুয়েটে ছাত্রদলের হামলায় শিবিরের ৮০ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক ২ জন রয়েছেন আইসিওতে!

আই লাভ ছাত্রদল ❤️

শেষ বয়সে এসে লড়াই করছে তাও হাসি মুখে এক বিন্দু আফসোস নেই তাঁদের।কৌশলের কথা বলে গাঁ বাঁচিয়ে রাখা কে কাপুরুষের দলভুক্ততা ব...
18/02/2025

শেষ বয়সে এসে লড়াই করছে তাও হাসি মুখে এক বিন্দু আফসোস নেই তাঁদের।কৌশলের কথা বলে গাঁ বাঁচিয়ে রাখা কে কাপুরুষের দলভুক্ততা বলে।উনারা কাপুরুষ না।

আপনারাই আমাদের সাহস ✌

নারী বলেই কি শহীদ মিনারের অন্যতম স্থপতি হিসেবে মুছে দেওয়া হয়েছে নভেরা আহমেদের নাম?
18/02/2025

নারী বলেই কি শহীদ মিনারের অন্যতম স্থপতি হিসেবে মুছে দেওয়া হয়েছে নভেরা আহমেদের নাম?

18/02/2025

পাসপোর্ট করতে পুলিশ ভ্যারিফিকেশন আর লাগবে না। এ কারনে ভারত ভিসা চালু করবে না। অন্য দেশ গুলোও তাই করতে পারে।

একটু আগে যে ভিডিও ভাইরাল হয়েছিলো! উত্তরা ৭ নাম্বার সেক্টর ৯ নাম্বার রোডে সমন্বয়ক নামের আড়ালে থাকা শিবির প্রকাশ্যে রাম দা...
17/02/2025

একটু আগে যে ভিডিও ভাইরাল হয়েছিলো! উত্তরা ৭ নাম্বার সেক্টর ৯ নাম্বার রোডে সমন্বয়ক নামের আড়ালে থাকা শিবির প্রকাশ্যে রাম দা দিয়ে কুপাচ্ছিলো এক যুবককে! সেই শিবির ছানা জনতার হাতে আটক হয়েছে, আমার কথা হচ্ছে এদের হাত পা টেং টুং ভে---ঙ্গে দিয়ে তারপর পুলিশে দিলো ভালো হতো।

জ্বলে নি? জ্বলে?মুসলিম বিশ্বের ধনীরাষ্ট্র কাতারের আমির ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি  একের পর এক ...
17/02/2025

জ্বলে নি? জ্বলে?

মুসলিম বিশ্বের ধনীরাষ্ট্র কাতারের আমির ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি
একের পর এক বিজনেজ দান মারছেন।
প্রতিদিন দেশের একটা না একটা উন্নয়ন মাস্টার স্ট্রোক বিজনেজ ডিল।

আর আমাদের বাংলাদেশের অর্জন!

শাড়ি পড়া মডেল দেখলে নুনু দাড়িযে যায়।
ন্যাপকিন বেঁচলে সোনা দাড়ায়!
মেয়েরা ফুটবল খেললে লালা ঝড়ে!
সেভেন সিস্টার দখল কর!
ভারতের দালাল হটাও!
সংস্কৃতি হটাও।
আমাদের মাতৃভূমিটা কোনদিনই ভালো ছিলো না, ধর্ম ব্যবসা আর চেতনার নামে দেশের ধংস ঢেকে নিয়ে আসছে প্রতিনিয়ত।
যুবসমাজ, শিক্ষিত জনশক্তি, দিশা হারিয়ে ফেলছে! অথচ আমাদের দেশটা ইসরায়েল থেকেও শক্তিশালী হতে পারতো!!!!! আফসোস।

17/02/2025

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত "বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি ৩২" ভাং*চুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হা*মলা, লুট*পাট ও অগ্নি*সংযোগ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মি*থ্যা ও ষড়য*ন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অযৌক্তিকভাবে ভ্যাট-বৃদ্ধি, ডেভিল হান্টের নামে দেশব্যাপী নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধ এবং অ*বৈধভাবে ক্ষমতা দখ*লকারী স্বৈ*রাচার ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত হরতালের সমর্থনে মশাল মিছিল।

ধন্যবাদ টুঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত কুশলী ইউনিয়ন ছাত্রলীগ।

17/02/2025

Pathao নিজের মোবাইল থেকে ডিলিট করুন।
ডেলিভারি সার্ভিসে Pathao থাকলে ইগ্নোর করুন।

17/02/2025

নেত্রীর সর্বশেষ বার্তা

আগামীকালের হরতাল সফল হোক,স্বার্থক হোক।
জয় বাংলা।

দোলনা আপুকে  দাবাইয়া রাখতে পারবা না ইনশাল্লাহ।রাজপথের দোলনা শীঘ্রই রাজপথে ফিরে আসবে। ✊
17/02/2025

দোলনা আপুকে দাবাইয়া রাখতে পারবা না ইনশাল্লাহ।
রাজপথের দোলনা শীঘ্রই রাজপথে ফিরে আসবে। ✊

17/02/2025

কুমিল্লার হোমনায় যুবলীগ নেতার অন্তঃস্বত্তা স্ত্রী ছেলে-মেয়ে সহ পুরো পরিবারকে হত্যা করেছে স্থানীয় শিবির ও সমন্বয়করা।

゚viralシ ゚

একজন মুক্তিযোদ্ধা, যার বয়সটা ৯০ হায়রে বাংলাদেশ এই বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধাকেও তোমাদের এতো ভয়চমৎকার ৯০ বছরের বৃদ্ধাও ডেভিল?...
17/02/2025

একজন মুক্তিযোদ্ধা, যার বয়সটা ৯০ হায়রে বাংলাদেশ এই বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধাকেও তোমাদের এতো ভয়
চমৎকার ৯০ বছরের বৃদ্ধাও ডেভিল??? 🙏

মুনা-ফেকরা এমনই হয়! স্বীকার করুক আর না করুকDr Tasnim Jara
17/02/2025

মুনা-ফেকরা এমনই হয়! স্বীকার করুক আর না করুক
Dr Tasnim Jara

17/02/2025

নতুন একটা রাজনৈতিক দল গঠন করা হবে।
আপনিও চাইলে আমাদের দলে থাকতে পারেন। আপনাকেও সভাপতি পদ দেয়া হবে। মজার ব্যাপার হলো, আমাদের সংগঠনে সবাই সভাপতি। সবাই সংগঠক। তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক।

শেখ পরিবারের সবচেয়ে পাওয়ারফুল ব্যাক্তি, শেখ সেলিম এর পুত্রবধূর ভাই ববি হাজ্জাজ ইউনুস সরকারকে প্রস্তাব দিয়েছে আওয়ামিলীগকে...
17/02/2025

শেখ পরিবারের সবচেয়ে পাওয়ারফুল ব্যাক্তি, শেখ সেলিম এর পুত্রবধূর ভাই ববি হাজ্জাজ ইউনুস সরকারকে প্রস্তাব দিয়েছে আওয়ামিলীগকে টেরোরিস্ট সংগঠন হিসাবে চিহ্নিত করতে, নিষিদ্ধ করতে। যদি এটি হয় চিন্তা করুন, প্রান্তিক কর্মীদের উপর কি লেভেলের রোলারকোস্টার চলবে,ভেবে দেখেছেন?

এই ববি হাজ্জাজ আবার কথিত ধনকুবের মালিক মুসা বিন শমসের এর পুত্র। ববি হাজ্জাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষক। তার একটি ভূঁইফোড় রাজনৈতিক দলও আছে। যেটি এন্টি লীগ।

পরিতাপের বিষয় হলো, লীগ আমলে ববি ও মুসা বাপ-বেটা দুইজনেই ছিলেন আরামে, যেতে হয়নি জেলে। করেছেন অবাধে সমালোচনা।

কিন্তু জুলাই আন্দোলনে এই ববি নর্থ সাউথের ছাত্রদের রাস্তায় নামিয়েছেন অন্য কয়েকজন শিক্ষক সহ মার্কিন IRI এর ফান্ডিং এ নেতৃত্ব দিয়েছেন ম্যাসাকারেও।

আবার শেখ সেলিমের আরেক ভাইগ্না ও শেখ হেলালের মেয়ের জামাই এবং শেখ তন্ময়ের বোনের জামাই আন্দালিব রহমান পার্থ লীগ আমলে ছিলেন আরামে, টকশো গরম করে, স্টেজ গরম করেও যেতে হয়নি জেলে। তারেক জিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যবসাও সামলিয়েছেন লীগ নেতাদের থেকে টেন্ডার নিয়ে। আরামে নিজের ব্যবসাও চালিয়ে গেছেন। আর এখন দিন-রাত লীগরে খিস্তি করে। বঙ্গবন্ধু র ধানমন্ডি ৩২ এর বাড়ি ভাঙা নিয়েও তাদের কোনো নিন্দা নাই।

লীগের ভবিষ্যত রাজনীতিতে শেখ পরিবারের কিছু সদস্য কে লীগের রাজনীতি থেকে মাইনাস করা উচিত বিশেষ করে পরশ- তাপস, সেলিম পরিবার, হেলাল পরিবার ও হাসনাত পরিবার। এরা বিগত ১৫ বছর লীগরে চুষে শেষ করেছে, হাসনাত পরিবার তো বরিশালের রাজনীতিই শেষ করে দিয়েছে।

তৃনমুলের উচিত এদের বিরুদ্ধে আওয়াজ তোলা ও এদের মাইনাস না করা পর্যন্ত হাইকমান্ডকে চাপে রাখা উচিত এবং জোড়ালো অবস্থান নেওয়া উচিত এই ৩ পরিবারের বিরুদ্ধে। লীগ যদি এদের মাইনাস না করে তৃনমূলের কোনো ভবিষ্যতই নাই, শেখ পরশ আর তার বউ এবং শেখ সেলিম যুবলীগরে নিজেদের পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিল। শেখ তাপস মেয়র হওয়ার জন্য যুবনেতা সম্রাটের রাজনীতি শেষ করেছেন।

শেখ তাপস আর পরশ এর ব্যাপারেও জোড়ালো অবস্থান নেওয়া উচিত তৃনমূলের। এদের লীগের ভবিষ্যত নেতৃত্ব হওয়ার কোনো ক্রেডিবিলিটি নাই।
এরা ক্রেডিবিলিটি হারিয়েছেন।

আপনাদের আত্নীয়রা লীগের পু ট কি মারবে, আপনারা সেইভ থাকবেন আর প্রান্তিক লেভেলের কর্মীরা খুন হবে, জেলে যাবে, মামলা খাবে, হামলার শিকার হবে, বাড়ি-ঘরে লুট-অগ্নিসংযোগ হবে, তা হতে পারে না?

তৃনমুলের উচিৎ সোচ্চার হওয়া। পাতানো খেলা বন্ধ করা জরুরী।

17/02/2025

আপনারাই দেশ চালান, আপত্তি নাই, তবে নির্বাচিত হয়ে আসুন। সুষ্ঠু নির্বাচন দিতে যতো দেরি হবে ততোই কিন্তু দেশে ফ্যাকরা সৃষ্টি হবে - ফ্যাকরা যতো ভারী হবে, অনির্বাচিতদের বিপদ ততো বাড়বে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে নির্বাচনের দিনতারিখ ঘোষণা করুন - নির্বাচিতরা প্রয়োজন মতো যতোখুশী সংস্কার করুক। সংসদের বাইরের সংস্কার কিন্তু বালির বাঁধের মতো ধ্বসে পড়বে, সংস্কারকরা কিন্তু সংস্কারের দায় এড়াতে পারবে না। আইনকানুনের তোয়াক্কা না করে বড় বেশী নির্ভীক হওয়া কিন্তু মোটেই উচিৎ নয় - যখন পরিস্থিতি প্রতিকূলে চলে যাবে তখন কিন্তু মাশুল গোনার লোক খুঁজে পাওয়া যাবে না।

গোপালগঞ্জ জেলার প্রবেশদ্বার, মুকসুদপুর, গোপালগঞ্জ।
17/02/2025

গোপালগঞ্জ জেলার প্রবেশদ্বার, মুকসুদপুর, গোপালগঞ্জ।

Address

Dhaka

Telephone

+8801849639204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohsin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohsin Hossain:

Share